Close Ad close
Breaking
Wed. Jan 15th, 2025
আজকের দিনে ইতিহাসের পাতায় ১২ এপ্রিল | Today’s Historical Events 12 Aprilআজকের দিনে ইতিহাসের পাতায় ১২ এপ্রিল | Today’s Historical Events 12 April

আজকের দিনে ইতিহাসের পাতায় ১২ এপ্রিল | Today’s Historical Events 12 April in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ১২ এপ্রিল  : Today’s Historical Events 12 April in Bengali : আজকের বিখ্যাত দিনে ১২ এপ্রিল ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ১২ এপ্রিল  : Today’s Historical Events 12 April) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ১২ এপ্রিল।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১২ এপ্রিল | Today’s Famous Day or Important Day in Bengali : 12 April

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১২ এপ্রিল – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 12 April. On this day Important Day in Bengali)

12 April : আজ ১২ এপ্রিল – আন্তর্জাতিক মহাকাশ বিমানের দিবস (International Day of Human Space Flight)। 1962 সালের 9ই এপ্রিল ইউএসএসআর সুপ্রিম সোভিয়েতের প্রেসিডিয়ামের একটি ডিক্রি প্রতিষ্ঠা করে। তার প্রবর্তক দ্বিতীয় সোভিয়েত মহাজাগতিক হারমান Titov ছিল। মার্চ 13, 1995 নং 32-FZ এর ফেডারেল আইন “রাশিয়ার সামরিক খ্যাতি এবং স্মৃতিসৌধের দিনগুলিতে” এই ছুটিটি সুরক্ষিত করেছিল এবং এটি রাশিয়ান ফেডারেশনের স্মারক তারিখগুলিতে নিয়ে গিয়েছিল। 1968 সালে, আন্তর্জাতিক বিমান ফেডারেশনের কনমাননে, মহাজাগতিক দিনটি আন্তর্জাতিক অবস্থা লাভ করে এবং বিশ্ব বিমান ও মহাজাগতিক দিন হিসাবে উল্লেখ করা হয়। 7ই এপ্রিল, 2011 তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদ 12ই এপ্রিল আন্তর্জাতিক মানব ফ্লাইট দিবসে স্থানটিতে ঘোষণা করে এমন একটি প্রস্তাব গৃহীত হয়েছিল। এই দিনটি 12ই এপ্রিল, 1961 এ স্থানটিতে বিশ্বের প্রথম ফ্লাইটে সময় হয়। প্রথম মহাজাগতিক ইউরি গাগরিন হয়ে ওঠে।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ এপ্রিল | Today’s Famous Day in History (Bengali) : 12 April

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ এপ্রিল | Today’s famous day in the history of India (Bengali) : 12 April

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ এপ্রিল । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 12 April. Today’s Famous day on 12 April in India. On this day Historical Famous Events in India)

12 April 1801 : ১৮০১ সালের আজকের দিনে ফোর্ট উইলিয়াম কলেজে উইলিয়াম কেরি বাংলা ভাষার অধ্যাপক নিযুক্ত হন।

12 April 1801 : ১৮০১ সালের আজকের দিনে রঞ্জিত সিং নিজেকে পাঞ্জাবের মহারাজা ঘোষণা করেছিলেন।

12 April 1875 : ১৮৭৫ সালের আজকের দিনে সাহিত্যিক অতুলচন্দ্র দত্তের জন্ম হয়।

12 April 1885 : ১৮৮৫ সালের আজকের দিনে বাঙালি প্রত্নতত্ত্ববিদ ও লেখক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়।

12 April 1906 : ১৯০৬ সালের আজকের দিনে মহামহোপাধ্যায় পণ্ডিত মহেশ চন্দ্র ন্যায়রত্ন ভট্টাচার্যের মৃত্যু হয়।

12 April 1917 : ১৯১৭ সালের আজকের দিনে ভারতীয় ক্রিকেটার বিনু মানকড়ের  জন্ম হয়।

12 April 1919 : ১৯১৯ সালের আজকের দিনে রাওলাট আইনের প্রতিবাদে কলকাতা, লাহোর, বোম্বাই ও অমৃতসরে বিক্ষোভ শুরু হয়।

12 April 1943 : ১৯৪৩ সালের আজকের দিনে লোকসভার ১৬তম স্পিকার সুমিত্রা মহাজনের জন্ম হয়।

12 April 2012 : ২০১২ সালের আজকের দিনে লেখক এবং নাট্যকার মোহিত চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ এপ্রিল | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 12 April

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ এপ্রিল : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

12 April 1971 : ১৯৭১ সালের আজকের দিনে মুক্তিযুদ্ধের সময় এম.এ.জি ওসমানী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দায়িত্ব গ্রহণ করেন।

12 April 1975 : ১৯৭৫ সালের আজকের দিনে বাংলাদেশী অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, লেখক ও সাংবাদিক ফতেহ লোহানীর মৃত্যু হয়।

12 April 2019 : ২০১৯ সালের আজকের দিনে ‘বাংলাদেশ মোশন পিকচারস্‌ এগজিবিউটর অ্যাসোসিয়েশন’ সমস্ত বাংলাদেশ জুড়ে সমস্ত সিনেমা হল ধর্মঘটের ডাক দেয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ এপ্রিল | Today’s famous day in the history of the world (Bengali) : 12 April

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ এপ্রিল, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 12 April, Today’s Famous day on 12 April in the World. On this day Historical Famous Events in The World)

12 April 1633 : ১৬৩৩ সালের আজকের দিনে গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু হয়।

12 April 1908 : ১৯০৮ সালের আজকের দিনে আমেরিকার চলচ্চিত্র অভিনেত্রী ভার্জিনিয়া চেরিলের জন্ম হয়। চার্লি চ্যাপলিনের ‘সিটি লাইট’ সিনেমায় অন্ধ যুবতীর ভূমিকায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন।

12 April 1917 : ১৯১৭ সালের আজকের দিনে আমেরিকার কিংবদন্তী গায়িকা হেলেন ফরেস্টের জন্ম হয়।

12 April 1945 : ১৯৪৫ সালের আজকের দিনে আমেরিকার ৩২তম রাষ্ট্রপতি ফ্রাংক্‌লিন ডেলানো রুজ্‌ভেল্টের মৃত্যু হয়।

12 April 1961 : ১৯৬১ সালের আজকের দিনে বিশ্বের প্রথম নভোচারী ইউরি গাগারিন মহাশূন্যে যাত্রা করেন।

12 April 1979 : ১৯৭৯ সালের আজকের দিনে আমেরিকার অভিনেত্রী ক্লেয়ার ডেইন্স জন্মগ্রহণ করেন। টাইম ম্যাগাজিন এই অভিনেত্রীকে ২০১৫ সালে পৃথিবীর ১০০ জন সেরা প্রভাবশালী ব্যক্তিত্বের অন্যতম একজন হিসাবে ঘোষণা করে।

12 April 2012 : ২০১২ সালের আজকের দিনে মার্কিন অভিনেত্রী লিন্ডা কুকের মৃত্যু হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ১২ এপ্রিল | Today Famous Birthdays : 12 April

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 12 April. On this day Famous Birthdays in Bengali)

12 April 1885 : ১৮৮৫ সালে আজকের দিনে বহরমপুরে(মুর্শিদাবাদে) জন্ম গ্রহণ করেন ভারতের বিশিষ্ট ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় (Rakhaldas Bandyopadhyay)। তিনি আর. ডি. ব্যানার্জি নামে অধিক পরিচিত। ১৯১১ সালে তিনি ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণে যোগ দেন। ১৯২২ সালে তিনি হরপ্পা সংস্কৃতির প্রধান কেন্দ্র মহেঞ্জোদাড়ো পুনরাবিষ্কার করেন। ১৯২৬ সালে তিনি অবসরগ্রহণ করেন।

12 April 1916 : ১৯১৬ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন গুজরাটি ভাষার কবি ও সাহিত্য সমালোচক হীরা পাঠক (Heera Ramnarayan Pathak)।

12 April 1917 : ১৯১৭ সালে আজকের দিনে বোম্বে প্রেসিডেন্সির জামনগর এলাকায় জন্মগ্রহণ করেন বিখ্যাত ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা বিনু মানকড়/মালবন্তরায় হিম্মতলাল মানকড় (Vinoo Mankad)। ১৯৪৬ থেকে ১৯৫৯ সময়কালে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

12 April 1935 : ১৯৩৫ সালে আজকের দিনে উত্তরপ্রদেশে জন্ম গ্রহণ করেন রাজনীতিবিদ লালজি টন্ডন (Lalji Tandon)। He was a member of Bharatiya Janata Party(BJP) and was an Indian politician who served as the 18th Governor of Madhya Pradesh and 28th Governor of Bihar.

12 April 1943 : ১৯৪৩ সালে আজকের দিনে মহারাষ্ট্রের চিপলুন শহরে জন্ম গ্রহণ করেন লোকসভার ১৬তম স্পিকার সুমিত্রা মহাজন (Sumitra Mahajan)। তিনি ভারতীয় জনতা পার্টির একজন নেত্রী। ২০১৪ সালে তিনি অষ্টম বারের জন্য লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। তিনিই প্রথম মহিলা যিনি কখনো লোকসভা নির্বাচনে পরাজিত হন নি।

12 April 1954 : ১৯৫৪ সালে আজকের দিনে দিল্লীতে জন্ম গ্রহণ করেন প্রখ্যাত ভারতীয় নাট্যশিল্পী, নাট্যকার ও পরিচালক সফদার হাশমি (Safdar Hashmi)। ১৯৭৫ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম. এ. পাশ করেন হাশমি। তিনি সিপিআই(এম)-এর রাজনীতির সাথে জড়িত ছিলেন। সিপিআই(এম)-এর ট্রেড ইউনিয়ন সংগঠন ‘সিটু’র পক্ষে তিনি কাজ করতেন। মৃত্যুকালে তিনি ভারতীয় জন নাট্য মঞ্চ বা জনমের আহবায়ক ছিলেন।

12 April 1979 : ১৯৭৯ সালে আজকের দিনে কেরালাতে জন্ম গ্রহণ করেন চলচিত্র নির্দেশক বিজয় নাম্বিয়ার (Bejoy Nambiar)।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১২ এপ্রিল | Today Famous Deaths : 12 April

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 12 April. On this day Famous Deaths in Bengali)

12 April 1906 : ১৯০৬ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন মহামহোপাধ্যায় পণ্ডিত মহেশ চন্দ্র ন্যায়রত্ন ভট্টাচার্য (Mahesh Chandra Nyayratna Bhattacharyya)। তিনি ১৮৭৬ খ্রিস্টাব্দ হতে ১৮৯৫ খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতার সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সুহৃদ ছিলেন এবং ঊনবিংশ শতকের বাংলার ও বাংলার নবজাগরণের এক অনন্য সাধারণ ব্যক্তি ছিলেন।

12 April 2011 : ২০১১ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন হিন্দি চলচ্চিত্র জগতের বিখ্যাত গল্প লেখক এবং চিত্রনাট্যকার শচীন ভৌমিক (Sachin Bhowmick)। গত চল্লিশ বছরেরও বেশি সময় ধরে তিনি বহু সুপারহিট হিন্দি সিনেমার গল্প বা চিত্রনাট্য লিখেছেন।

12 April 2012 : ২০১২ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় কবি, নাট্যকার ও চিত্রনাট্যকার মোহিত চট্টোপাধ্যায় (Mohit Chattopadhyay)। তিনি আধুনিক ভারতীয় নাটকের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ১২ এপ্রিল | Today’s History Question and Answer : 12 April | History QNA 

  1. আন্তর্জাতিক মহাকাশ বিমানের দিবস (International Day of Human Space Flight) কবে পালন করা হয়?

Ans. ১২ এপ্রিল (12 April) আন্তর্জাতিক মহাকাশ বিমানের দিবস (International Day of Human Space Flight) পালন করা হয়।

  1. সাহিত্যিক অতুলচন্দ্র দত্ত কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৭৫ সালের ১২ এপ্রিল (12 April 1875) সাহিত্যিক অতুলচন্দ্র দত্ত জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় ক্রিকেটার বিনু মানকড় কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯১৭ সালের ১২ এপ্রিল (12 April 1917) ভারতীয় ক্রিকেটার বিনু মানকড় জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত দিনে ১২ এপ্রিল – The Famous Day 12 April in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ১২ এপ্রিল | Today’s Historical Events : 12 April (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *