Close Ad close
Breaking
Sat. Nov 23rd, 2024
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৭ নভেম্বর | Today's Famous Day in Historical Events : 7 Novemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৭ নভেম্বর | Today's Famous Day in Historical Events : 7 November

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৭ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 7 November

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৭ নভেম্বর  : Today’s Famous Day in Historical Events : 7 November (Bengali) : আজকের বিখ্যাত দিনে ৭ নভেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৭ নভেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৭ নভেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 7 November

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৭ নভেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 7 November. On this day Important Day in Bengali)

7 November : ৭ নভেম্বর – জাতীয় কর্কটরোগ সচেতনতা দিবস।

7 November : ৭ নভেম্বর – ছাত্র দিবস (মহারাষ্ট্র)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ নভেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 7 November

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ নভেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 7 November

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ নভেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 7 November. Today’s Famous day on 7 November in India. On this day Historical Famous Events in India)

7 November 1858 : ১৮৫৮ সালে এই দিনে বিশিষ্ট ভারতীয় স্বাধীনতা সংগ্রামী বিপিন চন্দ্র পাল জন্মগ্রহণ করেন।

7 November 1862 : ১৮৬২ সালে এই দিনে মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর পরলোক গমন করেন।

7 November 1888 : ১৮৮৮ সালে এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী বিখ্যাত ভারতীয় পদার্থ বিজ্ঞানী স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন জন্মগ্রহণ করেন।

7 November 1923 : ১৯২৩ সালে এই দিনে বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও লেখক অশ্বিনীকুমার দত্ত পরলোক গমন করেন।

7 November 1924 : ১৯২৪ সালে আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুর আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে উপস্থিত হন।

7 November 1996 : ১৯৯৬ সালে আজকের দিনে ভারতের অন্ধ্র প্রদেশে সাইক্লোনে আড়াই হাজার লোকের প্রাণহানি ঘটে।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ নভেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 7 November

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ নভেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

7 November 1922 : ১৯২২ সালে এই দিনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী রাজনৈতিক নেতা গোলাম আযম জন্মগ্রহণ করেন।

7 November 1975 : ১৯৭৫ সালে এই দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদান প্রদানকারী ও প্রধান সামরিক আইন প্রশাসক খালেদ মোশাররফ পরলোক গমন করেন।

7 November 1975 : ১৯৭৫ সালে এই দিনে বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার এ.টি.এম. হায়দার পরলোক গমন করেন।

7 November 1975 : ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের তৎকালীন সেনা প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান সেনাবাহিনী ও জনতার মিলিত অভ্যুত্থানে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত হন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ নভেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 7 November

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ নভেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 7 November, Today’s Famous day on 7 November in the World. On this day Historical Famous Events in The World)

7 November 994 : ৯৯৪ সালে এই দিনে বিখ্যাত মুসলিম দার্শনিক ইবনে হাজম জন্মগ্রহণ করেন।

7 November 1665 : ১৬৬৫ সালের এই দিনে ইংল্যান্ডের বিখ্যাত পত্রিকা ‘লন্ডন গেজেট’ প্রথম প্রকাশিত হয়।

7 November 1659 : ১৬৫৯ সালের এই দিনে ফ্রান্স ও স্পেনের মধ্যে পাইরেনসিস শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয়।

7 November 1783 : ১৭৮৩ সালের এই দিনে ইংল্যান্ডে সর্বশেষ প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়।

7 November 1893 : ১৮৯৩ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের কলরাডো অঙ্গরাজ্যে প্রথম নারীদের ভোটাধিকার দেওয়া হয়।

7 November 1917 : ১৯১৭ সালের এই দিনে লেনিনের নেতৃত্বে সোভিয়েত রাশিয়া পৃথিবীর সর্বপ্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।

7 November 1944 : ১৯৪৪ সালের এই দিনে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট চতুর্থবারের জন্য যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে রেকর্ড তৈরি করেন।

7 November 1956 : ১৯৫৬ সালের এই দিনে জাতিসংঘের হস্তক্ষেপে সুয়েজ খাল নিয়ে নিরন্তর চলতে থাকা সংঘর্ষের অবসান ঘটে।

7 November 1988 : ১৯৮৮ সালে আজকের দিনে আর্মেনিয়ায় ভূমিকম্পে লক্ষাধিক লোক মৃত্যুবরণ করেন।

7 November 1990 : ১৯৯০ সালে আজকের দিনে মেরি রবিনসন আইরিশ প্রজাতন্ত্রের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নিযুক্ত।

আজকের বিখ্যাত জন্মদিন : ৭ নভেম্বর | Today Famous Birthdays : 7 November

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 7 November. On this day Famous Birthdays in Bengali)

7 November 1858 : ১৮৫৮ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী বিপিন চন্দ্র পাল। ১৯০৬ সালে তিনি বন্দেমাতরম পত্রিকা প্রকাশ করেন। ১৯০৮ এ ইংল্যান্ডে গিয়েও তিনি স্বরাজ নামে একটি পত্রিকা সম্পাদনা করেন। ১৯২১ সালে অসহযোগ আন্দোলনের কর্মসূচীতে মহাত্মা গান্ধীর সাথে মতে মিল না হওয়ায় তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ান।

7 November 1867 : ১৮৬৭ সালে আজকের দিনে পোলান্ডে জন্মগ্রহণ করেন প্রথম মহিলা বিজ্ঞানী নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ মারি ক্যুরি। পদার্থবিজ্ঞানে তিনি নোবেল পান তেজষ্ক্রিয়তা নিয়ে কাজ করার জন্য। আর রসায়নে নোবেল পান পিচব্লেন্ড থেকে রেডিয়াম পৃথক করার জন্য।

7 November 1888 : ১৮৮৮ সালে আজকের দিনে তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন ভারতীয় বিজ্ঞানী যিনি রামন ক্রিয়া আবিষ্কারের জন্য বিখ্যাত হয়ে আছেন – স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন। তিনি ১৯৩০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। নোবেল পুরস্কারের বিষয় ছিল আলোর বিচ্ছুরণের ক্ষেত্রে তাঁর মৌলিক আবিষ্কার।

7 November 1954 : ১৯৫৪ সালে আজকের দিনে চেন্নাইতে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা কমল হাসান। ১৯৮৭ সালে ‘পুষ্পক’ নামে একটি কন্নড়-তেলুগু দ্বিভাষী কমেডি ছবিতে অভিনয় করে তিনি ফিল্মফেয়ার পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ভূষিত হন।

7 November 1971 : ১৯৭১ সালে আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন বিশিষ্ট ভারতীয় বাঙালি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ১৯৮৯ সাল থেকে বাংলা চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত ঋতুপর্ণা অভিনয় করেছেন একাধিক বাংলাদেশী ও হিন্দি চলচ্চিত্রেও। বাণিজ্যিক ও শৈল্পিক – উভয় ধারার সিনেমাতে তার সুদক্ষ অভিনয় তাকে এনে দিয়েছে একাধিক পুরস্কার।

7 November 1979 : ১৯৭৯ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী রাইমা সেন।

7 November 1987 : ১৯৮৭ সালে আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী ও সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত ১৬শ লোকসভার সদস্য।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৭ নভেম্বর | Today Famous Deaths : 7 November

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 7 November. On this day Famous Deaths in Bengali)

7 November 1862 : ১৮৬২ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন মুঘল সাম্রাজ্যের ১৯তম এবং শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর। সিপাহী বিপ্লবের শেষে ১৮৫৮ খ্রিষ্টাব্দে ব্রিটিশ শাসকেরা তাকে ক্ষমতাচ্যুত করে ও রেঙ্গুনে নির্বাসনে পাঠায়, এবং সেখানেই তার মৃত্যু হয়।

7 November 1923 : ১৯২৩ সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক অশ্বিনীকুমার দত্ত। ১৮৮৪’তে ‘ব্রজমোহন স্কুল’, ১৮৮৬’তে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামের জন্য ‘পিপলস্‌ অ্যাসোসিয়েশন’ এবং ১৮৮৭’তে তার প্রচেষ্টায় বরিশাল ডিস্ট্রিক্ট বোর্ড স্থাপিত হয়।

7 November 2019 : ২০১৯ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কলকাতার বাঙ্গালি কবি, লেখক এবং শিক্ষাবিদ নবনীতা দেবসেন। ২০০০ সালে উনি পদ্মশ্রী সন্মানে ভূষিত হন।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ৭ নভেম্বর : The Famous Day 7 November in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৭ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 7 November (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ৭ নভেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *