Close Ad close
Breaking
Wed. Jan 15th, 2025
আজকের দিনে ইতিহাসের পাতায় ১১ এপ্রিল | Today’s Historical Events 11 Aprilআজকের দিনে ইতিহাসের পাতায় ১১ এপ্রিল | Today’s Historical Events 11 April

আজকের দিনে ইতিহাসের পাতায় ১১ এপ্রিল | Today’s Historical Events 11 April in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ১১ এপ্রিল  : Today’s Historical Events 11 April in Bengali : আজকের বিখ্যাত দিনে ১১ এপ্রিল ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ১১ এপ্রিল  : Today’s Historical Events 11 April) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ১১ এপ্রিল।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১১ এপ্রিল | Today’s Famous Day or Important Day in Bengali : 11 April

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১১ এপ্রিল – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 11 April. On this day Important Day in Bengali)

11 April : আজ ১১ এপ্রিল – ভারতের জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস (National Safe Motherhood Day)। ২০০৩ সালের ১১ই এপ্রিল ভারতবর্ষে জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জাতির জনক গান্ধীজির সহধর্মিনী কস্তুবা গান্ধীর জন্মবার্ষিকী হিসেবে ১১ই এপ্রিল এই দিনটিকে ভারত সরকার জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস হিসেবে ঘােষিত করে। এ ব্যাপারে প্রথম উদ্যোগ নেয় হােয়াইট রিবন আলায়েন্স ইন্ডিয়া বা WRAI নামের একটি সংস্থা। গর্ভকালীন অবস্থায় প্রসবের সময় এবং তার পরবর্তী সময়ে যাতে সম্পূর্ণ যত্ন ও চিকিৎসা থেকে মহিলারা বঞ্চিত না হয়। ভারতবর্ষ বিশ্বের প্রথম দেশ যেখানে সরকারিভাবে জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস ঘােষণা করা হয়।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ এপ্রিল | Today’s Famous Day in History (Bengali) : 11 April

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ এপ্রিল | Today’s famous day in the history of India (Bengali) : 11 April

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ এপ্রিল । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 11 April. Today’s Famous day on 11 April in India. On this day Historical Famous Events in India)

11 April 1827 : ১৮২৭ সালে আজকের দিনে চিন্তাবিদ, সমাজ সংস্কারক এবং মারাঠি লেখক মহাত্মা জ্যোতিরাও গোভিন্দরাও ফুলের জন্ম হয়।

11 April 1869 : ১৮৬৯ সালে আজকের দিনে মহাত্মা গান্ধীর স্ত্রী কস্তুরবা গান্ধীর জন্ম হয়।

11 April 1887 : ১৮৮৭ সালে আজকের দিনে  বিখ্যাত চিত্রকর যামিনী রায়ের জন্ম হয়।

11 April 1904 : ১৯০৪ সালে আজকের দিনে  বিখ্যাত গায়ক কুন্দনলাল সায়গলের জন্ম হয়।

11 April 1927 : ১৯২৭ সালে আজকের দিনে ভারতীয় পণ্ডিত লোকেশ চন্দ্রের জন্ম হয়।

11 April 2009 : ২০০৯ সালে আজকের দিনে হিন্দি লেখক বিষ্ণু প্রভাকরের মৃত্যু হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ এপ্রিল | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 11 April

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ এপ্রিল : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

11 April 1969 : ১৯৬৯ সালে আজকের দিনে বাংলাদেশি রাজনীতিবিদ জাহিদ মালেকের জন্ম হয়

11 April 1971 : ১৯৭১ সালে আজকের দিনে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তাজউদ্দীন আহমেদ।

11 April 2015 : ২০১৫ সালে আজকের দিনে বাংলাদেশি রাজনীতিবিদ ও সাংবাদিক মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যু হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ এপ্রিল | Today’s famous day in the history of the world (Bengali) : 11 April

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ এপ্রিল, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 11 April, Today’s Famous day on 11 April in the World. On this day Historical Famous Events in The World)

11 April 1905 : ১৯০৫ সালে আজকের দিনে আইনষ্টাইন তার আপেক্ষিকতার তত্ত্ব (থিওরী অফ রিলেটিভিটি) প্রকাশ করেন।

11 April 1909 : ১৯০৯ সালে আজকের দিনে ইজরায়েলে তেল আভিভ শহরটির পত্তন হয়।

11 April 1919 : ১৯১৯ সালে আজকের দিনে আন্তর্জাতিক শ্রম সংগঠন (ILO) স্থাপিত হয়।

11 April 1968 : ১৯৬৮ সালে আজকের দিনে আমেরিকার রাষ্ট্রপতি জনসন সিভিল রাইট আ্যক্টে সই করেন।

11 April 1972 : ১৯৭২ সালে আজকের দিনে সোভিয়েত রাশিয়া পরীক্ষামূলকভাবে সফল পরমাণু বোমা বিস্ফোরণ ঘটায়।

11 April 2013 : ২০১৩ সালে আজকের দিনে চীনে ভ্রূণ সহ ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ১১ এপ্রিল | Today Famous Birthdays : 11 April

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 11 April. On this day Famous Birthdays in Bengali)

11 April 1827 : ১৮২৭ সালে আজকের দিনে মহারাষ্ট্রে জন্ম গ্রহণ করেন চিন্তাবিদ, সমাজ সংস্কারক এবং মারাঠি লেখক মহাত্মা জ্যোতিরাও গোভিন্দরাও ফুলে (Jyotirao Govindrao Phule)। 

11 April 1869 : ১৮৬৯ সালে আজকের দিনে গুজরাটে জন্ম গ্রহণ করেন ভারতীয় রাজনৈতিক কর্মী এবং মহাত্মা গান্ধীর স্ত্রী কস্তুরবা গান্ধী (Kasturba Gandhi)।

11 April 1887 : ১৮৮৭ সালে আজকের দিনে বাঁকুড়া জেলার বেলিয়াতোড় গ্রামে জন্ম গ্রহণ করেন ভারতীয় চিত্রশিল্পী ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় অনুগামী যামিনী রায় (Jamini Roy)। তিনি বাংলার বিখ্যাত লোকচিত্র কালীঘাট পটচিত্র শিল্পকে বিশ্বনন্দিত করে তোলেন। তিনি নিজে পটুয়া না হলেও নিজেকে পটুয়া হিসেবে পরিচয় দিতেই তিনি পছন্দ করতেন।১৯১৮-১৯ থেকে তাঁর ছবি ইন্ডিয়ান অ্যাকাডেমি অব ফাইন আর্টের পত্রিকায় প্রকাশিত হতে থাকে।

 11 April 1904 : ১৯০৪ সালে আজকের দিনে জম্মু-কাশ্মীরে জন্ম গ্রহণ করেন ভারতীয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা কুন্দনলাল সায়গল (Kundan Lal Saigal)। তার সময়ে সিনেমা শিল্পের কেন্দ্র ছিল কলকাতায়, যা বর্তমানে মুম্বাইতে স্থান্তান্তরিত হয়েছে।

11 April 1927 : ১৯২৭ সালে আজকের দিনে পাঞ্জাবে জন্ম গ্রহণ করেন ভারতীয় পণ্ডিত লোকেশ চন্দ্র (Prof. Lokesh Chandra)। He was the president of Indian Council for Cultural Relations during 2014–2017. He has also served as a member of the Indian Rajya Sabha, Vice-President of the Indian Council for Cultural Relations, and Chairman of the Indian Council of Historical Research.

11 April 1937 : ১৯৩৭ সালে আজকের দিনে তামিলনাড়ুতে জন্ম গ্রহণ করেন টেনিস খেলোয়াড় রমানাথন কৃষ্ণাণ (Ramanathan Krishnan)। He was twice a semifinalist at Wimbledon in 1960 and 1961, reaching as high as World No. 6 in Lance Tingay’s amateur rankings.

11 April 1941 : ১৯৪১ সালে আজকের দিনে নবদ্বীপে জন্ম গ্রহণ করেন অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ সন্ধ্যা রায় (Sandhya Roy)।

11 April 1951 : ১৯৫১ সালে আজকের দিনে পুনেতে জন্ম গ্রহণ করেন অভিনেত্রী রােহিনী হাট্টাগাড়ি (Rohini Hattangadi)।

11 April 1981 : ১৯৮১ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন বলিউডি পরিচালক মােহিত সুরি (Mohit Suri)।

11 April 1981 : ১৯৮১ সালে আজকের দিনে দিল্লীতে জন্ম গ্রহণ করেন সঞ্চালক গৌরব কাপুর (Gaurav Kapur)।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১১ এপ্রিল | Today Famous Deaths : 11 April

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 11 April. On this day Famous Deaths in Bengali)

11 April 1977 : ১৯৭৭ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বিহারের সাহিত্যিক ফণীশ্বরনাথ রেণু (Phanishwar Nath Renu)। তার বিখ্যাত উপন্যাস ময়লি আঁচল প্রকাশিত হয় ১৯৫৪ খৃষ্টাব্দে। এই সাহিত্যকর্ম তাকে সার্বিক পরিচিতি এনে দেয়। ‘আদিম রাত্রি কি মহক’ ও ‘ঠুমরী’ হল তার ছোটগল্প সংকলন।

11 April 2009 : ২০০৯ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন হিন্দি লেখক বিষ্ণু প্রভাকর (Vishnu Prabhakar)। He had several short stories, novels, plays and travelogues to his credit. Prabhakar’s works have elements of patriotism, nationalism and messages of social upliftment. He was the First Sahitya Academy Award winner from Haryana.

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ১১ এপ্রিল | Today’s History Question and Answer : 11 April | History QNA 

  1. ভারতের জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস (National Safe Motherhood Day) কবে পালন করা হয়?

Ans. ১১ এপ্রিল (11 April) ভারতের জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস (National Safe Motherhood Day) পালন করা হয়।

  1. বলিউডি পরিচালক মােহিত সুরি কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৮১ সালের ১১ এপ্রিল (11 April 1981) বলিউডি পরিচালক মােহিত সুরি জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় রাজনৈতিক কর্মী এবং মহাত্মা গান্ধীর স্ত্রী কস্তুরবা গান্ধী কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৬৯ সালের ১১ এপ্রিল (11 April 1969) ভারতীয় রাজনৈতিক কর্মী এবং মহাত্মা গান্ধীর স্ত্রী কস্তুরবা গান্ধী জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত দিনে ১১ এপ্রিল – The Famous Day 11 April in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ১১ এপ্রিল | Today’s Historical Events : 11 April (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *