Close Ad close
Breaking
Thu. Jan 16th, 2025
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৯ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 9 Octoberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৯ অক্টোবর | Today's Famous Day in Historical Events : 9 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৯ অক্টোবর | Today’s Famous Day in Historical Events : 9 October

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৯ অক্টোবর  : Today’s Famous Day in Historical Events : 9 October (Bengali) : আজকের বিখ্যাত দিনে ৯ অক্টোবর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট TheFamousDay.com এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৯ অক্টোবর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৯ অক্টোবর | Today’s Important Day or Famous Day in Bengali : 9 October

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৯ অক্টোবর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 9 October. On this day Important Day in Bengali)

9 October : আজ ৯ অক্টোবর – বিশ্ব ডাক দিবস। ১৮৭৪ সালের এই দিনে সুইজারল্যান্ডের বের্ন শহরে বিশ্ব ডাক সংস্থার (ইউপিইউ) প্রতিষ্ঠা বার্ষিকীকে স্মরণ করে প্ৰতি বছর ৯ অক্টোবর গোটা বিশ্বজুড়ে পালন করা হয়। ১৯৬৯ সালে জাপানের টোকিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ডাক সংস্থার সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের সদস্য, শ্রী আনন্দ মোহন কর্তৃক এই প্রস্তাব পেশ করা হয়, এবং ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে প্রথম ঘোষণা করা হয়। সেই থেকে ডাক সেবার গুরুত্বের উপর আলোকপাত করে সারা বিশ্বে এই দিবস পালন করা হয়।

9 October : আজ ৯ অক্টোবর – বিশ্ব ডিম দিবস। ডিমকে বিশ্বে একটি উন্নতমানের ও সহজলভ্য আমিষজাতীয় খাদ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এগ কমিশন (আইইসি) স্থাপিত হয় ১৯৬৪ সালে। বর্তমানে এই সংস্থার সদস্যসংখ্যা ৮০। সংস্থাটি প্রাণিজ আমিষের চাহদিা পূরণ, স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠন এবং সর্বোপরি ডিমের গুণাগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ১৯৯৬ সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রথম ‘বিশ্ব ডিম দিবস’ পালনের আয়োজন করে, যা পরবর্তী সময়ে প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার পালিত হয়ে আসছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত প্রভৃতি দেশসহ সারা বিশ্বের ৪০টি দেশে পালিত হয় ‘বিশ্ব ডিম দিবস’, যার পরিধি ও ব্যাপ্তি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ অক্টোবর | Today’s Famous Day in History (Bengali) : 9 October

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ অক্টোবর | Today’s famous day in the history of India (Bengali) : 9 October

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ অক্টোবর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 9 October. Today’s Famous day on 9 October in India. On this day Historical Famous Events in India)

9 October 1534 : ১৫৩৪ সালের আজকের দিনে শিখ গুরু রামদাস জন্মগ্রহণ করেন।

9 October 1945 : ১৯৪৫ সালের এই দিনে বিশিষ্ট ভারতীয় সরোদবাদক আমজাদ আলি খান জন্মগ্রহণ করেন।

9 October 1949 : ১৯৪৯ সালের এই দিনে ভারতের নিরাপত্তায়  নিযুক্ত ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মির  প্রতিষ্ঠা  হয়।

9 October 1976 : ১৯৭৬ সালে আজকের দিনে মুম্বাই ও লন্ডন শহরের মধ্যে সরাসরি আন্তর্জাতিক টেলিফোন যোগাযোগ স্থাপিত হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ অক্টোবর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 9 October

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ অক্টোবর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

9 October 1981 : ১৯৮১ সালের এই দিনে বিশিষ্ট পরিসংখ্যানবিদ, সাহিত্যিক ও শিক্ষাবিদ কাজী মোতাহার হোসেন পরলোক গমন করেন।

9 October 1987 : ১৯৮৭ সালের এই দিনে বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ ফরহাদ পরলোক গমন করেন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ অক্টোবর | Today’s famous day in the history of the world (Bengali) : 9 October

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ অক্টোবর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 9 October, Today’s Famous day on 9 October in the World. On this day Historical Famous Events in The World)

9 October 1446 : ১৪৪৬ সালের এই দিনে কোরিয়ায় হানগুল বর্ণমালা চালু করা হয়।

9 October 1874 : ১৮৭৪ সালের এই দিনে সুইজারল্যান্ডের বেরন শহরে প্রথম ডাক ব্যবস্থা চালু হয়।

9 October 1874 : ১৮৭৪ সালের এই দিনে রাশিয়ার বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ নিকোলাস রোয়েরিচ জন্মগ্রহণ করেন।

9 October 1899 : ১৮৯৯ সালে আজকের দিনে লন্ডনে প্রথম পেট্রোলচালিত মোরটরযান চলাচল শুরু হয়।

9 October 1911 : ১৯১১ সালের এই দিনে চীনে রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়।

9 October 1940 : ১৯৪০ সালের এই দিনে ‘দ্য বিটলস’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা জন লেনন জন্মগ্রহণ করেন।

9 October 1943 : ১৯৪৩ সালের এই দিনে নেদারল্যান্ডের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী পিটার জেমান পরলোক গমন করেন।

9 October 1962 : ১৯৬২ সালের এই দিনে আফ্রিকার দেশ উগানডা স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।

9 October 1966 : ১৯৬৬ সালের এই দিনে বিশিষ্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জন্মগ্রহণ করেন।

9 October 1967 : ১৯৬৭ সালের এই দিনে বিংশ শতাব্দীর অন্যতম বিখ্যাত সমাজতান্ত্রিক বিপ্লবী চে গেভারা পরলোক গমন করেন।

9 October 2004 : ২০০৪ সালের এই দিনে আফগানিস্তানের ইতিহাসে প্রথমবারের মত সরাসরি ভোটের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

9 October 2006 : ২০০৬ সালের এই দিনে উত্তর কোরিয়া প্রথম তার পারমাণবিক পরীক্ষার নিয়োজন করে।

9 October 2006 : ২০০৬ সালের এই দিনে গুগল, ‘ইউটিউব’-কে অধিগ্রহণের কথা ঘোষণা করে।

আজকের বিখ্যাত জন্মদিন : ৯ অক্টোবর | Today Famous Birthdays : 9 October

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 9 October. On this day Famous Birthdays in Bengali)

9 October 1877 : ১৮৭৭ সালে আজকের দিনে উড়িষ্যার পুরীতে জন্ম গ্রহণ করেছিলেন সমাজসেবক ,সংস্কারক, সাংবাদিক, কবি উৎকলমণি গোপবন্ধু দাস।

9 October 1893 : ১৮৯৩ সালে আজকের দিনে বর্ধমান জেলায় জন্ম গ্রহণ করেছিলেন বাঙালি চিকিৎসক, স্বদেশী আন্দোলনে স্বেচ্ছাসেবক ও কবি কালীকিঙ্কর সেনগুপ্ত।

9 October 1916 : ১৯১৬ সালে আজকের দিনে বাঁকুড়া জেলায় জন্ম গ্রহণ করেছিলেন প্রখ্যাত বাঙালি শিক্ষাবিদ, সমালোচক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রবীন্দ্র বিশেষজ্ঞ ও একজন ভাষাতত্ত্ববিদ ক্ষুদিরাম দাস। 

9 October 1929 : ১৯২৯ সালে আজকের দিনে দার্জিলিং-এ জন্ম গ্রহণ করেছিলেন খ্যাতিমান বাঙালি কণ্ঠশিল্পী, গীতিকার, সঙ্গীত পরিচালক সুধীন দাশগুপ্ত। তিনি হিন্দি, অসমিয়া এবং ওড়িয়া প্রভৃতি বিভিন্ন ভারতীয় ভাষায় কাজ করেছিলেন। তার রচনা ও পরিচালনায় বাংলা আধুনিক গানে স্পন্দনের সৃষ্টি করে। পাশাপাশি বাংলা চলচ্চিত্রের গানে এক নতুন দিগন্তের সূচনা করেছিল।

9 October 1945 : ১৯৪৫ সালে আজকের দিনে গোয়ালিয়রে(মধ্য প্রদেশ) জন্ম গ্রহণ করেছিলেন স্বনামধন্য ভারতীয় সরোদবাদক তথা শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ আমজাদ আলি খান। ১৯৬০-এর দশক থেকে তিনি আন্তর্জাতিক স্তরে সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করছেন। ২০০১ সালে তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণে ভূষিত করা হয়।

9 October 1945 : ১৯৪৫ সালে আজকের দিনে দার্জিলিংএ জন্ম গ্রহণ করেন অভিনেত্রী মঞ্জুলা সান্যাল/সুমিতা সান্যাল। পরিচালক বিভূতি লাহার পরিচালনায় ‘খোকাবাবুর প্রত্যাবর্তন’-এ অভিনয় করতে যাওয়ার পর তিনি মঞ্জুলার নাম বদলে রাখেন সুচরিতা। পরে সেই নাম বদলে সুমিতা দেন পরিচালক কনক মুখোপাধ্যায়। প্রায় ৪০টির বেশি বাংলা ছবিতে অভিনয় করেছিলেন সুমিতা।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ৯ অক্টোবর | Today Famous Marriage Anniversary and Divorces : 9 October

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 9 October. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

9 October : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৯ অক্টোবর | Today Famous Deaths : 9 October

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 9 October. On this day Famous Deaths in Bengali)

9 October 1967 : ১৯৬৭ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন আর্জেন্টিনীয় মার্কসবাদী, বিপ্লবী, চিকিত্সক, লেখক, বুদ্ধিজীবী, গেরিলা নেতা, কূটনীতিবিদ, সামরিক তত্ত্ববিদ এবং কিউবার বিপ্লবের প্রধান ব্যক্তিত্ব এর্নেস্তো চে গেভারা/চে গেভারা। তিনি সারা বিশ্ব ‘লা চে’ বা কেবলমাত্র ‘চে’ নামেই পরিচিত। মৃত্যুর পর তার শৈল্পিক মুখচিত্রটি একটি সর্বজনীন প্রতিসাংস্কৃতিক প্রতীক এবং এক জনপ্রিয় সংস্কৃতির বিশ্বপ্রতীকে পরিণত হয়।

9 October 2015 : ২০১৫ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক রবীন্দ্র জৈন। ‘রাম তেরি গঙ্গা মইলি’, ‘দো জাসুস’ ছবিতে তাঁর সুর হিন্দি সিনেমার সুরের দুনিয়ায় নতুন গতি আনে। সঞ্জয় খানের ‘মহাভারত’ থেকে ‘শ্রী কৃষ্ণ’, ‘আলিফ লায়লা’, ‘ইতিহাস কি প্রেম কাহানিয়া’র মতো বহু অনুষ্ঠান সমৃদ্ধ হয়েছে তাঁর সুর সংযোজনায়৷ ২০০৮ এ যখন ‘রামায়ণ’ নতুন করে তৈরি করা হয়, তখনও সুরের দায়িত্ব নেন তিনিই৷

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ৯ অক্টোবর : The Famous Day 9 October in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ৯ অক্টোবর : The Famous Day 9 October (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ৯ অক্টোবর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *