Close Ad close
Breaking
Tue. Jan 14th, 2025
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৪ সেপ্টেম্বর | Today's Famous Day in Historical Events : 4 Septemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৪ সেপ্টেম্বর | Today's Famous Day in Historical Events : 4 September

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৪ সেপ্টেম্বর | Today’s Famous Day in Historical Events : 4 September

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৪ সেপ্টেম্বর  : Today’s Famous Day in Historical Events : 4 September (Bengali) : আজকের বিখ্যাত দিনে ৪ সেপ্টেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৪ সেপ্টেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৪ সেপ্টেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 4 September

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৪ সেপ্টেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 4 September. On this day Important Day in Bengali)

4 September : আজ ৩রা সেপ্টেম্বর – ম্যাকডামিয়া বাদাম দিবস (Macadamia Nut Day)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ সেপ্টেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 4 September

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ সেপ্টেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 4 September

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ সেপ্টেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 4 September. Today’s Famous day on 4 September in India. On this day Historical Famous Events in India)

4 September 1825 : ১৮২৫ সালের আজকের দিনে ‘দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া’ হিসেবে পরিচিত দাদাভাই নৌরজির জন্ম হয়।

4 September 1890 : ১৮৯০ সালের আজকের দিনে বিশিষ্ট বাঙালি সাহিত্যিক এস. ওয়াজেদ আলির জন্ম হয়।

4 September 1908 : ১৯০৪ সালের আজকের দিনে খ্যাতনামা সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের জন্ম হয়৷

4 September 1952 : ১৯৫২ সালের আজকের দিনে ভারতের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ঋষি কাপুরের জন্ম হয়।

4 September 1964 : ১৯৬৪ সালের আজকের দিনে ভারতীয় গায়ক ও গীতিকার আদেশ শ্রীবাস্তবের জন্ম হয় ।

4 September 1967 : ১৯৬৭ সালের আজকের দিনে ভারতের কোল্যা দামে রিখটার স্কেলে ৬.৫ তীব্রতার ভূমিকম্পে ২০০ জন মারা যায়।

4 September 1978 : ১৯৭৮ সালের আজকের দিনে ভারতে অন্যতম দীর্ঘস্থায়ী বর্ষাকাল  থাকাকালীন উত্তর ভারত বিধ্বংসী বন্যার সম্মুখীন হয়।

4 September 1987 : ১৯৮৭ সালের আজকের দিনে রাজস্থানের অষ্টাদশী রূপ কানওয়ার ‘সতী’ হওয়ার জন্য স্বামীর চিতায় জীবন্ত দগ্ধ হয়। এই ঘটনার পরই কেন্দ্রীয় সরকার সতী কমিশন (প্রতিরোধ) আইন নির্ধারণ করেন৷

4 September 2012 : ২০১২ সালের আজকের দিনে বিখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের মৃত্যু হয় ।

4 September 2012 : ২০১২ সালের আজকের দিনে ম্যাকডোনাল্ডস’ ভারতের অমৃতসরে তাদের প্রথম নিরামিষ খাবারের বিপণী খোলার কথা ঘোষণা করে।

4 September 2014 : ২০১৪ সালে বর্ষার বৃষ্টিপাত শুরু হয় এবং টেকসই সময়কালে বন্যার সৃষ্টি হয় যা ভারত ও পাকিস্তানের ৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।

4 September 2016 : ২০১৬ মাদার তেরেসা ভ্যাটিকানে এক অনুষ্ঠানে পোপ ফ্রান্সিসের দ্বারা পরিচিত হন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ সেপ্টেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 4 September

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ সেপ্টেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

4 September 1954 : ১৯৫৪ সালের আজকের দিনে বিশিষ্ট সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্ম হয়।

4 September 2011 : ২০১১ সালের আজকের দিনে বাংলাদেশী সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক অজিত রায়ের মৃত্যু হয় ।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ সেপ্টেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 4 September

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৪ সেপ্টেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 4 September, Today’s Famous day on 4 September in the World. On this day Historical Famous Events in The World)

4 September 1260 : ১২৬০ সালে আজকের দিনে ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলেস প্রতিষ্ঠিত হয়।

4 September 1492 : ১৪৯২ সালে আজকের দিনে ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে ওয়েস্ট ইন্ডিজ অভিমুখে যাত্রা করেন।

4 September 1870 : ১৮৭০ সালের আজকের দিনে ফরাসি সম্রাট তৃতীয় নেপলিয়ান-কে পদচ্যুত করে ‘তৃতীয় প্রজাতন্ত্র’ ঘোষণা করা হয়।

4 September 1906 : ১৯০৬ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী চিকিৎসাবিজ্ঞানী ম্যাক্স ডেলবুরকের জন্ম হয়।

4 September 1910 : ১৯১০ সালে আজকের দিনে নিউজিল্যান্ডে ক্যানটাবুরি ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ৭.১ ভূমিকম্পে প্রচুর ক্ষয়ক্ষতি হয়।

4 September 1934 : ১৯৩৪ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ক্লিভ গ্র্যাঞ্জারের জন্ম হয়।

4 September 1995 : ১৯৯৫ সালে আজকের দিনে বেজিংয়ে ১৮০টি দেশের প্রতিনিধিদের নিয়ে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন শুরু হয়।

4 September 1956 : ১৯৫৬ সালে আজকের দিনে আই বি এম THE IBMRAMAC305 নামক কমপিউটর বাজারে আনে যেটা চৌম্বকীয় তথ্য সংরক্ষণ করতে পারে।

4 September 1997 : ১৯৯৭ সালের আজকের দিনে প্যালেস্তাইনের সন্ত্রাসবাদী দল হামাস জেরুজালেমে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়।

4 September 1999 : ১৯৯৯ সালের আজকের দিনে একটি গণভোটে পূর্ব তিমুর নামক অঞ্চলটির মানুষেরা ইন্দনেশিয়া থেকে পৃথক হবার পক্ষে মত দেয়। এরপর ২০০২ সালে এই দেশটি স্বাধীন দেশের স্বীকৃতি পায়।

4 September 2002 : ২০০২ সালের আজকের দিনে কেলি ক্লারক্সন ‘আমেরিকান আইডল’-এর প্রথম সিরিজের বিজয়ীর খেতাব অর্জন করেন।

4 September 2006 : ২০০৬ সালের আজকের দিনে ‘ক্রোকোডাইল হান্টার’ নামে বিখ্যাত অস্ট্রেলিয়ার পরিবেশবিদ ও টেলিভিশন ব্যক্তিত্ব স্টিভ আরউঁইন-এর অপঘাতে মৃত্যু হয়।

4 September 2009 : ২০০৯ সালের আজকের দিনে আফ্রিকার সিয়েরা লিওন দেশটির সরকার ওই দেশে ছড়িয়ে থাকা প্রায় পঞ্চাশটির কাছাকাছি বেআইনি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করার কথা ঘোষণা করে।

আজকের বিখ্যাত জন্মদিন : ৪ সেপ্টেম্বর | Today Famous Birthdays : 4 September

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 4 September. On this day Famous Birthdays in Bengali)

4 September 1825 : ১৮২৫ সালে আজকের দিনে বোম্বে-বৃটিশ ভারতে(বর্তমানে গুজরাট) জন্ম গ্রহণ করেছিলেন ‘দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া’ হিসেবে পরিচিত দাদাভাই নওরোজি(Dadabhai Naoroji) , তিনি ছিলেন ভারতীয় শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও কংগ্রেসের সভাপতি। ভারতীয়দের মধ্যে তিনিই প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য।

4 September 1880 : ১৮৮০ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী, সমাজতান্ত্রিক এবং গবেষক ভূপেন্দ্রনাথ দত্ত(Bhupendranath Datta)। তার দাদারা হলেন নরেন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দ এবং সাধক মহেন্দ্র । তিনি কলকাতা মেট্রোপলিটান ইনস্টিটিউট থেকে এন্ট্রান্স পাস করে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাবার আগে তিনি ব্রাহ্মধর্মের প্রতি আকৃষ্ট হন এবং শিবনাথ শাস্ত্রীর সাথে পরিচিত হয়ে হিন্দুসমাজের ভেদবুদ্ধির বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠেন।

4 September 1890 : ১৮৯০ সালে আজকের দিনে হুগলি জেলায়(বর্তমানে) জন্ম গ্রহণ করেছিলেন বাঙালি প্রাবন্ধিক, গল্পলেখক ও ভ্রমণকাহিনী রচয়িতা শেখ ওয়াজেদ আলি/এস. ওয়াজেদ আলী(S. Wajid Ali)। তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

4 September 1904 : ১৯০৪ সালে আজকের দিনে বারানসীতে(উত্তর প্রদেশ) জন্ম গ্রহণ করেছিলেন কল্লোল যুগের বহুমুখী প্রতিভার অধিকারী বাঙালি কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক এবং চিত্রপরিচালক প্রেমেন্দ্র মিত্র(Premendra Mitra)। বাংলা সাহিত্যে তার সৃষ্ট জনপ্রিয় চরিত্রগুলি হল “ঘনাদা”, “পরাশর বর্মা”, “মেজকর্তা” এবং “মামাবাবু”।

4 September 1941 : ১৯৪১ সালের আজকের দিনে সুশীলকুমার শিন্ডে, ভারতের রাজনীতিবিদ (স্বরাষ্ট্রমন্ত্রী, ২০১২-১৪), ভারতের সোলাপুরে জন্মগ্রহণ করেন।

4 September 1952 : ১৯৫২ সালে আজকের দিনে মুম্বাইতে জন্ম গ্রহণ করেছিলেন ভারতের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ঋষি কাপুর(Rishi Kapoor)। ১৯৭০ সালে তার পিতা রাজ কাপুরের চলচ্চিত্র “মেরা নাম জোকারে” শিশু শিল্পী হিসেবে অভিনয়ে আত্মপ্রকাশ করে জাতীয় চলচ্চিত্রে পুরস্কার জিতে নেন। এরপর “ববি” চলচ্চিত্রে ডিম্পল কাপাডিয়ার সাথে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান এবং ১৯৭৪ সালে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন।

4 September 1962 : ১৯৬২ সালে আজকের দিনে গুজরাতের বরোদায় জন্ম গ্রহণ করেন ভারতীয় ক্রিকেটার কিরণ মোরে(Kiran More)। ১৯৮৪ থেকে ১৯৯৩ সময়কালে ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন। দলে মূলতঃ উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করতেন কিরণ মোরে। এছাড়াও ২০০৬ সালে দিলীপ বেঙ্গসরকারের দায়িত্ব লাভের পূর্বে পর্যন্ত বিসিসিআইয়ের দল নির্বাচকমণ্ডলীর সভাপতির দায়িত্ব ছিলেন তিনি।

4 September 1964 : ১৯৬৪ সালে আজকের দিনে মধ্য প্রদেশে জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় গায়ক ও জনপ্রিয় গীতিকার আদেশ শ্রীবাস্তব(Aadesh Shrivastava)। তার কর্মজীবনের ১০০ টির বেশি হিন্দি চলচ্চিত্র গান রচনা করেছিলেন। মাত্র ৫১ বছরে পা রাখার ১ দিন পরেই তিনি কোকিলাবেন হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। আগামীকাল তার মৃত্যু দিন(৫ সেপ্টেম্বর ২০১৫)।

4 September 1971 : ১৯৭১ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার ও কোচ ল্যান্স ক্লুজনার(Lance Klusener Bopanna)। আগ্রাসী ব্যাটিং ও ফাস্ট মিডিয়াম সুইং বোলিংয়ে সবিশেষ দক্ষ ছিলেন তিনি। জুলু ভাষায় কথা বলতে পারেন, তাই তার ডাক নাম ছিল “জুলু”।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ৪ সেপ্টেম্বর | Today Famous Marriage Anniversary and Divorces : 4 September

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 4 September. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

4 September : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৪ সেপ্টেম্বর | Today Famous Deaths : 4 September

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 4 September. On this day Famous Deaths in Bengali)

4 September 1939 : ১৯৩৯ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন হাওড়ার শিশু সাহিত্যিক নবকৃষ্ণ ভট্টাচার্য(Navkrishna Bhattacharya)। তার রচনার মধ্যে রয়েছে শিশুরঞ্জন রামায়ণ(১৮৯১), ছেলেখেলা(১৮৯৮), টুকটুকে রামায়ণ(১৯১০), পুষ্পাঞ্জলী(১৯৩৪), ছবির ছড়া(১৯৩৬) প্রভৃতি। তার জনপ্রিয় বিখ্যাত কবিতার মধ্যে রয়েছে ‘গোকুলে মধু ফুরায়ে গেল আঁধার আজি কুঞ্জবন’, ‘মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি’ প্রভৃতি।

4 September 1957 : ১৯৫৭ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন হাওড়ার বিপ্লবী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়(Amarendranath Chatterjee)। যুগান্তর আন্দোলনের তহবিল আদায়ের জন্য ভারপ্রাপ্ত অবস্থায়, তার কার্যক্রম মূলত, বিহার, ওড়িশা এবং অধুনা উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড ব্যাপী বিপ্লবী কেন্দ্রগুলিতে ছিল।

4 September 2006 : ২০০৬ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী সত্যেন্দ্রনারায়ণ সিনহা(Satyendra Narayan Sinha)।

4 September 2012 : ২০১২ সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন মুর্শিদাবাদের ভারতীয় বাঙালি লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ(Syed Mustafa Siraj)। তার প্রথম মুদ্রিত উপন্যাস – “নীলঘরের নটী”। তার “ইন্তি, পিসি ও ঘাটবাবু”, “ভালোবাসা ও ডাউনট্রেন”(দেশ-এ প্রকাশিত প্রথম গল্প), “তরঙ্গিনীর চোখ”,”জল সাপ ভালোবাসা”, “হিজলবিলের রাখালেরা”, “রণভূমি”, “উড়োপাখির ছায়া”, “রক্তের প্রত্যাশা”, “মৃত্যুর ঘোড়া”, “রানীরঘাটের বৃত্তান্ত”, ইত্যাদি অসংখ্য ছোটগল্প অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ৪ সেপ্টেম্বর : The Famous Day 4 September in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ৪ সেপ্টেম্বর : The Famous Day 4 September (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ৪ সেপ্টেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *