Close Ad close
Breaking
Thu. Oct 3rd, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ১ জানুয়ারি | Today's Historical Events 1 Januaryআজকের দিনে ইতিহাসের পাতায় ১ জানুয়ারি | Today's Historical Events 1 January

আজকের দিনে ইতিহাসের পাতায় ১ জানুয়ারি | Today’s Historical Events 1 January in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ১ জানুয়ারি  : Today’s Historical Events 1 January in Bengali : আজকের বিখ্যাত দিনে ১ জানুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ১ জানুয়ারি  : Today’s Historical Events 1 January) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ১ জানুয়ারি।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১ জানুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 1 January

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১ জানুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 1 January. On this day Important Day in Bengali)

1 January : আজ ১ জানুয়ারি – বিশ্ব পরিবার দিবস (World Family Day)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ জানুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 1 January

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ জানুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 1 January

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ জানুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 1 January. Today’s Famous day on 1 January in India. On this day Historical Famous Events in India)

1 January 1877 : ১৮৭৭ সালের আজকের দিনে ইংল্যান্ডের রাণী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হিসেবে ঘোষিত হন।

1 January 1892 : ১৮৯২ সালের আজকের দিনে  বাংলা, গুজরাটি ও ইংরেজি ভাষায় দক্ষ লেখক, অনুবাদক ও স্বাধীনতা সংগ্রামী মহাদেব দেশাইয়ের গুজরাটে জন্ম হয়। তিনি ছিলেন মহাত্মা গান্ধীর ব্যক্তিগত উপদেষ্টা। ‘বীর বল্লভভাই’, খান আব্দুল গফ্ফর খানের জীবনী ছাড়াও তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটো গল্প এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বহু কবিতা গুজরাটি ভাষায় অনুবাদ করেন। গান্ধীজির আত্মজীবনী গুজরাটি থেকে ইংরেজিতে এবং নেহরুর আত্মজীবনী তিনি ইংরেজি থেকে গুজরাটি ভাষায় অনুবাদ করেন।

1 January 1894 : ১৮৯৪ সালের আজকের দিনে বাঙালি পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু কলকাতায় জন্মগ্রহণ করেন। কোয়ান্টাম মেকানিক্স-এর গবেষণায় তাঁর অবদান অভূতপূর্ব। বোস-আইনস্টাইন স্ট্যাটিসটিক্স, বোসন কণা, বোস গ্যাস তাঁর গবেষণার সুফল। ১৯৫৪ সালে তিনি পদ্মবিভূষণ পান।

1 January 1903 : ১৯০৩ সালের আজকের দিনে পল্লীকবি জসীম উদ্‌দীনের  জন্ম হয়।

1 January 1903 : ১৯০৩ সালে আজকের দিনে দিল্লিতে, একটি দুর্দান্ত দরবার বা আনুষ্ঠানিক সংবর্ধনা, রাজা এডওয়ার্ড সপ্তম রাজ্যের রাজ্যাভিষেককে ভারতের সম্রাট হিসাবে চিহ্নিত করে;  ব্রিটিশরা এই অনুষ্ঠানের সম্মানে প্রায় 16,000 জন বন্দিকে মুক্তি দিয়েছে।

1 January 1914 : ১৯১৪ সালের আজকের দিনে বাঙালি ঔপন্যাসিক ও সাংবাদিক অদ্বৈত মল্লবর্মণের জন্ম হয়।

1 January 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে ভারতে উড়িষ্যা রাজ্য হিসেব ঘোষণা করা হয়।

1 January 1948 : ১৯৪৮ সালে আজকের দিনে দেশ বিভাগের পরে ভারত পাকিস্তানের নগদ ব্যালেন্সে ৫৫০ মিলিয়ন রুপি সম্মত অংশ প্রদান করতে অস্বীকার করে।

1 January 1950 : ১৯৫০ সালের আজকের দিনে আজাইগড় রাজ্য ভারত সরকারকে দেওয়া হয়।

1 January 1951 : ১৯৫১ সালের আজকের দিনে হিন্দি ও মারাঠি সিনেমার জনপ্রিয় অভিনেতা নানা পাটেকারের মহারাষ্ট্রে জন্ম হয়।

1 January 1974 : ১৯৭৪ সালের আজকের দিনে এয়ার ইন্ডিয়া B-747 বোম্বেয়ের কাছে বিস্ফোরিত হয়ে 213 জন নিহত হন।

1 January 1999 : ১৯৯৯ সালের আজকের দিনে রমন লাম্বা (৩১২) ও রবি শেগাল (২১6) দিল্লির রঞ্জি ট্রফি ক্রিকেট ম্যাচে হিমাচল প্রদেশের বিরুদ্ধে প্রথম রেকর্ড 464 ও হিমাচল প্রদেশের বিপক্ষে 310 রানের জয়ের রেকর্ড শুরু করেছিলেন।

1 January 2017 : ২০১৭ সালে আজকের দিনে ভারতীয় প্রাদেশিক ক্রিকেট দল বছরে প্রথম ফাইনালে হাজির হয়ে রঞ্জি ট্রফি শিরোপা জিতেছে দিল্লিকে ইন্দোরের 9 উইকেটে হারিয়ে; মিডিয়াম পেসার রজনীশ গুরবানি তারার বল নিয়ে উইকেট নিয়েছেন।

1 January 2019 : ২০১৯ সালে আজকের দিনে লক্ষ লক্ষ মহিলারা সাবরিমালার মন্দিরে মহিলাদের প্রবেশের সমর্থনে ভারতের কেরালা রাজ্য জুড়ে 300 মাইল ‘উইমেন ওয়াল’ তৈরি করেছেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ জানুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 1 January

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ জানুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

1 January 2002 : ২০০২ সালের আজকের দিনে ঢাকা শহরে পলিথিন ব্যাগ বিক্রি নিষিদ্ধ করা হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ জানুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 1 January

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ জানুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 1 January, Today’s Famous day on 1 January in the World. On this day Historical Famous Events in The World)

1 January 153 : ১৫৩ খ্রিস্টপূর্বাব্দে আজকের দিনে ১ জানুয়ারিকে বছরের প্রথম দিন ঘোষণা করেন রোমান কনসাল।

1 January 1001 : ১০০১ সালের আজকের দিনেস্টিফেন১ হাঙ্গেরির প্রথম সম্রাট হিসেবে অভিষিক্ত হন।

1 January 1600 : ১৬০০ সালের আজকের দিনে ২৫শে মার্চের পরিবর্তে ১ জানুয়ারিতে নববর্ষ পালন করা হয় স্কটল্যান্ডে।

1 January 1788 : ১৭৮৮ সালের আজকের দিনে লন্ডনের সংবাদপত্র ‘দ্য টাইমস’ -এর প্রথম সংস্করণ প্রকাশিত হয়। এই পত্রিকা পূর্বে ‘দ্য ডেলি ইউনিভার্সাল রেজিস্টার’ নামে পরিচিত ছিল।

1 January 1804 : ১৮০৪ সালের আজকের দিনে হাইতিতে ফরাসী শাসনের অবসান ঘটে। আমেরিকা যুক্তরাষ্ট্রের পর হাইতি হল উত্তর আমেরিকার দ্বিতীয় স্বাধীন দেশ।

1 January 1808 : ১৮০৮ সালের আজকের দিনে আমেরিকা যুক্তরাষ্ট্র দাস আমদানি নিষিদ্ধ ঘোষণা করে।

1 January 1899 : ১৮৯৯ সালের আজকের দিনে স্প্যানিশ শাসনের অবসান ঘটে কিউবাতে।

1 January 1912 : ১৯১২ সালের আজকের দিনে চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

1 January 1956 : ১৯৫৬ সালের আজকের দিনে মিশর ও ইউনাইটেড কিংডমের থেকে স্বাধীনতা লাভ করে সুদান।

1 January 1971 : ১৯৭১ সালের আজকের দিনে সিগারেটের বিজ্ঞাপন নিষিদ্ধ হয় আমেরিকার টেলিভিশনে।

1 January 1995 : ১৯৯৫ সালের আজকের দিনে ‘দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন’ গঠিত হয়।

1 January 1995 : ১৯৯৫ সালের আজকের দিনে অস্ট্রিয়া, ফিনল্যান্ড ও সুইডেন ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়।

1 January 1999 : ১৯৯৯ সালের আজকের দিনে ইউরোপীয় ইউনিয়নের ১১টি রাষ্ট্রে ইউরো প্রচলিত হয়।

1 January 2017 : ২০১৭ সালের আজকের দিনে ইস্তানবুলের একটি নাইটক্লাবে উগ্রপন্থীর আক্রমণে ৩৯ জন নিহত ও ৬০ জন আহত হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ১ জানুয়ারি | Today Famous Birthdays : 1 January

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 1 January. On this day Famous Birthdays in Bengali)

1 January 1894 : ১৮৯৪ সালের আজকের দিনে সত্যেন্দ্র নাথ বোস, ভারতীয় পদার্থবিদ (বোস আইনস্টাইন পরিসংখ্যান), কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন, ব্রিটিশ ভারতের (মৃত্যু : 1974)।

1 January 1912 : ১৯১২ সালের আজকের দিনে কিম ফিল্বি , ব্রিটিশ গুপ্তচর এবং সোভিয়েত তিল যিনি “কেমব্রিজ ফাইভ” এর সদস্য ছিলেন, ভারতের পাঞ্জাব, আম্বালায় জন্মগ্রহণ করেছিলেন (মৃত্যু ১৯৮৮)।

1 January 1928 : ১৯২৮ সালের আজকের দিনে আবদুল সাত্তার এধি, পাকিস্তানী পরোপকারী (এধি ফাউন্ডেশন), গুজরাটের বান্টায় জন্মগ্রহণ করেছিলেন (মৃত্যু : 2016)।

1 January 1943 : ১৯৪৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন রঘুনাথ অনন্ত মাশালকার, ভারতীয় বিজ্ঞানী।

1 January 1951 : ১৯৫১ সালের আজকের দিনে নানার পাটেকর, ভারতীয় বলিউড অভিনেতা, লেখক, সমাজসেবী এবং চলচ্চিত্র নির্মাতা (পারিন্দা, আঙ্গার), মুরুদ-জানজিরা, বোম্বাই রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন।

1 January 1975 : ১৯৭৫ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন সোনালী বেন্দ্রে, ভারতীয় মডেল ও অভিনেত্রী।

1 January 1974 : ১৯৭৪ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন পরমহংস শ্রী নিত্যানন্দ, ভারতীয় আধ্যাত্মিক।

1 January 1986 : ১৯৮৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বিদ্যা বালান, ভারতীয় অভিনেত্রী।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১ জানুয়ারি | Today Famous Deaths : 1 January

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 1 January. On this day Famous Deaths in Bengali)

1 January 1940 : ১৯৪০ সালের আজকের দিনে পানুগন্তী লক্ষ্মীনারসিংহ রাও, ভারতীয় লেখক ও প্রাবন্ধিক, 74 বছর বয়সে মারা যান।

1 January 2008 : ২০০৮ সালের আজকের দিনে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ চন্দ্র চন্দর 88 বছর বয়সে মারা যান।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ১ জানুয়ারি : The Famous Day 1 January in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ১ জানুয়ারি | Today’s Historical Events : 1 January (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *