আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৬ সেপ্টেম্বর | Today’s Famous Day in Historical Events : 6 September
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৬ সেপ্টেম্বর : Today’s Famous Day in Historical Events : 6 September (Bengali) : আজকের বিখ্যাত দিনে ৬ সেপ্টেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৬ সেপ্টেম্বর।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৬ সেপ্টেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 6 September
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৬ সেপ্টেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 6 September. On this day Important Day in Bengali)
6 September : আজ ৫ই সেপ্টেম্বর – Click here
ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ সেপ্টেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 6 September
ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ সেপ্টেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 6 September
আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ সেপ্টেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 6 September. Today’s Famous day on 6 September in India. On this day Historical Famous Events in India)
6 September 1778 : ১৭৭৮ সালের এই দিনে হুগলীতে প্রথম বাংলা ছাপাখানা স্থাপন করা হয়।
6 September 1927 : ১৯২৭ সালে আজকের দিনে ভারতের নাগপুরে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে।
6 September 1949 : ১৯৪৯ সালের এই দিনে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার রাকেশ রোশন জন্মগ্রহণ করেন।
6 September 1965 : ১৯৬৫ সালে আজকের দিনে পাক-ভারত সীমান্তে মাসব্যাপী উত্তেজনা ও সংঘর্ষের পর ভারতীয় সেনা বাহিনী পাকিস্তানের ভূখণ্ডে ব্যাপক হামলা শুরু করে।
6 September 1990 : ১৯৯০ সালের এই দিনে আইনসভায় প্রসার ভারতী বিল পাস করা হয়।
6 September 1995 : ১৯৯৫ সালের এই দিনে বিখ্যাত সঙ্গীত পরিচালক সলিল চৌধুরী পরলোক গমন করেন।
6 September 2011 : ২০১১ সালের এই দিনে ‘হোন্ডা’ কোম্পানি ত্রুটিপূর্ণ তাদের প্রায় কয়েক হাজার ‘সিটি সেডান’ গাড়ি সারানোর জন্য ভারত থেকে তুলে নেওয়ার কথা ঘোষণা করে।
6 September 2018 : ২০১৮ সালের আজকের দিনে ভারতের সুপ্রিম কোর্ট একটি lপনিবেশিক আইনকে উল্টে সমকামী লিঙ্গের বৈধতা দিয়েছে।
বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ সেপ্টেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 6 September
আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ সেপ্টেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)
6 September 1989 : ১৯৮৯ সালের এই দিনে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইব্রাহিম পরলোক গমন করেন।
6 September 1995 : ১৯৯৫ সালের এই দিনে বিশিষ্ট ক্রিকেটার মুস্তাফিজুর রহমান জন্মগ্রহণ করেন।
6 September 1996 : ১৯৯৬ সালের এই দিনে বিশিষ্ট অভিনেতা সালমান শাহ পরলোক গমন করেন।
বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ সেপ্টেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 6 September
আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৬ সেপ্টেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 6 September, Today’s Famous day on 6 September in the World. On this day Historical Famous Events in The World)
6 September 1879 : ১৮৭৯ সালে আজকের দিনে লন্ডনে ব্রিটেনের প্রথম টেলিফোন একচেঞ্জ স্থাপিত হয়।
6 September 1880 : ১৮৮০ সালে আজকের দিনে ইংল্যান্ডে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু হয়।
6 September 1892 : ১৮৯২ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ পদার্থবিজ্ঞানী এডওয়ার্ড ভিক্টর অ্যাপল্টন জন্মগ্রহণ করেন।
6 September 1906 : ১৯০৬ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী চিকিৎসক ও জৈবরসায়নবিদ লুইস ফেদেরিকো লেলইর জন্মগ্রহণ করেন।
6 September 1978 : ১৯৭৮ সালের এই দিনে ‘অ্যাডিডাস’-এর প্রতিষ্ঠাতা অ্যাডলফ ডাসলার পরলোক গমন করেন।
6 September 1991 : ১৯৯১ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত শহর লেনিনগ্রাদ-এর পুরনো নাম ‘সেন্ট পিটার্সবার্গ’ ফিরিয়ে আনা হয়।
6 September 1991 : ১৯৯১ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়ন, এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়াকে স্বাধীন দেশের স্বীকৃতি প্রদান করে।
6 September 1998 : ১৯৯৮ সালের এই দিনে বিখ্যাত জাপানি চলচ্চিত্র পরিচালক আকিরা কুরোসাওয়া পরলোক গমন করেন।
6 September 2006 : ২০০৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জর্জ বুশ একটা সময় পর্যন্ত দেশের বাইরে একাধিক ‘ব্ল্যাক প্রিসন’-এর অস্তিত্বের কথা স্বীকার করেন।
6 September 2008 : ২০০৮ সালের এই দিনে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নিউক্লিয়ার চুক্তি সাক্ষরিত হয়।
6 September 2009 : ২০০৯ সালের এই দিনে পাপুয়া নিউগিনির ‘বসাভি ক্র্যাটার’ পার্বত্য অঞ্চলে একটি নতুন প্রজাতির ইঁদুর আবিস্কার করা হয়।
6 September 2011 : ২০১১ সালের এই দিনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বালটিক সাগরের তলা দিয়ে জার্মানি পর্যন্ত প্রাকৃতিক গ্যাস বহনকারী ‘নর্ড স্টিম বালটিক গ্যাস পাইপলাইন’-এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
6 September 2012 : ২০১২ সালের এই দিনে ‘মার্স কিউরিওসিটি রোভার’ মহাকাশযানটি মঙ্গলগ্রহের বাতাস পরীক্ষা করে দেখে।
আজকের বিখ্যাত জন্মদিন : ৬ সেপ্টেম্বর | Today Famous Birthdays : 6 September
আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 6 September. On this day Famous Birthdays in Bengali)
6 September 1766 : ১৭৬৬ সালে আজকের দিনে ইংল্যাণ্ডে জন্ম গ্রহণ করেছিলেন রসায়নবিদ, স্কুলশিক্ষক, আবহাওয়া বিজ্ঞানী ও পদার্থবিদ জন ডাল্টন(John Dalton)। তিনি তার “পরমাণু তত্ত্ব”(Atomic Theory) এবং “বর্ণান্ধত্য”(Colour Blindness) বিষয়ে কাজের জন্য খ্যাতি অর্জন করেছেন।
6 September 1889 : ১৮৮৯ সালের আজকের দিনে ব্রিটিশ ভারতের হাওড়ায় জন্মগ্রহণ করেছেন স্বাধীনতার জন্য ভারতীয় কর্মী শরৎচন্দ্র বসু (মৃত্যু: 1950)।
6 September 1890 : ১৮৯০ সালে আজকের দিনে উড়িষ্যায় জন্ম গ্রহণ করেছিলেন প্রথম বাংলা চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘বায়স্কোপ’এর সম্পাদক ও ব্যঙ্গচিত্র শিল্পী চারু রায়(Charu Roy)। He was a director and actor, known for Bigraha(1930), Rajnati Basantsena(1934) and Graher Pher(1937).
6 September 1920 : ১৯২০ সালে আজকের দিনে কালীঘাট, কলকাতাতে জন্ম গ্রহণ করেছিলেন ‘অমৃত পুরস্কার'(১৯৬৬) প্রাপক বাঙালি কবি,কথা-সাহিত্যিক ও নাট্যকার শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়(Shachindranath Bandyopadhyay)৷ তিনি ছোটদের জন্য লিখেছেন ‘মার্কো’, ‘মেমোরিয়ালের পরী’, ‘বিভূতিভূষণের মৃত্যু’, ‘চন্দ্রলোক থেকে আসছি’ -র মতো গল্প, ‘ক্রৌঞ্চদ্বীপের ফকির’ উপন্যাস। ১৮৮৮ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে ‘বন্দরে বন্দরে’ উপন্যাসের জন্য বঙ্কিম পুরস্কারে সম্মানিত করে ।
6 September 1949 : ১৯৪৯ সালে আজকের দিনে মুম্বাইতে জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও চিত্র সম্পাদক রাকেশ রোশন(Rakesh Roshan)। চলচ্চিত্র পরিচালক হিসেবে তার প্রথমদিকের উল্লেখযোগ্য চলচ্চিত্র হল নাট্যধর্মী “খুদগর্জ(১৯৮৭)”, “খুন ভরী মাঙ্গ(১৯৮৮)”, “করণ অর্জুন(১৯৯৫)”।
6 September 1968 : ১৯৬৮ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন পাকিস্তানের জনপ্রিয় বিধ্বংসী ব্যাটসম্যান সাঈদ আনোয়ার(Saeed Anwar)। তিনি ১৯৮৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত খেলছেন , ৫৫টি টেস্ট ম্যাচ খেলে ১১টি শতকসহ ৪০৫২ রান এবং ২৪৭টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলে ৮৮২৪ রান সংগ্রহ করেছেন।
6 September 1971 : ১৯৭১সালের আজকের দিনে গুজরাটের ভাওয়ানগরে জন্মগ্রহণ করেন ভারতীয় ক্রিকেটার দেবাং গান্ধী।
6 September 1995 : ১৯৯৫ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান(Mustafizur Rahman)।
আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ৬ সেপ্টেম্বর | Today Famous Marriage Anniversary and Divorces : 6 September
আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 6 September. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)
6 September : Click here
আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৬ সেপ্টেম্বর | Today Famous Deaths : 6 September
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 6 September. On this day Famous Deaths in Bengali)
6 September 1972 : ১৯৭২ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বিশিষ্ট সুর সম্রাট ও প্রখ্যাত সেতার বাদক ওস্তাদ আলাউদ্দিন খাঁ(Allauddin Khan)। ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব পদ্মভূষণ ছাড়াও পদ্মবিভূষণ, বিশ্ব ভারতীয় দেশীকোত্তমসহ দিল্লি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। আলাউদ্দিনের ডাকনাম ছিল আলম।
6 September 1982 : ১৯৮২ সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন খ্যাতনামা গণিতের অধ্যাপক অনিলেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়(Anilendranath Gangopadhyay)। তিনি ১৯০৮ খ্রিস্টাব্দে কলকাতার ভবানীপুরের লণ্ডন মিশনারি ইনস্টিটিউট থেকে প্রবেশিকা, ১৯১২ খ্রিস্টাব্দে স্কটিশ চার্চ কলেজ থেকে গণিতে অনার্স-সহ বি.এ এবং ১৯১৫ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিশুদ্ধ গণিতে(পিওর ম্যাথামেটিক্স) দ্বিতীয় স্থান অধিকার করে এম.এ পাশ করেন। পাকিস্তানের নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী ডক্টর আবদুস সালামের গণিতের শিক্ষক।
আজকের বিখ্যাত দিনে ৬ সেপ্টেম্বর : The Famous Day 6 September in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ৬ সেপ্টেম্বর : The Famous Day 6 September (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ৬ সেপ্টেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।