আজকের দিনে ইতিহাসের পাতায় ১ এপ্রিল | Today’s Historical Events 1 April in Bengali
আজকের দিনে ইতিহাসের পাতায় ১ এপ্রিল : Today’s Historical Events 1 April in Bengali : আজকের বিখ্যাত দিনে ১ এপ্রিল ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ১ এপ্রিল : Today’s Historical Events 1 April) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা ইতিহাসে ১ এপ্রিল।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১ এপ্রিল | Today’s Famous Day or Important Day in Bengali : 1 April
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১ এপ্রিল – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 1 April. On this day Important Day in Bengali)
1 April : আজ ১ এপ্রিল – এপ্রিল ফুল দিবস বা অল ফুলস ডে (April Fool’s Day)। মাঝে মাঝে একে সকলকে বোকা বানানোর দিন বলে উদযাপন করা হয়। ঐতিহাসিকদের মতে, ১৫৮২ সালে ফ্রান্সে নতুন ক্যালেন্ডার চালু করাকে কেন্দ্র করে এপ্রিল ফুল ডে’র সুচনা হয়। ঐ ক্যালেন্ডারে ১লা এপ্রিলের পরিবর্তে ১লা জানুয়ারীকে নতুন বছরের প্রথম দিন হিসেবে গণনার সিদ্ধান্ত নেয়া হলে কিছু লোক তার বিরোধিতা করে। যারা পুরনো ক্যালেণ্ডার অনুযায়ী ১লা এপ্রিলকেই নববর্ষের ১ম দিন ধরে দিন গণনা করে আসছিল, তাদেরকে প্রতি বছর ১লা এপ্রিলে বোকা উপাধি দেয়া হতো।
ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ এপ্রিল | Today’s Famous Day in History (Bengali) : 1 April
ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ এপ্রিল | Today’s famous day in the history of India (Bengali) : 1 April
আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ এপ্রিল । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 1 April. Today’s Famous day on 1 April in India. On this day Historical Famous Events in India)
1 April 1869 : ১৮৬৯ সালে আজকের দিনে নদিয়া টাউন কমিটি নামে নবদ্বীপ পৌরসভা স্থাপিত হয়।
1 April 1936 : ১৯৩৬ সালের এই দিনে বিহার ও ওড়িশা বাংলা প্রদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে ব্রিটিশ শাসিত ভারতের দুটি পৃথক রাজ্যে পরিণত হয়।
1 April 1937 : ১৯৩৭ সালে আজকের দিনে ভারত আইন অনুযায়ী প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয়।
1 April 1942 : ১৯৪২ সালে আজকের দিনে ভারতের কমিউনিস্ট পার্টির মুখপত্র জনযুদ্ধ প্রকাশিত হয়।
1 April 1989 : ১৯৮৯ সালের এই দিনে বিখ্যাত সমাজতন্ত্রী নেতা এস.এম জোশী পরলোক গমন করেন।
বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ এপ্রিল | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 1 April
আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ এপ্রিল : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)
1 April 1929 : ১৯২৯ সালের এই দিনে বিখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সেতার বাদক ও সুরকার আবেদ হোসেন খান জন্মগ্রহণ করেন।
1 April 1932 : ১৯৩২ সালের এই দিনে বিখ্যাত চিত্রশিল্পী রশিদ চৌধুরী জন্মগ্রহণ করেন।
1 April 1971 : ১৯৭১ সালে আজকের দিনে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের এই দিনে পাকিস্তানি সেনারা কেরানীগঞ্জ উপজেলায় প্রায় এক হাজার বাঙালিকে হত্যা করে।
1 April 2000 : ২০০০ সালের এই দিনে বিশিষ্ট চিত্রশিল্পী এবং বাংলাদেশের প্রথম সংবিধানের লেখক এ.কে.এম আবদুর রউফ পরলোক গমন করেন।
বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ এপ্রিল | Today’s famous day in the history of the world (Bengali) : 1 April
আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ এপ্রিল, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 1 April, Today’s Famous day on 1 April in the World. On this day Historical Famous Events in The World)
1 April 527 : ৫২৭ সালের এই দিনে বাইজানটাইন সাম্রাজ্যের সম্রাট প্রথম জাস্টিন তাঁর ভাইপো প্রথম জাস্টিনিয়ানকে তাঁর সহ-শাসক ও উত্তরাধীকারী হিসেবে নিযুক্ত করেন।
1 April 1724 : ১৭২৪ সালের এই দিনে বিখ্যাত লেখক জোনাথান সুইফট তাঁর ‘ড্র্যাপিয়ারস্ লেটারস্’ (Drapier’s letters) প্রকাশ করেন।
1 April 1748 : ১৭৪৮ সালের এই দিনে রক্কিউ জোয়াকুইন ডে অ্যালকিউবিয়েরে (Rocque Joaquin de Alcubierre) পম্পেই শহরটির ধংস্বাবশেষ খুঁজে বের করেন।
1 April 1809 : ১৮০৯ সালের এই দিনে বিশিষ্ট রুশ লেখক নিকোলাই গোগোল জন্মগ্রহণ করেন।
1 April 1908 : ১৯০৮ সালের এই দিনে বিশিষ্ট আমেরিকান মনোবিজ্ঞানী আব্রাহাম মাসলো জন্মগ্রহণ করেন।
1 April 1931 : ১৯৩১ সালের এই দিনে ম্যানাগুয়া নিকারাগুয়ায় বিধ্বংসী ভূমিকম্পের ফলে প্রায় দুই হাজার মানুষের মৃত্যুমুখে পতিত হয়।
1 April 1933 : ১৯৩৩ সালের এই দিনে হেনরিখ হিমলার নাৎসি জার্মানির পুলিশ কম্যান্ডার নিযুক্ত হন।
1 April 1938 : ১৯৩৮ সালের এই দিনে নেসক্যাফে (Nescafé) সুইজারল্যান্ডে তাদের ব্র্যান্ডের উদ্বোধন করে।
1 April 1952 : ১৯৫২ সালের এই দিনে অ্যালফার, বেথে ও গ্যামোউ ‘বিগ ব্যাং তত্ত্ব’ (Big Bang theory) তুলে ধরেন।
1 April 1974 : ১৯৭৪ সালের এই দিনে আয়াতোল্লাহ্ খোমেইনি ইরাণে ইসলামীয় প্রজাতন্ত্রের ডাক দেন।
1 April 1976 : ১৯৭৬ সালের এই দিনে স্টিভ ওজনিয়াক ও স্টিভ জোবস্ কর্তৃক ‘অ্যাপল’ (Apple) কোম্পানি প্রতিষ্ঠিত হয়।
1 April 2001 : ২০০১ সালের এই দিনে নেদারল্যান্ড প্রথম কোনও দেশ হিসেবে সমকামী বিবাহকে আইনত স্বীকৃতি দেয়।
1 April 2004 : ২০০৪ সালের এই দিনে গুগল (Google) তাদের জিমেইল (Gmail) পরিষেবা শুরু করে।
1 April 2014 : ২০১৪ সালের এই দিনে ন্যাটো রাশিয়ার সঙ্গে সমস্ত মিলিটারি সহযোগিতা রদ করে দেয়।
1 April 2016 : ২০১৬ সালের এই দিনে বব ডিলান সাহিত্যে নোবেল জয়লাভ করেন।
1 April 2017 : ২০১৭ সালের এই দিনে চীনের নেতৃবৃন্দ ‘জিয়াগান নতুন অঞ্চল’-এ (Xiongan New Area) একটি মহানগর নির্মাণের কথা ঘোষণা করেন, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের তুলনায় ৩ গুণ বৃহত্তম হবে বলেও ঘোষণা করা হয়।
আজকের বিখ্যাত জন্মদিন : ১ এপ্রিল | Today Famous Birthdays : 1 April
আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 1 April. On this day Famous Birthdays in Bengali)
1 April 1578 : ১৫৭৮ সালে আজকের দিনে ইংল্যাণ্ডে জন্ম গ্রহণ করেন রক্ত সঞ্চালন পদ্ধতির উদ্ভাবক ডা. উইলিয়াম হার্ভে (William Harvey)। আজ থেকে প্রায় চারশো বছর আগে মানুষের দেহের ভেতর রক্তের পদ্ধতিগত চলাচলের প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে এবং বিস্তারিত তিনিই প্রথম বুঝতে পেরেছিলেন। এর আগে রক্ত চলাচল সম্পর্কে কারও সঠিক ধারণা ছিল না। শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তশিরা পথে হৃৎপিণ্ডে আসে এবং হৃৎপিণ্ড থেকে ধমনীর মাধ্যমে বিভিন্ন অংশে সঞ্চালিত হয়, এটা সর্বপ্রথম হার্ভেই বলেছিলেন। এই প্রতিভাবান চিকিৎসক এর সম্মানার্থে ১৯৭৩ সালে তার জন্মস্থান ‘ফোকস্টনে’র নিকটে ‘অ্যাশফোর্ড’ শহরে ‘দ্যা উইলিয়াম হার্ভে হাসপাতাল’ নির্মাণ করা হয়।
1 April 1621 : ১৬২১ সালে আজকের দিনে পাঞ্জাবের অমৃতসরে জন্ম গ্রহণ করেন নবম শিখ-গুরু তেগ বাহাদুর (Guru Tegh Bahadur)। মাত্র ১৪ বছর বয়সেই তাঁর বাবার সাথে মোগলদের বিরুদ্ধে যুদ্ধে তার সাহস দেখিয়েছিলেন। তাঁর রচিত ১১৫টি কবিতা গুরু গ্রন্থ সাহেবে অন্তর্ভুক্ত আছে।
1 April 1889 : ১৮৮৯ সালে আজকের দিনে মহারাষ্ট্রের নাগপুরে জন্ম গ্রহণ করেন আরএসএস-এর অন্যতম প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার (Keshav Baliram Hedgewar)।
1 April 1936 : ১৯৩৬ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ভারতের অসম রাজ্যের বিশিষ্ট রাজনীতিবিদ(ভারতীয় জাতীয় কংগ্রেস) এবং অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী(18 May 2001 – 24 May 2016) তরুণ গগৈ (Tarun Gogoi)।
1 April 1937 : ১৯৩৭ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি (11 August 2007 – 10 August 2017) মহম্মদ হামিদ আনসারি (Mohammad Hamid Ansari)। বিশিষ্ট শিক্ষক ও কূটনৈতিক মহম্মদ হামিদ আনসারি জাতীয় সংখ্যালঘু কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের দায়িত্বও পালন করেন।
1 April 1941 : ১৯৪১ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন ক্রিকেটার অজিত ওয়াদেকার (Ajit Laxman Wadekar)। He played for the Indian national team between 1966 and 1974 .
1 April 1984 : ১৯৮৪ সালে আজকের দিনে চেন্নাইতে(তামিলনাড়ু) জন্ম গ্রহণ করেন ক্রিকেটার মুরলী বিজয় (Murali Vijay)।
আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১ এপ্রিল | Today Famous Deaths : 1 April
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 1 April. On this day Famous Deaths in Bengali)
1 April 1989 : ১৯৮৯ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বিখ্যাত সমাজতন্ত্রী নেতা এস. এম. জোসি (Shreedhar Mahadev Joshi)। He was an Indian independence activist, a member of Socialist(Samajwadi) Party, a Member of Parliament, and leader of Samyukta Maharashtra Samiti).
আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ১ এপ্রিল | Today’s History Question and Answer : 1 April | History QNA
- এপ্রিল ফুল দিবস বা অল ফুলস ডে কবে পালন করা হয়?
Ans. ১ এপ্রিল (1 April) এপ্রিল ফুল দিবস বা অল ফুলস ডে পালন করা হয়।
- ক্রিকেটার মুরলী বিজয় (Murali Vijay) কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৯৮৪ সালের ১ এপ্রিল (1 April 1984) ক্রিকেটার মুরলী বিজয় (Murali Vijay) জন্মগ্রহণ করেন।
- ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি (11 August 2007 – 10 August 2017) মহম্মদ হামিদ আনসারি কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৯৩৭ সালের ১ এপ্রিল (1 April 1937) ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি (11 August 2007 – 10 August 2017) মহম্মদ হামিদ আনসারি জন্মগ্রহণ করেন।
- ক্রিকেটার অজিত ওয়াদেকার কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৯৪১ সালের ১ এপ্রিল (1 April 1941) ক্রিকেটার অজিত ওয়াদেকার জন্মগ্রহণ করেন।
আজকের বিখ্যাত দিনে ১ এপ্রিল – The Famous Day 1 April in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ১ এপ্রিল | Today’s Historical Events : 1 April (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।