Close Ad close
Breaking
Tue. Oct 1st, 2024
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৮ সেপ্টেম্বর | Today's Famous Day in Historical Events : 8 Septemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৮ সেপ্টেম্বর | Today's Famous Day in Historical Events : 8 September

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৮ সেপ্টেম্বর | Today’s Famous Day in Historical Events : 8 September

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৮ সেপ্টেম্বর  : Today’s Famous Day in Historical Events : 8 September (Bengali) : আজকের বিখ্যাত দিনে ৮ সেপ্টেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৮ সেপ্টেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৮ সেপ্টেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 8 September

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৮ সেপ্টেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 8 September. On this day Important Day in Bengali)

8 September : আজ ৮ সেপ্টেম্বর আজ “আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস।” জাতিসংঘের ইএসসি সংস্থার ১৪তম অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয়, ১৯৬৬ সালের প্রতি বছর এই দিনটি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসাবে পালন করা হবে। এর পর থেকে দিবসটি সারাবিশ্বে পালিত হয়ে আসছে। দিবসটির প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি, সম্প্রদায় ও সমাজে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা।

8 September : আজ ৮ সেপ্টেম্বর আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ সেপ্টেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 8 September

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ সেপ্টেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 8 September

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ সেপ্টেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 8 September. Today’s Famous day on 8 September in India. On this day Historical Famous Events in India)

8 September 1320 : ১৩২০ সালের আজকের দিনে তুঘলক বংশের প্রতিষ্ঠাতা গাজী মালিক দিল্লীর সিংহাসনে অধিষ্ঠিত হন।

8 September 1987 : ১৯৮৭ সালের আজকের দিনে বাঙালি বৈদিক পণ্ডিত ও বৈদিক রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীর মৃত্যু হয়৷

8 September 1926 : ১৯২৬ সালের আজকের দিনে বিশিষ্ট সঙ্গীতকার ভুপেন্দ্র হাজারিকার  জন্ম হয়।

8 September 1933 : ১৯৩৩ সালের আজকের দিনে বিখ্যাত সঙ্গীতকার আশা ভোঁসলের জন্ম হয়।

8 September 1942 : ১৯৪২ সালের আজকের দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস তাদের বোম্বে (বর্তমান মুম্বাই)-র সভায় ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব পেশ করে।

8 September 1960 : ১৯৬০ সালের আজকের দিনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্বামী ফিরোজ গান্ধীর মৃত্যু হয়।

8 September 1962 : ১৯৬২ সালে আজকের দিনে চীন-ভারত সীমান্ত সংঘর্ষ শুরু হয়।

8 September 1993 : ১৯৯৩ সালের আজকের দিনে মণ্ডল কমিশনের রিপোর্ট-এর বাস্তবায়ন শুরু হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ সেপ্টেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 8 September

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ সেপ্টেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

8 September 1955 : ১৯৫৫ সালের আজকের দিনে  বাংলাদেশী কথাসাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলানের জন্ম হয়৷ 

8 September 1956 : ১৯৫৬ সালের আজকের দিনে বাংলাদেশী অভিনেত্রী অঞ্জু ঘোষের জন্ম হয়৷ 

8 September 1959 : ১৯৫৯ সালের আজকের দিনে বাংলাদেশী রাজনীতিবিদ মিঞা গোলাম পারওয়ারের জন্ম হয়৷ 

8 September 2001 : ২০০১ সালের আজকের দিনে সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশীপে বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল তার অভিষেক টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড করেন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ সেপ্টেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 8 September

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৮ সেপ্টেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 8 September, Today’s Famous day on 8 September in the World. On this day Historical Famous Events in The World)

8 September 1157 : ১১৫৭ সালে আজকের দিনে ইংল্যান্ডের রাজা প্রথম রিচার্ডের জন্ম হয়।

8 September 1276 : ১২৭৬ সালের আজকের দিনে ত্রয়োদশ জন পোপ হিসেবে নির্বাচিত হন। তিনি ছিলেন একমাত্র পর্তুগীজ পোপ।

8 September 1563 : ১৫৬৩ সালের আজকের দিনে ম্যাক্সিমিলিওন হাঙ্গেরির সম্রাটের আসনে অধিষ্ঠিত হন।

8 September 1565 : ১৫৬৫ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেন্ট অগাস্টাইনে প্রথম স্থায়ী ইউরোপীয় জনবসতির পত্তন হয়।

8 September 1830 : ১৮৩০ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি কবি ও সাহিত্যিক ফ্রেদেরিক মিস্ত্রালের জন্ম হয় ।

8 September 1831 : ১৮৩১ সালের আজকের দিনে চতুর্থ উইলিয়াম গ্রেট ব্রিটেনের সম্রাটের আসনে অধিষ্ঠিত হন।

8 September 1863 : ১৮৬৩ সালের আজকের দিনে সুইজারল্যান্ডের জেনেভায় ‘রেড ক্রস ইন্টারন্যাশানাল কমিটি’ প্রতিষ্ঠিত হয়।

8 September 1886 : ১৮৮৬ সালে আজকের দিনে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের পত্তন হয়।

8 September 1943 : ১৯৪৩ সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইটালি মিত্রশক্তির সঙ্গে একটি নিঃশর্ত যুদ্ধবিরতি চুক্তি সাক্ষর করে।

8 September 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে মানুষকে লেখাপড়ায় উদ্বুদ্ধ করার জন্য ইউনেসকো ‘আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস’-এর উদযাপন শুরু করে।

8 September 1980 : ১৯৮০ সালের আজকের দিনে ‘রেডিওকার্বন ডেটিং’-এর আবিষ্কর্তা উইলারড লিবির মৃত্যু হয়।

8 September 1985 : ১৯৮৫ সালে আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান বিজ্ঞানী জন ফ্রাঙ্কলিন এন্ডারসের মৃত্যু হয়৷

8 September 1991 : ১৯৯১ সালের আজকের দিনে ম্যাসিডোনিয়া একটি স্বাধীন ও স্বতন্ত্র দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।

8 September 2014 : ২০১৪ সালের আজকের দিনে হায়দার আল-আবাদি ইরাকের পঁচাত্তরতম প্রধানমন্ত্রীর পদে আসীন হন।

8 September 2016 : ২০১৬ সালের আজকের দিনে ‘কারেন্ট বায়োলজি’ জার্নালে প্রকাশিত জিরাফের ডি.এন.এ সংক্রান্ত একটি গবেষণায় চার ধরনের জিরাফের প্রজাতির অস্তিত্বের ব্যাপারে জানানো হয়।

8 September 2018 : ২০১৮ সালের আজকের দিনে প্রত্নতত্ববিদরা ইটালির কোমো-র একটি থিয়েটার থেকে ‘লেট ইম্পেরিয়াল পিরিয়ড’-এর প্রায় তিনশতটি মুদ্রা আবিস্কার করেন।

2018 : ২০১৮ সালের আজকের দিনে পঁচাত্তরতম ভেনিস ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো ‘নেটফ্লিক্স’-এর একটি চলচ্চিত্র ‘রোমা’ ‘গোল্ডেন লায়ন’ এ্যাওয়ার্ড পায়।

আজকের বিখ্যাত জন্মদিন : ৮ সেপ্টেম্বর | Today Famous Birthdays : 8 September

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 8 September. On this day Famous Birthdays in Bengali)

8 September 1892 : ১৮৯২ সালে আজকের দিনে বর্তমানে মেদিনীপুরে জন্ম গ্রহণ করেছিলেন বিখ্যাত বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর(Huseyn Shaheed Suhrawardy)। যুক্তফ্রন্ট গঠনের মূলনেতাদের মধ্যে অন্যতম। গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, তাই সুধী সমাজ কর্তৃক ‘গণতন্ত্রের মানসপুত্র’ বলে আখ্যায়িত হন।

8 September 1919 : ১৯১৯ সালে আজকের দিনে দক্ষিণ ২৪ পরগনা জেলায়(বর্তমানে) জন্ম গ্রহণ করেছিলেন যুক্তিবাদী সমাজবিজ্ঞানী ও মানবতাবাদী ঐতিহাসিক ড. নিরঞ্জন ধর(Dr. Niranjan Dhar)। কলকাতার রিপন কলেজে(বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজে) অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করেন। অধ্যাপনাকালেই ১৯৬২ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পি এন ব্যানার্জির তত্ত্বাবধানে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে গবেষণা করে পি.এইচ.ডি লাভ করেন। গবেষণাপত্রের বিষয় ও শিরোনাম ছিল – The Administrative System of the East India Company in Bengal : 1746 – 1786। উচ্চ প্রশংসিত হওয়ায় কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে ‘Griffith Scholar’ সম্মানে ভূষিত করে।

8 September 1926 : ১৯২৬ সালে আজকের দিনে সদিয়াতে(আসাম, ব্রিটিশ ভারত) জন্ম গ্রহণ করেছিলেন স্বনামধন্য ভারতীয় কন্ঠ সঙ্গীত শিল্পী ভুপেন হাজারিকা(Bhupen Hazarika)। অত্যন্ত দরাজ গলার অধিকারী এই কণ্ঠশিল্পীর জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী – “আজ জীবন খুঁজে পাবি”, “আমি এক যাযাবর”, “গঙ্গা আমার মা”, “মানুষ মানুষের জন্যে”, “বিস্তীর্ণ দুপারে”, “হে দোলা হে দোলা”।

8 September 1933 : ১৯৩৩ সালে আজকের দিনে সঙ্গলিতে(বোম্বাই প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত) জন্ম গ্রহণ করেছিলেন ভারতের জনপ্রিয়তম গায়িকা আশা ভোঁসলে(Asha Bhosle)। ১৯৪৩ সাল থেকে আরম্ভ করে তিনি ষাট বছরের সঙ্গীত জীবনে ১২০০০ এরও বেশি গান গেয়েছেন। ২০১১ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস তাকে সর্বাধিক সংখ্যক গান রেকর্ডকারী হিসেবে ঘোষণা করেন। ভারত সরকার তাকে ২০০৮ সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ৮ সেপ্টেম্বর | Today Famous Marriage Anniversary and Divorces : 8 September

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 8 September. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

8 September : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৮ সেপ্টেম্বর | Today Famous Deaths : 8 September

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 8 September. On this day Famous Deaths in Bengali)

8 September 1960 : ১৯৬০ সালে আজকের দিনে নিউ দিল্লীতে 47 বছর বয়সে মৃত্যুবরণ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্বামী ফিরােজ গান্ধী(Feroze Gandhi)। He published the newspapers The National Herald and The Navjivan. He served as a member of the provincial parliament between 1950 and 1952, and later a member of the Lok Sabha, the Lower House of India’s parliament.

8 September 1981 : ১৯৮১ সালে আজকের দিনে মুম্বাইতে মৃত্যুবরণ করেন ভারতীয় গুরু, দার্শনিক ও শিক্ষাবিদ নিসর্গদত্ত মহারাজ(Nisargadatta Maharaj)।

8 September 1987 : ১৯৮৭ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন মেদিনীপুরের বাঙালি বৈদিক পণ্ডিত ও বৈদিক রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী(Sailendra Narayana Ghosal Sastri)।

8 September 2009 : ২০০৯ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ডেনমার্কের ১৯৭৫ সালে নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিদ অউ নিলস বোর(Aage Bohr)। তার পিতা নিলস বোর ১৯২৩ সালে সালে নোবেল পুরষ্কার পান। তারা হচ্ছেন ছয়জোড়া পিতা পুত্রের এক জোড়া যারা উভয়ই নোবেল পুরষ্কার পেয়েছেন এবং চারজোড়া পিতা পুত্রের এক জোড়া যারা উভয়ই পদার্থ বিজ্ঞানে নোবেল পুরষ্কার পেয়েছেন।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ৮ সেপ্টেম্বর : The Famous Day 8 September in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ৮ সেপ্টেম্বর : The Famous Day 8 September (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ৮ সেপ্টেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *