Close Ad close
Breaking
Thu. Jan 16th, 2025
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৭ সেপ্টেম্বর | Today's Famous Day in Historical Events : 7 Septemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৭ সেপ্টেম্বর | Today's Famous Day in Historical Events : 7 September

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৭ সেপ্টেম্বর | Today’s Famous Day in Historical Events : 7 September

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৭ সেপ্টেম্বর  : Today’s Famous Day in Historical Events : 7 September (Bengali) : আজকের বিখ্যাত দিনে ৭ সেপ্টেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৭ সেপ্টেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৭ সেপ্টেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 7 September

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৭ সেপ্টেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 7 September. On this day Important Day in Bengali)

7 September : আজ ৭ সেপ্টেম্বর – Click here

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ সেপ্টেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 7 September

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ সেপ্টেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 7 September

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ সেপ্টেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 7 September. Today’s Famous day on 7 September in India. On this day Historical Famous Events in India)

7 September 1826 : ১৮২৬ সালের আজকের দিনে বাঙালি চিন্তাবিদ ও সাহিত্যিক রাজনারায়ণ বসুর জন্ম হয়। 

7 September 1882 : ১৮৮২ সালের আজকের দিনে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘বন্দে মাতরম’ লেখেন।

7 September 1907 : ১৯০৭ সালের আজকের দিনে ভারতের বণিক সমিতি (Indian Merchants’ Chamber) প্রতিষ্ঠিত হয়।

7 September 1920 : ১৯২০ সালের আজকের দিনে সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম হয়৷

7 September 1933 : ১৯৩৩ সালের আজকের দিনে ভারতের স্বনির্ভর মহিলা অ্যাসোসিয়েশান (Self-employed Women’s Association of India)-এর প্রতিষ্ঠাতা এলা ভাটের জন্ম হয়৷

7 September 1934 : ১৯৩৪ সালের আজকের দিনে জনপ্রিয় বাঙালি লেখক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম হয়।

7 September 1999 : ১৯৯৯ সালের আজকের দিনে ভারতীয় বাঙালী সুরকার ও গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়৷

7 September 2006 : ২০০৬ সালের আজকের দিনে পশ্চিম ভারতের মালেগাও নামক অঞ্চলের একটি মুসলমান কবরখানায় সন্ত্রাসবাদীরা বোমা বিস্ফোরণ করায় সাইত্রিশ জন মানুষ মৃত্যুমুখে পতিত হয় এবং একশত পঁচিশ জন আহত হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ সেপ্টেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 7 September

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ সেপ্টেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

7 September 1887 : ১৮৮৭ সালের আজকের দিনে সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক, দার্শনিক, গ্রন্থাগারিক এবং সাংবাদিক গোপীনাথ কবিরাজের জন্ম হয়৷

7 September 1907 : ১৯০৭ সালে আজকের দিনে ভারতের বণিক সমিতি (Indian Merchants’ Chamber) প্রতিষ্ঠিত হয়।

7 September 1944 : ১৯৪৪ সালের আজকের দিনে বাংলাদেশী অভিনেতা আব্দুল হায়াতের জন্ম হয়।

7 September 1958 : ১৯৫৪ সালের আজকের দিনে বাংলাদেশের কৃষি উন্নয়নকর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের জন্ম হয় ।

7 September 1962 : ১৯৬২ সালেট আজকের দিনে বাংলাদেশী আইনজীবী ও রাজনীতিবিদ  রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জন্ম হয়৷

7 September 1986 : ১৯৮৬ সালের আজকের দিনে ক্রিকেট খেলোয়ার সাহদাত হোসেনের জন্ম হয়৷

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ সেপ্টেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 7 September

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৭ সেপ্টেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 7 September, Today’s Famous day on 7 September in the World. On this day Historical Famous Events in The World)

7 September 1533 : ১৫৩৩ সালের আজকের দিনে ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের জন্ম হয়৷

7 September 1822 : ১৮২২ সালের আজকের দিনে ব্রাজিল, পর্তুগালের অধীনতা থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।

7 September 1898 : ১৮৯৪ সালের আজকের দিনে অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেটার ভিক রিচার্ডসনের জন্ম হয়।

7 September 1911 : ১৯১১ সালে আজকের দিনে ফ্রান্সের ল্যুভর মিউজিয়াম থেকে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা চুরির দায়ে ফরাসি কবি গুলম এপোলিনেয়ার গ্রেপ্তার হন।

7 September 1917 : ১৯১৭ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ইংরেজ রসায়নবিদ ওয়ারকাপ কর্নফোর্থের জন্ম হয় ।

7 September 1921 : ১৯২১ সালের আজকের দিনে ‘মিস আমেরিকা’ প্রতিযোগিতা শুরু করা হয়।

7 September 1949 : ১৯৪৯ সালের আজকের দিনে বিখ্যাত আমেরিকান পপ সঙ্গীতকার গ্লোরিয়া গেনর জন্মগ্রহণ করেন।

7 September 1953 : ১৯৫৩ সালের আজকের দিনে নিকিতা ক্রুসচেভ সোভিয়েত কমিউনিস্ট দলের সচিব নিযুক্ত হন।

7 September 1977 : ১৯৭৭ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জিমি কার্টার ও পানামার একনায়ক ওমর তোরিজস-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে পানামা খালকে পানামার হাতে পুরোপুরি ছেড়ে দেওয়া হয়।

7 September 1979 : ১৯৭৯ সালের আজকের দিনে ই.এস.পি.এন (Entertainment and Sports Programming Network) কেবল টিভিতে তার প্রথম সম্প্রচার শুরু করে।

7 September 1986 : ১৯৮৬ সালের আজকের দিনে ডেসমনড টুটু প্রথম কোনও কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের আর্চবিশপ নিযুক্ত হন।

7 September 1991 : ১৯৯১ সালের আজকের দিনে নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী এডউইন মাটিসন ম্যাকমিলানের মৃত্যু হয়৷

7 September 1999 : ১৯৯৯ সালের আজকের দিনে গ্রিসের এথেন্সের কাছাকাছি অঞ্চলে রিখটার স্কেলে ৫.৯ মাপের ভুমিকম্প সংঘটিত হয়।

7 September 2006 : ২০০৬ সালের আজকের দিনে রাশিয়ার সাইবেরিয়ার চিতায় একটি সোনার খনিতে হঠাৎ আগুন লেগে যাওয়ায় খনিতে কর্মরত একুশ জন শ্রমিক মৃত্যুমুখে পতিত হয়।

7 September 2011 : ২০১১ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকুলে ভয়ানক বন্যা দেখা দেয়।

7 September 2012 : ২০১২ সালের আজকের দিনে কানাডায় অবস্থিত ইরানীয় দূতাবাসকে বন্ধ করে দেওয়া হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ৭ সেপ্টেম্বর | Today Famous Birthdays : 7 September

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 7 September. On this day Famous Birthdays in Bengali)

7 September 1826 : ১৮২৬ সালে আজকের দিনে ২৪ পরগনা জেলায় জন্ম গ্রহণ করেছিলেন বাঙালি চিন্তাবিদ ও সাহিত্যিক রাজনারায়ণ বসু(Rajnarayan Basu)। তিনি অনেকগুলি গ্রন্থ প্রকাশ করেছিলেন। তার মধ্যে “হিন্দুধর্মের শ্রেষ্ঠতা(১৮৭৩)”, “সে কাল আর এ কাল(১৮৭৪)”, “হিন্দু অথবা প্রেসিডেন্সী কলেজের ইতিবৃত্ত(১৮৭৬)”, “বাঙ্গলা ভাষা ও সাহিত্য বিষয়ক বক্তৃতা(১৮৭৮)”, “বিবিধ প্রবন্ধ(১৮৮২)”, এবং “বৃদ্ধ হিন্দুর আশা(১৮৮৭)” প্রধান।

7 September 1929 : ১৯২০ সালে আজকের দিনে কলকাতায়(বৃটিশ ভারত) জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় বাঙালি লেখক ও খ্যাতনামা ঔপন্যাসিক আশুতোষ মুখোপাধ্যায়(Ashutosh Mukhopadhyay)। তার সৃষ্ট বিখ্যাত বাঙালী কাল্পনিক চরিত্র “পিনডিদা”।

7 September 1924 : ১৯২৪ সালে আজকের দিনে বর্তমানে অন্ধ্রপ্রদেশ রাজ্যে জন্ম গ্রহণ করেন ভারতীয় অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক ভানুমতী রামকৃষ্ণ(P. Bhanumathi Ramakrishna)। She was awarded the Padma Bhushan in 2003 for her contribution in Indian cinema. She was honored among “women in cinema” at the 30th International Film Festival of India.

7 September 1933 : ১৯৩৩ সালে আজকের দিনে মহারাষ্ট্রে(বর্তমানে) জন্ম গ্রহণ করেন ভারতের স্বনির্ভর মহিলা অ্যাসোসিয়েশন (Self-employed Women’s Association of India)-এর প্রতিষ্ঠাতা এলা ভাট(Ela Bhatt)। তিনি সাধারণ জনগনের সহায়তা করার জন্য ১৯৭৭ সালে রামোন ম্যাগসেসে পুরস্কার, ১৯৮৪ সালে রাইট লাইভলিহুড পুরস্কার সহ বেশ কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। ১৯৮৬ সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ খেতাব প্রদান করেছেন।

7 September 1934 : ১৯৩৪ সালে আজকের দিনে ফরিদপুরে(বাংলা প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত) জন্ম গ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় বাঙালি লেখক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়(Sunil Gangopadhyay)। তিনি আধুনিক বাংলা কবিতার জীবনানন্দ-পরবর্তী পর্যায়ের অন্যতম প্রধান কবি। একই সঙ্গে তিনি আধুনিক ও রোমান্টিক। তার কবিতার বহু পঙ্‌ক্তি সাধারণ মানুষের মুখস্থ। তার উল্লেখযোগ্য কয়েকটি বই হল “শ্যামবাজারের মোড়ের আড্ডা”, “অর্ধেক জীবন”, “অরণ্যের দিনরাত্রি”, “অর্জুন”, “প্রথম আলো”, “সেই সময়”, “পূর্ব পশ্চিম”, “ভানু ও রাণু”, “মনের মানুষ’ ইত্যাদি। তিনি “নীললোহিত”, “সনাতন পাঠক”, “নীল উপাধ্যায়” ইত্যাদি ছদ্মনাম ব্যবহার করেছেন।

7 September 1982 : ১৯৮২ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন অস্ট্রেলিয়ার বর্তমান দলের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট এবং টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটের অধিনায়ক জর্জ জন বেইলি(George John Bailey)।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ৭ সেপ্টেম্বর | Today Famous Marriage Anniversary and Divorces : 7 September

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 7 September. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

7 September : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৭ সেপ্টেম্বর | Today Famous Deaths : 7 September

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 7 September. On this day Famous Deaths in Bengali)

7 September 1976 : ১৯৭৬ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব সুরেন্দ্রমোহন ঘোষ(Surendramohan Ghosh)। তিনি দীর্ঘ ২৪ বছর ব্রিটিশ রাজের কারাদণ্ড ভোগ করেছিলেন এবং জেলে অনশন করেন মোট ৯৬ দিন। তিনি ছিলেন ভারতের লোকসভার ও রাজ্যসভার সদস্য।

7 September 1999 : ১৯৯৯ সালে আজকের দিনে হাওড়ায় মৃত্যুবরণ করেন প্রথিতযশা ভারতীয় বাঙালি গীতিকার ও সুরকার পুলক বন্দ্যোপাধ্যায়(Pulak Bandyopadhyay)। বাংলা গানের প্রায় সব প্রতিষ্ঠিত শিল্পীই তাঁর লেখা গান গেয়েছেন। আধুনিক গানের ক্ষেত্রে মান্না দে এবং পুলক বন্দ্যোপাধ্যায় এক সফল জুটি হয়ে ওঠেন। মান্না দের গাওয়া প্রেমের গান অধিকাংশই তাঁর রচনা। পঞ্চাশ বছরের উপর তিনি যা গান লিখেছেন তার সংখ্যা চার হাজারেরও বেশি।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ৭ সেপ্টেম্বর : The Famous Day 7 September in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ৭ সেপ্টেম্বর : The Famous Day 7 September (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ৭ সেপ্টেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *