Close Ad close
Breaking
Mon. Nov 18th, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ১ মার্চ | Today's Historical Events 1 Marchআজকের দিনে ইতিহাসের পাতায় ১ মার্চ | Today's Historical Events 1 March

আজকের দিনে ইতিহাসের পাতায় ১ মার্চ | Today’s Historical Events 1 March in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ১ মার্চ  : Today’s Historical Events 1 March in Bengali : আজকের বিখ্যাত দিনে ১ মার্চ ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ১ মার্চ  : Today’s Historical Events 1 March) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ১ মার্চ।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১ মার্চ | Today’s Famous Day or Important Day in Bengali : 1 March

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১ মার্চ – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 1 March. On this day Important Day in Bengali)

1 March : আজ ১ মার্চ – শূন্য বৈষম্য দিবস।

1 March : আজ ১ মার্চ – বাংলাদেশের ভোটার দিবস।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ মার্চ | Today’s Famous Day in History (Bengali) : 1 March

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ মার্চ | Today’s famous day in the history of India (Bengali) : 1 March

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ মার্চ । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 1 March. Today’s Famous day on 1 March in India. On this day Historical Famous Events in India)

1 March 1640 : ১৬৪০ সালের আজকের দিনে ব্রিটিশরা মাদ্রাজে বাণিজ্য কেন্দ্র স্থাপনের অনুমতি পায় ভারতের তৎকালীন শাসকের থেকে।

1 March 1776 : ১৭৭৬ সালের আজকের দিনে পুরাধার চুক্তি স্বাক্ষরিত হয় মারাঠা ও ব্রিটিশ সেনাবাহিনীর মধ্যে।  

1 March 1819 : ১৮১৯ সালের আজকের দিনে শ্রীরামপুরে “ব্যাংক অফ শ্রীরামপুর”প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি, জোসুয়া মার্শম্যান ও উইলিয়াম ইয়ার্ড।

1 March 1848 : ১৮৪৮ সালের আজকের দিনে ভারতে ভয়াভয় ভূমিকম্পে এক হাজার জনের প্রাণহানি হয়।

1 March 1861 : ১৮৬১ সালের আজকের দিনে প্রখ্যাত ঐতিহাসিক অক্ষয়কুমার মৈত্রেয়’র জন্ম হয়।

1 March 1883 : ১৮৮৩ সালের আজকের দিনে কবি কুমুদরঞ্জন মল্লিকের জন্ম হয়।

1 March 1917 : ১৯১৭ সালের আজকের দিনে ভারতীয় লেখক কার্টার সিং দগালের জন্ম হয়। তিনি ছোট গল্প, নাটক, উপন্যাস নাটক লিখেছেন। তিনি অল ইন্ডিয়া রেডিও পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন এবং ১৯৮৮ সালে ভারত সরকার পদ্ম ভূষণ এবং সাহিত্য একাডেমী ফেলোশিপ প্রদান করেন।

1 March 1924 : ১৯২৪ সালের আজকের দিনে গোপীনাথ সাহা, শহীদ হন যিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে বাঙালি বিপ্লবী ছিলেন।

1 March 1930 : ১৯৩০ সালের আজকের দিনে বিখ্যাত শিল্পপতি আর.পি.জি গ্রুপের প্রতিষ্ঠাতা রমা প্রসাদ গোয়েঙ্কার জন্ম হয়।

1 March 1932 : ১৯৩২ সালের আজকের দিনে বঙ্গোপসাগরের চট্টগ্রাম ও তার আশেপাশে বন্দী স্বাধীনতার পক্ষের 12 বিপ্লবীদের, যাবজ্জীবন নির্বাসন, দুই-তিন বছরের কারাদণ্ডে বাকী ৩২ জনকে খালাস দেওয়া হয়েছে।

1 March 1944 : ১৯৪৪ সালের আজকের দিনে পশ্চিমবাংলার সপ্তম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম হয়। তিনি মুখ্যমন্ত্রী পদে ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত ছিলেন।

1 March 1945 : ১৯৪৫ সালের আজকের দিনে প্রখ্যাত যুক্তিবাদী প্রবীর ঘোষের  জন্ম হয়।

1 March 1953 : ১৯৫৩ সালের আজকের দিনে এম কে স্ট্যালিন, তামিলনাড়ুর একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ডি.এম.কে রাজনৈতিক দলের সভাপতি। তিনি ১৯৯৬ থেকে ২০০২ পর্যন্ত চেন্নাইয়ের ৩৭তম মেয়র এবং ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত তামিলনাডুর প্রথম উপ-মুখ্যমন্ত্রী ছিলেন।  

1 March 1989 : ১৯৮৯ সালের আজকের দিনে বসন্তদাদা পাতিলের মৃত্যু হয়। তিনি ছিলেন মহারাষ্ট্রের ৬ষ্ঠ মুখ্যমন্ত্রী এবং দশম গভর্ণর।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ মার্চ | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 1 March

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ মার্চ : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

1 March 1940 : ১৯৪০ সালের আজকের দিনে  যিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাফাত জামিল বীর বিক্রম জন্মগ্রহণ করেন।

1 March 1971 : ১৯৭১ সালের আজকের দিনে ১ মার্চ হঠাৎ করেই জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। এতে প্রতিবাদে ফেটে পড়ে গোটা দেশ।স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠনের প্রথম ধাপ ও কারণ ছিল এটি।  

1 March 1985 : ১৯৮৫ সালের আজকের দিনে বাংলাদেশে রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করেন তৎকালীন জেনারেল এরশাদ।

1 March 1997 : ১৯৯৭ সালের আজকের দিনে বাংলাদেশে প্রথম টেলিফোন ব্যাংকিং সার্ভিস চালু হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ মার্চ | Today’s famous day in the history of the world (Bengali) : 1 March

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১ মার্চ, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 1 March, Today’s Famous day on 1 March in the World. On this day Historical Famous Events in The World)

1 March 1498 : ১৪৯৮ সালের আজকের দিনে ভাস্কো দা গামা-এর মোজাম্বিক আবিষ্কার হিসেবে এই দিনটি খ্যাত।

1 March 1611 : ১৬১১ সালের আজকের দিনে জন পেলের জন্ম হয়। তিনি ছিলেন একজন ইংরেজ বীজগণিতবিদ, জ্যামিতিজ্ঞ এবং জোতির্বিদ।

1 March 1811 : ১৮১১ সালের আজকের দিনে মোহাম্মদ আলী মামলুকদের পরাস্ত করে মিশরের ক্ষমতা দখল করেন।  

1 March 1815 : ১৮১৫ সালের আজকের দিনে এলবা দ্বীপ থেকে পালানোর পর নেপোলিয়ন বোনাপার্টের মাত্র ১০০ দিনের শাসনকাল সূচনা হয়।

1 March 1892 : ১৮৯২ সালের আজকের দিনে রিয়ুনোসুকি অকুতাগাওয়া-এর জন্ম হয়। তিনি পরবর্তীকালে জাপানের একজন বিশিষ্ট সাহিত্যিক ও ছোটগল্পের জনক বলে প্রতিষ্ঠিত হন।

1 March 1901 : ১৯০১ সালের আজকের দিনে অস্ট্রেলিয়ান সেনাবাহিনী গঠিত করা হয়।

1 March 1911 : ১৯১১ সালের আজকের দিনে  ডাচ জৈব রসায়নবিদ এবং রসায়নে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী ‘ইয়াকোবুস হেনরিকুস ফান্ট হফ’ এর মৃত্যু হয়।

1 March 1912 : ১৯১২ সালের আজকের দিনে উড়ন্ত বিমান থেকে আকাশে প্যারাসুটে অবতরণের মাধ্যমে প্যারাসুটের প্রথম ব্যবহার করেন আলবার্ট বেরী।

1 March 1914 : ১৯১৪ সালের আজকের দিনে আন্তর্জাতিক পোস্টাল ইউনিয়নে চীন অংশগ্রহণ করে।

1 March 1943 : ১৯৪৩ সালের আজকের দিনে আলেকজেন্ডার ইরসিন মারা যান যিনি ফ্রান্স-সুইস চিকিৎসক ও ব্যাকটেরিওলজিস্ট এবং ইরসিনিয়া পেস্টিস-এর আবিস্কারক।

1 March 1956 : ১৯৫৬ সালের আজকের দিনে ডালিয়া গ্রাইবস্কেইটের জন্ম হয়। তিনি পরবর্তীকালে লিথুয়ানিয়ার প্রখ্যাত রাজনীতিবিদ এবং রাষ্ট্রপতি হন।

1 March 1971 : ১৯৭১ সালের আজকের দিনে ইয়াহিয়া খান কর্তৃক পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকাল স্থগিত ঘোষণা করে।

1 March 1990 : ১৯৯০ সালের আজকের দিনে লিথুনিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

1 March 1995 : ১৯৯৫ সালের আজকের দিনে জর্জেস জে এফ কোহলার মারা যান যিনি জার্মান জীববিজ্ঞানী, চিকিত্সাবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী।

আজকের বিখ্যাত জন্মদিন : ১ মার্চ | Today Famous Birthdays : 1 March

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 1 March. On this day Famous Birthdays in Bengali)

1 March 1861 : ১৮৬১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন অক্ষয়কুমার মৈত্রেয়, বাঙালি ইতিহাসবিদ (মৃত্যু: 1930)।

1 March 1903 : ১৯০৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বিষ্ণুপদ মুখোপাধ্যায়, ভারতে ভেষজ সংস্কারের অন্যতম উদ্যোক্তা (মৃত্যু: 1979)।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১ মার্চ | Today Famous Deaths : 1 March

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 1 March. On this day Famous Deaths in Bengali)

1 March 1898 : ১৮৯৮ সালের আজকের দিনে জর্জ ব্রুস ম্যালসন, ভারতে ইংরেজ কর্মকর্তা এবং লেখক, 72 বছর বয়সে মারা যান।

1 March 1994 : ১৯৯৪ সালের আজকের দিনে মনমোহন দেশাই, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা (আমার আকবর অ্যান্টনি, সুহাগ) 57 বছর বয়সে মারা যান।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ১ মার্চ | Today’s History Question and Answer : 1 March | History QNA 

  1. শূন্য বৈষম্য দিবস কবে পালন করা হয়?

Ans. ১ মার্চ (1 March) শূন্য বৈষম্য দিবস পালন করা হয়।

  1. বাংলাদেশের ভোটার দিবস কবে পালন করা হয়?

Ans. ১ মার্চ (1 March) বাংলাদেশের ভোটার দিবস পালন করা হয়।

  1. বাঙালি ইতিহাসবিদ অক্ষয়কুমার মৈত্রেয় কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৬১ সালের ১ মার্চ (1 March 1861) বিখ্যাত বাঙালি ইতিহাসবিদ অক্ষয়কুমার মৈত্রেয় জন্মগ্রহণ করেন।

  1. ভারতে ভেষজ সংস্কারের অন্যতম উদ্যোক্তা বিষ্ণুপদ মুখোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯০৩ সালের ১ মার্চ (1 March 1903) ভারতে ভেষজ সংস্কারের অন্যতম উদ্যোক্তা বিষ্ণুপদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

  1. ভারতে ইংরেজ কর্মকর্তা এবং লেখক জর্জ ব্রুস ম্যালসন কবে মারা যান?

Ans. ১৮৯৮ সালের ১ মার্চ (1 March 1898) ভারতে ইংরেজ কর্মকর্তা এবং লেখক জর্জ ব্রুস ম্যালসন মারা যান।

  1. ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মনমোহন দেশাই কবে মারা যান?

Ans. ১৯৯৪ সালের ১ মার্চ (1 March 1994) ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মনমোহন দেশাই মারা যান।

  1. ব্রিটিশরা মাদ্রাজে বাণিজ্য কেন্দ্র স্থাপনের অনুমতি কবে পায়?

Ans. ১৬৪০ সালের ১ মার্চ (1 March 1640) ব্রিটিশরা মাদ্রাজে বাণিজ্য কেন্দ্র স্থাপনের অনুমতি পায় ভারতের তৎকালীন শাসকের থেকে।

  1. কবি কুমুদরঞ্জন মল্লিক কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৮৩ সালের ১ মার্চ (1 March 1883) কবি কুমুদরঞ্জন মল্লিক জন্মগ্রহণ করেন।

  1. বিখ্যাত শিল্পপতি আর.পি.জি গ্রুপের প্রতিষ্ঠাতা রমা প্রসাদ গোয়েঙ্কার কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৩০ সালের ১ মার্চ (1 March 1930) বিখ্যাত শিল্পপতি আর.পি.জি গ্রুপের প্রতিষ্ঠাতা রমা প্রসাদ গোয়েঙ্কার কবে জন্মগ্রহণ করেন

  1. প্রখ্যাত যুক্তিবাদী প্রবীর ঘোষ কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৪৫ সালের ১ মার্চ (1 March 1945) প্রখ্যাত যুক্তিবাদী প্রবীর ঘোষ জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত দিনে ১ মার্চ – The Famous Day 1 March in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ১ মার্চ | Today’s Historical Events : 1 March (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *