Close Ad close
Breaking
Sun. Nov 17th, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ১ ফেব্রুয়ারি | Today's Historical Events 1 Februaryআজকের দিনে ইতিহাসের পাতায় ১ ফেব্রুয়ারি | Today's Historical Events 1 February

আজকের দিনে ইতিহাসের পাতায় ১ ফেব্রুয়ারি | Today’s Historical Events 1 February in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ১ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 1 February in Bengali : আজকের বিখ্যাত দিনে ১ ফেব্রুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ১ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 1 February) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ১ ফেব্রুয়ারি।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১ ফেব্রুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 1 February

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১ ফেব্রুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 1 February. On this day Important Day in Bengali)

1 February : আজ ১ ফেব্রুয়ারি – ভারতীয় উপকূলরক্ষী দিবস (Indian Coast Guard Day)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ ফেব্রুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 1 February

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 1 February

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ ফেব্রুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 1 February. Today’s Famous day on 1 February in India. On this day Historical Famous Events in India)

1 February 1726 : ১৭২৬ সালের আজকের দিনে হেনরি লায়লের সভাপতিত্বে কলকাতায় ফোর্ট উইলিয়ামে প্রথম ‘মেয়র’স কোর্ট’ স্থাপিত হয়।

1 February 1827 : ১৮২৭ সালের আজকের দিনে কলকাতা শহরে বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়।

1 February 1831 : ১৮৩১ সালের আজকের দিনে বুশ ক্লাবের উদ্যোগে কলকাতা শহরে প্রথম চারুকলা প্রদর্শনীর উদ্বোধন হয়।

1 February 1836 : ১৮৩৬ সালের আজকের দিনে চার্লস মেটকাফ ‘প্রেস আইন’ বলবৎ করেন।

1 February 1855 : ১৮৫৫ সালের আজকের দিনে কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ মারফৎ যোগাযোগ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।

1 February 1862 : ১৮৬২ সালের আজকের দিনে বঙ্গীয় আইনসভার (বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল) প্রথম সভা অনুষ্ঠিত হয়।

1 February 1871 : ১৮৭১ সালের আজকের দিনে ভারতে বালিকা বিদ্যালয়ে শিক্ষয়িত্রীর অভাব দূর করার জন্য ভারত সংস্কার সভার উদ্যোগে কলকাতার পটলডাঙায় একটি শিক্ষয়িত্রী বিদ্যালয় স্থাপন করা হয়।

1 February 1905 : ১৯০৫ সালের আজকের দিনে বারাসত-বসিরহাট রেলপথ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

1 February 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে বাঙালি কবি যতীন্দ্রমোহন বাগচীর মৃত্যু হয়।

1 February 1953 : ১৯৫৩ সালের আজকের দিনে কলকাতার আলিপুরে অবস্থিত ইম্পেরিয়াল লাইব্রেরির নাম জাতীয় গ্রন্থাগার রাখা হয়| এরপর এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

1 February 1983 : ১৯৮৩ সালের আজকের দিনে  বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী পদ্মাদেবীর মৃত্যু হয়।

1 February 1984 : ১৯৮৪ সালে ভারতীয় কূটনীতিক রবীন্দ্র মাহাত্রে ইংল্যান্ডের বার্মিংহামে কাশ্মীরি সন্ত্রাসীদের দ্বারা অপহরণ ও হত্যা করা হয়েছিল।

1 February 1999 : ১৯৯৯ সালের আজকের দিনে ভোপালের হাইকোর্টের প্রধান বিচারপতি ইউনিয়ন কার্বাইডের সাবেক সি.ই.ও ওয়ারেন এন্ডারসনকে ভারতীয় আইনে আটকের নির্দেশ প্রদান করেন।

1 February 2018 : ২০১৮ সালের আজকের দিনে ভারত সরকার 500 মিলিয়ন মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 1 February

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

1 February 1907 : ১৯০৭ সালের আজকের দিনে বুদ্ধিজীবী গোবিন্দ চন্দ্র দেবের জন্ম হয়।

1 February 1918 : ১৯১৮ সালের আজকের দিনে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শামসুল হকের জন্ম হয়।

1 February 1930 : ১৯৩০ সালের আজকের দিনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেন। এই একই দিনে বাংলাদেশের সামরিক শাসক ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের জন্ম হয়।

1 February 1931 : ১৯৩১ সালের আজকের দিনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের জন্ম হয়।

1 February 1933 : ১৯৩৩ সালের আজকের দিনে বিশিষ্ট শিক্ষাবিদ আতাউর রহমান খান খাদিমের জন্ম হয়।

1 February 1972 : ১৯৭২ সালের আজকের দিনে সেনেগাল প্রথম আফ্রিকান দেশ হিসেবে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 1 February

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ ফেব্রুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 1 February, Today’s Famous day on 1 February in the World. On this day Historical Famous Events in The World)

1 February 1884 : ১৮৮৪ সালের আজকের দিনে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারীর ১ম খণ্ড প্রকাশিত হয়।

1 February 1893 : ১৮৯৩ সালের আজকের দিনে টমাস আলভা এডিসন ১ম চলচ্চিত্র স্টুডিও ব্ল্যাক মারিয়া’র অবকাঠামোর নির্মাণকাজ নিউ জার্সি অঙ্গরাজ্যের ওয়েস্ট অরেঞ্জে সম্পন্ন করেন।

1 February 1897 : ১৮৯৭ সালের আজকের দিনে দক্ষিণ কোরিয়ার প্রাচীনতম ব্যাংক হিসেবে শিনহান ব্যাংক সিওলে তাদের কার্যক্রম শুরু করে।

1 February 1905 : ১৯০৫ সালের এই দিনে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী ইতালীয়-মার্কিন পদার্থবিজ্ঞানী এমিলিও জিনো সেগরের জন্ম হয়।

1 February 1908 : ১৯০৮ সালের আজকের দিনে পর্তুগালের রাজা প্রথম কার্লোস এবং তার পুত্র যুবরাজ লুইস ফিলিপ লিসবনের তেরিরো ডো প্যাকোতে নিহত হন।

1 February 1918 : ১৯১৮ সালের আজকের দিনে রাশিয়া গ্রেগরীয় বর্ষপঞ্জী গ্রহণ করে।

1 February 1920 : ১৯২০ সালের আজকের দিনে রাজকীয় ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ তাদের কার্যক্রম শুরু করে।

1 February 1946 : ১৯৪৬ সালের আজকের দিনে নরওয়ের অধিবাসী ট্রিগভে হাভডেন লি রাষ্ট্রপুঞ্জের ১ম মহাসচিবের পদে আসীন হন।

1 February 1958 : ১৯৫৮ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী ক্লিনটন জোসেফ ডেভিসনের মৃত্যু হয়।

1 February 1965 : ১৯৬৫ সালের আজকের দিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের সম্মানে কানাডার ল্যাব্রাডরে অবস্থিত হ্যামিল্টন রিভারের নাম বদলে রাখা হয় চার্চিল রিভার।

1 February 1968 : ১৯৬৮ সালের আজকের দিনে কানাডার তিনটি সামরিক সংস্থা ‘দ্য রয়েল কানাডিয়ান নেভী’, ‘দ্য কানাডিয়ান আর্মি’ এবং ‘দ্য রয়েল কানাডিয়ান এয়ারফোর্স’ একত্রিত হয়ে ‘কানাডিয়ান ফোর্সেস’-এ পরিণত হয়।

1 February 1976 : ১৯৭৬ সালের আজকের দিনে নোবেল বিজয়ী জার্মান পদার্থ বিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গের মৃত্যু হয়।

1 February 1979 : ১৯৭৯ সালের আজকের দিনে ১৫ বছর নির্বাসনের পর ইরানের তেহরানে আধ্যাত্মিক নেতা রুহুল্লাহ্‌ খামেনেই প্রত্যাবর্তন করেন।

1 February 2004 : ২০০৪ সালের আজকের ই দিনে সৌদী আরবে পদাঘাতে ২৫১ জন হজযাত্রী নিহত হন এবং ২৪৪ জন গুরুতর আহত হন।

আজকের বিখ্যাত জন্মদিন : ১ ফেব্রুয়ারি | Today Famous Birthdays : 1 February

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 1 February. On this day Famous Birthdays in Bengali)

1 February 1902 : ১৯০২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন অনিলকুমার দাস, ভারতীয় বাঙালি জ্যোতিবিজ্ঞানী (মৃত্যু: ১৯৬১)।

1 February 1910 : ১৯১০ সালের আজকের দিনে জাহাঙ্গীর খান, ভারতীয় ক্রিকেট ফাস্ট বোলার (৪ টেস্ট ভারত; পাকিস্তান নির্বাচক), ভারতের পাঞ্জাব, জলন্ধর শহরে জন্মগ্রহণ করেন (মৃত্যু: ১৯৮৮)।

1 February 1914 : ১৯১৪ সালের আজকের দিনে এ কে হ্যাঙ্গাল, ভারতীয় মুক্তিযোদ্ধা এবং বলিউডের চরিত্র অভিনেতা (আইনা, শোলে), ব্রিটিশ ভারতের পাঞ্জাবের শিয়ালকোটে জন্মগ্রহণ করেছিলেন।

1 February 1956 : ১৯৫৬ সালের আজকের দিনে ব্রাহ্মানন্দম, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা এবং কৌতুক অভিনেতা, ভারতের সাতেনাপালে জন্মগ্রহণ করেছিলেন।

1 February 1958 : ১৯৫৮ সালের আজকের দিনে জ্যাকি শ্রফ, ভারতীয় অভিনেতা, ভারতের উদগীরে জন্মগ্রহণ করেছিলেন।

1 February 1967 : ১৯৬৭ সালের আজকের দিনে প্যাটলে শিশুপাল নাথু, ভারতের রাজনীতিবিদ, ভারতের ভান্ডারায় জন্মগ্রহণ করেছিলেন।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১ ফেব্রুয়ারি | Today Famous Deaths : 1 February

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 1 February. On this day Famous Deaths in Bengali)

1 February 2003 : ২০০৩ সালের আজকের দিনে কল্পনা চাওলা, আমেরিকান নভোচারী (STS-87) এবং ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহাকাশচারী মহিলা স্পেস শাটল কলম্বিয়া বিপর্যয়ে 40 বছর বয়সে মারা যান।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ১ ফেব্রুয়ারি | Today’s History Question and Answer : 1 February | History QNA 

  1. ভারতীয় উপকূলরক্ষী দিবস (Indian Coast Guard Day) কবে পালন করা হয়?

Ans. ১ ফেব্রুয়ারি (1 February) ভারতীয় উপকূলরক্ষী দিবস (Indian Coast Guard Day) পালন করা হয়।

  1. ভারতীয় বাঙালি জ্যোতিবিজ্ঞানী অনিলকুমার দাস কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯০২ সালের ১ ফেব্রুয়ারি (1 February 1902) ভারতীয় বাঙালি জ্যোতিবিজ্ঞানী অনিলকুমার দাস জন্মগ্রহণ করেন। 

  1. জাহাঙ্গীর খান কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯১০ সালের ১ ফেব্রুয়ারি (1 February 1910) জাহাঙ্গীর খান, ভারতীয় ক্রিকেট ফাস্ট বোলার (৪ টেস্ট ভারত; পাকিস্তান নির্বাচক), ভারতের পাঞ্জাব, জলন্ধর শহরে জন্মগ্রহণ করেন।

  1. এ কে হ্যাঙ্গাল কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯১৪ সালের ১ ফেব্রুয়ারি (1 February 1914) এ কে হ্যাঙ্গাল, ভারতীয় মুক্তিযোদ্ধা এবং বলিউডের চরিত্র অভিনেতা (আইনা, শোলে), ব্রিটিশ ভারতের পাঞ্জাবের শিয়ালকোটে জন্মগ্রহণ করেছিলেন।

  1. ভারতীয় চলচ্চিত্র অভিনেতা এবং কৌতুক অভিনেতা ব্রাহ্মানন্দম কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৫৬ সালের ১ ফেব্রুয়ারি (1 February 1956) ভারতীয় চলচ্চিত্র অভিনেতা এবং কৌতুক অভিনেতা ব্রাহ্মানন্দম ভারতের সাতেনাপালে জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় অভিনেতা জ্যাকি শ্রফ কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৫৮ সালের ১ ফেব্রুয়ারি (1 February 1958) ভারতীয় অভিনেতা জ্যাকি শ্রফ ভারতের উদগীরে জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় রাজনীতিবিদ প্যাটলে শিশুপাল নাথু কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৬৭ সালের ১ ফেব্রুয়ারি (1 February 1967) ভারতীয় রাজনীতিবিদ প্যাটলে শিশুপাল নাথু ভারতের ভান্ডারায় জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা কবে মারা যান?

Ans. ২০০৩ সালের ১ ফেব্রুয়ারি (1 February 2003) কল্পনা চাওলা, আমেরিকান নভোচারী (STS-87) এবং ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহাকাশচারী মহিলা স্পেস শাটল কলম্বিয়া বিপর্যয়ে 40 বছর বয়সে মারা যান।

  1. কবে কলকাতায় ফোর্ট উইলিয়ামে প্রথম ‘মেয়র’স কোর্ট’ স্থাপিত হয়?

Ans. ১৮২৭ সালের ১ ফেব্রুয়ারি (1 February 1827) হেনরি লায়লের সভাপতিত্বে কলকাতায় ফোর্ট উইলিয়ামে প্রথম ‘মেয়র’স কোর্ট’ স্থাপিত হয়।  

  1. কলকাতা শহরে প্রথম চারুকলা প্রদর্শনীর উদ্বোধন কবে হয়?

Ans. ১৮৩১ সালের ১ ফেব্রুয়ারি (1 February 1831) বুশ ক্লাবের উদ্যোগে কলকাতা শহরে প্রথম চারুকলা প্রদর্শনীর উদ্বোধন হয়।

  1. বঙ্গীয় আইনসভার (বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল) প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়?

Ans. ১৮৬২ সালের ১ ফেব্রুয়ারি (1 February 1862) বঙ্গীয় আইনসভার (বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল) প্রথম সভা অনুষ্ঠিত হয়।

  1. বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদে কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৬২ সালের ১ ফেব্রুয়ারি (1 February 1862) বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত দিনে ১ ফেব্রুয়ারি – The Famous Day 1 February in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ১ ফেব্রুয়ারি | Today’s Historical Events : 1 February (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *