Close Ad close
Breaking
Sat. Jan 18th, 2025
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৬ ডিসেম্বর | Today's Famous Day in Historical Events : 6 Decemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৬ ডিসেম্বর | Today's Famous Day in Historical Events : 6 December

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৬ ডিসেম্বর | Today’s Famous Day in Historical Events : 6 December

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৬ ডিসেম্বর  : Today’s Famous Day in Historical Events : 6 December (Bengali) : আজকের বিখ্যাত দিনে ৬ ডিসেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৬ ডিসেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৬ ডিসেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 6 December

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৬ ডিসেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 6 December. On this day Important Day in Bengali)

6 December : আজ ৬ ডিসেম্বর – No Record.

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ ডিসেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 6 December

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ ডিসেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 6 December

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ ডিসেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 6 December. Today’s Famous day on 6 December in India. On this day Historical Famous Events in India)

6 December 1732 : ১৭৩২ সালের আজকের দিনে ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস জন্মগ্রহণ করেন।

6 December 1823 : ১৮২৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন জার্মান পণ্ডিত ম্যাক্স মুলার, তিনি ছিলেন বিখ্যাত ভারত বিদ্যাবিশারদ, সংস্কৃত ভাষার সুপ্রসিদ্ধ পণ্ডিত, অনুবাদক ও ৫১ খণ্ডে পবিত্র গ্রন্থ সংকলক।

6 December 1853 : ১৮৫৩ সালের আজকের দিনে গবেষক, সাহিত্যিক ও পান্ডুলিপি সংগ্রাহক হরপ্রসাদ শাস্ত্রী জন্মগ্রহণ করেন।

6 December 1901 : ১৯০১ সালের আজকের দিনে ভারতের কমিউনিস্ট আন্দোলনের অগ্রণী সংগঠক আবদুল হালিম জন্মগ্রহণ করেন।

6 December 1911 : ১৯১১ সালের আজকের দিনে বিপ্লবী দীনেশ চন্দ্র গুপ্ত জন্মগ্রহণ করেন।

6 December 1922 : ১৯২২ সালের আজকের দিনে মরমী সাধক হাসন রাজা পরলোক গমন করেন।

6 December 1928 : ১৯২৮ সালের আজকের দিনে ভারততত্ত্বের গবেষক অধ্যাপক তারাপদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

6 December 1956 : ১৯৫৬ সালের আজকের দিনে পরলোক গমন করেন ভীমরাও রামজি আম্বেডকর, তিনি ছিলেন একজন ভারতীয় জাতীয়তাবাদী, আইনজ্ঞ ও ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধা।

6 December 1992 : ১৯৯২ সালের আজকের দিনে বাবরি মসজিদ ধ্বংস করা হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ ডিসেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 6 December

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ ডিসেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

6 December 1917 : ১৯১৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ডব্লিউ এ এস ওডারল্যান্ড, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান নাগরিক, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা।

6 December 1956 : ১৯৫৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন তারেক মাসুদ, তিনি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার।

6 December 1971 : ১৯৭১ সালের আজকের দিনে দেশের প্রথম স্বাধীন জেলা হিসেবে যশোর জেলা পাক হানাদার বাহিনী মুক্ত হয়েছিল।

6 December 1971 : ১৯৭১ সালের আজকের দিনে মেহেরপুর, ঝিনাইদহ, লালমনিরহাট, সুনামগঞ্জ, যশোরের চৌগাছা, দিনাজপুরের বোচাগঞ্জ, রংপুরের পীরগঞ্জ, কুড়িগ্রামের উলিপুর, মৌলভীবাজারের কুলাউড়া, ও নেত্রকোনার দুর্গাপুর পাকিস্থানী হানাদার মুক্ত হয়।

6 December 1971 : ১৯৭১ সালের আজকের দিনে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ভুটান ও ভারত সরকার স্বীকৃতি প্রদান করে।

6 December 1990 : ১৯৯০ সালের আজকের দিনে বাংলাদেশে ব্যাপক গণআন্দোলনের মুখে সাবেক প্রেসিডেন্ট হোসেইন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তার পদত্যাগের পর বিচারপতি সাহাবুদ্দিন আহমদ অস্থায়ী প্রেসিডেন্ট নিযুক্ত হন এবং জাতীয় সংসদ বাতিল হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ ডিসেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 6 December

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ ডিসেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 6 December, Today’s Famous day on 6 December in the World. On this day Historical Famous Events in The World)

6 December 1240 : ১২৪০ সালের আজকের দিনে মোঙ্গল আক্রমনে রুশ সাম্রাজ্য থেকে কিয়েভ বিচ্ছিন্ন হয়। কিয়েভ মঙ্গল নেতা বাটু খানের আওতায় আসে।

6 December 1492 : ১৪৯২ সালের আজকের দিনে প্রথম ইউরোপীয় হিসেবে ক্রিস্টোফার কলম্বাস নতুন পৃথিবীর হিসপানিওলা (ডমিনিকান রিপাবলিক ও হাইতি) দ্বীপ আবিস্কার করেন।

6 December 1718 : ১৭১৮ সালের আজকের দিনে পরলোক গমন করেন নিকোলাস রওে, তিনি ছিলেন ইংরেজ কবি ও নাট্যকার।

6 December 1768 : ১৭৬৮ সালের আজকের দিনে বিশ্বকোষ এনসাইক্লোপেডিয়া ব্রিটেনিকা প্রথম প্রকাশিত হয়।

6 December 1849 : ১৮৪৯ সালের আজকের দিনে আমেরিকার মৃত্যুদন্ড প্রথা বিলোপপন্থি হ্যারিয়েট টোবম্যান দাসত্ব থেকে মুক্তি লাভ করেন।

6 December 1865 : ১৮৬৫ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী দাসত্ব প্রথা নিষিদ্ধ হয়।

6 December 1877 : ১৮৭৭ সালের আজকের দিনে পৃথিবী বিখ্যাত পত্রিকা ওয়াশিংটন পোস্ট প্রথম প্রকাশ হয়।

6 December 1877 : ১৮৭৭ সালের আজকের দিনে বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন তার ফনোগ্রাফ ব্যবহারের মাধ্যমে প্রথম শব্দ রের্কড করতে সক্ষম হন।

6 December 1884 : ১৮৮৪ সালের আজকের দিনে ওয়াশিংটন মনুমেন্টের কাজ শেষ হয়।

6 December 1892 : ১৮৯২ সালের আজকের দিনে জার্মান উদ্ভাবক আর্নস্ট ভেরমার সিমেন্স পরলোক গমন করেন

6 December 1897 : ১৮৯৭ সালের আজকের দিনে লন্ডন বিশ্বের প্রথম শহর হিসাবে টেক্সিক্যাবের অনুমোদন দেয়।

6 December 1898 : ১৮৯৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন গুনার ম্যরডাল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদ।

6 December 1917 : ১৯১৭ সালের আজকের দিনে ফিনল্যান্ড রাশিয়ার কাছ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে ।

6 December 1917 : ১৯১৭ সালের আজকের দিনে কানাডার এক যুদ্ধোপকরণ ঘাটিতে হ্যালিফ্যাক্স বিষ্ফোরনের ফলে ১৯০০’র বেশি মানুষ নিহত হন।

6 December 1920 : ১৯২০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন জর্জ পোর্টার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ ও অধ্যাপক।

6 December 1922 : ১৯২২ সালের আজকের দিনে স্বাধীন আইরিশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ।

6 December 1957 : ১৯৫৭ সালের আজকের দিনে পৃথিবীর প্রথম উপগ্রহ স্থাপনে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ হয়।

6 December 1965 : ১৯৬৫ সালের আজকের দিনে পাকিস্থানের ইসলামী দার্শনিকরা প্রাইমারী থেকে স্নাতক পর্যন্ত ইসলামীক স্টাডিস বিষয়টি বাধ্যতামূলক করতে বলে।

6 December 1991 : ১৯৯১ সালের আজকের দিনে পরলোক গমন করেন রিচার্ড স্টোন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ অর্থনীতিবিদ।

6 December 2000 : ২০০০ সালের আজকের দিনে পরলোক গমন করেন আজিজ মিয়া, পাকিস্তানি কাউয়ালি গায়ক ও কবি।

আজকের বিখ্যাত জন্মদিন : ৬ ডিসেম্বর | Today Famous Birthdays : 6 December

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 6 December. On this day Famous Birthdays in Bengali)

6 December : আজ ৬ ডিসেম্বর – No Record.

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৬ ডিসেম্বর | Today Famous Deaths : 6 December

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 6 December. On this day Famous Deaths in Bengali)

6 December : আজ ৬ ডিসেম্বর – No Record.

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ৬ ডিসেম্বর : The Famous Day 6 December in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৬ ডিসেম্বর | Today’s Famous Day in Historical Events : 6 December (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ৬ ডিসেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *