Close Ad close
Breaking
Sun. Jan 12th, 2025
আজকের বিখ্যাত দিনে ২৪ আগস্ট ইতিহাসের পাতায় : Today's Famous Day on 24 August in Historyআজকের বিখ্যাত দিনে ২৪ আগস্ট ইতিহাসের পাতায় : Today's Famous Day on 24 August in History

আজকের বিখ্যাত দিনে ২৪ আগস্ট ইতিহাসের পাতায় : Today’s Famous Day on 24 August in History 24

আজকের বিখ্যাত দিনে ২৪ আগস্ট ইতিহাসের পাতায় : Today’s Famous Day on 24 August in History (Bengali) : আজকের বিখ্যাত দিনে ২৪ আগস্ট ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২৪ আগস্ট।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস । আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 24 August. On this day Important Day in Bengali)

24 August : Click here

আজকের বিখ্যাত দিনে ২৪ আগস্ট ইতিহাস : Today’s Famous on day 24 August in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ২৪ আগস্ট ভারত :  Today’s Famous day on 24 August in India (Bengali)

আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ২৪ আগস্ট ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 24 August in India. On this day Historical Famous Events in India)

24 August 1608 : ১৬০৮ সালের আজকের  দিনে এই দিনে প্রথম সরকারিভাবে ইংলিশ প্রতিনিধি ভারতের সুরাতে আসেন।

24 August 1690 : ১৬৯০ সালের আজকের দিনে ইংরেজ ব্যবসায়ী জব চার্নক সদলে সুতানুটিতে ইংল্যান্ডের জাতীয় পতাকা ওড়ান। দিনটিকে কলকাতা নগরীর পত্তন দিবস হিসেবে ধরা হয়।

24 August 1893 : ১৮৯৩ সালের আজকের দিনে ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী ও সুরকার কৃষ্ণচন্দ্র দের জন্ম হয়।

24 August 1911 : ১৯১১ সালের আজকের দিনে  বাঙালি মহিলা বিপ্লবী বীণা দাসের জন্ম হয়।

24 August 1966 : ১৯৬৬ সালের আজকের  দিনে ভারতীয় সাঁতারু মিহির সেন জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেন।

24 August 1974 :১৯৭৪ সালের আজকের  দিনে ফখরুদ্দিন আলী আহমেদ ভারতের পঞ্চম রাষ্ট্রপতি হন।

আজকের বিখ্যাত দিনে ২৪ আগস্ট বাংলাদেশ : Today’s Famous day on 24 August in Bangladesh (Bengali)

আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে ২৪ আগস্ট বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 24 August in Bangladesh. On this day Historica Famousl Events Bangladesh)

24 August 1922 : ১৯২২ সালের আজকের দিনে লেখক আবদুল হক চৌধুরীর  জন্ম হয়।

24 August 1970 : ১৯৭০ সালের আজকের দিনে কবাডি খেলোয়াড় বাদশা মিঞার জন্ম হয়।

24 August 1972 : ১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় পানামা ও উরুগুয়ে।

24 August 1988 : ১৯৮৮ সালের আজকের দিনে ধর্ম নিরপেক্ষ একজন প্রগতিশীল লেখক, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক আবু জাফর শামসুদ্দীনের মৃত্যু হয়।

আজকের বিখ্যাত দিনে ২৪ আগস্ট বিশ্ব : Famous day on 24 August in The World (Bengali)

আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে ২৪ আগস্ট বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 24 August in the World. On this day Historical Famous Events in The World)

24 August 1042 : ১০৪২ সালের আজকের দিনে বাইজান্টাইন সম্রাট  মাইকেল পঞ্চম খিলাফতের মৃত্যু হয়।

24 August 1103 : ১১০৩ সালের আজকের দিনে নরওয়েজিয়ান রাজা ম্যাগনাস বারেফোটের মৃত্যু হয়। 

24 August 1540 : ১৫৪০ সালের আজকের দিনে ইতালীয় চিত্রশিল্পী পারমিগিয়ানিনোর মৃত্যু হয়।

24 August 1572 : ১৫৭২ সালের আজকের দিনে  ফরাসি এডমিরাল গাস্পারড দ্বিতীয় ডি কলিগ্নয়ের মৃত্যু হয়।

24 August 1832 : ১৮৩২ সালের আজকের দিনে ফরাসি পদার্থবিজ্ঞানী ও প্রকৌশলী নিকোলাস লেওনারড সাডি কারনটের মৃত্যু হয়।

24 August 1888 : ১৮৮৮ সালের আজকের দিনে  জার্মান পদার্থবিদ ও গণিতবিদ যাকে তাপগতিবিজ্ঞানের মূল প্রতিষ্ঠাতা  রুডলফ জুলিয়াস ইমানুয়েল ক্লসিয়াসের মৃত্যু হয়।

24 August 1929 : ১৯২৯ সালের আজকের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ফিলিস্তিনী নেতা ইয়াসির আরাফাতের জন্ম হয়। 

24 August 1943 : ১৯৪৩ সালের আজকের দিনে ফরাসি দার্শনিক ও সমাজ কর্মী  সিমন ভেইলের মৃত্যু হয়।

24 August 1944 : ১৯৪৪ সালের এই দিনে জার্মানি থেকে প্যারিস মুক্ত হয়। 

24 August 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে ফরাসি পিয়ানোবাদক, সুরকার ও প্রযোজক জাঁ মিশেল জারের জন্ম হয়।

24 August 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে ফিনল্যাণ্ডের রাজনীতিবিদ ও দ্বাদশ প্রেসিডেন্ট সাউলি নিনিস্টের জন্ম হয়।

24 August 1951 : ১৯৫১ সালের আজকের দিনে আমেরিকান লেখক ও সমালোচক অরসন স্কট কার্ডের জন্ম হয়।  

24 August 1951 : ১৯৫১ সালের আজকের দিনে  আমেরিকান লেখক ও শিক্ষাবিদ অস্কার হিজুইয়েলসের জন্ম হয়। 

24 August 1954 : ১৯৫৪ সালের আজকের দিনে ব্রাজিলিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও চতুর্দশ প্রেসিডেন্ট গেটুলিও ভারগাসের মৃত্যু হয়।

24 August 1957 : ১৯৫৭ সালের আজকের দিনে ইংরেজ অভিনেতা, সাংবাদিক, প্রযোজক ও চিত্রনাট্যকার স্টিফেন ফরয়ের জন্ম হয়। 

24 August 1962 : ১৯৬২ সালের আজকের দিনে আমেরিকান অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার ডেভিড কোইয়েনের  জন্ম হয়।

24 August 1965 : ১৯৬৫ সালের আজকের দিনে আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক মারলে মাটলিনের জন্ম হয়।

24 August 1977 : ১৯৭৭ সালের আজকের দিনে  জার্মান ফুটবলার রবার্ট এনকের জন্ম হয়। 

24 August 1977 : ১৯৭৭ সালের আজকের দিনে আমেরিকান লেখক ও ব্লগার জন গ্রীনের জন্ম হয়।

24 August 1979 : ১৯৭৯ সালের আজকের দিনে জার্মান সৈনিক ও পাইলট হানা রেইটসচের মৃত্যু হয়।

24 August 1981 : ১৯৮১ সালের আজকের দিনে আমেরিকান মডেল ও অভিনেতা চ্যাড মাইকেল মারের জন্ম হয়।

24 August 1988 : ১৯৮৮ সালের আজকের দিনে জাপানি ফুটবলার মায়া ইয়োশিদার জন্ম হয়।

24 August 1988 : ১৯৮৮ সালের আজকের দিনে ইংরেজ অভিনেতা রুপার্ট আলেকজেন্ডার লয়িড গ্রিন্টের জন্ম হয়।

24 August 1990 : ১৯৯০ সালের আজকের দিনে রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান সাংবাদিক ও লেখক সের্গেই ডোভ্লাটোভের  মৃত্যু হয়। 

24 August 2014 : ২০১৪ সালের আজকের দিনে  ইংরেজ অভিনেতা, পরিচালক, প্রযোজক ও রাজনীতিবিদ  রিচার্ড অ্যাটেনব্রোর মৃত্যু হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : Today Famous Birthday

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 24 August. On this day Famous Birthdays in Bengali)

24 August 1918 : ১৯১৮ ভারতের রাজনীতিবিদ, কেরালার রাজ্যপাল, সিকান্দার বখত, ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন (মৃত্যু 2004)

24 August 1930 : 1930 রাজ বাগরি, ধাতব ক্ষেত্রে ভারতীয়-ব্রিটিশ বণিক, কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (মৃত্যু। 2017)।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : Today Famous Marriage Anniversary and Divorces

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 24 August. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

24 August : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : Today Famous Deaths

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 16 June. On this day Famous Deaths in Bengali)

24 August : Click here

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ২৪ আগস্ট : The Famous Day 24 August in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ২৪ আগস্ট : The Famous Day 24 August (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ২৪ আগস্ট : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *