Close Ad close
Breaking
Sun. Jan 12th, 2025
আজকের বিখ্যাত দিনে ২৫ আগস্ট ইতিহাসের পাতায় : today's famous day on 25 august in historyআজকের বিখ্যাত দিনে ২৫ আগস্ট ইতিহাসের পাতায় : today's famous day on 25 august in history

আজকের বিখ্যাত দিনে ২৫ আগস্ট ইতিহাসের পাতায় : Today’s Famous Day on 25 August in History

আজকের বিখ্যাত দিনে ২৫ আগস্ট ইতিহাসের পাতায় : Today’s Famous Day on 25 August in History (Bengali) : আজকের বিখ্যাত দিনে ২৫ আগস্ট ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২৫ আগস্ট।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস । আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 25 August. On this day Important Day in Bengali)

25 August : Click here

আজকের বিখ্যাত দিনে ২৫ আগস্ট ইতিহাস : Today’s Famous on day 25 August in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ২৫ আগস্ট ভারত :  Today’s Famous day on 25 August in India (Bengali)

আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ২৫ আগস্ট ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 25 August in India. On this day Historical Famous Events in India)

25 August 1872 : ১৮৭২ সালের আজকের দিনে বাঙালি রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মন্ত্রী স্যার আবদুল করিম গজনভির জন্ম হয়।

25 August 1873 : ১৮৭৩ সালের আজকের দিনে লেখক, স্বাধীনতা সংগ্রামী জে. এ ন্যাটসনের জন্ম হয়।

25 August 1900 : ১৯০০ সালের আজকের দিনে বাঙালি সাহিত্যিক-সম্পাদক সজনীকান্ত দাসের জন্ম হয়।

25 August 1965 : ১৯৬৫ সালের আজকের দিনে ক্রিকেটার সঞ্জীব শর্মার জন্ম হয়।

25 August 2013 : ২০১৩ সালের আজকের দিনে সঙ্গীতশিল্পী ও গীতিকার রঘুনাথ পাণিগ্রাহীর মৃত্যু হয়।

25 August 2017 : ২০১৭ সালে আজকের দিনে ভারতীয় আধ্যাত্মিক নেতা গুরমিত রাম রহিম সিংহ পাঁচকুলায় তাঁর দু’জন অনুগামীকে ধর্ষণ করার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।

আজকের বিখ্যাত দিনে ২৫ আগস্ট বাংলাদেশ : Today’s Famous day on 25 August in Bangladesh (Bengali)

আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে ২৫ আগস্ট বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 25 August in Bangladesh. On this day Historica Famousl Events Bangladesh)

25 August 1933 : ১৯৩৩ সালের আজকের দিনে লেখিকা, শিক্ষাবিদ হালিমা খাতুনের জন্ম হয়।

25 August 1962 : ১৯৬২ সালের আজকের দিনে বাংলাদেশের বহুল আলোচিত ও বিতর্কিত নারীবাদী সাহিত্যিক তসলিমা নাসরিনের জন্ম হয়।

25 August 1975 : ১৯৭৫ সালের আজকের দিনে জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।

25 August 1980 : ১৯৮০ সালের আজকের দিনে ক্রিকেটার মনিরুল ইসলামের জন্ম হয়।

আজকের বিখ্যাত দিনে ২৫ আগস্ট বিশ্ব : Famous day on 25 August in The World (Bengali)

আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে ২৫ আগস্ট বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 25 August in the World. On this day Historical Famous Events in The World)

25 August 1825 : ১৮২৫ সালের আজকের দিনে উরুগুয়ে স্বাধীনতা ঘোষণা করে।

25 August 1830 : ১৮৩০ সালের আজকের দিনে বেলজিয়াম নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।

25 August 1867 : ১৮৬৭ সালের আজকের দিনে ইংরেজ রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডের মৃত্যু হয়।

25 August 1900 : ১৯০০ সালের আজকের দিনে জার্মান ভাষাবিজ্ঞানী, দার্শনিক ও সমালোচক ফ্রিড্‌রিখ্‌ ভিল্‌হেল্‌ম নিটশের মৃত্যু হয়।।

25 August 1903 : ১৯০৩ সালের আজকের দিনে হাঙ্গেরীয় বংশোদ্ভূত আমেরিকান দাবা খেলোয়াড় আরপদ এমরিক এলোর জন্ম হয়।

25 August 1906 : ১৯০৬ সালের আজকের দিনে ইংল্যান্ডের ক্রিকেটার জিম স্মিথের জন্ম হয়।

25 August 1908 : ১৯০৮ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী অঁতোয়ান অঁরি বেক্যরেলের মৃত্যু হয়।

25 August 1911 : ১৯১১ সালের আজকের দিনে ভিয়েতনামের যুদ্ধজয়ী বীর ভো নগুয়েন গিয়াপের জন্ম হয়।

25 August 1916 : ১৯১৬ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান শিশুরোগ বিশেষজ্ঞ ও ভাইরাসবিদ ফ্রেড্রিখ চ্যাপম্যান রবিন্‌সের জন্ম হয়।

25 August 1918 : ১৯১৮ সালের আজকের দিনে আমেরিকান পিয়ানোবাদক, সুরকার ও কন্ডাকটর লিওনার্ড বার্নস্টেনের জন্ম হয়।

25 August 1919 : ১৯১৯ সালের আজকের দিনে আমেরিকান সার্জেন্ট, আইনজীবী ও রাজনীতিবিদ জর্জ করলে ওয়ালেস জুনিয়রের জন্ম হয়।

25 August 1919 : ১৯১৯ সালের আজকের দিনে লন্ডন ও প্যারিসের মধ্যে নিয়মিত বিমান চলাচল শুরু হয়।

25 August 1920 : ১৯২০ সালের আজকের দিনে এথেলডা ব্লেবট্রেই প্রথম মার্কিন নারী হিসেবে অলিম্পিক স্বর্ণপদক জয় করেন।

25 August 1921 : ১৯২১ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির সঙ্গে শান্তিচুক্তি করে।

25 August 1928 : ১৯২৮ সালের আজকের দিনে জার্মান নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও প্রকৌশলী হার্বার্ট ক্রোয়েমারের জন্ম হয়।

25 August 1930 : ১৯৩০ সালের আজকের দিনে বাফটা পুরস্কার বিজয়ী স্কটল্যান্ডীয় অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক স্যার থমাস শন কনারির জন্ম হয়।

25 August 1933 : ১৯৩৩ সালের আজকের দিনে আমেরিকান অভিনেতা ও পরিচালক টম স্কেরিটের জন্ম হয়।

25 August 1938 : ১৯৩৮ সালের আজকের দিনে রাশিয়ান পাইলট, এক্সপ্লোরার ও লেখক আলেকজান্ডার কুপরিনের মৃত্যু হয়।

25 August 1944 : ১৯৪৪ সালের আজকের দিনে জার্মান অধিকার থেকে প্যারিস মুক্ত হয়।

25 August 1960 : ১৯৬০ সালের আজকের দিনে রোমে অলিম্পিক ক্রীড়া শুরু হয়।

25 August 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে মিশরীয় ইসলামী চিন্তাবিদ ও বিপ্লবী রাজনৈতিক সংগঠক সাইয়েদ কুতুব শহীদের মৃত্যু হয়।

25 August 1970 : ১৯৭০ সালের আজকের দিনে জার্মান মডেল ও ফ্যাশন ডিজাইনার ব্রিজিট বার্ডো ক্লডিয়া শিফারের জন্ম হয়।

25 August 1973 : ১৯৭৩ সালের আজকের দিনে জার্মান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার ফাতিহ আকিনে জন্ম হয়।

25 August 1976 : ১৯৭৬ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ লেখক ইয়ভিন্ড জনসনের মৃত্যু হয়।

25 August 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে আমেরিকান ঔপন্যাসিক, নাট্যকার ও চিত্রনাট্যকার ট্রুম্যান ক্যাপোটির মৃত্যু হয়।

25 August 1987 : ১৯৮৭ সালের আজকের দিনে আমেরিকান মডেল ও অভিনেত্রী ব্লাকে লিভেলির জন্ম হয়।

25 August 2001 : ২০০১ সালের আজকের দিনে আমেরিকান গায়িকা ও অভিনেত্রী আলিয়াহের মৃত্যু হয়।

25 August 2012 : ২০১২ সালে আজকের দিনে মার্কিন নভোচারী ও চাঁদে অবতরনকারী প্রথম মানুষ নীল আর্মস্ট্রং এর মৃত্যু হয়।  

আজকের বিখ্যাত জন্মদিন : Today Famous Birthday

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 25 August. On this day Famous Birthdays in Bengali)

25 August 1955 : ১৯৫৫ সালের আজকের দিনে বিজয়কান্ত, তামিল অভিনেতা এবং রাজনীতিবিদ, ভারতের তিরুমঙ্গলম শহরে জন্মগ্রহণ করেছিলেন।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : Today Famous Marriage Anniversary and Divorces

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 25 August. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

25 August : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : Today Famous Deaths

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 16 June. On this day Famous Deaths in Bengali)

25 August 1994 : ১৯৯৪ সালের আজকের দিনে ইন্ডিজের হিন্দু নেতা / রাজনীতিবিদ রামদাস নায়ক প্রায় 52 বছর বয়সে খুন হন।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ২৫ আগস্ট : The Famous Day 25 August in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ২৫ আগস্ট : The Famous Day 25 August (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ২৫ আগস্ট : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *