Close Ad close
Breaking
Sat. Oct 19th, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ১২ ফেব্রুয়ারি | Today's Historical Events 12 Februaryআজকের দিনে ইতিহাসের পাতায় ১২ ফেব্রুয়ারি | Today's Historical Events 12 February

আজকের দিনে ইতিহাসের পাতায় ১২ ফেব্রুয়ারি | Today’s Historical Events 12 February in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ১২ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 12 February in Bengali : আজকের বিখ্যাত দিনে ১২ ফেব্রুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ১২ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 12 February) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ১২ ফেব্রুয়ারি।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১২ ফেব্রুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 12 February

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১২ ফেব্রুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 12 February. On this day Important Day in Bengali)

12 February : আজ ১২ ফেব্রুয়ারি – বিশ্ব ডারউইন দিবস।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ ফেব্রুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 12 February

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 12 February

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ ফেব্রুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 12 February. Today’s Famous day on 12 February in India. On this day Historical Famous Events in India)

12 February 1502 : ১৫০২ সালের আজকের দিনে ভাস্কো দা গামা পর্তুগালের লিসবন থেকে ভারতে যাত্রা শুরু করেছিলেন।

12 February 1919 : ১৯১৯ সালে এই দিনে পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন৷

12 February 1920 : ১৯২০ সালে এই দিনে ভারতীয় অভিনেতা প্রাণ জন্মগ্রহণ করেন৷

12 February 1951 : ১৯৫১ সালে এই দিনে জন্মগ্রহন করেন চৌধুরী রহমত আলি যিনি ‘পাকিস্তান’ শব্দটির প্রবক্তা।

12 February 1960 : ১৯৬০ সালের আজকের দিনে চীনা সেনাবাহিনী 12 ভারতীয় সেনাকে হত্যা করেছে।

12 February 1961 : ১৯৬১ সালে এই দিনে বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীবী অতুলচন্দ্র গুপ্ত মারা যান।

12 February 2016 : ২০১৬ সালের আজকের দিনে ছাত্রনেতা কানহাইয়া কুমার দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে আফজাল গুরুর মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে ভারতীয় পুলিশ “জাতীয়তাবিরোধী” অভিযোগে গ্রেপ্তার হয়েছিল।

12 February 2019 : ২০১৯ সালের আজকের দিনে ভারতের নয়াদিল্লিতে হোটেল আগুনে 17 জন নিহত হয়েছিলেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 12 February

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

12 February 1943 : ১৯৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেন  আখতারুজ্জামান ইলিয়াস যিনি বাংলাদেশী কথাসাহিত্যিক।

12 February 1972 : ১৯৭২ সালে এই দিনে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ইতালি।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 12 February

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১২ ফেব্রুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 12 February, Today’s Famous day on 12 February in the World. On this day Historical Famous Events in The World)

12 February 1502 : ১৫০২ সালে এই দিনে ভাস্কো দা গামা পর্তুগালের লিসবন থেকে ভারতের দিকে তার দ্বিতীয় নৌ যাত্রা শুরু করেন।

12 February 1554 : ১৫৫৪ সালে নয়দিন ধরে ইংল্যান্ডের সিংহাসন দাবির এক বছর পর লেডি জেন গ্রেকে রাজদ্রোহীতার অভিযোগে শিরচ্ছেদ করা হয়েছিল।

12 February 1567 : ১৫৬৭ সালে এই দিনে জন্মগ্রগণ করেন থমাস চেম্পিয়ন যিনি ছিলেন ইংরেজ সুরকার ও কবি।

12 February 1794 : ১৭৯৪ সালে এই দিনে জন্মগ্রহণ করেন আলেক্সান্ডার পেত্রভ যিনি ছিলেন রুশ দাবাড়ু পাশাপাশি একজন সুরকার।

12 February 1804 : ১৮০৪ সালে মৃত্যু হয় জার্মান দার্শনিক  ইমানুয়েল কান্টের ।

12 February 1809 : ১৮০৯ সালে জন্মগ্রহণ করেন  আব্রাহাম লিংকন যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।

12 February 1818 : ১৮১৮ খ্রিস্টাব্দে চিলি স্পেনের কাছ থেকে স্বাধীনতা পায়৷

12 February 1832 : ১৮৩২ সালে এই দিনে ইকুয়েডর কর্তৃক গালাপাগোস দ্বীপপুঞ্জ একত্রিত করা হয়।

12 February 1877 : ১৮৭৭ খ্রিষ্টাব্দে এই দিনে প্রথম টেলিফোনে সংবাদ প্রদান শুরু হয়।

12 February 1882 : ১৮৮২ সালে এই দিনে চার্লস ডারউইন জন্মগ্রহণ করেন তিনি ছিলেন ঊনিশ শতকের একজন ইংরেজ জীববিজ্ঞানী। তিনিই প্রথম প্রত্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে বিবর্তনবাদের ধারণা দেন।

আজকের বিখ্যাত জন্মদিন : ১২ ফেব্রুয়ারি | Today Famous Birthdays : 12 February

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 12 February. On this day Famous Birthdays in Bengali)

12 February 1824 : ১৮২৪ সালের আজকের দিনে দয়ানন্দ সরস্বতী, ভারতীয় হিন্দু নেতা, আর্য সমাজ সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা, ভারতের তন্তরায় জন্মগ্রহণ করেন (মৃত্যু: 1883)।

12 February 1920 : ১৯২০ সালের আজকের দিনে প্রাণ কৃশন সিকান্দ, ভারতীয় অভিনেতা প্রায়শই হিন্দি সিনেমায় খলনায়ক হিসাবে অভিনয় করেছিলেন (খন্দান, বি-ইমামান), নতুন দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন (মৃত্যু: 2013)।

12 February 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন জারনাইল সিং ভিন্দ্রনওয়ালে, দামদামী টাকসালের ভারতীয় নেতা (মৃত্যু: 1984)।

12 February 1967 : ১৯৬৭ সালের আজকের দিনে চিত্রনাভিন এন রভিকিরণ, ভারতীয় সুরকার এবং সুরকার, ভারতের মাইসোরে জন্মগ্রহণ করেন। 

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১২ ফেব্রুয়ারি | Today Famous Deaths : 12 February

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 12 February. On this day Famous Deaths in Bengali)

12 February 1934 : ১৯৩৪ সালের আজকের দিনে ব্রিটিশবিরোধী বাঙালি বিপ্লবী সূর্য সেন মৃত্যুবরণ করেন।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ১২ ফেব্রুয়ারি | Today’s History Question and Answer : 12 February | History QNA 

  1. বিশ্ব ডারউইন দিবস পালন করা হয়?

Ans. ১২ ফেব্রুয়ারি (12 February) বিশ্ব ডারউইন দিবস পালন করা হয়।

  1. দয়ানন্দ সরস্বতী কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮২৪ সালের ১২ ফেব্রুয়ারি (12 February 1824) দয়ানন্দ সরস্বতী ভারতের তন্তরায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি ভারতীয় হিন্দু নেতা, আর্য সমাজ সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা।

  1. প্রাণ কৃশন সিকান্দ কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯২০ সালের ১২ ফেব্রুয়ারি (12 February 1920) প্রাণ কৃশন সিকান্দ নতুন দিল্লিতে জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় অভিনেতা প্রায়শই হিন্দি সিনেমায় খলনায়ক হিসাবে অভিনয় করেছিলেন (খন্দান, বি-ইমামান)।

  1. জারনাইল সিং ভিন্দ্রনওয়ালে কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৪৭ সালের ১২ ফেব্রুয়ারি (12 February 1947) জারনাইল সিং ভিন্দ্রনওয়ালে জন্মগ্রহণ করেন। তিনি দামদামী টাকসালের ভারতীয় নেতা।

  1. চিত্রনাভিন এন রভিকিরণ কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৬৭ সালের ১২ ফেব্রুয়ারি (12 February 1967) চিত্রনাভিন এন রভিকিরণ ভারতের মাইসোরে জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় সুরকার এবং সুরকার।

  1. ব্রিটিশবিরোধী বাঙালি বিপ্লবী সূর্য সেন কবে মারা যান?

Ans. ১৯৩৪ সালের ১২ ফেব্রুয়ারি (12 February 1934) ব্রিটিশবিরোধী বাঙালি বিপ্লবী সূর্য সেন মারা যান।

  1. কবে ভাস্কো দা গামা পর্তুগালের লিসবন থেকে ভারতে যাত্রা শুরু করেছিলেন?

Ans. ১৫০২ সালের ১২ ফেব্রুয়ারি (12 February 1502) ভাস্কো দা গামা পর্তুগালের লিসবন থেকে ভারতে যাত্রা শুরু করেছিলেন।

  1. পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯১৯ সালের ১২ ফেব্রুয়ারি (12 February 1919) পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন৷

  1. বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীবী অতুলচন্দ্র গুপ্ত কবে মারা যান?

Ans. ১৯৬১ সালের ১২ ফেব্রুয়ারি (12 February 1961) বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীবী অতুলচন্দ্র গুপ্ত মারা যান।

  1. ইতালি কবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল?

Ans. ১৯৭২ সালের ১২ ফেব্রুয়ারি (12 February 1972) ইতালি বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।

আজকের বিখ্যাত দিনে ১২ ফেব্রুয়ারি – The Famous Day 12 February in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ১২ ফেব্রুয়ারি | Today’s Historical Events : 12 February (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *