Close Ad close
Breaking
Mon. Nov 18th, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ১১ ফেব্রুয়ারি | Today's Historical Events 11 Februaryআজকের দিনে ইতিহাসের পাতায় ১১ ফেব্রুয়ারি | Today's Historical Events 11 February

আজকের দিনে ইতিহাসের পাতায় ১১ ফেব্রুয়ারি | Today’s Historical Events 11 February in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ১১ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 11 February in Bengali : আজকের বিখ্যাত দিনে ১১ ফেব্রুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ১১ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 11 February) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ১১ ফেব্রুয়ারি।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১১ ফেব্রুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 11 February

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১১ ফেব্রুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 11 February. On this day Important Day in Bengali)

11 February : আজ ১১ ফেব্রুয়ারি – বিজ্ঞানে আন্তর্জাতিক মহিলা ও বালিকা দিবস (International Day of Women and Girls in Science)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ ফেব্রুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 11 February

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 11 February

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ ফেব্রুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 11 February. Today’s Famous day on 11 February in India. On this day Historical Famous Events in India)

11 February 1556 : ১৫৫৬ সালে এই দিনে সম্রাট আকবর সিংহাসনে আরোহন করেন।

11 February 1882 : ১৮৮২ সালে এই দিনে জন্ম হয় সত্যেন্দ্র নাথ দত্ত৷ তাঁর কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাঁকে ছন্দের যাদুকর বলা হয় ৷

11 February 1944 : ১৯৪৪ সালে এই দিনে চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত জন্মগ্রহণ করেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 11 February

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

11 February 1943 : ১৯৪৩ সালে এই দিনে জন্ম হয় আসাদ চৌধুরীর যিনি একজন বাংলাদেশী লেখক ও কবি।

11 February 1974 : ১৯৭৪ সালে এই দিনে বিখ্যাত সাহিত্যে সৈয়দ মুজতবা আলীর মৃত্যু হয়৷ তিনি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক, ছোটগল্পকার, অনুবাদক ও রম্যরচয়িতা।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 11 February

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ ফেব্রুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 11 February, Today’s Famous day on 11 February in the World. On this day Historical Famous Events in The World)

11 February 1752 : ১৭৫২ সালে এই দিনে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন দ্বারা যুক্তরাষ্ট্রের প্রথম হাসপাতাল হিসেবে পেনসিলভানিয়া হাসপাতালের কার্যক্রম উদ্বোধন হয়।

11 February 1794 : ১৭৯৪ সালে এই দিনে যুক্তরাষ্ট্রের সিনেটের প্রথম অধিবেশন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল।

11 February 1915 : ১৯১৫ সালে এই দিনে জন্ম হয় রিচার্ড হ্যামিং এর যিনি ছিলেন মার্কিন গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।

11 February 1916 : ১৯১৬ সালে এই দিনে জন্ম নিয়ন্ত্রণ সম্বন্ধে বক্তৃতা দেওয়ার জন্য ইমা গোল্ডম্যান গ্রেফতার হন ।

11 February 1943 : ১৯৪৩ সালে এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জেনারেল ডুইট আইসেনহাওয়ার ইউরোপের মিত্রবাহিনীর সেনাপ্রধান হিসেবে মনোনীত হন৷

11 February 1978 : ১৯৭৮  সালে এই দিনে চীন কর্তৃক এরিস্টটল, শেক্সপিয়ার এবং ডিকেন্সের উপর গবেষণা কর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়৷

11 February 1990 : ১৯৯০ সালে এই দিনে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের বাইরে ভার্স্টার জেলখানা থেকে ২৭ বৎসর রাজনৈতিক বন্দীত্ব শেষে মুক্তি পান অবিসংবাদি নেতা নেলসন মান্ডেলা।

আজকের বিখ্যাত জন্মদিন : ১১ ফেব্রুয়ারি | Today Famous Birthdays : 11 February

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 11 February. On this day Famous Birthdays in Bengali)

11 February 1917 : ১৯১৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন টি. নাগী রেড্ডি, ভারতীয় বিপ্লবী (মৃত্যু: 1976)।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১১ ফেব্রুয়ারি | Today Famous Deaths : 11 February

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 11 February. On this day Famous Deaths in Bengali)

11 February 1713 : ১৭১৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন জাহান্দর শাহ, ভারতের মোগল সম্রাট (জন্ম: 1664)।

11 February 1980 : ১৯৮০ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন রমেশচন্দ্র মজুমদার ভারতের বাঙালি অধ্যাপক ও ইতিহাসবিদ (জন্ম: 1884)।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ১১ ফেব্রুয়ারি | Today’s History Question and Answer : 11 February | History QNA 

  1. বিজ্ঞানে আন্তর্জাতিক মহিলা ও বালিকা দিবস (International Day of Women and Girls in Science) পালন করা হয়?

Ans. ১১ ফেব্রুয়ারি (11 February) জাতীয় বিজ্ঞানে আন্তর্জাতিক মহিলা ও বালিকা দিবস (International Day of Women and Girls in Science) পালন করা হয়।

  1. ভারতীয় বিপ্লবী টি. নাগী রেড্ডি কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯১৭ সালের ১১ ফেব্রুয়ারি (11 February 1917) ভারতীয় বিপ্লবী টি. নাগী রেড্ডি জন্মগ্রহণ করেছিলেন।

  1. ভারতের মোগল সম্রাট জাহান্দর শাহ কবে মারা যান?

Ans. ১৭১৩ সালের ১১ ফেব্রুয়ারি (11 February 1713) ভারতের মোগল সম্রাট জাহান্দর শাহ মারা যান।

  1. ভারতের বাঙালি অধ্যাপক ও ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার কবে মারা যান?

Ans. ১৯৮০ সালের ১১ ফেব্রুয়ারি (11 February 1980) ভারতের বাঙালি অধ্যাপক ও ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার মারা যান।

  1. কবে সম্রাট আকবর সিংহাসনে আরোহন করেন?

Ans. ১৫৫৬ সালের ১১ ফেব্রুয়ারি (11 February 1556) সম্রাট আকবর সিংহাসনে আরোহন করেন।

  1. সত্যেন্দ্র নাথ দত্ত কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি (11 February 1882) সত্যেন্দ্র নাথ দত্ত জন্মগ্রহণ করেন। তাঁর কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাঁকে ছন্দের যাদুকর বলা হয়।

  1. চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৪৪ সালের ১১ ফেব্রুয়ারি (11 February 1944) চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত জন্মগ্রহণ করেন।

  1. বাংলাদেশী লেখক ও কবি আসাদ চৌধুরী কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি (11 February 1943) বাংলাদেশী লেখক ও কবি আসাদ চৌধুরী জন্মগ্রহণ করেন।

  1. কবে যুক্তরাষ্ট্রের সিনেটের প্রথম অধিবেশন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল?

Ans. ১৭৯৪ সালের ১১ ফেব্রুয়ারি (11 February 1794) যুক্তরাষ্ট্রের সিনেটের প্রথম অধিবেশন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল।

  1. দ্বিতীয় বিশ্বযুদ্ধে কে ইউরোপের মিত্রবাহিনীর সেনাপ্রধান হিসেবে মনোনীত হন?

Ans. ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি (11 February 1943) দ্বিতীয় বিশ্বযুদ্ধে জেনারেল ডুইট আইসেনহাওয়ার ইউরোপের মিত্রবাহিনীর সেনাপ্রধান হিসেবে মনোনীত হন৷

আজকের বিখ্যাত দিনে ১১ ফেব্রুয়ারি – The Famous Day 11 February in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ১১ ফেব্রুয়ারি | Today’s Historical Events : 11 February (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *