Close Ad close
Breaking
Mon. Jan 13th, 2025
আজকের বিখ্যাত দিনে ১ সেপ্টেম্বর ইতিহাসের পাতায় | Today's Famous Day on 1 September in Historyআজকের বিখ্যাত দিনে ১ সেপ্টেম্বর ইতিহাসের পাতায় | Today's Famous Day on 1 September in History

আজকের বিখ্যাত দিনে ১ সেপ্টেম্বর ইতিহাসের পাতায় : Today’s Famous Day on 1 September in History

আজকের বিখ্যাত দিনে ১ সেপ্টেম্বর ইতিহাসের পাতায় : Today’s Famous Day on 1 September in History (Bengali) : আজকের বিখ্যাত দিনে ১ সেপ্টেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১ সেপ্টেম্বর।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১ সেপ্টেম্বর – Today’s Important Day or Famous Day in Bengali : 1 September

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১ সেপ্টেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 1 September. On this day Important Day in Bengali)

1 September : আজ ১লা সেপ্টেম্বর – পশ্চিমবঙ্গ রাজ্যের “পুলিশ দিবস”। যখন সবাই দরজা বন্ধ করে ঘরে ছিল, একমাত্র পুলিশই রাস্তায় নেমেছে করোনার জন্য মানুষকে সচেতন করতে। পুলিশের আত্মত্যাগের জেরেই অসংখ্য মানুষ করোনা ভাইরাসের হাত থেকে বেঁচে গিয়েছেন। কিন্তু এদিকে, করোনায় আক্রান্ত হয়ে অনেক পুলিশকে প্রাণও হারাতে হয়েছে। তাঁদের এই আত্মত্যাগের দাম দিতে হবে। তাঁদের সম্মান করার উদ্দেশ্যে এই দিবস পালিত হয়ে থাকবে।

1 September : জ্ঞান দিবস (রাশিয়া), শিক্ষক দিবস (সিঙ্গাপুর), স্বাধীনতা দিবস ( উজবেকিস্তান) ও সংবিধান দিবস ( শ্লোভাকিয়া)।

আজকের বিখ্যাত দিনে ১ সেপ্টেম্বর ইতিহাস : Today’s Famous on day 1 September in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ১ সেপ্টেম্বর ভারত :  Today’s Famous day on 1 September in India (Bengali)

আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ১ সেপ্টেম্বর ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 1 September in India. On this day Historical Famous Events in India)

1 September 1798 : ১৭৯৮ সালের আজকের দিনে হায়দ্রাবাদের নিজাম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে চুক্তি সাক্ষর করে।

1 September 1905 : ১৯০৫ সালে আজকের দিনে ব্রিটিশরাজ বঙ্গভঙ্গের নির্দেশ জারি করে।

1 September 1916 : ১৯১৬ অ্যানি বেসেন্ট ইন্ডিয়া হোম রুল লিগ প্রতিষ্ঠা করেছিলেন।

1 September 1982 : ১৯৪২ সালের আজকের দিনে রাসবিহারী বসু ‘ইন্ডিয়ান ন্যাশানাল আর্মি’ প্রতিষ্ঠা করেন।

1 September 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে সমগ্র ভারত জুড়ে আই.এস.টি তথা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম লাগু করা হয়।

1 September 1947 : ১৯৪৭ সালে আজকের দিনে ভাষা আন্দোলনের রূপকার প্রিন্সিপাল আবুল কাসেমের উদ্যোগে ‘তমদ্দুন মজলিস’ প্রতিষ্ঠা হয়।

1 September 1956 : ১৯৫৬ সালের আজকের দিনে ‘লাইফ ইন্সিওরেন্স কর্পরেশান অফ ইন্ডিয়া’ (এল.আই.সি) প্রতিষ্ঠিত হয়।

1 September 1965 : ১৯৫৬ সালের আজকের দিনে ভারতের ত্রিপুরা রাজ্য একটি অঞ্চল হয়ে উঠল।

1 September 1964 : ১৯৬৪ সালের আজকের দিনে বিখ্যাত বাঙালি গায়ক নচিকেতা চক্রবর্তী জন্মগ্রহণ করেন।

1 September 1965 : ১৯৬৫ সালের আজকের দিনে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়।

1 September 2014 : ২০১৪ সালের আজকের দিনে প্রাচীন ভারতের বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত রুপে পুনরায় পঠনপাঠন শুরু হয়।

আজকের বিখ্যাত দিনে ১ সেপ্টেম্বর বাংলাদেশ : Today’s Famous day on 1 September in Bangladesh (Bengali)

আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে ১ সেপ্টেম্বর বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 1 September in Bangladesh. On this day Historica Famousl Events Bangladesh)

1 September 1918 : ১৯১৮ সালের আজকের দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনি ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক মুহাম্মদ আতাউল গণি ওসমানী জন্মগ্রহণ করেন।

1 September 1962 : ১৯৬২ সালের আজকের দিনে বাংলাদেশের বিশিষ্ট কবি কফিল আহমেদ জন্মগ্রহন করেন।

1 September 1978 : ১৯৭৮ সালে আজকের দিনে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে “বাংলাদেশ জাতীয়তাবাদী দল” বা বি.এন.পি. প্রতিষ্ঠার ঘোষণা দেন।

আজকের বিখ্যাত দিনে ১ সেপ্টেম্বর বিশ্ব : Famous day on 1 September in The World (Bengali)

আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে ১ সেপ্টেম্বর বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 1 September in the World. On this day Historical Famous Events in The World)

1 September 1174 : ১১৭৪ সালে আজকের দিনে ইতালীর পিসা শহরে বিখ্যাত পিসার হেলান টাওয়ার নির্মাণ কাজ শুরু হয়।

1 September 1985 : ১৯৮৫ সালে আজকের দিনে ১৯১২ সালে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার।

1 September 1914 : ১৯১৪ সালের আজকের দিনে রাশিয়ান সাম্রাজ্যের রাজধানী সেন্ট পিটার্সবা্র্গের নাম পরিবর্তন করে ‘পেত্রগ্রাদ’ রাখা হয়।

1 September 1923 : ১৯২৩ সালের আজকের দিনে বিখ্যাত বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ান রকি মারসিয়ানো জন্মগ্রহণ করেন। তিনি তাঁর পেশাগত জীবনে প্রতিটি বক্সিং খেলায় অপরাজিত ছিলেন।

1 September 1923 : ১৯২৩ সালের আজকের দিনে জাপানের হনশু অঞ্চলে ভয়াবহ ভুমিকম্পের ফলে প্রায় এক লক্ষ মানুষ মৃত্যুমুখে পতিত হয়।

1 September 1939 : ১৯৩৯ সালের আজকের দিনে জার্মানি, পোল্যান্ড আক্রমণ করে।

1 September 1943 : ১৯৪৩ সালের আজকের দিনে ব্রিটেন , জার্মানির বার্লিনে ভীষণ রকমের বোমা বিস্ফোরণ ঘটায়।

1 September 1957 : ১৯৫৭ সালের আজকের দিনে ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’ বিজয়ী বিশিষ্ট কিউবান-আমেরিকান গায়িকা ও গীতিকার গ্লোরিয়া এস্তেফান জন্মগ্রহণ করেন।

1 September 1972 : ১৯৭২ সালের আজকের দিনে ববি ফিশার বিশ্ব দাবা চ্যাম্পিয়ানশিপের খেতাব অর্জন করেন।

1 September 1983 : ১৯৮৩ সালের এই দিনে সোভিয়েত জেট ফাইটারগুলি রাশিয়ান এয়ারস্পেসে থাকা কোরিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানকে গুলি করে নামাতে গেলে বিমানটি ভেঙ্গে পড়ে এবং দুইশত উনসত্তর জন মানুষ মৃত্যুমুখে পতিত হয়।

1 September 1985 : ১৯৮৫ সালের আজকের দিনে উত্তর আটলান্টিকের নিউফাউন্ডল্যান্ডের ৪০০ মাইল পূর্বে বিখ্যাত ‘টাইটানিক’ জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।

1 September 1989 : ১৯৮৯ সালের আজকের দিনে জাপানি কোম্পানি টয়োটা ‘লেক্সাস’ ব্র্যান্ডের গাড়ির উদ্বোধন করেন।

1 September 2004 : ২০০৪ সালে আজকের দিনে রাশিয়ায় বেলসান স্কুলে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষদের অপহরণ করে।

আজকের বিখ্যাত জন্মদিন : ১ সেপ্টেম্বর – Today Famous Birthdays : 1 September

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 1 September. On this day Famous Birthdays in Bengali)

1 September 1895 :  ১৮৯৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন চেম্বাই বৈদ্যনাথ ভাগবতার, ভারতীয় সংগীতশিল্পী (মৃত্যু – 1974)।

1 September 1896 : ১৮৯৬ সালে আজকের দিনে জন্ম কলকাতায়(বর্তমানে) গ্রহণ করেছিলেন ভারতীয় ধর্মীয় নেতা ও কৃষ্ণভাবনামৃত ইন্টারন্যাশনাল সোসাইটি প্রতিষ্ঠা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ(A. C. Bhaktivedanta Swami Prabhupada)। তিনি নিজে ভক্তিসিদ্ধান্ত সরস্বতীর শিষ্য ছিলেন। হিন্দুধর্মের গৌড়ীয় বৈষ্ণব মতবাদটি সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়াই ছিল তার জীবনের উদ্দেশ্য।

1 September 1897 : ১৮৯৭ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন সাহিত্যিক পরিমল গোস্বামী (Parimal Goswsmi)। যে-সব লেখক রবীন্দ্রোত্তর যুগে বাংলা ভাষাকে বিশেষ ভাবে সমৃদ্ধ করেছেন, পরিমল গোস্বামী তাদের মধ্যে অন্যতম। ‘প্রবাসী’, ‘শনিবারের চিঠি’, ‘যুগান্তর’ পত্রিকার সঙ্গে গভীর ভাবে জড়িয়ে ছিলেন। কিছুকাল ‘শনিবারের চিঠি’ সম্পাদনাও করেন। ‘এক-কলমী’ ছদ্মনামে অনেকদিন ‘যুগান্তর’ পত্রিকায় ব্যঙ্গাত্মক ও সরস রচনা করে গেছেন।

1 September 1911 : ১৯১১ সালে আজকের দিনে বাজিতপুর কিশোরগঞ্জে(বৃটিশ ভারত) জন্ম গ্রহণ করেছিলেন খ্যাতনামা বাঙালি কথাসাহিত্যিক দেবেশ দাশ (Debesh Dash)। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বি.এ. পাশ করে টাটার স্কলারশিপ নিয়ে বিলেত যান। ১৯৩৪ খ্রিস্টাব্দে আই সি এস পরীক্ষায় পাশ করে ভারতীয় সিভিল সার্ভিসে যোগ দিয়ে আসামে যান। বিদেশে ভারত সরকারের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৬৯ খ্রিস্টাব্দে কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সেক্রেটারি পদ থেকে অবসর গ্রহণ করেন ।

1 September 1914 : ১৯১৪ সালে আজকের দিনে চট্টগ্রামে(বৃটিশ ভারত) জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় বাঙালি কবি, লেখক ও ঔপন্যাসিক মৈত্রেয়ী দেবী (Maitreyi Devi)।  তার বিখ্যাত আত্মজীবনীমূলক উপন্যাস “ন হন্যতে” তাকে বিশেষ খ্যাতি এনে দেয়। এই উপন্যাসের জন্য তিনি ১৯৭৬ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। ১৯৭৭ সালে তিনি ভারতের সর্বোচ্চ সম্মাননা পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন।

1 September 1923 : ১৯২৩ সালে আজকের দিনে ছত্তিশগড়ে জন্ম গ্রহণ করেন বিখ্যাত নাট্যব্যক্তিত্ব হাবিব তানবীর (Habib Tanvir)। He was one of the most popular Indian Urdu, Hindi playwrights, a theatre director, poet and actor. He was the writer of plays such as, Agra Bazar (1954) and Charandas Chor (1975).

1 September 1924 : ১৯২৪ সালে আজকের দিনে হাওড়ায় জন্ম গ্রহণ করেন বিশিষ্ট ফুটবলার শৈলেন মান্না (Sailen Manna)। ইনি ৪০-এর দশক থেকে ৬০-এর দশক পর্যন্ত মূলত কলকাতার মোহনবাগান ক্লাব ও পরে কিছুদিন ইস্ট বেঙ্গল ক্লাবে খেলেছেন। ১৯৪৮ সাল থেকে ১৯৫৪ সাল পর্যন্ত বাংলা(পশ্চিমবঙ্গ) ফুটবল দলের এবং একসাথে ভারতের ফুটবল দলের অধিনায়ক ছিলেন। তার অধিনায়কত্বে ভারত ১৯৫১ সালের এশিয়াডে ফুটবলে স্বর্ণপদক পায়৷

1 September 1930 : ১৯৩০ চার্লস কোরিয়া, ভারতীয় স্থপতি (ম্যাকগভার্ন ইনস্টিটিউট ফর ব্রেন রিসার্চ এ এমআইটি), সেকান্দারবাদে জন্মগ্রহণ করেন (মৃত্যু – 2015)।

1 September 1947 : ১৯৪৭ সালে আজকের দিনে মেঘালয়ে জন্ম গ্রহণ করেন রাজনীতিক পি এ সাংমা(P. A. Sangma/Purno Agitok Sangma)। He was the Speaker of the Lok Sabha from 1996 to 1998 and Chief Minister of Meghalaya from 1988 to 1990.

1 September 1949 : ১৯৪৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন  পি.এ. সাংমা, ভারতীয় রাজনীতিবিদ।

1 September 1964 : ১৯৬৪ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় গায়ক, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। ১৯৯০-এর দশকের প্রথম ভাগে এই বেশ ভাল আছি অ্যালবাম প্রকাশের পর তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তার সবচেয়ে প্রিয় গান(নীজের লেখা গানের মধ্যে) “নীলাঞ্জনা ৩য় খন্ড”। এ পর্যন্ত তিনি তিনশতরও বেশি গান রচনা করেছেন এবং সুর দিয়েছেন।

1 September 1970 : ১৯৭০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন পদ্মা লক্ষ্মী, ভারতীয় অভিনেত্রী।

1 September 1973 : ১৯৭৩ সালের আজকের দিনে রাম কাপুর, ভারতীয় অভিনেতা (কাসাম সে), ভারতের জলন্ধরে জন্মগ্রহণ করেছিলেন।

1 September 1977 : ১৯৭৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আমির আলী, ভারতীয় টেলিভিশন অভিনেতা।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ১ সেপ্টেম্বর – Today Famous Marriage Anniversary and Divorces : 1 September

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 1 September. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

1 September : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১ সেপ্টেম্বর – Today Famous Deaths : 1 September

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 1 September. On this day Famous Deaths in Bengali)

1 September 1574 : ১৫৭৪ সালে আজকের দিনে পাঞ্জাবে মৃত্যুবরণ করেন গুরু অমর দাস তৃতীয় (Guru Amar Das)।

1 September 1581 : ১৫৮১ সালে আজকের দিনে পাঞ্জাবে মৃত্যুবরণ করেন গুরু রাম দাস (Guru Ram Das), তিনি ছিলেন শিখধর্মের দশ শিখ গুরুর চতুর্থ গুরু।

1 September 1930 : ১৯৩০ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী জীবন ঘোষাল (Jiban Ghoshal)। ছাত্রাবস্থায় ১৮ এপ্রিল, ১৯৩০ সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেন। পরে তৎকালীন নোয়াখালী জেলার ফেনী রেল স্টেশনে ধরা পড়ে পুলিসহাজত থেকে পালিয়ে গিয়ে আত্মগোপন করেন। কলকাতার পুলিস কমিশনার চার্লস টেগার্ট সাহেব পরিচালিত পুলিশবাহিনীর সংগে চন্দননগরে এক সশস্ত্র সংঘর্ষে আহত হয়ে মারা যান।

1 September 2012 : ২০১২ সালের আজকের দিনে সাত মহাজন, ভারতীয় রাজনীতিবিদ (পল্লী উন্নয়ন মন্ত্রী), 85 বছর বয়সে মারা যান।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ১ সেপ্টেম্বর : The Famous Day 1 September in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ১ সেপ্টেম্বর : The Famous Day 1 September (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ১ সেপ্টেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *