আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৫ ডিসেম্বর | Today’s Famous Day in Historical Events : 5 December
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৫ ডিসেম্বর : Today’s Famous Day in Historical Events : 5 December (Bengali) : আজকের বিখ্যাত দিনে ৫ ডিসেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৫ ডিসেম্বর।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৫ ডিসেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 5 December
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৫ ডিসেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 5 December. On this day Important Day in Bengali)
5 December : আজ ৫ ডিসেম্বর – বিশ্ব মৃত্তিকা দিবস।
5 December : আজ ৫ ডিসেম্বর – আন্তর্জাতিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য স্বেচ্ছাসেবক দিবস।
ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ ডিসেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 5 December
ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ ডিসেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 5 December
আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ ডিসেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 5 December. Today’s Famous day on 5 December in India. On this day Historical Famous Events in India)
5 December 1905 : ১৯০৫ সালের আজকের দিনে কাশ্মীরের রাজনৈতিক নেতা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জন্মগ্রহণ করেন।
5 December 1950 : ১৯৫০ সালের আজকের দিনে পরলোক গমন করেন অরবিন্দ ঘোষ, তিনি ছিলেন বাঙালি রাজনৈতিক নেতা, আধ্যাত্মসাধক ও দার্শনিক।
5 December 1951 : ১৯৫১ সালের আজকের দিনে পরলোক গমন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর, তিনি ছিলেন খ্যাতিমান ভারতীয় চিত্রশিল্পী ও লেখক।
5 December 1985 : ১৯৮৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন শিখর ধাওয়ান, তিনি ভারতীয় ক্রিকেটার।
5 December 1986 : ১৯৮৬ সালের আজকের দিনে ভারতের ভৌত রসায়ন বিজ্ঞানের পথিকৃত ড. নীলরতন ধর পরলোক গমন করেন।
বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ ডিসেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 5 December
আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ ডিসেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)
5 December 1957 : ১৯৫৭ সালের আজকের দিনে উপমহাদেশের প্রখ্যাত হযরত মাওলানা হোসাইন আহমদ মাদানী (রহ.) পরলোক গমন করেন।
5 December 1969 : ১৯৬৯ সালের আজকের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব-পাকিস্তানের নামকরণ করেন ‘‘ বাংলাদেশ ”।
5 December 1971 : ১৯৭১ সালের আজকের দিনে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশ ও ভারতের যৌথ কমান্ড গঠন করে মিত্রবাহিনী নাম গ্রহণ করে।
বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ ডিসেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 5 December
আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ ডিসেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 5 December, Today’s Famous day on 5 December in the World. On this day Historical Famous Events in The World)
5 December 1360 : ১৩৬০ সালের আজকের দিনে ফ্রান্সের মুদ্রা ফ্রাঁ চালু হয়।
5 December 1766 : ১৭৬৬ সালের আজকের দিনে লন্ডনে প্রথম নিলাম ডাক শুরু হয়।
5 December 1792 : ১৭৯২ সালের আজকের দিনে জর্জ ওয়াশিংটন দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
5 December 1812 : ১৮১২ সালের আজকের দিনে নেপোলিয়ন বোনাপার্ট রাশিয়ায় লজ্জাজনক পরাজয়ের পর ফ্রান্সে ফিরে যায়।
5 December 1830 : ১৮৩০ সালের আজকের দিনে ইংরেজ মহিলা কবি ক্রিশ্চিনা রসেটি জন্মগ্রহণ করেন।
5 December 1854 : ১৮৫৪ সালের আজকের দিনে অ্যারোন অ্যালেন রিভলবিং থিয়েটার চেয়ার প্যাটেন্ট করেন।
5 December 1870 : ১৮৭০ সালের আজকের দিনে পরলোক গমন করেন আলেক্সাঁদ্র্ দ্যুমা, তিনি ছিলেন বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক।
5 December 1879 : ১৮৭৯ সালের আজকের দিনে প্রথম স্বয়ংক্রিয় টেলিফোন সুইচিং সিস্টেম প্যাটেন্ট করা হয়।
5 December 1896 : ১৮৯৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন কার্ল ফার্দিনান্দ কোরি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী চেক বংশোদ্ভূত আমেরিকান বায়োকেমিস্ট ও ফারমাকোলগিস্ট।
5 December 1901 : ১৯০১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ওয়াল্ট ডিজনি, তিনি ছিলেন একজন মার্কিন চলচ্চিত্র প্রযোজক, নির্দেশক, কাহিনীকার, নেপথ্য কন্ঠ শিল্পী, অ্যানিমেটর ও ওয়াল্ট ডিজনি কোম্পানির প্রতিষ্ঠাতা।
5 December 1901 : ১৯০১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভের্নার কার্ল হাইজেনবের্গ, তিনি ছিলেন নোবেল বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী।
5 December 1903 : ১৯০৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সেসিল ফ্র্যাংক পাওয়েল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত ইতালীয় পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক।
5 December 1926 : ১৯২৬ সালের আজকের দিনে পরলোক গমন করেন ক্লোদ মনে, তিনি ছিলেন ফ্রান্সের এক বিখ্যাত ধারণাবাদী (ইম্প্রেশনিস্ট) চিত্রশিল্পী।
5 December 1932 : ১৯৩২ সালের আজকের দিনে জার্মান বংশোদ্ভুত বিজ্ঞানী আইনস্টাইন আমেরিকার ভিসা পান।
5 December 1933 : ১৯৩৩ সালের আজকের দিনে উটাহ ৩৬তম অঙ্গরাজ্য হিসেবে আমেরিকার সাথে যুক্ত হয়।
5 December 1950 : ১৯৫০ সালের আজকের দিনে কোরিয় যুদ্ধ চলাকালে চীনের সৈন্যরা উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং-এ প্রবেশ করে।
5 December 1965 : ১৯৬৫ সালের আজকের দিনে পরলোক গমন করেন যোসেফ আরল্যাঙ্গার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান শারীরতত্ত্ববিদ, স্নায়ুবিজ্ঞানী ও অধ্যাপক।
5 December 1992 : ১৯৯২ সালের আজকের দিনে আলবেনিয়াকে মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়।
5 December 1995 : ১৯৯৫ সালের আজকের দিনে হংকং-র সবোর্চ্চ আদালতে প্রথমবারের মতো চীনা ভাষায় মামলা পরিচালিত হয়।
5 December 1999 : ১৯৯৯ সালের আজকের দিনে যানজট এড়াতে ব্যাংককে আকাশ ট্রেন সার্ভিস চালু।
5 December 2013 : ২০১৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন নেলসন ম্যান্ডেলা, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার আইনজীবী, রাজনীতিবিদ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি।
আজকের বিখ্যাত জন্মদিন : ৫ ডিসেম্বর | Today Famous Birthdays : 5 December
আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 5 December. On this day Famous Birthdays in Bengali)
5 December : আজ ৫ ডিসেম্বর – No Record.
আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৫ ডিসেম্বর | Today Famous Deaths : 5 December
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 5 December. On this day Famous Deaths in Bengali)
5 December : আজ ৫ ডিসেম্বর – No Record.
আজকের বিখ্যাত দিনে ৫ ডিসেম্বর : The Famous Day 5 December in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৫ ডিসেম্বর | Today’s Famous Day in Historical Events : 5 December (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ৫ ডিসেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।