Close Ad close
Breaking
Sat. Jan 11th, 2025
আজকের বিখ্যাত দিনে ৩১ আগস্ট ইতিহাসের পাতায় | Today's Famous Day on 31 August in Historyআজকের বিখ্যাত দিনে ৩১ আগস্ট ইতিহাসের পাতায় | Today's Famous Day on 31 August in History

আজকের বিখ্যাত দিনে ৩১ আগস্ট ইতিহাসের পাতায় : Today’s Famous Day on 31 August in History

আজকের বিখ্যাত দিনে ৩১ আগস্ট ইতিহাসের পাতায় : Today’s Famous Day on 31 August in History (Bengali) : আজকের বিখ্যাত দিনে ৩১ আগস্ট ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৩১ আগস্ট।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৩১ আগস্ট – Today’s Important Day or Famous Day in Bengali : 31 August

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৩১ আগস্ট – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 31 August. On this day Important Day in Bengali)

31 August : Click here

আজকের বিখ্যাত দিনে ৩১ আগস্ট ইতিহাস : Today’s Famous on day 31 August in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ৩১ আগস্ট ভারত :  Today’s Famous day on 31 August in India (Bengali)

আজকের দিনে ভারত : আজকের বিখ্যাত দিনে ৩১ আগস্ট ভারত । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s Famous day on 31 August in India. On this day Historical Famous Events in India)

31 August 1569 : ১৫৬৯ সালের আজকের দিনে  মুঘল সম্রাট  নুরুদ্দীন মহম্মদ সেলিম বা জাহাঙ্গীরের জন্ম হয়।

31 August 1751 : ১৭৫১ সালে আজকের দিনে স্যার রবার্ট ক্লাইভের অধীনে ব্রিটিশ সেনারা ভারতের আরকোট দখল করে।

31 August 1858 : ১৮৫৮ সালের আজকের দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকার ভারতের শাসনভার গ্রহণ করে।

31 August 1959 : ১৯৫৯ সালের আজকের দিনে কলকাতায় খাদ্যের দাবিতে কৃষক মিছিলে ভারতের কংগ্রেস সরকারের গুলি চালনায় ৮০ জন নিহত হয়।

31 August 1968 : ১৯৬৮ সালের আজকের দিনে ভারতে তৈরী উপগ্রহ ‘রোহিনী’ আকাশপথে যাত্রা করে।

31 August 1919 : ১৯১৯ সালের আজকের দিনে অমৃতা প্রীতমের জন্ম হয়। তিনি ছিলেন ভারতীয় কবি ও লেখক।

31 August 1963 : ১৯৬৩ সালের আজকের দিনে বিখ্যাত ভারতীয় বাংলা চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষের জন্ম হয়।

31 August 1969 : ১৯৬৯ সালের আজকের দিনে ভারতীয় ক্রিকেটার জাভাগাল শ্রীনাথের জন্ম হয়।

31 August 1888 : ১৮৮৮ সালের আজকের দিনে কানাইলাল দত্তের জন্ম হয়। তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।

31 August 2019 : ২০১৯ সালের আজকের দিনে ভারত আসাম রাজ্যের ১.৯ মিলিয়ন লোকের কাছ থেকে নাগরিকত্বের পদমর্যাদা সরিয়ে তাদের নতুন জাতীয় নাগরিক নিবন্ধ ছেড়ে দিয়েছে।

আজকের বিখ্যাত দিনে ৩১ আগস্ট বাংলাদেশ : Today’s Famous day on 31 August in Bangladesh (Bengali)

আজকের দিনে বাংলাদেশ : আজকের বিখ্যাত দিনে ৩১ আগস্ট বাংলাদেশ : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s Famous day on 31 August in Bangladesh. On this day Historica Famousl Events Bangladesh)

31 August 1918 : ১৯১৮ সালের আজকের দিনে রসায়ণবিদ শশাঙ্কচন্দ্র ভট্টাচার্যের জন্ম হয়।

31 August 1951 : ১৯৫১ সালের আজকের দিনে বিজ্ঞানী মহম্মদ রহমতুল্লাহের জন্ম হয়।

31 August 1953 : ১৯৫৩ সালের আজকের দিনে শিক্ষাবিদ চৌধুরী মহম্মদ হাসানের জন্ম হয়।

31 August 1975 : ১৯৭৫ সালের আজকের দিনে চীন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে।

31 August 1983 : ১৯৮৩ সালের আজকের দিনে ক্রিকেটার নাসিরুদ্দিন ফারুকের জন্ম হয়।

আজকের বিখ্যাত দিনে ৩১ আগস্ট বিশ্ব : Famous day on 31 August in The World (Bengali)

আজকের দিনে বিশ্ব : আজকের বিখ্যাত দিনে ৩১ আগস্ট বিশ্ব : আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব : আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব : আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s Famous day on 31 August in the World. On this day Historical Famous Events in The World)

31 August 1422 : ১৪২২ সালের আজকের দিনে ইংল্যান্ডের রাজা পঞ্চম হেনরির  মৃত্যু হয়।

31 August 1814 : ১৮১৪ সালের আজকের দিনে  ইংরেজ এডমিরাল, রাজনীতিবিদ ও নিউ সাউথ ওয়েল্স-এর প্রথম গভর্নর আর্থার ফিলিপের মৃত্যু হয়।

31 August 1879 : ১৮৭৯ সালের আজকের দিনে আল্‌মা মাহ্‌লের জন্ম হয়। তিনি ছিলেন অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান সুরকার ও চিত্রশিল্পী।

31 August 1907 : ১৯০৭ সালের আজকের দিনে ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে ইঙ্গ-রুশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।

31 August 1936 : ১৯৩৬ সালের আজকের দিনে রাশিয়ান লেখক ভ্লাদিমির অরলভের জন্ম হয়।

31 August 1944 : ১৯৪৪ সালের আজকের দিনে বিখ্যাত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ক্লাইভ লয়েডের জন্ম হয়।

31 August 1945 : ১৯৪৫ সালের আজকের দিনে ভ্যান মরিসনের জন্ম হয়। তিনি ছিলেন উত্তর আইরিশ গায়ক ও গীতিকার।

31 August 1949 : ১৯৪৯ সালের আজকের দিনে এইচ ডেভিড পলিতজারের জন্ম হয়। তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।

31 August 1957 : ১৯৫৭ সালের আজকের দিনে মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে।

31 August 1962 : ১৯৬২ সালের আজকের দিনে ল্যাটিন আমেরিকার দেশ ত্রিনিদাদ ও টোবাগো বৃটিশ উপনিবেশবাদীদের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।

31 August 1968 : ১৯৬৮ সালের আজকের দিনে ইরানের খোরাশানে মারাত্মক ভূমিকম্পে ১৮ হাজার নিহত হয়।

31 August 1991 : ১৯৯১ সালের আজকের দিনে সাবেক সোভিয়েত ইউনিয়নের  প্রজাতন্ত্র কিরঘিজিস্তান স্বাধীনতা লাভ করে।

31 August 1997 : ১৯৯৭ সালে আজকের দিনে ইংল্যান্ডের যুবরাণী ডায়নার প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়।

31 August 2005 : ২০০৫ সালের আজকের দিনে ইরাকের কাজেমাইন শহরে এক শোকানুষ্ঠানে প্রায় এক হাজার ইরাকীর মর্মান্তিকভাবে মৃত্যু হয়।

31 August 2008 : ২০০৮ সালের আজকের দিনে কেন ক্যাম্পবেলের মৃত্যু হয়।  তিনি ছিলেন ইংরেজ লেখক, অভিনেতা, পরিচালক ও কৌতুকাভিনেতা।

আজকের বিখ্যাত জন্মদিন : ৩১ আগস্ট – Today Famous Birthdays : 31 August

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ জন্ম (Today’s Famous Birthdays on 31 August. On this day Famous Birthdays in Bengali)

31 August 1569 : ১৫৬৯ সালের আজকের দিনে জাহাঙ্গীর, ভারতের চতুর্থ মুঘল সম্রাট (1605-27), মোগল সাম্রাজ্যের ফতেহপুর সিক্রিতে জন্মগ্রহণ করেন (মৃত্যু – 1627)।

31 August 1919 : ১৯১৯ সালের আজকের দিনে পাকিস্তানের গুজরানওয়ালায় জন্মগ্রহণকারী ভারতীয় কবি ও লেখিকা অমৃতা প্রীতম (মৃত্যু – 2005)।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : ৩১ আগস্ট – Today Famous Marriage Anniversary and Divorces : 31 August

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী এবং বিবাহবিচ্ছেদ : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিবাহ এবং বিবাহবিচ্ছেদ (Today’s Famous Marriage Anniversary and Divorces on 31 August. On this day Famous Marrige Anniversary and Divorces in Bengali)

31 August : Click here

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৩১ আগস্ট – Today Famous Deaths : 31 August

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 31 August. On this day Famous Deaths in Bengali)

31 August 1995 : ১৯৯৫ সালের আজকের দিনে ভারতের পাঞ্জাব প্রদেশের প্রধানমন্ত্রী বেন্ট সিংহ -কে 73 বছর বয়সে হত্যা করেছিলেন।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ৩১ আগস্ট : The Famous Day 31 August in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ৩১ আগস্ট : The Famous Day 31 August (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ৩১ আগস্ট : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *