Close Ad close
Breaking
Sun. Jan 12th, 2025
আজকের বিখ্যাত দিনে ২৬ আগস্ট ইতিহাসের পাতায় | Today's Famous Day on 26 August in Historyআজকের বিখ্যাত দিনে ২৬ আগস্ট ইতিহাসের পাতায় | Today's Famous Day on 26 August in History

আজকের বিখ্যাত দিনে ২৬ আগস্ট ইতিহাসের পাতায় : Today’s Famous Day on 26 August in History

আজকের বিখ্যাত দিনে ২৬ আগস্ট ইতিহাসের পাতায় : Today’s Famous Day on 26 August in History (Bengali) : আজকের বিখ্যাত দিনে ২৬ আগস্ট ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২৬ আগস্ট।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস । আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 26 August. On this day Important Day in Bengali)

26 August : Click here

আজকের বিখ্যাত দিনে ২৬ আগস্ট ইতিহাস : Today’s Famous on day 26 August in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ২৬ আগস্ট ভারত :  Today’s Famous day on 26 August in India (Bengali)

আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ২৬ আগস্ট ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 26 August in India. On this day Historical Famous Events in India)

26 August 1303 : ১৩০৩ সালের আজকের দিনে আলাউদ্দিন খিলজি রাজস্থানের চিত্তরগড় দখলে নেন।

26 August 1910 : ১৯১০ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী আলবেনীয় বংশোদ্ভুত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী  মাদার তেরেসার জন্ম হয়।

26 August 1920 : ১৯২০ সালের আজকের দিনে কৌতুকাভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়।

26 August 1927 : ১৯২৭ সালের আজকের দিনে কলকাতায় প্রথম বেতার কেন্দ্র ‘ইন্ডিয়ান ব্রডকাস্টিং সার্ভিস’ চালু হয়।

26 August 1934 : ১৯৩৪ সালের আজকের দিনে বাঙালি কবি, গীতিকার ও গায়ক অতুলপ্রসাদ সেনের মৃত্যু হয়।

26 August 1943 : ১৯৪৩ সালের আজকের দিনে আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।

26 August 1951 : ১৯৫১ সালের আজকের দিনে পদার্থবিদ স্বপন চট্টোপাধ্যায়ের জন্ম হয়।

26 August 1955 : ১৯৫৫ সালের আজকের দিনে সত্যজিত্ রায়ের চলচ্চিত্র ‘পথের পাঁচালী’র মুক্তি লাভ করে।

26 August 1967 : 1967 ১৯৬৭ সালের আজকের দিনে বিটলস, মিক জ্যাগার এবং মারিয়েন ফেইথফুল মহারশি মহেশ যোগীর সাথে দেখা করেছেন।

আজকের বিখ্যাত দিনে ২৬ আগস্ট বাংলাদেশ : Today’s Famous day on 26 August in Bangladesh (Bengali)

আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে ২৬ আগস্ট বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 26 August in Bangladesh. On this day Historica Famousl Events Bangladesh)

26 August 1941 : ১৯৪১ সালের আজকের দিনে উপ মহাদেশে মওলানা মওদুদীর নেতৃত্বে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয়।

26 August 1988 : ১৯৮৮ সালের আজকের দিনে ফুটবলার আতিকুর রহমান মেসুর জন্ম হয়।

26 August 1996 : ১৯৯৬ সালের আজকের দিনে ক্রিকেটার নিহাদুজ্জমানের জন্ম হয়।

আজকের বিখ্যাত দিনে ২৬ আগস্ট বিশ্ব : Famous day on 26 August in The World (Bengali)

আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে ২৬ আগস্ট বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 26 August in the World. On this day Historical Famous Events in The World)

26 August 1666 : ১৬৬৬ সালের আজকের দিনে ডাচ চিত্রশিল্পী ফান্স হালসের  মৃত্যু হয়।

26 August 1768 : ১৭৬৮ সালের আজকের দিনে ক্যাপ্টেন জেমস কুক জাহাজ এইচএমএস এনডিভার নিয়ে ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করেন।

26 August 1885 : ১৮৮৫ সালের আজকের দিনে  ফরাসি লেখক ও কবি  জুলেস রমাইন্সের জন্ম হয়।

26 August 1897 : ১৮৯৭ সালের আজকের দিনে দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদ ও দ্বিতীয় প্রেসিডেন্ট ইউন পসুনের জন্ম হয়।

26 August 1904 : ১৯০৪ সালের আজকের দিনে , ইংরেজ বংশোদ্ভুত আমেরিকান লেখক ও শিক্ষাবিদ   ক্রিস্টোফার ইশারউডের জন্ম হয়।

26 August 1914 : ১৯১৪ সালের আজকের দিনে বেলজিয়ান বংশোদ্ভুত আর্জেন্টিনার লেখক ও অনুবাদক হুলেস ফ্লোরেন্সিও কোর্তাজার জন্ম হয়।

26 August 1920 : ১৯২০ সালের আজকের দিনে থাইল্যান্ডের জেনারেল ও প্রধানমন্ত্রী প্রেম তিনসুলানন্দের জন্ম হয়।

26 August 1936 : ১৯৩৬ সালের আজকের দিনে আমেরিকার রাজনৈতিক বিজ্ঞানী ও শিক্ষাবিদ বেনেডিক্ট অ্যান্ডারসনের জন্ম হয়।

26 August 1951 : ১৯৫১ সালের আজকের দিনে পদক বিজয়ী মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী  এডওয়ার্ড উইটেনের জন্ম হয়।

26 August 1967 : ১৯৬৭ সালের আজকের দিনে স্কটিশ সাংবাদিক ও রাজনীতিবিদ   মাইকেল গোভের জন্ম হয়।

26 August 1970 : ১৯৭০ সালের আজকের দিনে আমেরিকান অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, প্রযোজক ও চিত্রনাট্যকার  মেলিসা ম্যাকার্থির জন্ম হয়।

26 August 1970 : ১৯৭০ সালের আজকের দিনে সুদান সরকার সংবাদপত্র শিল্পকে জাতীয়করণ করে।

26 August 1971 : ১৯৭১ সালের আজকের দিনে মেক্সিক্যান আমেরিকান গায়ক, গীতিকার ও অভিনেত্রী থালিয়ার জন্ম হয়।

26 August 1978 : ১৯৭৮ সালের আজকের দিনে ফরাসি বংশোদ্ভুত আমেরিকান অভিনেতা, গায়ক ও প্রযোজক চার্লস বুইয়ার মৃত্যু হয়।

26 August 1979 : ১৯৭৯ সালের আজকের দিনে ফিনিশ লেখক  মিকা ওয়াল্টারির মৃত্যু হয়।

26 August 1980 : ১৯৮০ সালের আজকের দিনে আমেরিকান অভিনেতা ক্রিস পাইনের জন্ম হয়।

26 August 1987 : ১৯৮৭ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ  গেয়র্গ ওয়িটিগের মৃত্যু হয়।   ।

26 August 1998 : ১৯৯৮ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ফ্রেডেরিক রেইনেসের  মৃত্যু হয়।

26 August 2004 : ২০০৪ সালের আজকের দিনে আমেরিকান গায়ক, গীতিকার ও অভিনেত্রী লরা বরানিগানের মৃত্যু হয়।

26 August 2006 : ২০০৬ সালের আজকের দিনে বার্বাডোসে জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ক্লাইড লিওপড ওয়ালকটের  মৃত্যু হয়।

26 August 2007 : ২০০৭ সালের আজকের দিনে লুক্সেমবার্গনের রাজনীতিবিদ ও বিংশতম প্রধানমন্ত্রী গ্যাস্টন থোরনের মৃত্যু হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ২৬ আগস্ট | Today Famous Birthday : 26 August

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 26 August. On this day Famous Birthdays in Bengali)

26 August 1910 : ১৯১০ মাদার টেরিজা [অ্যাগনেস গোনশা বোজাক্সিউ], আলবেনিয়ান বংশোদ্ভূত ভারতীয় নান এবং মিশনারিজ অফ চ্যারিটির প্রতিষ্ঠাতা (নোবেল শান্তি পুরষ্কার, 1979), স্কোপজে জন্ম গ্রহণ করেন (মৃত্যু – 1997)।

26 August 1927 : ১৯২৭ বি. ভি. [বালকৃষ্ণ] দোশি, ভারতীয় স্থপতি (প্রিটজকার পুরষ্কার 2018), ভারতের পুনেতে জন্মগ্রহণ করেছিলেন।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ২৬ আগস্ট | Today Famous Marriage Anniversary and Divorces : 26 August

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 26 August. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

26 August : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২৬ আগস্ট | Today Famous Deaths : 26 August

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 16 June. On this day Famous Deaths in Bengali)

26 August 1994 : তারিক ইউনূস, ভারতীয় অভিনেতা (আশান্তি, প্রতারক), 54 বছর বয়সে মারা যান।

26 August 2012 : ২০১২ এ কে হাঙ্গাল, ভারতীয় মুক্তিযোদ্ধা এবং বলিউডের চরিত্র অভিনেতা (আইনা, শোলে), শ্বাসকষ্টজনিত রোগে মারা যান।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ২৬ আগস্ট : The Famous Day 26 August in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ২৬ আগস্ট : The Famous Day 26 August (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ২৬ আগস্ট : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *