Close Ad close
Breaking
Fri. Jan 17th, 2025
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৮ নভেম্বর | Today's Famous Day in Historical Events : 8 Novemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৮ নভেম্বর | Today's Famous Day in Historical Events : 8 November

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৮ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 8 November

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৮ নভেম্বর  : Today’s Famous Day in Historical Events : 8 November (Bengali) : আজকের বিখ্যাত দিনে ৮ নভেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৮ নভেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৮ নভেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 8 November

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৮ নভেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 8 November. On this day Important Day in Bengali)

8 November : ৮ নভেম্বর – বিশ্ব রেডিওগ্রাফার দিবস।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ নভেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 8 November

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ নভেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 8 November

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ নভেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 8 November. Today’s Famous day on 8 November in India. On this day Historical Famous Events in India)

8 November 1881 : ১৮৮১ সালে আজকের দিনে সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের সম্পাদনায় বালক-বালিকাদের পাঠ্য সাপ্তাহিক ‘আর্যকাহিনী’ প্রকাশিত হয়।

8 November 1927 : ১৯২৭ সালের আজকের দিনে বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ ও ভারতের সপ্তম উপ-প্রধানমন্ত্রী এল. কে. আডবানি জন্মগ্রহণ করেন।

8 November 1998 : ১৯৯৮ সালে আজকের দিনে বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে ফারুক, রশিদ, ডালিমসহ ১৫ জনের প্রকাশ্যে ফায়ারিং স্কোয়ার্ডে মৃত্যুদন্ড ঘোষণা করা হয়।

8 November 2008 : ২০০৮ সালের আজকের দিনে ভারতের ‘চন্দ্রযান-১’ মিশনের আওতায় থাকা মহাকাশযানটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে।

8 November 2016 : ২০১৬ সালের আজকের দিনে ভারত সরকার পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে এবং নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট চালু করার কথা ঘোষণা করে। এই ঘটনাটি ‘ডিমানিটাইজেশান’ (Demonetization) নামে পরিচিত।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ নভেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 8 November

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ নভেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

8 November 1954 : ১৯৫৪ সালের আজকের দিনে বিশিষ্ট সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী পরলোক গমন করেন।

8 November 1998 : ১৯৯৮ সালের আজকের দিনে ‘বঙ্গবন্ধু’ মুজিবুর রহমান হত্যা মামলার রায়ে ফারুক, রশিদ, ডালিম-সহ ১৫ জনের প্রকাশ্যে ফায়ারিং স্কোয়ার্ডে মৃত্যুদন্ড ঘোষণা করা হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ নভেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 8 November

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে 6666আজকের বিখ্যাত দিনে : ৮ নভেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 8 November, Today’s Famous day on 8 November in the World. On this day Historical Famous Events in The World)

8 November 30 : ৩০ সালের আজকের দিনে বিশিষ্ট রোমান সম্রাট নেরভা জন্মগ্রহণ করেন।

8 November 392 : ৩৯২ সালের আজকের দিনে রোমান শাসক থিওডোসিয়াস খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করেন।

8 November 1226 : ১২২৬ সালের আজকের দিনে ফ্রান্সের রাজা অষ্টম লুইস পরলোক গমন করেন।

8 November 1656 : ১৬৫৬ সালের আজকের দিনে বিশিষ্ট ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ এডমণ্ড হ্যালি জন্মগ্রহণ করেন।

8 November 1731 : ১৭৩১ সালে আজকের দিনে ফিলাডেলফিয়ায় বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রথম লাইব্রেরি প্রতিষ্ঠা করেন।

8 November 1895 : ১৮৯৫ সালের আজকের দিনে বিশিষ্ট জার্মান পর্দাথবিদ উইলিয়াম কনরাড রনটজেন ‘এক্স রে’ আবিষ্কার করেন।

8 November 1910 : ১৯১০ সালে আজকের দিনে ওয়াশিংটনের নির্বাচনে প্রথম নারী ভোট প্রদান করেন।

8 November 1923 : ১৯২৩ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী বিশিষ্ট মার্কিন পদার্থবিজ্ঞানী জ্যাক কিলবি জন্মগ্রহণ করেন।

8 November 1924 : ১৯২৪ সালের আজকের দিনে অস্ট্রিয়ার চ্যান্সেলর ইগনাজ সেইপেল পদত্যাগ করেন।

8 November 1933 : ১৯৩৩ সালের আজকের দিনে আফগানিস্তানের রাজা নাদির শাহ আততায়ী কর্তৃক নিহত হন।

8 November 1939 : ১৯৩৯ সালের আজকের দিনে জার্মান ফুয়েরার অ্যাডলফ হিটলারকে হত্যার একটি চক্রান্ত ব্যর্থতায় পর্যবসিত হয়।

8 November 1942 : ১৯৪২ সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মিত্র শক্তি উত্তর আফ্রিকায় পর্দাপন করে।

8 November 1987 : ১৯৮৭ সালের আজকের দিনে টিউনিসিয়ায় ব্যাপক সামরিক অভ্যুত্থানের তৎকালীন রাষ্ট্রপতি বরগুইবা ক্ষমতাচ্যুত হন।

8 November 2009 : ২০০৯ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী বিশিষ্ট রাশিয়ান পদার্থবিদ ও জ্যোতিঃপদার্থবিজ্ঞানী ভিতালি গিঞ্জবার্গ পরলোক গমন করেন।

8 November 2016 : ২০১৬ সালের আজকের দিনে রিপাবলিকান দলের প্রতিনিধি ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।

আজকের বিখ্যাত জন্মদিন : ৮ নভেম্বর | Today Famous Birthdays : 8 November

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 8 November. On this day Famous Birthdays in Bengali)

8 November 1862 : ১৮৬২ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন সঙ্গীত জগতের কিংবদন্তি পুরুষ ওস্তাদ আলাউদিন খাঁ। তিনি দেশিয় বাদ্যযন্ত্রের সমন্বয়ে অর্কেস্ট্রার স্টাইলে যন্ত্রীদল গঠন করে নাম দিয়েছিলেন ‘রামপুর স্ট্রিং ব্যান্ড’। ব্রিটিশ সরকার তাঁকে ‘খাঁ সাহেব’ উপাধিতে ভূষিত করে। ভারত সরকার তাঁকে একে একে ‘সঙ্গীত নাটক আকাদেমী সম্মান’ (১৯৫২), ‘পদ্মভূষণ’ (১৯৫৮) ও ‘পদ্মবিভূষণ’ (১৯৭১) ভূষিত করে।

8 November 1900 : ১৯০০ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন কাফি খাঁ’ বা ‘পিসিয়েল’ নামে সমধিক পরিচিত বাঙালি ব্যঙ্গচিত্রশিল্পী প্রফুল্লচন্দ্র লাহিড়ী। বাংলা কার্টুনে পথিকৃত গগনেন্দ্রনাথ ঠাকুরের যোগ্য উত্তরসূরী ছিলেন তিনি। বাংলার প্রথম এডিটোরিয়াল কার্টুনিস্ট তিনিই।

8 November 1921 : ১৯২১ সালে আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন প্রখ্যাত বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পী সুবিনয় রায়। His first gramaphone record was released on 1949, with two songs; “তুমি ডাক দিয়েছ কোন সকালে” And “এই করেছো ভালো”।

8 November 1927 : ১৯২৭ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় আইনজীবী, রাজনীতিবিদ(BJP) ও ভারতের ৭তম উপ প্রধানমন্ত্রী এল. কে. আদভাণী/লালকৃষ্ণ আডবাণী।

8 November 1947 : ১৯৪৭ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন জনপ্রিয় ভারতীয় পপ, জ্যাজ এবং প্লেব্যাক সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ। তিনি ১৯৬০এর শেষের দিক, ১৯৭০র এবং ১৯৮০র দশকে কিছু জনপ্রিয় হিট গানের জন্য তিনি বিখ্যাত।

8 November 1976 : ১৯৭৬ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রেট লি। অস্ট্রেলিয়া দলে অবস্থানকালীন সময়ে ব্রেট লিকে খুবই দ্রুতগতির ফাস্ট বোলার হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। তাকে সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার হিসেবে বিবেচনা করা হয়।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৮ নভেম্বর | Today Famous Deaths : 8 November

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 8 November. On this day Famous Deaths in Bengali)

8 November 1674 : ১৬৭৪ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন সপ্তদশক শতাব্দীর ইংরেজ কবি, গদ্য লেখক এবং কমনওয়েলথ অব ইংল্যান্ডের একজন সরকারি কর্মচারী জন মিলটন। তার প্রসিদ্ধ কাব্য “প্যারাডাইস লস্ট” এর কারণে তিনি সমধিক পরিচিত।

8 November 1933 : ১৯৩৩ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারত উপমহাদেশের প্রথম পেশাদার আলোকচিত্রী-চিত্রকরদের মধ্যে অন্যতম লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরী। তিনি ১৮৬৬ সালে লাহোর শহরে রায়চৌধুরী অ্যান্ড কোম্পানি – ফোটোগ্রাফার্স অ্যাণ্ড আর্টিস্টস নামে একটি সংস্হা স্হাপন করেন যা বর্তমানে তার তৃতীয় পুত্র রঞ্জিত রায়চৌধুরীর পৌত্র হৃদয়েশ রায়চৌধুরী কর্তৃক ভারতের বিহার রাজ্যের পাটনা শহরে অবস্হিত।

8 November 1985 : ১৯৮৫ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন প্রখ্যাত রবীন্দ্রজীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায়। প্রভাত কুমারের জীবনের বৃহত্তম এবং মহত্তম কীর্তি তথা সর্বশ্রেষ্ঠ অনন্য সৃষ্টি হল চার খণ্ডে রচিত “রবীন্দ্রজীবনী” । জীবনীটি লিখতে তাঁর সময় লেগেছে দীর্ঘ পঁচিশ বছর(১৯২৯ – ৫৪)।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ৮ নভেম্বর : The Famous Day 8 November in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৮ নভেম্বর | Today’s Famous Day in Historical Events : 8 November (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ৮ নভেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *