Close Ad close
Breaking
Fri. Nov 15th, 2024
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৫ নভেম্বর | Today's Famous Day in Historical Events : 5 Novemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৫ নভেম্বর | Today's Famous Day in Historical Events : 5 November

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৫ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 5 November

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৫ নভেম্বর  : Today’s Famous Day in Historical Events : 5 November (Bengali) : আজকের বিখ্যাত দিনে ৫ নভেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৫ নভেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৫ নভেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 5 November

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৫ নভেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 5 November. On this day Important Day in Bengali)

5 November : ৫ নভেম্বর – বিশ্ব সুনামি দিবস (World tsunami day)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ নভেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 5 November

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ নভেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 5 November

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ নভেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 5 November. Today’s Famous day on 5 November in India. On this day Historical Famous Events in India)

5 November 1556 : ১৫৫৬ সালের আজকের দিনে পানিপথের দ্বিতীয় যুদ্ধে মোগল সম্রাট আকবরের বাহিনীর হাতে উত্তর ভারতের বিশিষ্ট শাসক হেম চন্দ্র বিক্রমাদিত্য ওরফে হিমু পরাজিত হন।

5 November 1795 : ১৭৯৫ সালের আজকের দিনে ‘ক্যালকাটা গেজেট’ শীর্ষক সংবাদপত্রে বাংলা নাটকের প্রথম বিজ্ঞাপন প্রকাশিত হয়।

5 November 1870 : ১৮৭০ সালের আজকের দিনে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, আইনজীবী ও রাজনীতিবিদ ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশ জন্মগ্রহণ করেন।

5 November 1902 : ১৯০২ সালে আজকের দিনে গহরজানের গান দিয়ে কলকাতায় এশিয়ার প্রথম রেকর্ডিং শুরু হয়।

5 November 1915 : ১৯১৫ সালের আজকের দিনে ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা স্যার ফিরোজ শাহ মেহতা পরলোক গমন করেন।

5 November 1955 : ১৯৫৫ সালের আজকের দিনে ভারতের বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক করণ থাপার জন্মগ্রহণ করেন।

5 November 2011 : ২০১১ সালের আজকের দিনে বিখ্যাত ভারতীয় কন্ঠ সঙ্গীত শিল্পী ভুপেন হাজারিকা পরলোক গমন করেন।

5 November 2013 : ২০১৩ সালের আজকের দিনে ইসরো (ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান) ‘মঙ্গলযান’ উৎক্ষেপণ করে।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ নভেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 5 November

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ নভেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

5 November 1975 : ১৯৭৫ –  বাংলাদেশের রাষ্ট্রপতি খন্দকার মোশতাক পদচ্যুত হন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ নভেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 5 November

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ নভেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 5 November, Today’s Famous day on 5 November in the World. On this day Historical Famous Events in The World)

5 November 1492 : ১৪৯২ সালের আজকের দিনে ইতালির বিশিষ্ট নাবিক ক্রিস্টোফার কলম্বাস কিউবার অধিবাসীদের কাছ থেকে প্রথম ভুট্টা উৎপাদনের সম্পর্কে জানতে পারেন।

5 November 1854 : ১৮৫৪ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী বিশিষ্ট ফরাসি রসায়নবিদ পল সাবায়টিয়ার জন্মগ্রহণ করেন।

5 November 1885 : ১৮৮৫ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ইতিহাসবিদ, দার্শনিক ও লেখক উইল ডুরান্ট জন্মগ্রহণ করেন।

5 November 1911 : ১৯১১ সালের আজকের দিনে ইতালি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং ত্রিপোলি দখল করে নেয়।

5 November 1920 : ১৯২০ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী বিশিষ্ট মার্কিন অর্থনীতিবিদ ও অধ্যাপক ডগলাস নর্থ জন্মগ্রহণ করেন।

5 November 1937 : ১৯৩৭ সালের আজকের দিনে জার্মানির ফুয়েরার অ্যাডলফ হিটলার একটি গোপন বৈঠকে তাঁর সেনবাহিনীর অধিকর্তাদের তাঁর যুদ্ধে যোগ দেবার অভিপ্রায় ব্যক্ত করেন।

5 November 1944 : ১৯৪৪ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী বিশিষ্ট ফরাসি জীববিজ্ঞানী অ্যালেক্সিস ক্যারেল পরলোক গমন করেন।

5 November 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী বিশিষ্ট মার্কিন পদার্থবিদ ও অধ্যাপক উইলিয়াম ড্যানিয়েল ফিলিপ্স জন্মগ্রহণ করেন।

5 November 1964 : ১৯৬৪ সালের আজকের দিনে ঘানার বিখ্যাত ফুটবল খেলোয়াড় আবেদি পেলে জন্মগ্রহণ করেন।

5 November 1993 : ১৯৯৩ সালের আজকের দিনে ফ্রান্স, জার্মানি ও বেলজিয়াম-এর নেতৃত্বে ন্যাটোর বিকল্প গড়ে ওঠা ইউরোপীয় বাহিনী ‘ইউরো কর্পস’-এর আনুষ্ঠানিক যাত্রা সূচিত হয় হয়।

5 November 1996 : ১৯৯৬ সালে আজকের দিনে পাকিস্তানের প্রেসিডেন্ট ফারুক আহমেদ খান লেঘারি বেনজির ভুট্টোর সরকারকে বরখাস্ত করেন এবং পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেন।

5 November 2002 : ২০০২ সালে আজকের দিনে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট বুশের রিপাবলিকান পার্টি বিজয় লাভ করে।

5 November 2006 : ২০০৬ সালের আজকের দিনে ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনকে আল দুজাইল ট্রায়ালের বিচারে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।

5 November 2007 : ২০০৭ সালের আজকের দিনে চিনের মহাকাশযান ‘চেংজ – ১’ (Chang’e 1) চাঁদের কক্ষপথে প্রবেশ করে।

আজকের বিখ্যাত জন্মদিন : ৫ নভেম্বর | Today Famous Birthdays : 5 November

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 5 November. On this day Famous Birthdays in Bengali)

5 November 1870 : ১৮৭০ সালে আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন বাঙালি আইনজীবী, রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী, কবি ও লেখক চিত্তরঞ্জন দাশ। তিনি স্বরাজ্য পার্টি-র প্রতিষ্ঠাতা। তার সময়ের অন্যতম বৃহৎ অঙ্কের আয় অর্জনকারী উকিল হওয়া সত্ত্বেও তিনি তার সম্পদ অকাতরে সাহায্যপ্রার্থীদের কাছে বিলিয়ে দিয়ে বাংলার ইতিহাসে দানবীর হিসাবে সুপরিচিত হয়ে আছেন। তিনি “দেশবন্ধু” নামেতে জগৎ বিখ্যাত হয়ে আছেন।

5 November 1887 : ১৮৮৭ সালে আজকের দিনে উত্তর চব্বিশ পরগনা জেলায় জন্মগ্রহণ করেন স্বাধীনতা সংগ্রামী বিপিনবিহারী গঙ্গোপাধ্যায়। তিনি ছিলেন স্বদেশী আন্দোলনের প্রথম যুগের রাজনীতিক ব্যক্তিত্ব, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন নেতা এবং অগ্নিযুগের বিপ্লবী।

5 November 1888 : ১৮৮৮ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন লোকগীতি সংগ্রাহক ও বাঙালি কবি আশুতোষ চৌধুরী। তার রচিত ছেলেদের চট্টলাভূমি গ্রন্থটি পড়ে রায়াবাহাদুর দীনেশচন্দ্র সেন মুগ্ধ হয়ে তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১৯২৫ সালে লোকগীতি সংগ্রাহক নিযুক্ত করেন।

5 November 1905 : ১৯০৫ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন অভিনেতা ধীরাজ ভট্টাচার্য। পঞ্চাশের দশকের সিনেমায় অভিনয় করে তিনি লক্ষ মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন।

5 November 1955 : ১৯৫৫ সালে আজকের দিনে শ্রীনগরে (জম্বু-কাশ্মীর) জন্মগ্রহণ করেন ভারতের সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক করণ থাপার। He was associated with CNN-IBN and hosted The Devil’s Advocate and The Last Word. He was also associated with India Today, hosted the shows To the Point and Nothing But The Truth and is doing an exclusive series of Interviews with The Wire on his show Access Journalism.

5 November 1988 : ১৯৮৮ সালে আজকের দিনে দিল্লিতে জন্মগ্রহণ করেন ভারতের আন্তর্জাতিক ক্রিকেটার এবং বর্তমানে ক্যাপ্টেন বিরাট কোহলি।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৫ নভেম্বর | Today Famous Deaths : 5 November

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 5 November. On this day Famous Deaths in Bengali)

5 November 1974 : ১৯৭৪ সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন ভারতীয় অভিনেতা, পরিচালক, মঞ্চনাটকশিল্পী অহীন্দ্র চৌধুরী। তিনি বায়স্কোপ নাটক ভিত্তিক কলকাতা কেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠান ফটো প্লে সিন্ডিকেট এর সহ-প্রতিষ্ঠাতা। চলচ্চিত্রজগতে তার অবদানের জন্য ১৯৬৩ সালে ভারত সরকার, ভারতের চতুর্থ বেসামরিক পদক পদ্মশ্রী তাকে প্রদান করেন। 

5 November 2011 : ২০১১ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন আসামের স্বনামধন্য ভারতীয় কন্ঠশিল্পী ভুপেন হাজারিকা। অত্যন্ত দরাজ গলার অধিকারী এই কণ্ঠশিল্পীর জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। অসমিয়া চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে গানের জগতে প্রবেশ করেন তিনি। পরবর্তীকালে বাংলা ও হিন্দি ভাষায় গান গেয়ে ভারত এবং বাংলাদেশে অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেন। 

5 November 2012 : ২০১২ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কিংবদন্তি বাঙালি যাত্রাশিল্পী শান্তিগোপাল পাল/বীরেন্দ্র নারায়ণ পাল। তার যাত্রা জীবনের শুরু কলকাতার বিখ্যাত নট্ট কোম্পানিতে। এরপর গড়ে তোলেন নিজের দল ‘তরুণ অপেরা’। যাত্রা জগতের এই প্রবাদপ্রতিম শিল্পী ‘লেনিন’, ‘হিটলার’, ‘আমি সুভাষ বলছি’-র মতো যাত্রায় অভিনয় করেছেন৷

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ৫ নভেম্বর : The Famous Day 5 November in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৫ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 5 November (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ৫ নভেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *