Close Ad close
Breaking
Sun. Jan 12th, 2025
আজকের দিনে ইতিহাসের পাতায় ১৩ ফেব্রুয়ারি | Today's Historical Events 13 Februaryআজকের দিনে ইতিহাসের পাতায় ১৩ ফেব্রুয়ারি | Today's Historical Events 13 February

আজকের দিনে ইতিহাসের পাতায় ১৩ ফেব্রুয়ারি | Today’s Historical Events 13 February in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ১৩ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 13 February in Bengali : আজকের বিখ্যাত দিনে ১৩ ফেব্রুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ১৩ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 13 February) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ১৩ ফেব্রুয়ারি।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৩ ফেব্রুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 13 February

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৩ ফেব্রুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 13 February. On this day Important Day in Bengali)

13 February : আজ ১৩ ফেব্রুয়ারি – বিশ্ব রেডিও দিবস (World Radio Day)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৩ ফেব্রুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 13 February

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৩ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 13 February

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৩ ফেব্রুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 13 February. Today’s Famous day on 13 February in India. On this day Historical Famous Events in India)

13 February 1601 : ১৬০১ সালের আজকের দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমুদ্র পথে ভারত আগমন শুরু করেন।

13 February 1739 : ১৭৩৯  সালে এই দিনে হয়েছিল কারনালের যুদ্ধ যেখানে ইরানি শাসক নাদির শাহের বাহিনী মুঘল সম্রাট মুহাম্মদ শাহর বাহিনীকে পরাজিত করে।

13 February 1879 : ১৮৭৯ সালে এই দিনে জন্মগ্রহণ করেন  ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী সরোজিনী নাইডু।

13 February 1926 : ১৯২৬ সালে এই দিনে জন্মগ্রহণ করেন চিত্তরঞ্জন মিত্র ( CR Mitra/ CRM) যিনি একজন ভারতীয় বিজ্ঞানী। তিনি বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি এন্ড সায়েন্স পিলানি র ডাইরেক্টর ছিলেন৷

13 February 1932 : ১৯৩২ সালে এই দিনে ডক্টর লীলাদেবী জন্মগ্রহণ করেন ( কেরালা)  যিনি ইংরাজি এবং মলায়ালম ভাষায় বই লেখার পাশাপাশি অনুবাদক হিসেবেও খ্যাত৷

13 February 1932 : ১৯৩২ সালে এই দিনে জন্মগ্রহণ করেন ভি.বালাকৃষ্ণণ ( কেরালা) যিনি ইংরাজি এবং মলায়ালম ভাষায় বই লেখার পাশাপাশি অনুবাদক হিসেবেও খ্যাত ছিলেন। স্বাধীনতা সংগ্রামেও তাঁর ভূমিকা ছিল।

13 February 1945 : ১৯৪৫ সালে এই দিনে অভিনেতা বিনোদ মেহেরার জন্ম হয়েছিল৷

13 February 1970 : ১৯৭০ সালের আজকের দিনে 16 তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কার (ভারত): “গুপী জ্ঞান বাঘা বাইনে” গোল্ডেন লোটাস জিতেছে।

13 February 2010 : ২০১০ সালে এই দিনে পুণেতে বোমা বিস্ফোরণ ঘটে, উপস্থিত ১৭ জন মারা যান এবং ৬০ জন আহত হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৩ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 13 February

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৩ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

13 February 1974 : ১৯৭৪ সালে এই দিনে মৃত্যু ঘটে বাংলাদেশী বাঙালি সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর৷

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৩ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 13 February

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৩ ফেব্রুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 13 February, Today’s Famous day on 13 February in the World. On this day Historical Famous Events in The World)

13 February 1633 : ১৬৩৩ সালে এই দিনে ইনকুইজেশনের আগে বিচারের জন্য গ্যালিলিও গ্যালিলি রোম ফিরে এসেছিলেন।

13 February 1880 : ১৮৮০ সালে এই দিনে টমাস আলভা এডিসন ‘এডিসন এফেক্ট’ পর্যবেক্ষণ করেন।

13 February 1934 : ১৯৩৪ সালে এই দিনে সোভিয়েত বাষ্পীয় জাহাজ এসএস চেলয়ুসকিন আর্কটিক মহাসাগরে ডুবে যায়।

13 February 1945 : ১৯৪৫  সালে এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লাল ফৌজের কাছে নাৎসি জার্মানি ও হাঙ্গেরি বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে বুদাপেস্ট অবরোধের সমাপ্তি ঘটায়৷

13 February 1948 : ১৯৪৮ সালে এই দিনে মৃত্যু হয় সের্গে আইজেনস্টাইনের যিনি ছিলেন  সোভিয়েত চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র তাত্ত্বিক।

13 February 1982 : ১৯৮২ সালে এই দিনে গুয়েতেমালায় রিও নিগ্রো গণহত্যাসংঘটিত হয়েছিল।

13 February 1990 : ১৯৯০ সালে এই দিনে জার্মান পুনঃএকত্রীকরণ হয়। জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য দুই স্তর বিশিষ্ট পরিকল্পনার বিষয়ে সমঝোতা হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ১৩ ফেব্রুয়ারি | Today Famous Birthdays : 13 February

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 13 February. On this day Famous Birthdays in Bengali)

13 February 1879 : ১৮৭৯ সালের আজকের দিনে সরোজিনী নাইডু, ভারতীয় মুক্তিযোদ্ধা এবং কবি, ভারতের হাইপারবাদে জন্মগ্রহণ করেছিলেন (মৃত্যু: 1949)।

13 February 1944 : ১৯৪৪ সালের আজকের দিনে ওডভিল উন্নিকৃষ্ণান, ভারতীয় অভিনেতা, ভারতের ওয়াদাক্কানচেরিতে জন্মগ্রহণ করেন (মৃত্যু: 2006)।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১৩ ফেব্রুয়ারি | Today Famous Deaths : 13 February

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 13 February. On this day Famous Deaths in Bengali)

13 February 1969 : ১৯৬৯ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন পরেশচন্দ্র ভট্টাচার্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম বাঙালি গভর্নর ও ভারতীয় স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান (জন্ম: 1903)।

13 February 2015 : ২০১৫ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন কেশব রেড্ডি, ভারতীয় চিকিৎসক ও লেখক (জন্ম: 1946)।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ১৩ ফেব্রুয়ারি | Today’s History Question and Answer : 13 February | History QNA 

  1. বিশ্ব রেডিও দিবস (World Radio Day) পালন করা হয়?

Ans. ১৩ ফেব্রুয়ারি (13 February) বিশ্ব রেডিও দিবস (World Radio Day) পালন করা হয়।

  1. সরোজিনী নাইডু কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৭৯ সালের ১৩ ফেব্রুয়ারি (13 February 1879) সরোজিনী নাইডু ভারতের হাইপারবাদে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ভারতীয় মুক্তিযোদ্ধা এবং কবি।

  1. ভারতীয় অভিনেতা ওডভিল উন্নিকৃষ্ণান কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৪৪ সালের ১৩ ফেব্রুয়ারি (13 February 1944) ভারতীয় অভিনেতা ওডভিল উন্নিকৃষ্ণান ভারতের ওয়াদাক্কানচেরিতে জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম বাঙালি গভর্নর ও ভারতীয় স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান পরেশচন্দ্র ভট্টাচার্য কবে মারা যান?

Ans. ১৯৬৯ সালের ১৩ ফেব্রুয়ারি (13 February 1969) ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম বাঙালি গভর্নর ও ভারতীয় স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান পরেশচন্দ্র ভট্টাচার্য মারা যান।

  1. ভারতীয় চিকিৎসক ও লেখক কেশব রেড্ডি কবে মারা যান?

Ans. ২০১৫ সালের ১৩ ফেব্রুয়ারি (13 February 2015) ভারতীয় চিকিৎসক ও লেখক কেশব রেড্ডি মারা যান।

  1. কবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমুদ্র পথে ভারত আগমন শুরু করেন?

Ans. ১৬০১ সালের ১৩ ফেব্রুয়ারি (13 February 1601) ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমুদ্র পথে ভারত আগমন শুরু করেন।

  1. চিত্তরঞ্জন মিত্র কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯২৬ সালের ১৩ ফেব্রুয়ারি (13 February 1926) চিত্তরঞ্জন মিত্র জন্মগ্রহণ করেন। যিনি একজন ভারতীয় বিজ্ঞানী। তিনি বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি এন্ড সায়েন্স পিলানি র ডাইরেক্টর ছিলেন৷

  1. ডক্টর লীলাদেবী কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৩২ সালের ১৩ ফেব্রুয়ারি (13 February 1932) ডক্টর লীলাদেবী জন্মগ্রহণ করেন।

  1. ভি.বালাকৃষ্ণণ কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৩২ সালের ১৩ ফেব্রুয়ারি (13 February 1932) ভি.বালাকৃষ্ণণ জন্মগ্রহণ করেন। যিনি ইংরাজি এবং মলায়ালম ভাষায় বই লেখার পাশাপাশি অনুবাদক হিসেবেও খ্যাত ছিলেন। স্বাধীনতা সংগ্রামেও তাঁর ভূমিকা ছিল।

  1. অভিনেতা বিনোদ মেহেরা কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৪৫ সালের ১৩ ফেব্রুয়ারি (13 February 1945) অভিনেতা বিনোদ মেহেরা জন্মগ্রহণ করেন।

  1. কবে সোভিয়েত বাষ্পীয় জাহাজ এসএস চেলয়ুসকিন আর্কটিক মহাসাগরে ডুবে যায়?

Ans. ১৯৩৪ সালের ১৩ ফেব্রুয়ারি (13 February 1934) সোভিয়েত বাষ্পীয় জাহাজ এসএস চেলয়ুসকিন আর্কটিক মহাসাগরে ডুবে যায়।

  1. কবে গুয়েতেমালায় রিও নিগ্রো গণহত্যাসংঘটিত হয়েছিল?

Ans. ১৯৮২ সালের ১৩ ফেব্রুয়ারি (13 February 1982) গুয়েতেমালায় রিও নিগ্রো গণহত্যাসংঘটিত হয়েছিল।

আজকের বিখ্যাত দিনে ১৩ ফেব্রুয়ারি – The Famous Day 13 February in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ১৩ ফেব্রুয়ারি | Today’s Historical Events : 13 February (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *