Close Ad close
Breaking
Tue. Oct 1st, 2024
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৬ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 6 Octoberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৬ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 6 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৬ অক্টোবর | Today’s Famous Day in Historical Events : 6 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৬ অক্টোবর  : Today’s Famous Day in Historical Events : 6 October (Bengali) : আজকের বিখ্যাত দিনে ৬ অক্টোবর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট TheFamousDay.com এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৬ অক্টোবর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৬ অক্টোবর | Today’s Important Day or Famous Day in Bengali : 6 October

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৬ অক্টোবর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 6 October. On this day Important Day in Bengali)

6 October : আজ ৬ অক্টোবর – বিশ্ব বন্যপ্রাণী দিবস।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ অক্টোবর | Today’s Famous Day in History (Bengali) : 6 October

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ অক্টোবর | Today’s famous day in the history of India (Bengali) : 6 October

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ অক্টোবর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 6 October. Today’s Famous day on 6 October in India. On this day Historical Famous Events in India)

6 October 1702 : ১৭০২ সালের এই দিনে ফোর্ট উইলিয়াম দুর্গে ব্রিটিশরা প্রথম তাদের পতাকা উত্তোলন করে।

6 October 1860 : ১৮৬০ সালে আজকের দিনে ভারতীয় দন্ডবিধি আইনে পরিণত হয়। তবে এর কার্যকারিতা শুরু হয় ১ জানুয়ারি ১৮৬২ সালে।

6 October 1893 : ১৮৯৩ সালের এই দিনে বিশিষ্ট ভারতীয় পদার্থবিদ মেঘনাদ সাহা জন্মগ্রহণ করেন।

6 October 2018 : ২০১৮ সালের এই দিনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ‘ভারতীয় আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব’ (India International Science Festival)-এর উদ্বোধন করেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ অক্টোবর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 6 October

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ অক্টোবর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

6 October 1908 : ১৯০৮ সালের এই দিনে বাংলাদেশের বিশিষ্ট সমাজসেবক, সাংবাদিক ও শিশুসাহিত্যিক মোহাম্মেদ মোদাব্বের জন্মগ্রহণ করেন।

6 October 1934 : ১৯৩৪ সালের এই দিনে বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও কূটনীতিবিদ আবুল মাল আবদুল মুহিত জন্মগ্রহণ করেন।

6 October 1966 : ১৯৬৬ সালের এই দিনে বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম নারী ও সর্বকনিষ্ঠ স্পিকার শিরীন শারমিন চৌধুরী জন্মগ্রহণ করেন।

6 October 1973 : ১৯৭৩ সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ক্যামেরুন।

6 October 1989 : ১৯৮৯ সালের এই দিনে তিনি বাংলাদেশের বিশিষ্ট ক্রিকেট খেলোয়াড় শফিউল ইসলাম সুহাস জন্মগ্রহণ করেন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ অক্টোবর | Today’s famous day in the history of the world (Bengali) : 6 October

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ অক্টোবর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 6 October, Today’s Famous day on 6 October in the World. On this day Historical Famous Events in The World)

6 October 1769 : ১৭৬৯  সালের এই দিনে ক্যাপ্টেন কুক নিউজিল্যান্ডে পদার্পণ করেন।

6 October 1831 : ১৮৩১ সালের এই দিনে বিশিষ্ট জার্মান গণিতবিদ রিচার্ড ডেডেকিন্ট জন্মগ্রহণ করেন।

6 October 1903 : ১৯০৩ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ পদার্থবিদ আর্নেস্ট টমাস সিন্টন ওয়াল্টন জন্মগ্রহণ করেন।

6 October 1928 : ১৯২৮ সালের এই দিনে চিয়াং কাইশেক চীনের রাষ্ট্রপতির পদে অধিষ্ঠান করেন।

6 October 1930 : ১৯৩০ সালের এই দিনে অস্ট্রেলিয়ার বিশিষ্ট ক্রিকেট অধিনায়ক রিচি বেনো জন্মগ্রহণ করেন।

6 October 1946 : ১৯৪৬ সালের এই দিনে বিশিষ্ট মার্কিন  জীববিজ্ঞানী ক্রেইগ ভেনটার জন্মগ্রহণ করেন।

6 October 1948 : ১৯৪৮ সালের এই দিনে বিখ্যাত পুরানৃতত্ববিদ ম্যারি লিকি কেনিয়ার রুসিঙ্গা উপদ্বীপ থেকে আদিম মানবপ্রজাতির জীবাশ্মের অংশবিশেষ পুনরুদ্ধার করেন।

6 October 1951 : ১৯৫১ সালের এই দিনে জোসেফ স্ত্যালিন ঘোষণা করেন যে সোভিয়েত ইউনিয়নের কাছে পারমাণবিক বোমা মজুত রয়েছে।

6 October 1956 : ১৯৫৬ সালের এই দিনে অ্যালবার্ট সাবিন পোলিওর টীকা আবিস্কার করেন।

6 October 1972 : ১৯৭২ সালে আজকের দিনে মেক্সিকোর সিয়াটলের কাছে ট্রেন লাইনচ্যুত হয়ে ২০৮ জন নিহত হন।

6 October 1981 : ১৯৮১ সালের এই দিনে  নোবেল পুরস্কার বিজয়ী রাজনীতিবিদ ও মিশরের তৃতীয় রাষ্ট্রপতি আনোয়ার আল সাদাত পরলোক গমন করেন।

6 October 2012 : ২০১২ সালের এই দিনে পেরুর বিশিষ্ট কবি আন্তোনিও থিসনেরস পরলোক গমন করেন।

আজকের বিখ্যাত জন্মদিন : ৬ অক্টোবর | Today Famous Birthdays : 6 October

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 6 October. On this day Famous Birthdays in Bengali)

6 October 1880 : ১৮৮০ সালে আজকের দিনে চব্বিশ পরগনার অন্তর্গত নৈহাটির সন্নিকটে গরিফায় জন্ম গ্রহণ করেন পিটিআই’এর ম্যানেজিং ডিরেক্টর, ভারতীয় রেডক্রসের সভাপতি, অল ইন্ডিয়া ফাইন আর্টস অ্যান্ড ক্রাফটস সােসাইটির প্রথম সভাপতি উষানাথ সেন(Usha Nath Sen)।

6 October 1893 : ১৮৯৩ সালে আজকের দিনে অবিভক্ত ভারতে(শেওড়াতলী, কালিয়াকৈর উপজেলা, গাজীপুর জেলা – বর্তমান বাংলাদেশ) জন্ম গ্রহণ করেন ভারতীয় বাঙালি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী মেঘনাদ সাহা(Meghnad Saha)। তিনি গণিত নিয়ে পড়াশোনা করলেও পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান বিষয়েও গবেষণা করেছেন। তিনি তাত্বিক পদার্থবিজ্ঞানে তাপীয় আয়নীকরণ তত্ত্ব প্রতিষ্ঠাতা করেন। তার আবিস্কৃত সাহা আয়নীভবন সমীকরণ নক্ষত্রের রাসায়নিক ও ভৌত ধর্মগুলো ব্যাখ্যা করতে অপরিহার্য। তিনি ভারতে নিউক্লিয়ার ফিজিক্সে আধুনিক গবেষণার জন্য ১৯৫০ সালে পশ্চিমবঙ্গে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স প্রতিষ্ঠা করেন। পদার্থবিজ্ঞানে তার অবদানের জন্য ১৯২৭ সালে লন্ডনের রয়াল সোসাইটি তাকে এফআরএস নির্বাচিত করে।

6 October 1946 : ১৯৪৬ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ভারতীয় অভিনেতা ও বলিউডের চলচ্চিত্র প্রযোজক বিনোদ খান্না(Vinod Khanna)। তিনি দুইবার ফিল্মফেয়ার পুরস্কার জেতেন। তিনি একজন সক্রিয় রাজনীতিবিদও ছিলেন। তিনি ১৯৯৮ থেকে ২০০৯ এবং ২০১৪ থেকে আমৃত্যু গুরদাসপুর থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ৬ অক্টোবর | Today Famous Marriage Anniversary and Divorces : 6 October

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 6 October. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

6 October : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৬ অক্টোবর | Today Famous Deaths : 6 October

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 6 October. On this day Famous Deaths in Bengali)

6 October : Click here

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ৬ অক্টোবর : The Famous Day 6 October in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ৬ অক্টোবর : The Famous Day 6 October (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ৬ অক্টোবর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *