Close Ad close
Breaking
Sun. Jan 12th, 2025
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৬ নভেম্বর | Today's Famous Day in Historical Events : 6 Novemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৬ নভেম্বর | Today's Famous Day in Historical Events : 6 November

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৬ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 6 November

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৬ নভেম্বর  : Today’s Famous Day in Historical Events : 6 November (Bengali) : আজকের বিখ্যাত দিনে ৬ নভেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৬ নভেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৬ নভেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 6 November

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৬ নভেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 6 November. On this day Important Day in Bengali)

6 November : ৬ নভেম্বর – যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষে পরিবেশের শোষণ রোধে আন্তর্জাতিক দিবস(International Day for Preventing the Exploitation of the Environment in War and Armed Conflict).

6 November : ৬ নভেম্বর – পরিবেশের উপর যুদ্ধ ও সশস্ত্র সংঘাতের প্রভাব প্রতিরোধ দিবস। ২০০১ সালের ৫ই নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে আজকের দিনটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করার ঘোষণা করা হয়(নভেম্বরের ৬ তারিখ)। এই দিবসটি পালিত হয় মূলত নতুন প্রজন্মকে একটি শান্তিপূর্ণ ও দূষণ মুক্ত পরিবেশ উপহার দেয়ার জন্য। তাই আমাদের নতুন প্রজন্মের দায়িত্ব আমাদের পরিবেশকে দূষণমুক্ত এবং যুদ্ধ ও সংঘাতের ফলে সৃষ্ট পরিবেশগত বিপর্যয়গুলো থেকে রক্ষা করা। একই সাথে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ নভেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 6 November

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ নভেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 6 November

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ নভেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 6 November. Today’s Famous day on 6 November in India. On this day Historical Famous Events in India)

6 November 1763 : ১৭৬৩ সালের এই দিনে ব্রিটিশরা বাংলার নবাব মীর কাশিমের কাছ থেকে পাটনা ছিনিয়ে নেয়।

6 November 1913 : ১৯১৩ সালের আজকের দিনে দক্ষিণ আফ্রিকায় ভারতীয় খনি শ্রমিকদের নেতৃত্বের জন্য মহাত্মা গান্ধী গ্রেপ্তার হয়েছিল।

6 November 1937 : ১৯৩৭ সালের এই দিনে বিশিষ্ট রাজনিতিক যশবন্ত সিনহা জন্মগ্রহণ করেন।

6 November 1950 : ১৯৫০ সালের আজকের দিনে নেপালের রাজা ত্রিভুবন ভারত ভ্রমণে এসেছিলেন।

6 November 1985 : ১৯৮৫ সালের এই দিনে বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা সঞ্জীব কুমার পরলোক গমন করেন।

6 November 2014 : ২০১৪ সালের এই দিনে বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় সচিন তেনডুলকারের আত্মজীবনী ‘প্লেয়িং ইট মাই ওয়ে’ প্রকাশিত হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ নভেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 6 November

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ নভেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

6 November 1975 : ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতির পদ অলংকৃত করেন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ নভেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 6 November

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ নভেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 6 November, Today’s Famous day on 6 November in the World. On this day Historical Famous Events in The World)

6 November 1492 : ১৪৯২ সালের এই দিনে বিশিষ্ট ফরাসি সুরকার ও কবি আন্টইনে বুস্নইস পরলোক গমন করেন।

6 November 1494 : ১৪৯৪ সালের এই দিনে উসমানীয় সাম্রাজ্যের দশম এবং সবচেয়ে দীর্ঘকালব্যাপী শাসনরত সুলতান প্রথম সুলাইমান জন্মগ্রহণ করেন।

6 November 1813 : ১৮১৩ সালের এই দিনে চিলপানচিঙ্গো কংগ্রেস মেক্সিকো কে স্পেনের অধীনতা থেকে মুক্ত একটি দেশ হিসেবে ঘোষণা করে।

6 November 1814 : ১৮১৪ সালের এই দিনে বিশিষ্ট বেলজীয়-ফরাসি যন্ত্র উদ্ভাবক স্যাক্সোফোনের স্রষ্টা অ্যাডলফে সাক্স জন্মগ্রহণ করেন।

6 November 1851 : ১৮৫১ সালের এই দিনে বিশিষ্ট মার্কিন সাংবাদিক ও অর্থনীতিবিদ চার্লস ডও জন্মগ্রহণ করেন।

6 November 1884 : ১৮৮৪ সালের এই দিনে ডমিনিকান রিপাবলিকের সংবিধান গৃহীত হয়।

6 November 1860 : ১৮৬০ সালের এই দিনে আব্রাহাম লিংকন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।

6 November 1913 : ১৯১৩ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকায় ভারতীয় খনিশ্রমিকদের পদযাত্রায় নেতৃত্বদানকারী মোহনদাস করমচাঁদ গান্ধীকে ব্রিটিশ পুলিশ গ্রেফতার করে।

6 November 1917 : ১৯১৭ সালের এই দিনে লেলিনের নেতৃত্বে রাশিয়ায় সশস্ত্র সংগ্রাম শুরু হয়।

6 November 1932 : ১৯৩২ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী বিশিষ্ট বেলজিয়ান পদার্থবিদ ও শিক্ষাবিদ ফ্রাঁসোয়া অ্যাংলার্ট জন্মগ্রহণ করেন।

6 November 1952 : ১৯৫২ সালে আজকের দিনে প্রশান্ত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম হাইড্রোজেন বোমার বিস্ফোরণ হয়।

6 November 1962 : ১৯৬২ সালে আজকের দিনে দক্ষিণ আফ্রিকাকে জাতিসংঘ থেকে বহিস্কার করা হয়।

6 November 1964 : ১৯৬৪ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী বিশিষ্ট জার্মান-সুইস প্রাণরসায়নবিদ হান্স ভন ইউলার-ছেলপিন পরলোক গমন করেন।

6 November 1978 : ১৯৭৮ সালের এই দিনে ইরান কে মিলিটারি শাসনের অধীনে আনা হয়।

6 November 1987 : ১৯৮৭ সালের এই দিনে বিশিষ্ট সার্বিয়ান টেনিস খেলোয়াড় আনা ইভানোভিচ জন্মগ্রহণ করেন।

6 November 1990 : ১৯৯০ সালের এই দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরিফ শপথ গ্রহণ করেন।

6 November 1991 : ১৯৯১ সালে আজকের দিনে ফিলিপাইনে টাইফনে ৭ সহস্রাধিক লোকের মত্যু।

6 November 1996 : ১৯৯৬ সালে আজকের দিনে বিল ক্লিনটন পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।

আজকের বিখ্যাত জন্মদিন : ৬ নভেম্বর | Today Famous Birthdays : 6 November

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 6 November. On this day Famous Birthdays in Bengali)

6 November 1926 : ১৯২৬ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন বিশিষ্ট অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়। ১৯৪৮ সালে অতনু বন্দ্যোপাধ্যায়ের ছবি দেবদূত দিয়ে চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ ঘটে। তিনি সত্যজিত্‍ রায়ের পরিচালিত একাধিক ছবিতে অভিনয় করেন।

6 November 1934 : ১৯৩৪ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন সাহিত্য অকাদেমি পুরস্কার প্রাপ্ত লেখক অতীন বন্দ্যোপাধ্যায়। তাঁর উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে কয়েকটি হল ‘নীলকন্ঠ পাখির খোঁজে’, ‘অলৌকিক জলযান’, ‘মানুষের ঘরবাড়ি’, ‘ঈশ্বরের বাগান’, ‘ঋতুসংহার’, ‘নগ্ন ঈশ্বর’, ‘নীল তিমি’। আরও নানা মণিমুক্তোয় ভরিয়ে রেখেছিলেন তিনি বাংলা সাহিত্যের ভুবন। পেয়েছিলেন সাহিত্য অকাদেমি, বঙ্কিম পুরস্কার-সহ একাধিক পুরস্কার ও সম্মান।

6 November 1937 : ১৯৩৭ সালে আজকের দিনে পাটনায়(বিহার) জন্মগ্রহণ করেন বিশিষ্ট রাজনিতিক যশবন্ত সিনহা। He is a former Indian administrator, politician and a former Minister of Finance(1990–1991 under Prime Minister Chandra Shekhar and March 1998 – July 2002 under Prime Minister Atal Bihari Vajpayee and Minister of External Affairs July 2002 – May 2004). He was a senior leader of the BJP before he quit the party on 21 April 2018.

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৬ নভেম্বর | Today Famous Deaths : 6 November

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 6 November. On this day Famous Deaths in Bengali)

6 November 1970 : ১৯৭০ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বিশিষ্ট সাহিত্যিক নারায়ন গঙ্গোপাধ্যায়। তার উল্লেখযোগ্য ছোটগল্প সংকলন বীতংস (১৯৪৫), দুঃশাসন (১৯৪৫), ভোগবতী (১৯৪৭) এবং উল্লেখযোগ্য উপন্যাস বৈজ্ঞানিক (১৯৪৭), শিলালিপি (১৯৪৯), লালমাটি (১৯৫১), সম্রাট ও শ্রেষ্ঠী (১৯৫৫), পদসঞ্চার (১৯৫৪)। সাহিত্যে ছোটগল্প তার একটি উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ। ছোটদের জন্য তার সৃষ্ট কাল্পনিক চরিত্র ‘টেনিদা’ খুবই জনপ্রিয় । তার লেখা কিছু উল্লেখযোগ্য ছোটগল্প হল – ইতিহাস, নক্রচরিত, হাড়, বীতংস, রেকর্ড, টোপ, আদাব, প্রভৃতি।

6 November 1985 : ১৯৮৫ সালে আজকের দিনে মুম্বাইয়ে মৃত্যুবরণ করেন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা সঞ্জীব কুমার। তিনি “দস্তিক(১৯৭১)” এবং “কোশীশ(১৯৭৩)” চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কয়েকটি প্রধান পুরস্কার পান।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ৬ নভেম্বর : The Famous Day 6 November in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৬ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 6 November (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ৬ নভেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *