Close Ad close
Breaking
Sun. Jan 19th, 2025
আজকের দিনে ইতিহাসের পাতায় ১০ ফেব্রুয়ারি | Today's Historical Events 10 Februaryআজকের দিনে ইতিহাসের পাতায় ১০ ফেব্রুয়ারি | Today's Historical Events 10 February

আজকের দিনে ইতিহাসের পাতায় ১০ ফেব্রুয়ারি | Today’s Historical Events 10 February in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ১০ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 10 February in Bengali : আজকের বিখ্যাত দিনে ১০ ফেব্রুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ১০ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 10 February) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ১০ ফেব্রুয়ারি।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১০ ফেব্রুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 10 February


আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১০ ফেব্রুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 10 February. On this day Important Day in Bengali)

10 February : আজ ১০ ফেব্রুয়ারি – জাতীয় কৃমিনাশক দিবস (National Deworming Day)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ ফেব্রুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 10 February

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 10 February

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ ফেব্রুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 10 February. Today’s Famous day on 10 February in India. On this day Historical Famous Events in India)

10 February 1846 : ১৮৪৬ সালের আজকের দিনে ব্রিটিশরা শিবারকে ভারতের সোবরানের যুদ্ধে পরাজিত করেছিল।

10 February 1847 : ১৮৪৭ সালের এই দিনে বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট  কবি নবীনচন্দ্র সেন জন্মগ্রহণ করেন।

10 February 1859 : ১৮৫৯ সালের আজকের দিনে জেনারেল হর্সফোর্ড ভারতীয় বিদ্রোহে ওউদের বেগম এবং নানা সাহেবকে পরাজিত করেছিলেন।

10 February 1930 : ১৯৩০ সালের এই দিনে বিশিষ্ট বাঙালি ইতিহাসবিদ অক্ষয়কুমার মৈত্রেয় পরলোক গমন করেন।

10 February 1952 : ১৯৫২ সালের আজকের দিনে ভারত তার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়: প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ক্ষমতায় এসেছিলেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 10 February

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

10 February 1938 : ১৯৩৮ সালের এই দিনে বাংলাদেশী বিখ্যাত সঙ্গীত শিল্পী আব্দুল জব্বার জন্মগ্রহণ করেন।

10 February 1972 : ১৯৭২ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয় জাপান।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 10 February

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১০ ফেব্রুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 10 February, Today’s Famous day on 10 February in the World. On this day Historical Famous Events in The World)

10 February 1890 : ১৮৯০ সালের এই দিনে সাহিত্যে নোবেল জয়ী রাশিয়ার বিশিষ্ট লেখক বরিস পাস্তেরনাক জন্মগ্রহণ করেন।

10 February 1996 : ১৯৯৬ সালের এই দিনে আইবিএম সুপার কম্পিউটার ডীপ ব্লু প্রথমবারের মতো দাবা খেলায় বিখ্যাত দাবাড়ু গ্যারী কাসপারভকে পরাজিত করে।

আজকের বিখ্যাত জন্মদিন : ১০ ফেব্রুয়ারি | Today Famous Birthdays : 10 February

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 10 February. On this day Famous Birthdays in Bengali)

10 February 1887 : ১৮৮৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন শ্যামমোহিনী দেবী , নিখিল ভারত নারীশিক্ষা পরিষদের প্রতিষ্ঠাত্রী।

10 February 1942 : ১৯৪২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতের বাঙালি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১০ ফেব্রুয়ারি | Today Famous Deaths : 10 February

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 10 February. On this day Famous Deaths in Bengali)

10 February 1974 : ১৯৭৪ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন পাহাড়ী সান্যাল একজন বাঙালি চলচ্চিত্র অভিনেতা।

10 February 2016 : ২০১৬ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন অরবিন্দ মুখোপাধ্যায়, ভারতের বাঙালি চলচ্চিত্র পরিচালক।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ১০ ফেব্রুয়ারি | Today’s History Question and Answer : 10 February | History QNA 

  1. জাতীয় কৃমিনাশক দিবস (National Deworming Day) পালন করা হয়?

Ans. ১০ ফেব্রুয়ারি (10 February) জাতীয় কৃমিনাশক দিবস (National Deworming Day) পালন করা হয়।

  1. নিখিল ভারত নারীশিক্ষা পরিষদের প্রতিষ্ঠাত্রী শ্যামমোহিনী দেবী কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৮৭ সালের ১০ ফেব্রুয়ারি (10 February 1887) নিখিল ভারত নারীশিক্ষা পরিষদের প্রতিষ্ঠাত্রী শ্যামমোহিনী দেবী জন্মগ্রহণ করেছিলেন।

  1. ভারতের বাঙালি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৪২ সালের ১০ ফেব্রুয়ারি (10 February 1942) ভারতের বাঙালি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

  1. বাঙালি চলচ্চিত্র অভিনেতা পাহাড়ী সান্যাল কবে মারা যান?

Ans. ১৯৭৪ সালের ১০ ফেব্রুয়ারি (10 February 1974) বাঙালি চলচ্চিত্র অভিনেতা পাহাড়ী সান্যাল মারা যান।

  1. ভারতের বাঙালি চলচ্চিত্র পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় কবে মারা যান?

Ans. ২০১৬ সালের ১০ ফেব্রুয়ারি (10 February 2016) ভারতের বাঙালি চলচ্চিত্র পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় মারা যান।

  1. সাহিত্যের একজন বিশিষ্ট  কবি নবীনচন্দ্র সেন কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৪৭ সালের ১০ ফেব্রুয়ারি (10 February 1847) সাহিত্যের একজন বিশিষ্ট  কবি নবীনচন্দ্র সেন জন্মগ্রহণ করেন।

  1. বাংলাদেশী বিখ্যাত সঙ্গীত শিল্পী আব্দুল জব্বার কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৩৮ সালের ১০ ফেব্রুয়ারি (10 February 1938) বাংলাদেশী বিখ্যাত সঙ্গীত শিল্পী আব্দুল জব্বার জন্মগ্রহণ করেন।

  1. কবে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয় জাপান?

Ans. ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি (10 February 1972) বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয় জাপান।

  1. সাহিত্যে নোবেল জয়ী রাশিয়ার বিশিষ্ট লেখক বরিস পাস্তেরনাক কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৯০ সালের ১০ ফেব্রুয়ারি (10 February 1890) সাহিত্যে নোবেল জয়ী রাশিয়ার বিশিষ্ট লেখক বরিস পাস্তেরনাক জন্মগ্রহণ করেন।

  1. আইবিএম সুপার কম্পিউটার ডীপ ব্লু প্রথমবারের মতো দাবা খেলায় বিখ্যাত দাবাড়ু গ্যারী কাসপারভকে কবে পরাজিত করে?

Ans. ১৯৯৬ সালের ১০ ফেব্রুয়ারি (10 February 1996) আইবিএম সুপার কম্পিউটার ডীপ ব্লু প্রথমবারের মতো দাবা খেলায় বিখ্যাত দাবাড়ু গ্যারী কাসপারভকে পরাজিত করে।

আজকের বিখ্যাত দিনে ১০ ফেব্রুয়ারি – The Famous Day 10 February in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ১০ ফেব্রুয়ারি | Today’s Historical Events : 10 February (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *