Close Ad close
Breaking
Tue. Oct 1st, 2024
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৯ সেপ্টেম্বর | Today's Famous Day in Historical Events : 9 Septemberআজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৯ সেপ্টেম্বর | Today's Famous Day in Historical Events : 9 September

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৯ সেপ্টেম্বর | Today’s Famous Day in Historical Events : 9 September

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৯ সেপ্টেম্বর  : Today’s Famous Day in Historical Events : 9 September (Bengali) : আজকের বিখ্যাত দিনে ৯ সেপ্টেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৯ সেপ্টেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৯ সেপ্টেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 9 September

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৯ সেপ্টেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 9 September. On this day Important Day in Bengali)

9 September : আজ ৯ সেপ্টেম্বর আজ “টেডি বিয়ার ডে” Teddy Bear Day.

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ সেপ্টেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 9 September

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ সেপ্টেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 9 September

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ সেপ্টেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 9 September. Today’s Famous day on 9 September in India. On this day Historical Famous Events in India)

9 September 1850 : ১৮৫০ সালে আজকের দিনে আধুনিক হিন্দি সাহিত্যের জনক কবি ও নাট্যকার ‘ভারতেন্দু’ হরিশ্চন্দ্রের জন্ম হয়।

9 September 1872 : ১৮৭২ সালে আজকের দিনে বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী সরলা দেবী চৌধুরানীর জন্ম হয় ।

9 September 1915 : ১৯১৫ সালের আজকের দিনে বিপ্লবী বাঘা যতীন (যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়) ও তাঁর সহযোদ্ধারা ‘কোপতিপোদার যুদ্ধে’ ব্রিটিশবিরোধী সংঘর্ষে লিপ্ত হন।

9 September 1920 : ১৯২০ সালের আজকের দিনে ‘দ্য অ্যাঙ্গলো ওরিয়েন্টাল কলেজ অফ আলিগড়’ -কে ‘আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়’-এ রূপান্তরিত করা হয়।

9 September 1920 : ১৯২০ সালের আজকের দিনে খ্যাতনামা লেখক সন্তোষকুমার ঘোষের জন্ম হয়৷  

9 September 1960 : ১৯৬০ সালে আজকের দিনে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদীর জলবন্টন নিয়ে চুক্তি স্বাক্ষর।

9 September 1967 : ১৯৬৭ সালের আজকের দিনে ভারতীয় অভিনেতা অক্ষয় কুমারের জন্ম হয়। 

9 September 1968 : ১৯৬৮ সালে আজকের দিনে বাঙালি লেখক অশোক বড়ুয়ার মৃত্যু হয়৷

9 September 1978 : ১৯৭৪ সালের আজকের দিনে ‘পরমবীর চক্র’ খেতাবপ্রাপ্ত, কার্গিল যুদ্ধে শহীদ বীর সেনানী বিক্রম বাত্রার জন্ম হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ সেপ্টেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 9 September

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ সেপ্টেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

9 September 1921 : ১৯২১ সালের আজকের দিনে একুশে পদক বিজয়ী বাংলাদেশি সমাজকর্মী পলান সরকারের জন্ম হয়।

9 September 1965 : ১৯৬৫ সালের আজকের দিনে গায়ক কমল আহমেদের জন্ম হয়।

9 September 1982 : ১৯৮২ সালে আজকের দিনে অভিনেত্রী শীলা আহমেদের জন্ম হয়।

9 September 2002 : ২০০২ সালের আজকের দিনে খেলোয়ার রাকিবুল হাসানের জন্ম হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ সেপ্টেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 9 September

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৯ সেপ্টেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 9 September, Today’s Famous day on 9 September in the World. On this day Historical Famous Events in The World)

9 September 1776 : ১৭৭৬ সালের আজকের দিনে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ‘ইউনাইটেড কলোনিস’-এর নাম পরিবর্তন করে ‘ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা’ রাখে।

9 September 1791 : ১৭৯১ সালের আজকের দিনে মার্কিন রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন-এর নামানুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ‘ওয়াশিংটন ডি.সি’- এর নামকরণ করা হয়।

9 September 1828 : ১৮২৮ সালের আজকের দিনে বিখ্যাত দার্শনিক লিও টলস্টয়ের জন্ম হয়।

9 September 1839 : ১৮৩৯ সালের আজকের দিনে জন হের্সচেল প্রথম ‘গ্লাস প্লেট ফটোগ্রাফ’টি ক্যামেরায় ফ্রেমবন্দি করেন।

9 September 1890 : ১৮৯০ সালের আজকের দিনে কে.এফ.সি -এর প্রতিষ্ঠাতা কলোনেল স্যান্ডার্সের জন্ম হয়।

9 September 1941 : ১৯৪১ সালের আজকের দিনে ‘কিং অফ সোল’ নামে বিখ্যাত মার্কিন গায়ক ওটিস রেডিং-এর জন্ম হয়।

9 September 1945 : ১৯৪৫ সালের আজকের দিনে প্রথম ‘কম্পিউটার বাগ’ ধরা পড়ে।

9 September 1945 : ১৯৪৫ সালের আজকের দিনে দ্বিতীয় চিন-জাপান যুদ্ধে জাপান, চিনের কাছে আত্মসমর্পণ করে।

9 September 1960 : ১৯৬০ সালের আজকের দিনে বিখ্যাত ব্রিটিশ হাস্যকৌতুকাভিনেতা হিউজ গ্রান্টের জন্ম হয়।

9 September 1976 : ১৯৭৬ সালের আজকের দিনে বিখ্যাত চিনা কমিউনিস্ট নেতা মাও জে দং পরলোক গমন করেন।

9 September 1993 : ১৯৯৩ সালের আজকের দিনে ইজরায়েল ও প্যালেস্টাইন লিবারেশান অর্গানাইজেশান পরস্পরের সঙ্গে ‘Letters of mutual recognition’ বিনিময় করে।

9 September 2007 : ২০০৭ সালের আজকের দিনে বিখ্যাত টেনিস খেলোয়াড় রজার ফেডেরার, নোভাক জকোভিচ-কে হারিয়ে চতুর্থ বারের জন্য ‘মার্কিন যুক্তরাষ্ট্র ওপেন’ খেতাব জয় করেন।

9 September 2011 : ২০১১ সালের আজকের দিনে ‘আরব বসন্ত অভ্যুত্থান’-এর সময় ইয়েমেন, সিরিয়া ও মিশর সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ব্যপক প্রতিবাদ দেখা দেয়।

9 September 2012 : ২০১২ সালের আজকের দিনে বেশ কয়েকটি পরিকল্পিত হামলার ঘটনার ফলে সমগ্র ইরাক জুড়ে প্রায় একশত মানুষ মৃত্যুমুখে পতিত হয় এবং প্রায় তিনশত পঞ্চাশ জন মানুষ আহত হয়।

9 September 2015 : ২০১৫ সালের আজকের দিনে রাণী দ্বিতীয় এলিজাবেথ তাঁর রাজত্বের  তেষট্টিতম বছরে পদার্পনের মধ্য দিয়ে গ্রেট ব্রিটেনে দীর্ঘতম রাজত্বের রেকর্ড তৈরী করেন।

আজকের বিখ্যাত জন্মদিন : ৯ সেপ্টেম্বর | Today Famous Birthdays : 9 September

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 9 September. On this day Famous Birthdays in Bengali)

9 September 1850 : ১৮৫০ সালে আজকের দিনে বারাণসীতে(উত্তর প্রদেশ) জন্ম গ্রহণ করেছিলেন আধুনিক হিন্দি সাহিত্যের জনক কবি ও নাট্যকার ভারতেন্দু হরিশ্চন্দ্র(Bharatendu Harishchandra)। He was an influential Hindu “traditionalist”, using Vaishnava devotionalism to define a coherent Hindu religion.

9 September 1872 : ১৮৭২ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেছিলেন ঊনবিংশ শতাব্দীর শেষার্ধ এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধের বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী সরলা দেবী চৌধুরানী(Sarala Devi Chaudhurani)। তিনি ১৮৮৬ সালে এন্ট্রান্স ও ১৮৯০ সালে ইংরেজিতে অনার্সসহ বিএ পরীক্ষায় মেয়েদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে ‘পদ্মাবতী স্বর্ণপদক’ লাভ করেন। ১৯১০ সালে এলাহাবাদে ভারতের প্রথম মহিলা সংগঠন ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন।

9 September 1878 : ১৮৭৮ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেছিলেন প্রখ্যাত শল্যচিকিৎসক ও সমাজসেবী দ্বিজেন্দ্রনাথ মৈত্র(Dwijendranath Maitra)। ১৯১৫ খ্রিস্টাব্দের ২৬ শে জানুয়ারি “বেঙ্গল সোস্যাল সার্ভিস লিগ” এর প্রতিষ্ঠা করেন। ধর্মনিরপক্ষ সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসাবে এটিকে প্রাচীনতম বলা যেতে পারে। 

9 September 1882 : ১৮৮২ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেছিলেন বাঙালি ঔপন্যাসিক অনুরূপা দেবী(Anurupa Devi)। ‘রাণী দেবী’ ছদ্মনামে গল্প লিখে কুন্তলীন পুরস্কার জিতে নেন অনুরূপা দেবী। ১৩১১ বঙ্গাব্দে (১৯০৪) তাঁর প্রথম উপন্যাস ‘টিলকুঠি’ প্রকাশিত হয় নবনুর পত্রিকায়। ১৩১৯ বঙ্গাব্দে (১৯১১)  ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত ‘পোষ্যপুত্র’ উপন্যাসের মাধ্যমেই তাঁর নাম ছড়িয়ে পড়ে। এর পর একের পর এক উপন্যাস লিখেছেন— ‘মন্ত্রশক্তি’, ‘মা’, ‘মহানিশা’, ‘জ্যোতিহারা’, ‘বাগদত্তা’, ‘পথের সাথী’, ‘উত্তরায়ণ’। মোট তেত্রিশটি গ্রন্থের রচয়িতা তিনি।

9 September 1920 : ১৯২০ সালে আজকের দিনে বেঙ্গল প্রেসিডেন্সিতে(বৃটিশ ভারত) জন্ম গ্রহণ করেন সাহিত্যিক এবং সাংবাদিক সন্তোষকুমার ঘোষ(Santosh Kumar Ghosh)। ১৯৫৮ খ্রিষ্টাব্দে তিনি আনন্দবাজার পত্রিকার বার্তা-সম্পাদক হিসাবে যোগ দিয়ে বাংলা সাংবাদিকতায় নতুনত্ব আনেন। তিনি একজন রবীন্দ্র অনুরাগী ছিলেন। এ প্রসঙ্গে তাঁর প্রকাশিত প্রবন্ধ হল রবীন্দ্রচিন্তা(১৯৭৮) ও রবির কর(১৯৮৪)।

9 September 1941 : ১৯৪১ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেনিস রিচি(Dennis Ritchie) , তিনি মার্কিন প্রোগ্রামার, কম্পিটার বিজ্ঞানী ও সি প্রোগ্রামিং ভাষার জনক।

9 September 1967 : ১৯৬৭ সালে আজকের দিনে অমৃতসরে(পাঞ্জাব) জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় হিন্দি চলচ্চিত্র জগতের বিখ্যাত অভিনেতা, প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব অক্ষয় কুমার(Akshay Kumar)। তার প্রকৃত নাম ‘রাজিব হরি ওম ভাটিয়া’। অভিনেতা হিসেবে প্রথম কাজ “সৌগন্ধ(১৯৯১)”। আব্বাস-মুস্তান পরিচালিত রোমহর্ষক “খিলাড়ি(১৯৯২)” চলচ্চিত্রে অভিনয় করেন, যা তার প্রথম সাফল্য হিসেবে গণ্য হয়।

9 September 1974 : ১৯৭৪ সালে আজকের দিনে হিমাচল প্রদেশে জন্ম গ্রহণ করেন ‘পরমবীর চক্র’ খেতাবপ্রাপ্ত , কার্গিল যুদ্ধে শহীদ বীর সেনানী বিক্রম বাত্রা(Vikram Batra)। ১৯৯৯ এর কারগিল যুদ্ধের সময় তাঁর সাহসী কর্ম ও বীরত্বের জন্য ভারতের সর্বোচ্চ ও মর্যাদাপূর্ণ সামরিক পুরস্কার পরমবীর চক্র দ্বারা মরণোত্তর ভাবে ভূষিত হয়েছিলেন । ২০০৩ সালে হিন্দি ছবি এলওসি কারগিল, পুরো কারগিল দ্বন্দ্ব অবলম্বনে নির্মিত। অভিষেক বচ্চন অভিনয় করেছিলেন ক্যাপ্টেন বাত্রার চরিত্রে।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ৯ সেপ্টেম্বর | Today Famous Marriage Anniversary and Divorces : 9 September

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 9 September. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

9 September : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৯ সেপ্টেম্বর | Today Famous Deaths : 9 September

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 9 September. On this day Famous Deaths in Bengali)

9 September 2014 : ২০১৪ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বাংলাদেশের প্রথিতযশা নজরুলসঙ্গীত শিল্পী ফিরোজা বেগম(Firoza Begum)। সমগ্র ভারতীয় উপমহাদেশে তিনি নজরুল সঙ্গীতের জন্য বিখ্যাত হয়ে আছেন। ভারতীয় উপমহাদেশে পরবর্তী প্রজন্মের কাছে তাকে বাংলা সঙ্গীতের প্রতীকিরূপ হিসেবে বিবেচনা করা হয়। ১২ এপ্রিল ২০১২ তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছ থেকে “বঙ্গ সম্মান” পুরস্কার গ্রহণ করেন।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ৯ সেপ্টেম্বর : The Famous Day 9 September in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ৯ সেপ্টেম্বর : The Famous Day 9 September (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ৯ সেপ্টেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *