Close Ad close
Breaking
Tue. Jan 14th, 2025
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৫ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 5 Octoberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৫ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 5 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৫ অক্টোবর | Today’s Famous Day in Historical Events : 5 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৫ অক্টোবর  : Today’s Famous Day in Historical Events : 5 October (Bengali) : আজকের বিখ্যাত দিনে ৫ অক্টোবর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট TheFamousDay.com এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৫ অক্টোবর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৫ অক্টোবর | Today’s Important Day or Famous Day in Bengali : 5 October

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৫ অক্টোবর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 5 October. On this day Important Day in Bengali)

5 October : আজ ৫ অক্টোবর – বিশ্ব শিক্ষক দিবস(World Teachers’ Day)। ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর তারিখ বিশ্ব ব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়। বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল (Education International – EI) ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। দিবসটি উপলক্ষে ইআই প্রতি বছর একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে যা জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশার অবদানকেও স্মরণ করিয়ে দেয়।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ অক্টোবর | Today’s Famous Day in History (Bengali) : 5 October

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ অক্টোবর | Today’s famous day in the history of India (Bengali) : 5 October

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ অক্টোবর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 5 October. Today’s Famous day on 5 October in India. On this day Historical Famous Events in India)

5 October 1789 : ১৭৮৯ সালে আজকের দিনে ফরাসি বিপ্লবের সূচনা হয়।

5 October 1805 : ১৮০৫ সালের এই দিনে ব্রিটিশ শাসিত ভারতের গভর্নর লর্ড কর্ণওয়ালিশ পরলোক গমন করেন।

5 October 1864 : ১৮৬৪ সালের এই দিনে কোলকাতায় এক বিধ্বংসী সাইক্লোন আছড়ে পড়ায় প্রায় ষাট হাজার মানুষ মৃত্যুমুখে পতিত হয়।

5 October 1989 : ১৯৮৯ সালের এই দিনে কোলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ফতিমা বিবি ভারতের সুপিমকোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসেবে মনোনীত হন।

5 October 2011 : ২০১১ সালের এই দিনে ভারত সরকার ভারতের ছাত্রছাত্রীদের জন্য স্বল্পমূল্যের শিক্ষামূলক ট্যাব ‘আকাশ’-এর উদ্বোধন করেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ অক্টোবর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 5 October

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ অক্টোবর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

5 October 1983 : ১৯৮৩ সালের এই দিনে বাংলাদেশের বিশিষ্ট ক্রিকেট খেলোয়াড় মাশরাফি বিন মোরতাজা জন্মগ্রহণ করেন।

5 October 1984 : ১৯৮৪ সালের এই দিনে বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক মুজিবুর রহমান খাঁ পরলোক গমন করেন।

5 October 1987 : ১৯৮৭ সালের এই দিনে বাংলাদেশের বিশিষ্ট ক্রিকেট খেলোয়াড় নাজমুল হোসেন জন্মগ্রহণ করেন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ অক্টোবর | Today’s famous day in the history of the world (Bengali) : 5 October

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ অক্টোবর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 5 October, Today’s Famous day on 5 October in the World. On this day Historical Famous Events in The World)

5 October 1582 : ১৫৮২ সালের এই দিনে ইতালি ও অন্যান্য ক্যাথলিকপন্থী দেশগুলিতে ‘গ্রেগোরিয়ান দিনপঞ্জী’-এর ব্যবহার শুরু হয়।

5 October 1796 : ১৭৯৬ সালের এই দিনে স্পেন, ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

5 October 1813 : ১৮১৩ সালের এই দিনে কানাডায় সংঘঠিত ‘থ্যামেস-এর যুদ্ধে আমেরিকানরা ব্রিটিশদের পরাস্ত করে।

5 October 1910 : ১৯১০ সালের এই দিনে পর্তুগালে রাজতন্ত্রের অবসান ও প্রজাতন্ত্রের উত্থান ঘটে।

5 October 1914 : ১৯১৪ সালে আজকের দিনে জার্মান ও ফরাসি বিমানের আক্রমণের মধ্য দিয়ে প্রথম আকাশ যুদ্ধ শুরু হয়।

5 October 1915 : ১৯১৫ সালের এই দিনে বুলগেরিয়া অন্যতম একটি কেন্দ্রীয় শক্তি হিসেবে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে।

5 October 1915 : ১৯১৫ সালের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন গ্রীস নিরপেক্ষ শক্তি হওয়া সত্বেও মিত্রশক্তির সেনাবাহিনীকে তার সালোনিকা নামক শহরে অবতরণের সুযোগ করে দেয়।

5 October 1962 : ১৯৬২ সালের এই দিনে বিখ্যাত ব্যান্ড বিটলস-এর প্রথম গান ‘লাভ মি ডু’ (Love Me Do) মুক্তি পায়।

5 October 1983 : ১৯৮৩ সালের এই দিনে লেচ ওয়ালেসা নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন।

5 October 1988 : ১৯৮৮ সালের এই দিনে ব্রাজিলে সংবিধানকে গ্রহণ করা হয়।

5 October 2011 : ২০১১ সালের এই দিনে ‘অ্যাপেল’ কোম্পানির সহপ্রতিষ্ঠাতা স্টিভ জোবস পরলোক গমন করেন।

আজকের বিখ্যাত জন্মদিন : ৫ অক্টোবর | Today Famous Birthdays : 5 October

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 5 October. On this day Famous Birthdays in Bengali)

5 October 1898 : ১৮৯৪ সালে আজকের দিনে হুগলির চাতরা-শ্রীরামপুরে জন্ম গ্রহণ করেনে প্রখ্যাত বাঙালি লেখক ও অর্থনীতিবিদ ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়(Dhurjatiprasad Mukhopadhyay)। তাঁর মুখ্য পরিচয় একজন ঔপন্যাসিক হিসেবে। অন্তঃশীলা(১৯৩৫), আবর্ত(১৯৩৭) ও মোহানা(১৯৪৩) তাঁর ত্রয়ী উপন্যাস।  তাঁর প্রধান কয়েকটি ইংরেজি রচনা হলো: Basic Concepts of Sociology, Modern Indian Culture (১৯৩০), Personality and Social Sciences (১৯৩৪), Tagore- A study (১৯৪০), On Indian History (১৯৪৪), Views and Counterviews, Diversities, Indian Music ইত্যাদি।

5 October 1895 : ১৮৯৫ সালে আজকের দিনে উত্তর কলকাতায় জন্ম গ্রহণ করেনে অনুশীলন সমিতির সদস্য ও ভারতের স্বাধীনতা সংগ্রামী হেমন্তকুমার বসু(Hemanta Kumar Basu)। 

5 October 1906 : ১৯০৬ সালে আজকের দিনে বৃটিশ ভারতের জন্ম গ্রহণ করেনে ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও জননেত্রী মীরা দত্তগুপ্ত(Meera DuttaGupta)।

5 October 1963 : ১৯৬৩ সালে আজকের দিনে অসমে জন্ম গ্রহণ করেন ভারতীয় মঞ্চ, দূরদর্শন ও চলচ্চিত্র অভিনেতা আদিল হুসেন(Adil Hussain)। তিনি দ্য রিলাকটেন্ট ফান্ডামেন্টেলিস্ট (২০১২) ও লাইফ অব পাই (২০১২)-এর মত আন্তর্জাতিক পর্যায়ের চলচ্চিত্রে অভিনয় করেছেন।

5 October 1969 : ১৯৬৯ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন বাংলা অভিনেত্রী এবং রাজনীতিবিদ শতাব্দী রায়(Satabdi Roy)। ১৯৮৬ সালে তপন সিংহর আতঙ্ক ছবিতে শতাব্দী রায়ের অভিনয় জীবনের অভিষেক হয়। 

5 October 1989 : ১৯৮৯ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন বাংলা অভিনেতা অনুব্রত বসু(Anubrata Basu)। অঞ্জন দত্ত পরিচালিত চলচ্চিত্র ম্যাডলি বাঙালিতে বেঞ্জির চরিত্রে তার চলচ্চিত্র জীবন শুরু হয়

5 October 1999 : ১৯৯৯ সালে আজকের দিনে চেন্নাইতে জন্ম গ্রহণ করেন ডানহাতি ব্যাটসম্যান ও ডানহাতি অফ-ব্রেক বোলার হিসাবে পরিচিত ভারতীয় ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর(Washington Sundar)।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ৫ অক্টোবর | Today Famous Marriage Anniversary and Divorces : 5 October

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 5 October. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

5 October : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৫ অক্টোবর | Today Famous Deaths : 5 October

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 5 October. On this day Famous Deaths in Bengali)

5 October 1805 : ১৮০৫ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ব্রিটিশ ভারতের গভর্নর লর্ড কর্নওয়ালিস(Charles Cornwallis)। ভারত এবং আয়ারল্যান্ডে দায়িত্ব পালনকালে উভয় দেশে তিনি চিরস্থায়ী বন্দোবস্ত এবং অ্যাক্ট অব ইউনিয়ন নামে দুটি যুগান্তকারী আইন পাস করেন।

5 October 1968 : ১৯৬৮ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন আধুনিক পাকিস্তান রাষ্ট্রের কেন্দ্রীয় ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠাকালীন ব্যক্তিত্ব এবং বিশিষ্ট রাজনৈতিক নেতা ছিলেন যোগেন্দ্রনাথ মণ্ডল(Jogendra Nath Mandal)। 

5 October 1974 : ১৯৭৪ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বর্ধমানের ভারত উপমহাদেশের প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ আবুল হাশিম(Abul Hashim)। 

5 October 2011 : ২০১১ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন অ্যাপল ইন কর্পোরেশনের স্থাপক ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন পল জবস(Steve Jobs)। তিনি স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন -এর সাথে ১৯৭৬ খ্রিষ্টাব্দে “অ্যাপল কম্পিউটার” প্রতিষ্ঠা করেন। তিনি “পিক্সার এ্যানিমেশন স্টুডিওস”-এরও প্রতিষ্ঠাতাদের অন্যতম ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ৫ অক্টোবর : The Famous Day 5 October in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ৫ অক্টোবর : The Famous Day 5 October (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ৫ অক্টোবর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *