Close Ad close
Breaking
Tue. Jan 14th, 2025
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৪ নভেম্বর | Today's Famous Day in Historical Events : 4 Novemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৪ নভেম্বর | Today's Famous Day in Historical Events : 4 November

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৪ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 4 November

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৪ নভেম্বর  : Today’s Famous Day in Historical Events : 4 November (Bengali) : আজকের বিখ্যাত দিনে ৪ নভেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৪ নভেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৪ নভেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 4 November

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৪ নভেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 4 November. On this day Important Day in Bengali)

4 November : ৪ নভেম্বর – মানসিক চাপ সচেতনতা দিবস (Stress Awareness Day)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ নভেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 4 November

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ নভেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 4 November

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ নভেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 4 November. Today’s Famous day on 4 November in India. On this day Historical Famous Events in India)

4 November 1618 : ১৬১৮ সালের এই দিনে মুঘল সম্রাট ঔরঙ্গজেব জন্মগ্রহণ করেন।

4 November 1656 : ১৬৫৬ সালের এই দিনে বিজাপুরের সুলতান মুহাম্মদ আদিল শাহ পরলোক গমন করেন।

4 November 1925 : ১৯২৫ সালের এই দিনে বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার ঋত্বিক ঘটক জন্মগ্রহণ করেন।

4 November 1971 : ১৯৭১ সালের এই দিনে বিশিষ্ট ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী তাব্বু জন্মগ্রহণ করেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ নভেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 4 November

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ নভেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

4 November 1972 : ১৯৭২ সালের এই দিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদে সংবিধান গৃহীত হয়।

4 November 1997 : ১৯৯৭ সালের এই দিনে বিশিষ্ট লেখক ও সাংবাদিক রণেশ দাশগুপ্ত পরলোক গমন করেন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ নভেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 4 November

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ নভেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 4 November, Today’s Famous day on 4 November in the World. On this day Historical Famous Events in The World)

4 November 1575 : ১৫৭৫ সালের এই দিনে বিশিষ্ট ইতালীয় চিত্রশিল্পী গুইডো রেনি জন্মগ্রহণ করেন।

4 November 1845 : ১৮৪৫ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়।

4 November 1875 : ১৮৭৫ সালের এই দিনে আফ্রিকার দেশ টোঙ্গায় সংবিধান গৃহীত হয়।

4 November 1908 : ১৯০৮ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ-ইংরেজ পদার্থবিদ ও শিক্ষাবিদ জোসেফ রটবলাট জন্মগ্রহণ করেন।

4 November 1918 : ১৯১৮ সালের এই দিনে সাম্রাজ্যবাদী অস্ট্রিয়া ও হাঙ্গেরি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার এক সপ্তাহ বাকি থাকতে মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পন করে।

4 November 1918 : ১৯১৮ সালের এই দিনে ইংরেজ সৈনিক ও বিশিষ্ট কবি উইলফ্রেড আওয়েন পরলোক গমন করেন।

4 November 1922 : ১৯২২ সালের এই দিনে হাওয়ার্ড কার্টার তুতানখামেনের বিখ্যাত সমাধিক্ষেত্রটি আবিষ্কার করেন।

4 November 1924 : ১৯২৪ সালের এই দিনে বিশিষ্ট ফরাসি পিয়ানোবাদক, সুরকার ও শিক্ষাবিদ গ্যাব্রিয়েল ফাউরে পরলোক গমন করেন।

4 November 1946 : ১৯৪৬ সালে আজকের দিনে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়।

4 November 1956 : ১৯৫৬ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আন্দোলন দমন করার জন্য সোভিয়েত সেনাবাহিনী হাঙ্গেরিতে প্রবেশ করে।

4 November 1990 : ১৯৯০ সালে আজকের দিনে ইরানী বিশিষ্ট গবেষক ডক্টর ফারার্মায অশুরি জাপানে প্রাকৃতিক কিছু বস্তুর মাঝে রশ্মি-বিরোধী গুণ-বৈশিষ্ট্য খুঁজে পেতে সক্ষম হয়েছিলেন।

4 November 1992 : ১৯৯২ সালে আজকের দিনে ডেমোক্রেটিক পার্টির বিল ক্লিনটন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

4 November 1995 : ১৯৯৫ সালের এই দিনে বিশিষ্ট আফগান কবি ও সাংবাদিক নাদিয়া আঞ্জুমান পরলোক গমন করেন।

4 November 2008 : ২০০৮ সালের এই দিনে বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম আফ্রো-আমেরিকান রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।

আজকের বিখ্যাত জন্মদিন : ৪ নভেম্বর | Today Famous Birthdays : 4 November

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 4 November. On this day Famous Birthdays in Bengali)

4 November 1845 : ১৮৪৫ সালের আজকের দিনে বাসুদেব বলবন্ত ফাদকে, ভারতীয় স্বাধীনতা কর্মী এবং বিপ্লবী, ব্রিটিশ ভারতের রায়গড় জেলা, পানভেল উপজেলা, শিরধন গ্রামে জন্মগ্রহণ করেন (মৃত্যু: 1883) ।

4 November 1862 : ১৮৬২ সালের আজকের দিনে ইডেন ফিলপটস, ইংরেজি, কবি ও নাট্যকার (রেড ম্যাডমায়নেস), ভারতের রাজস্থানের মাউন্ট আবুতে জন্মগ্রহণ করেন (মৃত্যু: ১৯৬০)

4 November 1925 : ১৯২৫ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন খ্যাতিমান বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক। তার সবচেয়ে বিখ্যাত চলচ্চিত্রগুলোর মধ্যে “মেঘে ঢাকা তারা(১৯৬০)”, “কোমল গান্ধার(১৯৬১)” এবং “সুবর্ণরেখা(১৯৬২)” অন্যতম; এই তিনটি চলচ্চিত্রকে ট্রিলজি বা ত্রয়ী হিসাবে চিহ্নিত করা হয়, যার মাধ্যমে কলকাতার তৎকালীন অবস্থা এবং উদ্বাস্তু জীবনের রুঢ় বাস্তবতা চিত্রিত হয়েছে। হিন্দু বাঙালি শরণার্থীর দুর্দশার কথা বলা হয়েছে। সমালোচনা এবং বিশেষ করে কোমল গান্ধার এবং সুবর্ণরেখা’র ব্যবসায়িক ব্যর্থতার কারণে এই দশকে আর কোন চলচ্চিত্র নির্মাণ তার পক্ষে সম্ভব হয়নি।

4 November 1929 : ১৯২৯ সালে আজকের দিনে বেঙ্গালোড়ে জন্মগ্রহণ করেন ভারতীয় লেখক এবং মানব ক্যালকুলেটর শকুন্তলা দেবী। তাকে ‘মানব কম্পিউটার’ নামে ডাকা হয়। তার এই অসাধারণ গণন ক্ষমতার জন্য তাকে ১৯৮২ সালে ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’ এর অন্তর্ভুক্ত করা হয়েছে।

4 November 1965 : ১৯৬৫ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন মডেল ও অভিনেতা মিলিন্দ সোমেন।

4 November 1971 : ১৯৭১ সালে আজকের দিনে হায়দ্রাবাদে(তেলেঙ্গানা) জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী তাবু/তাবাসসুম ফাতিমা হাশমী। তার অভিনীত কয়েকটি ব্যবসাসফল চলচ্চিত্রের মধ্যে রয়েছে “কুলি নাম্বার ওয়ান(১৯৯১)”, “বিজয়পথ(১৯৯৪)”, “হকীকত(১৯৯৫)”, “জিৎ(১৯৯৬)”, “সজন চলে সসুরাল(১৯৯৬)”, “বর্ডার(১৯৯৭)”।

4 November 1972 : ১৯৭২ সালের আজকের দিনে তবু [তাবাসসুম হাশমি], ভারতীয় অভিনেত্রী (মাচিস), ভারতের হায়দরাবাদে জন্মগ্রহণ করেছিলেন।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ৪ নভেম্বর | Today Famous Marriage Anniversary and Divorces : 4 November

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 4 November. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

4 November : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৪ নভেম্বর | Today Famous Deaths : 4 November

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 4 November. On this day Famous Deaths in Bengali)

4 November 1982 : ১৯৮২ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কলকাতার ভারতের খ্যাতনামা শিল্পপতি এবং দেশে ভারী শিল্পস্থাপনের সূচনাকারী স্যার বীরেন মুখোপাধ্যায়। তিনি বার্ণপুরে ইস্কো ইস্পাত কারখানাসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন।

4 November 1997 : ১৯৯৭ সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন বাঙালি সাহিত্যিক রণেশ দাশগুপ্ত। বাংলা ভাষা ও সাহিত্যে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক মরণোত্তর একুশে পদক ভূষিত হন।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ৪ নভেম্বর : The Famous Day 4 November in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৪ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 4 November (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ৪ নভেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *