Close Ad close
Breaking
Sat. Jan 18th, 2025
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৪ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 4 Octoberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৪ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 4 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৪ অক্টোবর | Today’s Famous Day in Historical Events : 4 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৪ অক্টোবর  : Today’s Famous Day in Historical Events : 4 October (Bengali) : আজকের বিখ্যাত দিনে ৪ অক্টোবর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট TheFamousDay.com এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৪ অক্টোবর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৪ অক্টোবর | Today’s Important Day or Famous Day in Bengali : 4 October

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৪ অক্টোবর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 4 October. On this day Important Day in Bengali)

4 October : আজ ৪ অক্টোবর – বিশ্ব প্রাণী দিবস(World Animal Day)। প্রাণীর অধিকার রক্ষা ও কল্যাণার্থে প্রতিবছর বিশ্বব্যাপী ৪ অক্টোবর পালিত হয় দিবসটি। প্রাণী হিসেবে তাদের যে বেঁচে থাকার অধিকার সে অধিকার নিশ্চিতে জনসচেতনতার উদ্দেশে ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্স শহরে পরিবেশ বিজ্ঞানীদের এক সম্মেলনে ৪ অক্টোবর বিশ্ব প্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ অক্টোবর | Today’s Famous Day in History (Bengali) : 4 October

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ অক্টোবর | Today’s famous day in the history of India (Bengali) : 4 October

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ অক্টোবর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 4 October. Today’s Famous day on 4 October in India. On this day Historical Famous Events in India)

4 October 1813 : ১৮১৩ সালের এই দিনে লর্ড ময়রা বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন।

4 October 1855 : ১৮৫৫ সালে আজকের দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে ও নেতৃত্বে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়।

4 October 1887 : ১৮৮৭ সালের এই দিনে কলকাতায় এমারেল্ড থিয়েটার প্রতিষ্ঠিত হয়।

4 October 1919 : ১৯১৯ সালের এই দিনে বিশিষ্ট কবি মণীন্দ্র রায় জন্মগ্রহণ করেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ অক্টোবর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 4 October

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ অক্টোবর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

4 October 1967 : ১৯৬৭ সালের এই দিনে বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা জাহিদ হাসান জন্মগ্রহণ করেন।

4 October 1974 : ১৯৭৪ সালের এই দিনে বিশিষ্ট রাজনীতিবিদ ও চিন্তাবিদ আবুল হাসিম পরলোক গমন করেন।

4 October 1979 : ১৯৭৯ সালের এই দিনে বাংলাদেশ, যুগোশ্লাভাকিয়ার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ অক্টোবর | Today’s famous day in the history of the world (Bengali) : 4 October

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ অক্টোবর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 4 October, Today’s Famous day on 4 October in the World. On this day Historical Famous Events in The World)

4 October 1227 : ১২২৭ সালের এই দিনে খলিফা আল-আদিল-এর হত্যাকাণ্ড সংঘঠিত হয়।

4 October 1289 : ১২৮৯ সালের এই দিনে ফ্রান্সের রাজা দশম লুই জন্মগ্রহণ করেন।

4 October 1535 : ১৫৩৫ সালের এই দিনে ইংরেজি ভাষায় প্রথম বাইবেল ছাপানো হয়।

4 October 1669 : ১৬৬৯ সালের এই দিনে ইউরোপের ইতিহাসে অন্যতম বিশিষ্ট চিত্রশিল্পী রেমব্রনট ফান রেইন পরলোক গমন করেন।

4 October 1830 : ১৮৩০ সালের এই দিনে বেলজিয়াম স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।

4 October 1897 : ১৮৯৭ সালের এই দিনে সুইজারল্যান্ডের বিশিষ্ট কথাসাহিত্যিক আলবার্ট বিটজিয়াম জন্মগ্রহণ করেন।

4 October 191 : ১৯১১ সালে আজকের দিনে সাধারণের ব্যবহারের জন্য প্রথম লন্ডনের পাতাল রেলস্টেশন চালু হয়।

4 October 1947 : ১৯৪৭ সালের এই দিনে জার্মানির বিখ্যাত পদার্থবিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক পরলোক গমন করেন।

4 October 1957 : ১৯৫৭ সালে আজকের দিনে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মহাশূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১ সাফল্যের সাথে প্রেরণ করে মহাশূন্যের ওপর মানুষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কালপর্বের সূচনা করে।

4 October 1957 : ১৯৫৮ সালে আজকের দিনে আটলান্টিক পারাপারে নিয়মিত বিমান চলাচল শুরু করে।

4 October 1959 : ১৯৫৯ সালে আজকের দিনে সোভিয়েত নভোযান লুনিক-৩ সর্বপ্রথম চাঁদের সবচেয়ে কাছাকাছি গিয়ে ছবি তোলে।

4 October 1963 : ১৯৬৩ সালে আজকের দিনে ক্যারিবিয়ান সমুদ্রে প্রচণ্ড ঝড় উঠেছিল। ঐ ঝড়ে ক্যারিবিয়ান সমুদ্রের সকল দ্বীপ এবং বন্দরের সরঞ্জামাদি আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয়। ভয়াবহ এই তুফানের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার। প্রায় ৬ হাজার লোক এই তুফানে মারা গিয়েছিল। মৃত্যুবরণকারীদের অধিকাংশই ছিল হাইতি এবং কিউবার অধিবাসী।

4 October 1967 : ১৯৬৭ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট অভিনেতা, প্রযোজক, পরিচালক এবং চিত্রনাট্যকার লিয়েভ স্রাইবার জন্মগ্রহণ করেন।

4 October 1992 : ১৯৯২ সালের এই দিনে ব্রাজিলের এক কারাগারে রক্তক্ষয়ী দাঙ্গা সংঘঠিত হওয়ার ফলে শতাধিক বন্দী মৃত্যুমুখে পতিত হয়।

4 October 2000 : ২০০০ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী বিশিষ্ট ইংরেজ-কানাডিয়ান রসায়নবিদ মাইকেল স্মিথ পরলোক গমন করেন।

4 October 2006 : ২০০৬ সালে এই দিনে জুলিয়ান অ্যাসাঞ্জ ‘উইকিলিকস’ (WikiLeaks)-এর উদ্বোধন করেন।

4 October 2013 : ২০১৩ সালের এই দিনে ভিয়েতনামের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অন্যতম রাজনীতিবিদ ভো নগুয়েন গিয়াপ পরলোক গমন করেন।

4 October 2014 : ২০১৪ সালের এই দিনে হাইতির অন্যতম বিতর্কিত রাষ্ট্রপতি জাঁ-ক্লউডে দুভালিয়ের পরলোক গমন করেন।

আজকের বিখ্যাত জন্মদিন : ৪ অক্টোবর | Today Famous Birthdays : 4 October

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 4 October. On this day Famous Birthdays in Bengali)

4 October 1919 : ১৯১৯ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন সাহিত্য অকাদেমি পুরস্কার ও রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত একজন বিশিষ্ট বাঙালি কবি মণীন্দ্র রায়(Manindra Ray)।  কলকাতা শহরে সুরেন্দ্রনাথ কলেজ থেকে তিনি ইংরেজিতে অনার্স নিয়ে বি এ পাশ করেন। তিনি প্রায় চল্লিশ বছর ধরে কবিতা লিখেছেন। ১৯৩৬ সালে সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত ‘পরিচয়’ পত্রিকায় তার প্রথম কবিতা ছাপা হয়। ১৯৩৯ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ত্রিশঙ্কু প্রকাশিত হয়। ১৯৪২ খ্রিষ্টাব্দে একচক্ষু, ১৯৪২ খ্রিষ্টাব্দে ছায়া সহচর, ১৯৪৮ খ্রিষ্টাব্দে সেতুবন্ধন কাব্যগ্রন্থগুলি প্রকাশিত হয়।

4 October 1931 : ১৯৩১ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন ভারতীয় নেপথ্য গায়িকা এবং সংগীতশিল্পী, বাংলা সঙ্গীত বিশেষজ্ঞ সন্ধ্যা মুখোপাধ্যায়(Sandhya Mukhopadhyay)। তিনি ২০১১ সালে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বেসামরিক সম্মান বঙ্গবিভূষণ পান এবং ১৯৭০ সালে জয় জয়ন্তী এবং নিশি পদ্ম চলচ্চিত্রে তার গানের জন্য সেরা নেপথ্য গায়িকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

4 October 1937 : ১৯৩৭ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন বিজ্ঞানী শঙ্কর আঢ্য (Sankar Adhya)। He is a molecular biologist and geneticist at the National Cancer Institute (NCI)[1] and a member of the National Academy of Sciences. He is best known for his work on bacterial transcription and the biology of bacteriophage lambda. 

4 October 1980 : ১৯৮০ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন অভিনেত্রী পাওলি দাম(Paoli Dam)। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতোকোত্তর ডিগ্রী অর্জন করেন। সমরেশ মজুমদারের উপন্যাস ‘কালবেলা’ নিয়ে নির্মিত চলচ্চিত্রে নায়িকা মাধবীলতার ভুমিকায় অভিনয়ের পর তিনি সুপরিচিত হন। এরপর তিনি একাধিক ছবিতে নানা চরিত্রে অভিনয় করেন। এগুলির মধ্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর স্ত্রী সত্যবতীর চরিত্রে পাওলী দামের অভিনয় উল্লেখযোগ্য।

4 October 1997 : ১৯৯৭ সালে আজকের দিনে উত্তরাখণ্ডের হরিদ্বারের রুরকি অঞ্চলে জন্ম গ্রহণ করেন ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ঋষভ পন্ত(Rishabh Pant)। জানুয়ারি, ২০১৭ সালে টুয়েন্টি২০ আন্তর্জাতিক, আগস্ট, ২০১৮ সালে টেস্ট ও অক্টোবর, ২০১৮ সালে ভারতের পক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক পর্ব সম্পন্ন হয় তার।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ৪ অক্টোবর | Today Famous Marriage Anniversary and Divorces : 4 October

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 4 October. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

4 October : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৪ অক্টোবর | Today Famous Deaths : 4 October

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 4 October. On this day Famous Deaths in Bengali)

4 October 1978 : ১৯৭৮ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব, অগ্নিযুগের বিপ্লবী, স্বদেশী এবং কমিউনিস্ট নেপাল নাগ/শৈলেশচন্দ্র নাগ(Nepal Nag)।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ৪ অক্টোবর : The Famous Day 4 October in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ৪ অক্টোবর : The Famous Day 4 October (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ৪ অক্টোবর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *