Close Ad close
Breaking
Tue. Oct 1st, 2024
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৫ সেপ্টেম্বর | Today's Famous Day in Historical Events : 5 Septemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৫ সেপ্টেম্বর | Today's Famous Day in Historical Events : 5 September

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৫ সেপ্টেম্বর | Today’s Famous Day in Historical Events : 5 September

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৫ সেপ্টেম্বর  : Today’s Famous Day in Historical Events : 5 September (Bengali) : আজকের বিখ্যাত দিনে ৫ সেপ্টেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৫ সেপ্টেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৫ সেপ্টেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 5 September

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৫ সেপ্টেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 5 September. On this day Important Day in Bengali)

5 September : আজ ৫ই সেপ্টেম্বর – শিক্ষক দিবস(Teachers Day , ভারত)। শিক্ষক আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষক ছাড়া যোগ্য সমাজ ও উজ্জ্বল জীবন কল্পনাতীত। প্রতি বছর ৫ই সেপটেম্বর আমরা শিক্ষক দিবস পালন করি এবং আজকের দিনেই ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন শিক্ষক ছিলেন। ১৯৬২ সালে ছাত্রদের অনুরোধে তিনি ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন প্রথম শিক্ষক দিবস অনুষ্ঠান পালন করার অনুপ্রেরণা দেন। তিনি ছিলেন একজন বিদ্বান ব্যক্তি ও উপদেষ্টা। ভারতবর্ষের সকল বিদ্যার্থী তাকে সম্মান জানানোর জন্য আজকের দিনে শিক্ষক দিবস পালন করে থাকে।

5 September : আজ ৫ই সেপ্টেম্বর – আন্তর্জাতিক দাতব্য দিবস(International Day of Charity)। এটি ২০১২ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ঘোষণা করা হয়েছিল। আন্তর্জাতিক দাতব্য দিবসটির মূল উদ্দেশ্য হলো ব্যক্তিকেন্দ্রিক, দাতব্য, জনহিতকর এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলি তাদের জন্য বিশ্বজুড়ে দাতব্য সংক্রান্ত কার্যক্রমের জন্য সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয়, জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্তরের উদ্দেশ্যে একটি সাধারণ প্ল্যাটফর্ম নিশ্চিত করা।

5 September : আজ ৫ই সেপ্টেম্বর – শকুন সচেতনতা দিবস(Vulture Awareness Day)৷ শকুনই একমাত্র প্রাণী, যা রোগাক্রান্ত মৃত প্রাণী খেয়ে হজম করতে পারে এবং অ্যানথ্রাক্স, যক্ষ্মা, খুরারোগের সংক্রমণ থেকে অবশিষ্ট জীবকুলকে রক্ষা করে। প্রসঙ্গত, অ্যানথ্রাক্স আক্রান্ত মৃতদেহ মাটিতে পুঁতে রাখলেও তা একশ বছর সংক্রমণক্ষম থাকে। সারা বিশ্বে, শকুনকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম শনিবার আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত হয়ে থাকে।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ সেপ্টেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 5 September

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ সেপ্টেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 5 September

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ সেপ্টেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 5 September. Today’s Famous day on 5 September in India. On this day Historical Famous Events in India)

5 September 1612 : ১৬১২ সালে আজকের দিনে চারটি যুদ্ধজাহাজ নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌবাহিনী গঠিত হয়।

5 September 1762 : ১৭৬২ সালের আজকের দিনে ব্রিটিশ সেনাবাহিনী মীর কাশিম-কে যুদ্ধে পরাজিত করে।

5 September 1888 : ১৮৮৮ সালের আজকের দিনে  স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম হয়।

5 September 1952 : ১৯৫২ সালের আজকের দিনে বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক বিধু বিনোদ চোপড়ার জন্ম হয়।

5 September 1962 : ১৯৬২ সালে আজকের দিনে থেকে ভারতে শিক্ষক দিবস উদযাপন শুরু হয়।

5 September 1979 : ১৯৭৯ সালের আজকের দিনে বিশিষ্ট শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত শিল্পী সারদ বাদক আয়ান আলি খানের জন্ম হয়।

5 September 1997 : ১৯৯৭ সালের আজকের দিনে শান্তি নোবেল পুরস্কার বিজয়ী মাদার টেরেসার মৃত্যু হয়।

5 September 2019 : ২০১৯ সালের আজকের দিনে ভারতের হায়দরাবাদে এররামতী মঙ্গায়াম্মা 74 বছর বয়সে যমজ সন্তানের জন্মদানকারী বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মা হয়েছেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ সেপ্টেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 5 September

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ সেপ্টেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

5 September 1970 : ১৯৭০ সালের আজকের দিনে বিশিষ্ট ক্রিকেটার মোহাম্মদ রফিক জন্মগ্রহণ করেন।

5 September 1971 : ১৯৭১ সালের আজকের দিনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন মুক্তিযোদ্ধা মোহাম্মদ শেখ শহীদ হন ।

5 September 1974 : ১৯৭৪ সালের আজকের দিনে বাংলাদেশের  লোকসঙ্গীতের কণ্ঠশিল্পী আব্দুল আলীমের মৃত্যু হয় ।

5 September 1991 : ১৯৯১ সালের আজকের দিনে বাংলাদেশী সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল হকের জন্ম হয়।

5 September 2009 : ২০০৯ সালের আজকের দিনে বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ সইফুর রহমানের মৃত্যু হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ সেপ্টেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 5 September

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৫ সেপ্টেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 5 September, Today’s Famous day on 5 September in the World. On this day Historical Famous Events in The World)

5 September 1612 : ১৬১২ সালের আজকের দিনে চারটি যুদ্ধজাহাজ নিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পনির নৌবাহিনী গঠিত হয়।

5 September 1666 : ১৬৬৬ সালে আজকের দিনে লন্ডনের অগ্নিকান্ডের সমাপ্তি হয়। তিনদিন যাবৎ চলা এই অগ্নিকান্ডে ১০০০০ বাড়ি পুড়ে যায়। এতে প্রায় ১৬ জনের প্রানহানি ঘটে।

5 September 1857 : ১৮৫৭ সালের আজকের দিনে বিশিষ্ট ফরাসি সমাজবিজ্ঞানী অগুস্ত কোঁতের মৃত্যু হয়।

5 September 1887 : ১৮৮৭ সালে আজকের দিনে চীনের বৃহত্তম হোয়াং হো নদীর ব্যাপক জলোচ্ছাস শুরু হয়।

5 September 1960 : ১৯৬০ সালের আজকের দিনে রোম অলিম্পিকে মহম্মদ আলী স্বর্ণপদক লাভ করেন।

5 September 1967 : ১৯৬৭ সালের আজকের দিনে সুইডেনে ডান দিক দিয়ে গাড়ি চালানোর নিয়ম লাগু করা হয়।

5 September 1972 : ১৯৭২ সালের আজকের দিনে জার্মানির মিউনিখে অলিম্পিক চলাকালীন আরবের সন্ত্রাসবাদী দল ‘ব্ল্যাক সেপ্টেম্বর’ ইজরায়েলের অ্যাথলিটদের ওপর হামলা চালায়।

5 September 2000 : ২০০০ সালের আজকের দিনে টাভালু নামক দেশটি রাষ্ট্রপুঞ্জে যোগ দেয়।

5 September 2003 : ২০০৩ সালের আজকের দিনে বারমুডা দ্বীপে ‘ফ্যাবিয়ান’ হ্যারিকেন আছড়ে পড়ায় প্রায় পঁচিশ হাজার মানুশের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

5 September 2007 : ২০০৭ সালের আজকের দিনে আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ভ্রমনের জন্য ত্রিশ বছর বয়সি কো সান-কে দক্ষিণ কোরিয়ার প্রথম মহাকাশচারী হিসেবে নির্বাচিত করা হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ৫ সেপ্টেম্বর | Today Famous Birthdays : 5 September

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 5 September. On this day Famous Birthdays in Bengali)

5 September 1888 : ১৮৮৮ সালে আজকের দিনে তিরুত্তানিতে(তামিলনাড়ু) জন্ম গ্রহণ করেছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণণ(Sarvepalli Radhakrishnan)। 

5 September 1952 : ১৯৫২ সালে আজকের দিনে শ্রীনগরে(জম্মু ও কাশ্মীর) জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, গীতিকার, ও অভিনেতা বিধু বিনোদ চোপড়া(Vidhu Vinod Chopra)। তিনি ৬টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ৫টি ফিল্মফেয়ার পুরস্কার, ২টি আইফা পুরস্কারসহ আরও বেশ কয়েকটি পুরস্কার লাভ করেন।

5 September 1979 : ১৯৭৯ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত শিল্পী(সরোদিয়া) আয়ান আলি খান(Ayaan Ali Khan)। 

5 September 1986 : ১৯৮৬ সালে আজকের দিনে ভুবেনেশ্বরে (উড়িষ্যা) জন্ম গ্রহণ করেন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার প্রজ্ঞান ওঝা(Pragyan Ojha)।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ৫ সেপ্টেম্বর | Today Famous Marriage Anniversary and Divorces : 5 September

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 5 September. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

5 September : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৫ সেপ্টেম্বর | Today Famous Deaths : 5 September

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 5 September. On this day Famous Deaths in Bengali)

5 September 1995 : ১৯৯৫ সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন ভারতীয় সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার এবং গল্পকার সলিল চৌধুরি(Salil Chowdhury)। ১৯৫৩ সালে বিমল রায় পরিচালিত “দো ভিঘা জামিন” চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে সলিল চৌধুরীর হিন্দি চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে। সলিল চৌধুরীর ছোট গল্প “রিকসাওয়ালা” অবলম্বনে এই চলচ্চিত্রটি তৈরি করা হয়েছিল। এই চলচ্চিত্রটি তার কর্মজীবনকে নতুন মাত্রা যোগ করে যখন এটি প্রথমে ফিল্মফেয়ার সেরা চলচ্চিত্র পুরস্কার এবং কান চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক পুরস্কার জিতে নেয়। তিনি প্রায় ৭৫টির বেশি হিন্দি চলচ্চিত্র, ৪০টির বেশি বাংলা চলচ্চিত্র, প্রায় ২৬টি মালয়ালাম চলচ্চিত্র, এবং বেশ কিছু মারাঠী, তামিল, তেলেগু, কান্নাডা, গুজরাটি, ওড়িয়া এবং অসামীয়া চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেন।

5 September 1997 : ১৯৯৭ সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন নোবেল পুরস্কার বিজয়ী আলবেনীয় বংশোদ্ভুত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী মাদার তেরেসা(Mother Teresa)। ১৯৫০ সালে কলকাতায় তিনি দ্য মিশনারিজ অফ চ্যারিটি(দাতব্য ধর্মপ্রচারক সংঘ) নামে একটি খ্রিস্ট ধর্মপ্রচারণাসংঘ প্রতিষ্ঠা করেন। ২০১২ সালে এই সংঘের সাথে যুক্ত ছিলেন ৪৫০০ সন্ন্যাসিনী। প্রথমে ভারতে ও পরে সমগ্র বিশ্বে তার এই ধর্মপ্রচারণা কার্যক্রম ছড়িয়ে পড়ে। ২০১৬ সালে পোপ ফ্রান্সিস তাকে ‘সন্ত’ হিসেবে স্বীকৃতি প্রদান করেন এবং ক্যাথলিক গির্জায় তিনি ‘কলকাতার সন্ত টেরিজা’ হিসেবে আখ্যায়িত হন। তিনি ১৯৭৯ সালে নোবেল শান্তি পুরস্কার , ১৯৮০ সালে ভারতরত্ন , ১৯৮৫ সালে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং ১৯৭৮ সালে বালজান পুরস্কারে ভূষিত হন।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ৫ সেপ্টেম্বর : The Famous Day 5 September in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ৫ সেপ্টেম্বর : The Famous Day 5 September (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ৫ সেপ্টেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *