Close Ad close
Breaking
Sun. Sep 29th, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ১১ মার্চ | Today's Historical Events 11 Marchআজকের দিনে ইতিহাসের পাতায় ১১ মার্চ | Today's Historical Events 11 March

আজকের দিনে ইতিহাসের পাতায় ১১ মার্চ | Today’s Historical Events 11 March in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ১১ মার্চ  : Today’s Historical Events 11 March in Bengali : আজকের বিখ্যাত দিনে ১১ মার্চ ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ১১ মার্চ  : Today’s Historical Events 11 March) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ১১ মার্চ।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১১ মার্চ | Today’s Famous Day or Important Day in Bengali : 11 March

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১১ মার্চ – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 11 March. On this day Important Day in Bengali)

11 March : আজ ১১ মার্চ – No record.

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ মার্চ | Today’s Famous Day in History (Bengali) : 11 March

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ মার্চ | Today’s famous day in the history of India (Bengali) : 11 March

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ মার্চ । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 11 March. Today’s Famous day on 11 March in India. On this day Historical Famous Events in India)

11 March 1399 : ১৩৯৯ সালের আজকের দিনে তৈমুর লঙ সিন্ধুনদ অতিক্রম করে ভারতে আসেন।

11 March 1665 : ১৬৬৫ সালের আজকের দিনে সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারাশুখো-এর জন্মবার্ষিকী।

11 March 1784 : ১৭৮৪ সালের আজকের দিনে মহীশুরে টিপু সুলতানের সাথে ইংরেজদের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

11 March 1795 : ১৭৯৫ সালের আজকের দিনে কুর্দলার যুদ্ধে মারাঠাদের কাছে মোগল বাহিনী পরাজিত হয়।

11 March 1812 : ১৮১২ সালের আজকের দিনে মার্শম্যানের কলকাতার ছাপাখানা অগ্নিকান্ডে ভস্মীভূত হয়।

11 March 1840 : ১৮৪০ সালের আজকের দিনে দার্শনিক, গণিতজ্ঞ ও বাংলা শর্টহ্যান্ড লিপির উদ্ভাবক দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ।

11 March 1869 : ১৮৬৯ সালের আজকের দিনে শিবাজি রাও এর পুত্র সম্ভাজি রাও এর পরলোক গমন করেন।

11 March 1886 : ১৮৮৬ সালের আজকের দিনে ভারতের প্রথম মহিলা চিকিৎসকদের মধ্যে একজন  আনন্দিবাই গোপালরাও জোশী  আমেরিকা পেনসিলভানিয়া থেকে তার মেডিকেল শিক্ষা সম্পন্ন করেন তথা ডাক্তারি স্নাতক হন। তিনি ভারতের প্রথম মহিলা চিকিৎসক যিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেডিকেল শিক্ষা সম্পন্ন করেন ।

11 March 1915 : ১৯১৫ সালের আজকের দিনে ভারতীয় ত্রিকেটার বিজয় হাজারে জন্মগ্রহণ করেন যিনি এক সময় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন।

11 March 1918 : ১৯১৮ সালের আজকের দিনে ইন্দিরা দেবী জন্মগ্রহণ করেন যিনি একজন প্রখ্যাত শিশুসাহিত্যিক।

11 March 1919 : ১৯১৯ সালের আজকের দিনে  বিখ্যাত বাঙালি কৌতুক লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় পরলোক গমন করেন ।

11 March 1939 : ১৯৩৯ সালের আজকের দিনে  পশ্চিমবঙ্গের বাংলাভাষায় সাহিত্য আকাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত সাহিত্যিক বাণী বসু জন্মগ্রহণ করেন  ।

11 March 1980 : ১৯৮০ সালের আজকের দিনে চন্দ্র ভানু গুপ্ত পরলোক গমন করেন।  তিনবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ইনি।একাধারে তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছিলেন এবং স্বাধীনতার পর তাঁর স্বদেশে সামাজিক ও সাংস্কৃতিক উন্নতিতে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।

11 March 1992 : ১৯৯২ সালের আজকের দিনে পাঞ্জাবে শিখ জঙ্গীদের হাতে ১৭ হিন্দু শ্রমিক নিহত হন।

11 March 1999 : ১৯৯৯ সালের আজকের দিনে ইনফোসিস নাসডাক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত প্রথম ভারতীয় সংস্থা হয়ে ওঠে।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ মার্চ | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 11 March

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ মার্চ : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

11 March 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে সরকারি ভাষার মর্যাদা না দেওয়ায় পূর্ব বাংলায় সাধারণ ধর্মঘট পালিত হয়। পুলিশ ৬৯ জনকে গ্রেপ্তার করে।

11 March 1949 : ১৯৪৯ সালের আজকের দিনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব বাংলায় রাষ্ট্রভাষা দিবস পালিত হয়।

11 March 1972 : ১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় গ্রিস।

11 March 1991 : ১৯৯১ সালের আজকের দিনে ভাষা আন্দোলনের অন্যতম নেতা অধ্যক্ষ আবুল কাশেম পরলোক গমন করেন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ মার্চ | Today’s famous day in the history of the world (Bengali) : 11 March

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১১ মার্চ, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 11 March, Today’s Famous day on 11 March in the World. On this day Historical Famous Events in The World)

11 March 537 : ৫৩৭ সালের আজকের দিনে গথ জাতিরা রোম অবরোধ করে।

11 March 843 : ৮৪৩ সালের আজকের দিনে মূর্তি পূজা আনুষ্ঠানিকভাবে কনস্ট্যান্টিনোপলে হাজিয়া সোফিয়া ক্যাথেড্রালে পুনরায় প্রতিষ্ঠিত হয়।

11 March 928 : ৯২৮ সালের আজকের দিনে দ্বিতীয় ক্রোয়েশীয় সিংহাসন সফলভাবে দখল করেন।

11 March 1387 : ১৩৮৭ সালের আজকের দিনে কাস্তাগারোর যুদ্ধ শুরু হয়।

11 March 1425 : ১৪২৫ সালের আজকের দিনে  মিশরীয় ফেরাউন থুতমোস তৃতীয় পরলোক গমন করেন (১৮তম রাজবংশের নিম্ন ক্রিয়াকাণ্ড অনুসারে)।

11 March 1502 : ১৫০২ সালের আজকের দিনে সালে সাফভিদ রাজবংশের প্রতিষ্ঠাতা পার্সিয়ার শাহ প্রথম ইসমাইলের অভিষেক হয় (15২4 সাল পর্যন্ত শাসন করেন)

11 March 1513 : ১৫১৩ সালের আজকের দিনে পোপ লিও এক্স নির্বাচিত হন।

11 March 1567 : ১৫৬৭ সালের আজকের দিনে গিউজেন সেনাবাহিনী ওলেস্টেয়েল ফিরে যাওয়ার জন্য ওয়ালচেইন ছেড়ে যায়।

11 March 1597 : ১৫৯৭ সালের আজকের দিনে আর্চডুক অ্যালব্রেট ফ্রান্সের আমিয়েন্স দখল করে।

11 March 1642 : ১৬৪২ সালের আজকের দিনে ফ্রেন্ডস (ফরাসি বিদ্রোহী) এবং ফরাসি সরকার রাউলের ​​শান্তি স্বাক্ষর করে।

11 March 1669 : ১৬৬৯ সালের আজকের দিনে সালে ইতালির এটনা আগ্নেয়গিরির বিস্ফোরণে  ১৫০০০ জন প্রাণ হারায়।

11 March 1702 : ১৭০২ সালের আজকের দিনে প্রথম ইংরেজি দৈনিক পত্রিকা দ্য কোরান্ট প্রকাশিত হয় ।

11 March 1744 : ১৭৪৪ সালের আজকের দিনে ইংরেজ নিলাম সংস্থা সদবি তার সর্বকালের সর্বনিম্ন নিলাম (বইয়ের) করে।

11 March 1759 : ১৭৫৯ সালের আজকের দিনে ইংরেজ জেনারেল জন ফোর্বস পরলোক গমন করেন।

11 March 1787 : ১৭৮৭ সালের আজকের দিনে রুশ জেনারেল আইজাক নবোকভ মৃত ঘোষিত হন।

11 March 1807 : ১৮০৭ সালের আজকের দিনে ফরাসী চিত্রশিল্পী লুই বুলাঝেঁ চিরবিদায় নেন।

11 March 1809 : ১৮০৯ সালের আজকের দিনে ইংরেজ নাট্যকার ও কবি হান্না কাউলি পরলোক গমন করেন।

11 March 1823 : ১৮২৩ সালের আজকের দিনে আমেরিকায় প্রথম সাধারণ স্কুল চালু হয়।

11 March 1829 : ১৮২৯ সালের আজকের দিনে জোহান সেবাস্তিয়ান বাখের “সেন্ট ম্যাথিউ প্যাসিয়ন” বার্লিনে পরিচালিত ২০ বছর বয়সী ফেলিক্স মেন্ডেলসন দ্বারা নতুন রূপ দেওয়া হয়।

11 March 1862 : ১৮৬২ সালের আজকের দিনে সালে আব্রাহাম লিংকন জর্জ ম্যাকল্লেন জেনারেল-ইন-চীফকে অপসারণ করেন।

11 March 1864 : ১৮৬৪ সালের আজকের  ইংল্যান্ডে সর্বকালের অন্যতম মনুষ্য নির্মিত বিপর্যয় বন্যায় শেফিল্ডে ২৫০ জন প্রাণ হারান।

11 March 1911 : ১৯১১ সালের আজকের দিনে রোকেয়া সাখাওয়াত হোসেন তাঁর পরলোকগত স্বামীর নামে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন।

11 March 1917 : ১৯১৭ সালের আজকের দিনে বৃটিশ বাহিনীর বাগদাদ দখল করে।

11 March 1918 : ১৯১৮ সালের আজকের দিনে মস্কো বিপ্লবী রাশিয়ার রাজধানী হয়।

11 March 1920 : ১৯২০ সালের আজকের দিনে আমির ফয়সল নিজেকে সিরিয়ার রাজা ঘোষণা করেন।

11 March 1931 : ১৯৩১ সালের আজকের দিনে বিখ্যাত জার্মান চিত্রপরিচালক ফ্রিডখি সুর্নাউ পরলোক গমন করেন।

11 March 1935 : ১৯৩৫ সালের আজকের দিনে ব্যাংক অব কানাডা চালু হয়।

11 March 1938 : ১৯৩৮ সালের আজকের দিনে জার্মান বাহিনী অস্ট্রিয়ায় অনুপ্রবেশ করে।

11 March 1940 : ১৯৪০ সালের আজকের দিনে যুদ্ধ পরিস্থিতিতে ব্রিটেনে মাংসের রেশন চালু হয়।

11 March 1949 : ১৯৪৯ সালের আজকের দিনে দৈনিক পাকিস্তান অবজারভার (পরে বাংলাদেশ অবজারভার) প্রকাশিত হয়।

11 March 1955 : ১৯৫৫ সালের আজকের দিনে নোবেল বিজয়ী স্কটিশ অণুজীব বিজ্ঞানী পরলোক গমন করেন।

11 March 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্নো সেনাবাহিনীর জেনারেল সুহার্তোর কাছে ব্যাপক ক্ষমতা অর্পণে বাধ্য হন। পরে সুকর্নোকে সরিয়ে সুহার্তো নিজেই প্রেসিডেন্ট হন।

11 March 1974 : ১৯৭৪ সালের আজকের দিনে সিসিলির এটনা গিরিশৃঙ্গে অগ্নুৎপাত ঘটে।

11 March 1977 : ১৯৭৭ সালের আজকের দিনে মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করায় ব্রাজিল যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ২৫ বছরের সামরিক চুক্তি বাতিল করে।

11 March 1979 : ১৯৭৯ সালের আজকের দিনে সেন্ট্রাল ট্রিটি অরগানাইজেশন বা সেন্টো থেকে ইরান নিজের নাম প্রত্যাহার করে নেয়।

11 March 1990 : ১৯৯০ সালের আজকের দিনে লিথুনিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে।

11 March 1994 : ১৯৯৪ সালের আজকের দিনে এদুয়ার্দো ফ্রেই চিলির প্রেসিডেন্ট নির্বাচিত হন।

11 March 2000 : ২০০০ সালের আজকের দিনে ইউক্রেনে কয়লা খনিতে বিস্ফোরণে ৮১ শ্রমিক নিহত হন।

11 March 2004 : ২০০৪ সালের আজকের দিনে স্পেনের রাজধানী মাদ্রিদে তিনটি স্টেশনে ১০টি বোমা বিস্ফোরণে ১৯১ জন নিহত এবং দুই হাজারের বেশি আহত হয়।

11 March 2006 : ২০০৬ সালের আজকের দিনে হেগে অবস্থিত জাতিসংঘের কারাগারে বলকানের কসাই হিসেবে খ্যাত ৬৩ বছর বয়সী স্লোবোদান মিলোসেভিচের মৃত্যু হয়।

11 March 2015 : ২০১৫ সালের আজকের দিনে মার্কিন-কিউবা সরাসরি টেলিযোগাযোগ প্রতিষ্ঠিত হয় ৷

আজকের বিখ্যাত জন্মদিন : ১১ মার্চ | Today Famous Birthdays : 11 March

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 11 March. On this day Famous Birthdays in Bengali)

11 March 1840 : ১৮৪০ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন বিশিষ্ট বাঙালি কবি, সংগীতকার, দার্শনিক ও গণিতজ্ঞ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর (Dwijendranath Tagore)। তিনি বাংলা সংকেত লিপি(শর্ট হ্যান্ড) ও স্বরলিপি রচনার অন্যতম অগ্রপথিক ছিলেন। পারিবারিক পরিচয়ে তিনি ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র ও রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা।

11 March 1915 : ১৯১৫ সালে আজকের দিনে মহারাষ্ট্র রাজ্যে জন্ম গ্রহণ করেন বিখ্যাত ভারতীয় ক্রিকেটার বিজয় হাজারে (Vijay Samuel Hazare)। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করেন। এছাড়াও প্রথম ভারতীয় হিসেবে পরপর তিন টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। তার নামানুসারে ভারতের আঞ্চলিক ক্রিকেট প্রতিযোগিতা “বিজয় হাজারে ট্রফি” নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়।

11 March 1939 : ১৯৩৯ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন বর্তমান ভারতীয় বাঙালি লেখিকা – উপন্যাস অনুবাদক বাণী বসু (Bani Basu)। তার উল্লেখ্য অনুবাদগুলি হলঃ শ্রী অরবিন্দের সনেটগুচ্ছ (শৃণ্বন্তু), সমারসেট মমের সেরা প্রেমের গল্প (১৯৮০, ১৯৮৪, প্রকাশক: রূপা) ও এইচ ডি লরেন্সের সেরা গল্প (১৯৮৭, প্রকাশক: রূপা)। তিনি বর্তমানে বিজয় কৃষ্ণ গার্লস কলেজের অধ্যাপিকা।

11 March 1942 : ১৯৪২ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন রাজনীতিবিদ অমরিন্দর সিংয় (Amarinder Singh)। He elected Member of the Legislative Assembly from Patiala, he was also the president of Punjab Pradesh Congress Committee, the state division of the Indian National Congress. He has also previously served as the Chief Minister of Punjab from 2002 to 2007.

11 March 1954 : ১৯৫৪ সালে আজকের দিনে নিউদিল্লীতে জন্ম গ্রহণ করেন টিভি সঞ্চালক বিনােদ দুয়া (Vinod Dua)। He is an Indian journalist, who worked in Doordarshan and NDTV India.

11 March 1966 : ১৯৬৬ সালে আজকের দিনে হিমাচল প্রদেশে জন্ম গ্রহণ করেন ভারতীয় নেপথ্য কণ্ঠশিল্পী মােহিত চৌহান (Mohit Chauhan)। তিনি সেরা পুরুষ নেপথ্য শিল্পী হিসাবে দুইবার ফিল্মফেয়ার পুরস্কার এবং সেরা পুরুষ নেপথ্য গায়কের হিসাবে তিনবার জি সিনেমা পুরস্কার পেয়েছেন।

11 March 1991 : ১৯৯১ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ভারতীয় মডেল এবং চলচ্চিত্র অভিনেত্রী পুনম পাণ্ডে (Poonam Pandey)। বলিউড ও তেলেগু চলচ্চিত্র অভিনয়ের জন্য তিনি অধিক পরিচিত।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১১ মার্চ | Today Famous Deaths : 11 March

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 11 March. On this day Famous Deaths in Bengali)

11 March 1894 : ১৮৯৪ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন পূর্ব বর্ধমানের বিশিষ্ট নাট্যকার ও ঔপন্যাসিক রাজকৃষ্ণ রায় (Rajkrishna Roy)। সম্ভবত, তিনিই প্রথম বাঙালি যিনি সাহিত্যকে পেশা হিসাবে গ্রহণ করেছিলেন। ১৮৮১ খ্রিস্টাব্দে ‘হরধনুভঙ্গ’ নাটকে তিনি সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেন। তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ হল -‘লায়লা মজনু'(১৮৯১) ‘দ্বাদশ গোপাল'(১৮৭৮) ‘লৌহ কারাগার'(১৮৮০) নাটক ‘অবসর-সরোজিনী'(১৮৭৬) ‘বেলুনে বাঙালীবিবি’ (১৮৯০) ‘দুই শিকারী'(১৮৮২) ‘অদ্ভুত ডাকাত'(১৮৮৯) ‘জ্যোর্তিময়ী'(১৮৮৯)।

11 March 1955 : ১৯৫৫ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন নোবেল বিজয়ী স্কটিশ অণুজীব বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং (Sir Alexander Fleming)। ১৯২৩ সালে তার সর্বপ্রথম আবিষ্কার এনজাইম লাইসোজাইম এবং বিশ্বের প্রথম এন্টিবায়োটিক পদার্থ বেনজাইলেননিসিলিন (পেনিসিলিন জি) ১৯২৪ সালে পেনিসিলিয়াম নোটেটাম ছাঁচে ঢোকেন, যার জন্য তিনি ১৯৪৫ সালে ‘হোয়াড্ড ফ্লোরী’ ও ‘আর্নেস্ট বরিস চেইন’ সহ চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

11 March 1980 : ১৯৮০ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন চন্দ্র ভানু গুপ্ত (Chandra Bhanu Gupta)। তিনবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ইনি। একাধারে তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছিলেন এবং স্বাধীনতার পর তাঁর স্বদেশে সামাজিক ও সাংস্কৃতিক উন্নতিতে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ১১ মার্চ | Today’s History Question and Answer : 11 March | History QNA 

  1. বিশিষ্ট বাঙালি কবি, সংগীতকার, দার্শনিক ও গণিতজ্ঞ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৪০ সালের ১১ মার্চ (11 March 1840) বিশিষ্ট বাঙালি কবি, সংগীতকার, দার্শনিক ও গণিতজ্ঞ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন।

  1. বিখ্যাত ভারতীয় ক্রিকেটার বিজয় হাজারে কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯১৫ সালের ১১ মার্চ (11 March 1915) বিখ্যাত ভারতীয় ক্রিকেটার বিজয় হাজারে কবে জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় বাঙালি লেখিকা – উপন্যাস অনুবাদক বাণী বসু কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৩৯ সালের ১১ মার্চ (11 March 1939) ভারতীয় বাঙালি লেখিকা – উপন্যাস অনুবাদক বাণী বসু জন্মগ্রহণ করেন।

  1. রাজনীতিবিদ অমরিন্দর সিংয় কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৪২ সালের ১১ মার্চ (11 March 1942) রাজনীতিবিদ অমরিন্দর সিংয় জন্মগ্রহণ করেন।

  1. টিভি সঞ্চালক বিনােদ দুয়া কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৫৪ সালের ১১ মার্চ (11 March 1954) টিভি সঞ্চালক বিনােদ দুয়া জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় নেপথ্য কণ্ঠশিল্পী মােহিত চৌহান কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৬৬ সালের ১১ মার্চ (11 March 1966) ভারতীয় নেপথ্য কণ্ঠশিল্পী মােহিত চৌহান জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় মডেল এবং চলচ্চিত্র অভিনেত্রী পুনম পাণ্ডে কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৯১ সালের ১১ মার্চ (11 March 1991) ভারতীয় মডেল এবং চলচ্চিত্র অভিনেত্রী পুনম পাণ্ডে জন্মগ্রহণ করেন।

  1. বিশিষ্ট নাট্যকার ও ঔপন্যাসিক রাজকৃষ্ণ রায় কবে মারা যান?

Ans. ১৮৯৪ সালের ১১ মার্চ (11 March 1894) বিশিষ্ট নাট্যকার ও ঔপন্যাসিক রাজকৃষ্ণ রায় মারা যান।

  1. নোবেল বিজয়ী স্কটিশ অণুজীব বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং কবে মারা যান ?

Ans. ১৯৫৫ সালের ১১ মার্চ (11 March 1955) নোবেল বিজয়ী স্কটিশ অণুজীব বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং মারা যান।

  1. চন্দ্র ভানু গুপ্ত কবে মারা যান?

Ans. ১৯৮০ সালের ১১ মার্চ (11 March 1980) চন্দ্র ভানু গুপ্ত মারা যান।

আজকের বিখ্যাত দিনে ১১ মার্চ – The Famous Day 11 March in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ১১ মার্চ | Today’s Historical Events : 11 March (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *