Close Ad close
Breaking
Tue. Jan 14th, 2025
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৭ ডিসেম্বর | Today's Famous Day in Historical Events : 7 Decemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৭ ডিসেম্বর | Today's Famous Day in Historical Events : 7 December

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৭ ডিসেম্বর | Today’s Famous Day in Historical Events : 7 December

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৭ ডিসেম্বর  : Today’s Famous Day in Historical Events : 7 December (Bengali) : আজকের বিখ্যাত দিনে ৭ ডিসে ইম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৭ ডিসেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৭ ডিসেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 7 December

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৭ ডিসেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 7 December. On this day Important Day in Bengali)

7 December : আজ ৭ ডিসেম্বর – ভারতীয় সশস্ত্র বাহিনী পতাকা দিবস (Indian Armed Forces Flag Day)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ ডিসেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 7 December

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ ডিসেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 7 December

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ ডিসেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 7 December. Today’s Famous day on 7 December in India. On this day Historical Famous Events in India)

7 December 1782 : ১৭৮২ সালের আজকের দিনে মহীশুরের বীর যোদ্ধা হায়দার আলীর মৃত্যু হয় । টিপু সুলতান ভারতের মহীশুরের রাজা হিসেবে ক্ষমতা গ্রহণ করেন।

7 December 1792 : ১৭৯২ সালের আজকের দিনে ভারতবর্ষের পুলিশ বিধির মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষার ভার জমিদারদের হাত থেকে কেন্দ্রীয় শাসনের অধীনে আনা হয়।

7 December 1825 : ১৮২৫ সালের আজকের দিনে বাষ্পীয় ইঞ্জিন চালিত জাহাজ প্রথম কলকাতা বন্দরে পৌঁছয়।

7 December 1956 : ১৮৫৬ সালের আজকের দিনে অবিভক্ত বাংলায় প্রথম বিধবা বিবাহ হয়।

7 December 1879 : ১৮৭৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বাঘা যতীন, তিনি ছিলেন একজন ব্রিটিশ-বিরোধী বাঙালি বিপ্লবী।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ ডিসেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 7 December

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ ডিসেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

7 December 1971 : ১৯৭১ সালের আজকের দিনে চুয়াডাঙ্গা, নোয়াখালী, মাগুরা ও সাতক্ষীরা জেলা হানাদার মুক্ত হয়।

7 December 1985 : ১৯৮৫ সালের আজকের দিনে দক্ষিণ এশিয়ার সাতটি দেশের শীর্ষ সম্মেলন বাংলাদেশের রাজধানী ঢাকার সংসদভবনে যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদ্বোধন হয়।

7 December 1999 : ১৯৯৯ সালের আজকের দিনে ইউনেস্কো কর্তৃক একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়।

7 December 2002 : ২০০২ সালের আজকের দিনে ময়মনসিংহে ৪ টি সিনেমা হলে শক্তিশালী টাইম বোমা বিস্ফোরণে ১৮ জন নিহত ও শতাধিক আহত হয়।

7 December 2014 : ২০১৪ সালের আজকের দিনে পরলোক গমন করেন খলিল উল্লাহ খান, তিনি ছিলেন বাংলাদেশী অভিনেতা।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ ডিসেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 7 December

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ ডিসেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 7 December, Today’s Famous day on 7 December in the World. On this day Historical Famous Events in The World)

7 December 1549 : ১৫৪৯ সালের আজকের দিনে ইংল্যান্ডে বিদ্রোহী নেতা রবার্ট কেটকে ফাঁসি দেওয়া হয়।

7 December 1810 : ১৮১০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন থিওডোর সোয়ান, তিনি ছিলেন জার্মান শারীরবিজ্ঞানী ও জীববিজ্ঞানী।

7 December 1862 : ১৮৬২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন পাউল আদম, তিনি ছিলেন ফরাসি লেখক।

7 December 1889 : ১৮৮৯ সালের আজকের দিনে বর্তমান আকৃতির পৃথিবীর প্রথম অটোমোবাইল তৈরি হয়।

7 December 1906 : ১৯০৬ সালের আজকের দিনে পরলোক গমন করেন এলি দ্যুকম্যুন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইস সাংবাদিক ও শিক্ষক।

7 December 1911 : ১৯১১ সালের আজকের দিনে চীনাদের চুলের বেনী কর্তনের বাধ্যতামূলক বিধি প্রণয়ন করা হয়।

7 December 1936 : ১৯৩৬ সালের আজকের দিনে অস্ট্রেলিয়ান ক্রিকেটার জ্যাক ফিঙ্গেলটন প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা দুই টেস্ট ইনিংসে সেঞ্চুরী করেন।

7 December 1941 : ১৯৪১ সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন তীব্র আকার ধারণ করে তখন দুশোটি জাপানী জঙ্গীবিমান প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি পার্ল হারবারে বোমাবর্ষণ করে।

7 December 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে পরলোক গমন করেন নিকোলাস মুররায় বাটলার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান দার্শনিক ও অধ্যাপক।

7 December 1960 : ১৯৬০ সালের আজকের দিনে আইভরি কোস্টের স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ ঘটে।

7 December 1970 : ১৯৭০ সালের আজকের দিনে পাকিস্তানের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়।

7 December 1971 : ১৯৭১ সালের আজকের দিনে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান নুরুল আমিনকে প্রধানমন্ত্রী, জুলফিকার আলী ভুট্টোকে উপ-প্রধানমন্ত্রী করে একটি কোয়ালিশন সরকার গঠন করেন।

7 December 1988 :১৯৮৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন এমিলি ব্রাউনিং, তিনি অস্ট্রেলিয়ান অভিনেত্রী ও গায়ক।

7 December 1993 : ১৯৯৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন উলফগ্যাং পাউল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক।

7 December 1998 : ১৯৯৮ সালের আজকের দিনে পরলোক গমন করেন মার্টিন রডবেল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নবিদ।

7 December 2011 : ২০১১ সালের আজকের দিনে পরলোক গমন করেন হ্যারি মর্গান, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও পরিচালক।

আজকের বিখ্যাত জন্মদিন : ৭ ডিসেম্বর | Today Famous Birthdays : 7 December

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 7 December. On this day Famous Birthdays in Bengali)

7 December : আজ ৭ ডিসেম্বর – No Record.

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৭ ডিসেম্বর | Today Famous Deaths : 7 December

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 7 December. On this day Famous Deaths in Bengali)

7 December : আজ ৭ ডিসেম্বর – No Record.

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ৭ ডিসেম্বর : The Famous Day 7 December in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৭ ডিসেম্বর | Today’s Famous Day in Historical Events : 7 December (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ৭ ডিসেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *