Close Ad close
Breaking
Mon. Jan 13th, 2025
আজকের দিনে ইতিহাসের পাতায় ১০ এপ্রিল | Today’s Historical Events 10 Aprilআজকের দিনে ইতিহাসের পাতায় ১০ এপ্রিল | Today’s Historical Events 10 April

আজকের দিনে ইতিহাসের পাতায় ১০ এপ্রিল | Today’s Historical Events 10 April in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ১০ এপ্রিল  : Today’s Historical Events 10 April in Bengali : আজকের বিখ্যাত দিনে ১০ এপ্রিল ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ১০ এপ্রিল  : Today’s Historical Events 10 April) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ১০ এপ্রিল।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১০ এপ্রিল | Today’s Famous Day or Important Day in Bengali : 10 April

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১০ এপ্রিল – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 10 April. On this day Important Day in Bengali)

10 April : আজ ১০ এপ্রিল – বিশ্ব হোমিওপ্যাথি দিবস (World Homeopathy Day)। জার্মানির স্যাক্সনি প্রদেশে মেসেন শহরে ১৭৫৫ সালের ১০ই এপ্রিল মধ্য রাতের পর হোমিওপ্যাথি চিকিৎসার আবিষ্কারক স্যার ডা. স্যামুয়েল হ্যানিমেন জন্ম গ্রহণ করেন। আজ এই বিখ্যাত চিকিৎসকের জন্মদিন। ২০০৩ সাল থেকে বিশ্বব্যাপী হ্যানিমেনের জন্মদিন ‘বিশ্ব হোমিওপ্যাথি দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। Homeopathy ইংরেজী শব্দটি গ্রীক শব্দ Homeo বা Homoios বা Pathy বা Pathos হতে উৎপন্ন হয়েছে। গ্রীক ভাষায় হোমিও মানে সদৃশ, like similarly বা pathos মানে উপায় পদ্ধতি বা কষ্টভোগ। অর্থাৎ হোমিওপ্যাথির অর্থ হল ‘‍‍সদৃশ রোগ বা সদৃশ দুর্ভোগ’।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ এপ্রিল | Today’s Famous Day in History (Bengali) : 10 April

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ এপ্রিল | Today’s famous day in the history of India (Bengali) : 10 April

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ এপ্রিল । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 10 April. Today’s Famous day on 10 April in India. On this day Historical Famous Events in India)

10 April 1875 : ১৮৭৫ সালের আজকের দিনে স্বামী দয়ানন্দ সরস্বতী ‘আর্যসমাজ’-এর প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন।

10 April 1894 : ১৮৯৪ সালের আজকের দিনে ভারতের স্বনামধন্য ব্যবসায়ী ঘনশ্যাম দাস বিড়লার জন্ম হয়।

10 April 1901 : ১৯০১ সালের আজকের দিনে বিশিষ্ট বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ অমিয় চক্রবর্তীর জন্ম হয়।

10 April 1917 : ১৯১৭ সালের আজকের দিনে গান্ধীজির ‘চম্পারণ সত্যাগ্রহ’-এর সূচনা হয়।

10 April 1932 : ১৯৩২ সালের আজকের দিনে ভারতের ক্লাসিক্যাল সংগীতের বিশিষ্ট গায়িকা কিশোরী আমোনকার  জন্মগ্রহণ করেন।

10 April 1995 : ১৯৯৫ সালের আজকের দিনে ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের মৃত্যু হয়।

10 April 2016 : ২০১৬ সালের আজকের দিনে ভারতের কেরালা রাজ্যের পুত্তিনগাল মন্দিরে আতসবাজির প্রদর্শনীর সময় ভয়াবহ বিস্ফোরণের ফলে প্রায় একশত জন মৃত্যুমুখে পতিত হয় এবং প্রায় চারশত জন আহত হন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ এপ্রিল | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 10 April

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ এপ্রিল : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

10 April 1964 : ১৯৬৪ সালের আজকের দিনে বাংলাদেশের নারী মুক্তি আন্দোলনের বিশিষ্ট নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ পরলোক গমন করেন।

10 April 1971 : ১৯৭১ সালের আজকের দিনে মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয়।

10 April 2013 : ২০১৩ সালের আজকের দিনে বাংলাদেশী সমাজ কর্মী  বিনোদ বিহারী চৌধুরীর মৃত্যু হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ এপ্রিল | Today’s famous day in the history of the world (Bengali) : 10 April

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ এপ্রিল, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 10 April, Today’s Famous day on 10 April in the World. On this day Historical Famous Events in The World)

10 April 1825 : ১৮২৫ সালের আজকের দিনে হাওয়াই দীপপুঞ্জের প্রথম হোটেলটির উদ্বোধন হয়।

10 April 1912 : ১৯১২ সালের আজকের দিনে আর.এম.এস টাইটানিক ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে তাঁর প্রথম এবং একইসাথে শেষবারের মতো সমুদ্রযাত্রা করে।

10 April 1946 : ১৯৪৬ সালের আজকের দিনে জাপানের আইনসভার প্রথম নির্বাচনটি অনুষ্ঠিত হয়।

10 April 1970 : ১৯৭০ সালের আজকের দিনে পল ম্যাককার্টনি আনুষ্ঠানিকভাবে ‘বিটলস্’ ব্যান্ডকে দুটি ভাগে ভেঙে ফেলার কথা ঘোষণা করে দেন।

10 April 1972 : ১৯৭২ সালের আজকের দিনে ইরানের ফারস্ অঞ্চলে রিখটার স্কেলে ৭.০ মাত্রার ভূমিকম্পের ফলে ওই অঞ্চলের মোট জনসংখ্যার ১/৫ শতাংশ মৃত্যুমুখে পতিত হয়।

10 April 1973 : ১৯৭৩ সালের আজকের দিনে পাকিস্তানে সংবিধানকে রদ করে দেওয়া হয়।

10 April 1973 : ১৯৭৩ সালের আজকের দিনে বিশিষ্ট ব্রাজিলীয় ফুটবলার রোবের্তো কার্লোসের জন্ম হয়।

10 April 2010 : ২০১০ সালের আজকের দিনে পোল্যান্ডের বিমান তু-১৫৪এম রাশিয়ার স্মোলেনস্ক-এর কাছে ভেঙে পড়ার ফলে বিমানে থাকা পোলিশ রাষ্ট্রপতি লেচ্ ক্যাসেন্সকি সহ ছিয়ানব্বই জন মৃত্যুমুখে পতিত হন।

10 April 2013 : ২০১৩ সালের আজকের দিনে সেনকাকু দীপপুঞ্জের সংলগ্ন অঞ্চলে মৎসজীবিকামূলক অধিকারসমূহকে কেন্দ্র করে জাপান ও তাইওয়ানের মধ্যে একটি সমঝোতা গড়ে ওঠে।

10 April 2014 : ২০১৪ সালের আজকের দিনে সিরিয়ার যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত বোমার বিস্ফোরণের ফলে ৮৮ জন সিরিয়ান নাগরিকের মৃত্যুমুখে পতিত হন।

10 April 2014 : ২০১৪ সালের আজকের দিনে ইউরোপিয়ান কাউন্সিল রাশিয়ার ভোটদানের অধিকারকে রদ করে দেয়।

10 April 2015 : ২০১৫ সালের আজকের দিনে অস্ট্রেলীয় বিশিষ্ট ক্রিকেট অধিনায়ক রিচি বেনোর মৃত্যু হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ১০ এপ্রিল | Today Famous Birthdays : 10 April

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 10 April. On this day Famous Birthdays in Bengali)

10 April 1755 : ১৭৫৫ সালে আজকের দিনে জার্মানিতে জন্ম গ্রহণ করেন হোমিওপ্যাথি চিকিৎসাবিদ্যার জনক সামুয়েল হানেমান (Samuel Hahnemann)। তিনি ১৮০৫ সালে হোমিওপ্যাথি চিকিৎসা চালু করেন। ১৮১০ সালে চিকিৎসা নিয়মাবলী গ্রন্থ অর্গানন অব রেসনাল হেলিং আর্ট(Organon der rationellen Heilkunde) জার্মানি ভাষায় প্রকাশ করেন পরবর্তীতে যা অর্গানন অব মেডিসিন নামে প্রকাশিত হয় অর্গানন গ্রন্থ প্রকাশ করেন।

10 April 1894 : ১৮৯৪ সালে আজকের দিনে রাজস্থানে জন্ম গ্রহণ করেন ভারতের স্বনামধন্য ব্যবসায়ী ঘনশ্যাম দাস বিড়লা (Ghanshyam Das Birla/G.D. Birla)।

10 April 1897 : ১৮৯৭ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন স্বাধীনতা সংগ্রামী ও পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী(৮ই জুলাই, ১৯৬২ –১৫ই মার্চ, ১৯৬৭) প্রফুল্লচন্দ্র সেন (Prafulla Chandra Sen)।

10 April 1901 : ১৯০১ সালে আজকের দিনে শ্রীরামপুরে(হুগলি) জন্ম গ্রহণ করেন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ অমিয় চক্রবর্তী (Amiya Chakravarty)। অমিয় চক্রবর্তীর কাব্যগ্রন্থের সংখ্যা ১৫; তাঁর প্রথম প্রকাশিত বই কবিতাবলী (১৯২৪-২৫)। তাঁর অন্যান্য গ্রন্থ: খসড়া (১৯৩৮), এক মুঠো (১৯৩৯), মাটির দেয়াল (১৯৪২), অভিজ্ঞান বসন্ত (১৯৪৩), পারাপার (১৯৫৩), পালাবদল (১৯৫৫), হারানো অর্কিড (১৯৬৬), অমরাবতী (১৯৭২), অনিঃশেষ (১৯৭৬), নতুন কবিতা (১৯৮০), চলো যাই (১৯৬২), সাম্প্রতিক (১৯৬৩)। তাছাড়া ইংরেজি ভাষায় রচিত তাঁর ৯টি বই রয়েছে। কবিতার জন্য তিনি বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। উল্লেখযোগ্য পুরস্কার: ইউনেস্কো পুরস্কার (১৯৬০), ভারতীয় ন্যাশনাল একাডেমী পুরস্কার। বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে ‘দেশিকোত্তম’ (১৯৬৩) এবং ভারত সরকার ‘পদ্মভূষণ’ (১৯৭০) উপাধিতে ভূষিত করেন। 

10 April 1928 : ১৯২৮ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ভারতীয় অর্থনীতিবিদ, বামপন্থী লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব অশোক মিত্র (Ashok Mitra)। মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমলে 1977 থেকে 1987 পর্যন্ত পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী ছিলেন তিনি। 1990-এর দশকের মাঝামাঝিতে তিনি রাষ্ট্রসভার সদস্য হন এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন।

10 April 1931 : ১৯৩১ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ভারতীয় বাঙালি লেখক, সাংবাদিক নিমাই ভট্টাচার্য (Nimai Bhattacharya)। সাংবাদিকতার মাধ্যমেই তার কর্মজীবন শুরু হয় এবং তিনি দীর্ঘ পঁচিশ বছর দিল্লিতে ভারতীয় পত্রিকার রাজনৈতিক-কূটনৈতিক-সংসদীয় সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৬৩ সালে তার লেখা একটি উপন্যাস কলকাতার সাপ্তাহিক ‘অমৃতবাজার’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এবং তা ব্যাপক প্রশংসা অর্জন করে। নিমাইয়ের প্রকাশিত বইয়ের সংখ্যা ১৫০ -এর অধিক। বাংলা সাহিত্যে ‘মেমসাহেব’ উপন্যাসটি তার সবচেয়ে উল্লেখযোগ্য রচনা। 

10 April 1932 : ১৯৩২ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন ভারতের ক্লাসিক্যাল সংগীতের বিশিষ্ট গায়িকা কিশোরী আমোনকা (Kishori Ravindra Amonkar)। তিনি মূলত: শাস্ত্রীয় রীতির খেয়াল এবং হালকা শাস্ত্রীয় ঘরানার ঠুমরী ও ভজন জাতীয় গানের জন্য পরিচিত।

10 April 1964 : ১৯৬৪ সালে আজকের দিনে হরিয়ানায় জন্ম গ্রহণ করেন বিশিষ্ট শেফ সঞ্জিব কাপুর (Sanjeev Kapoor)। He hosted the popular TV show Khana Khazana, the longest running show of its kind in Asia which was broadcast in 120 countries and in 2010 had more than 500 million viewers. He is also the first chef in the world to own a 24X7 food and lifestyle channel, Food Food which was launched in January 2011.

10 April 1973 : ১৯৭৩ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন বিশিষ্ট ব্রাজিলীয় ফুটবলার রোবের্তো কার্লোস (Roberto Carlos da Silva Rocha)।

10 April 1986 : ১৯৮৬ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন ভারতীয় অভিনেত্রী, কন্ঠ অভিনেত্রী, মডেল, টেলিভিশন উপস্থাপক আয়েষা টাকিয়া (Ayesha Takia Azmi)।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১০ এপ্রিল | Today Famous Deaths : 10 April

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 10 April. On this day Famous Deaths in Bengali)

10 April 1984 : ১৯৮৪ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন জনপ্রিয় বাঙালি ঔপন্যাসিক ও ছোটগল্পকার সুমথনাথ ঘোষ (Sumathnath Ghosh)। তিনি একশোরও বেশি বই লিখেছেন ৷ তার প্রথম উপন্যাস ‘সুদূরের পিয়াসী’ ১৯৪১ খ্রিস্টাব্দে এবং প্রথম গল্পসংগ্রহ ‘জটিলতা’১৯৪২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ‘বাঁকা স্রোত’ প্রকাশিত হয় ১৯৪৩ খ্রিস্টাব্দে৷ শিশু-কিশোরদের জন্য তিনি লিখেছেন ‘মোহন সিং-এর বাঁশি’, ‘ছোটদের বিশ্বসাহিত্য’ প্রভৃতি। তার লিখিত ভ্রমণকাহিনি, উপন্যাস সুদূরের পিয়াসী, বাঁকা স্রোত, প্রভৃতি বাংলা সাহিত্যে বিশেষ আলোড়ন তুলতে সক্ষম হয়েছিলো

10 April 1995 : ১৯৯৫ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ(INC) এবং চতুর্থ প্রধানমন্ত্রী(২৪ মার্চ ১৯৭৭ – ২৮ জুলাই ১৯৭৯) মোরারজি দেশাই (Morarji Ranchhodji Desai)।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ১০ এপ্রিল | Today’s History Question and Answer : 10 April | History QNA 

  1. বিশ্ব হোমিওপ্যাথি দিবস (World Homeopathy Day) কবে পালন করা হয়?

Ans. ১০ এপ্রিল (10 April) বিশ্ব হোমিওপ্যাথি দিবস (World Homeopathy Day) পালন করা হয়।

  1. বিশিষ্ট শেফ সঞ্জিব কাপুর কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৬৪ সালের ১০ এপ্রিল (10 April 1964) বিশিষ্ট শেফ সঞ্জিব কাপুর জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় অভিনেত্রী, কন্ঠ অভিনেত্রী, মডেল, টেলিভিশন উপস্থাপক আয়েষা টাকিয়া কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৮৬ সালের ১০ এপ্রিল (10 April 1986) ভারতীয় অভিনেত্রী, কন্ঠ অভিনেত্রী, মডেল, টেলিভিশন উপস্থাপক আয়েষা টাকিয়া জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত দিনে ১০ এপ্রিল – The Famous Day 10 April in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ১০ এপ্রিল | Today’s Historical Events : 10 April (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *