Close Ad close
Breaking
Thu. Nov 21st, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ১৩ মার্চ | Today's Historical Events 13 Marchআজকের দিনে ইতিহাসের পাতায় ১৩ মার্চ | Today's Historical Events 13 March

আজকের দিনে ইতিহাসের পাতায় ১৩ মার্চ | Today’s Historical Events 13 March in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ১৩ মার্চ  : Today’s Historical Events 13 March in Bengali : আজকের বিখ্যাত দিনে ১৩ মার্চ ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ১৩ মার্চ  : Today’s Historical Events 13 March) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ১৩ মার্চ।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৩ মার্চ | Today’s Famous Day or Important Day in Bengali : 13 March

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৩ মার্চ – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 13 March. On this day Important Day in Bengali)

13 March : আজ ১৩ মার্চ – No record.

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৩ মার্চ | Today’s Famous Day in History (Bengali) : 13 March

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৩ মার্চ | Today’s famous day in the history of India (Bengali) : 13 March

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৩ মার্চ । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 13 March. Today’s Famous day on 13 March in India. On this day Historical Famous Events in India)

13 March 624 : ৬২৪ সালের আজকের দিনে বদর যুদ্ধ সংঘটিত হয়।

13 March 1739 : ১৭৩৯ সালের আজকের দিনে সুবাদার সুজাউদ্দিন খানের মৃত্যু হয়।

13 March 1799 : ১৭৯৯ সালের আজকের দিনে গোবর্ধন দিকপতির নেতৃত্বে মেদিনীপুরে চুয়াড় বিদ্রোহ শুরু হয়।

13 March 1800 : ১৮০০ সালের আজকের দিনে মারাঠা সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনীতিক এবং প্রভাবশালী মন্ত্রী নানা ফাদনাভির মৃত্যু হয়।

13 March 1861 : ১৮৬১ সালের আজকের দিনে সাহিত্যিক ও সম্পাদক জলধর সেনের জন্ম হয়।

13 March 1940 : ১৯৪০ সালে ভারতীয় বিপ্লবী উধম সিং লন্ডনে পাঞ্জাবের গভর্নর  মাইকেল ও’ডিয়ারকে গুলি করে হত্যা করেন।

13 March 1958 : ১৯৫৮ সালের আজকের দিনে মালেয়ালাম কবি ভ্যালথোল নারায়ণ মেননের মৃত্যু হয়।

13 March 1985 : ১৯৮৫ সালের আজকের দিনে কবি দিনেশ দাশের মৃত্যু হয়।

13 March 1992 : ১৯৯২ সালের আজকের দিনে কন্নড় নাট্যকার ও লেখক ও ভারতীয় মুক্তিযোদ্ধা কুলকুন্ডা শিব রাও-এর মৃত্যু হয়।

13 March 2001 : ২০০১ সালের আজকের দিনে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রাণাঘাট মহকুমার কিংবদন্তী ডাক্তার ডাঃ তারকনাথ ঘোষের মৃত্যু হয়।

13 March 2004 : ২০০৪ সালের আজকের দিনে ভারতের সেতার সম্রাট ছিলেন ওস্তাদ বিলায়ত খানের মৃত্যু হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৩ মার্চ | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 13 March

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৩ মার্চ : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

13 March 1930 : ১৯৩০ সালের আজকের দিনে বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও জনপ্রিয় বিজ্ঞান লেখক আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিনের জন্ম হয়।

13 March 1972 : ১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সুইজারল্যান্ড।

13 March 1976 : ১৯৭৬ সালের আজকের দিনে পল্লীকবি জসীমউদ্দীনের  মৃত্যু হয়।

13 March 1987 : ১৯৮৭ সালের আজকের দিনে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’-এর প্রতিষ্ঠা দিবস।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৩ মার্চ | Today’s famous day in the history of the world (Bengali) : 13 March

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৩ মার্চ, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 13 March, Today’s Famous day on 13 March in the World. On this day Historical Famous Events in The World)

13 March 45 : ৪৫ সালের আজকের দিন থেকে জুলিয়ান ক্যালেন্ডারের সূচনা  হয়।

13 March 624 : ৬২৪ সালের আজকের দিনে বদর যুদ্ধে মুহম্মদ-এর মুসলিম বাহিনী মক্কান সেনাবাহিনীর বিরুদ্ধে উল্লেখযোগ্য বিজয় লাভ করেছিল।

13 March 1560 : ১৫৬০ সালের আজকের দিনে স্প্যানিশ নৌবাহিনী ত্রিপোলির ‘জেরবা’ দখল করে।

13 March 1669 : ১৬৬৯ সালের আজকের দিনে ম্যাসাচুসেটস-এর কেমব্রিজ কলেজ, যাজক জন হার্ভার্ডের নামে ‘হার্ভার্ড কলেজ’ নামে পরিবর্তীত হয়।

13 March 1733 : ১৭৩৩ সালের আজকের দিনে ইংরেজ রসায়নবিদ জোসেফ প্রিস্টলির জন্ম হয়।

13 March 1748 : ১৭৪৮ সালের আজকের দিনে সুইজারল্যান্ডের খ্যাতনামা গণিতবিদ ইয়োহান বার্নুয়ি-পরলোক গমন করেন।

13 March 1781 : ১৭৮১ সালের আজকের দিনে স্যার উইলিয়াম হার্শেল ইউরেনাস গ্রহ অবিষ্কার করেন।

13 March 1878 : ১৮৭৮ সালের আজকের দিনে বিভিন্ন ভাষার সংবাদপত্রের জন্য ব্রিটিশ রাজ কর্তৃক সংবাদপত্র আইন প্রণীত হয়।

13 March 1881 : ১৮৮১ সালের আজকের দিনে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার আততায়ীর হাতে নিহত হন।

13 March 1894 : ১৮৯৪ সালের আজকের দিনে জার্মান পদার্থবিজ্ঞানী হার্টজের মৃত্যু হয়।

13 March 1896 : ১৮৯৬ সালের আজকের দিনে নেদারল্যান্ডসে প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয়।

13 March 1900 : ১৯০০ সালের আজকের দিনে গ্রিসের নোবেলজয়ী কবি গেওর্গে সেফেরিসের জন্ম হয়।

13 March 1901 : ১৯০১ সালের আজকের দিনে বেঞ্জামিন হ্যারিসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৩তম রাষ্ট্রপতির মৃত্যু হয়।

13 March 1930 : ১৯৩০ সালের আজকের দিনে সৌরমণ্ডলের নবম গ্রহ প্লুটো আবিষ্কৃত হয়।

13 March 1954 : ১৯৫৪ সালের আজকের দিনে ইন্দোচীনে দিয়েন বিয়েন ফু-এর যুদ্ধ শুরু হয়।

13 March 1967 : ১৯৬৭ সালের আজকের দিনে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ফ্রাঙ্ক ওরেলের মৃত্যু হয়।

13 March 1968 : ১৯৬৮ সালের আজকের দিনে পাকিস্তানের ৬ষ্ঠ প্রধানমন্ত্রী ইবরাহিম ইসমাইল চুন্দ্রিগড়ের মৃত্যু হয়।

13 March 1996 : ১৯৯৬ সালের আজকের দিনে পোল্যান্ডের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ক্রিস্তফ কিয়েশ্লফ্স্কির মৃত্যু হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ১৩ মার্চ | Today Famous Birthdays : 13 March

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 13 March. On this day Famous Birthdays in Bengali)

13 March 1844 : ১৮৪৪ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি ব্যারিস্টার মনমোহন ঘোষ (Manmohun Ghose)। নারীশিক্ষা বিস্তার, স্বদেশবাসীকে দেশপ্রেমে অনুপ্রেরণা দান এবং সংগঠিত রাজনীতিতে দেশের অন্যতম প্রথম ব্যক্তি হওয়ার কারণে তিনি উল্লেখযোগ্য।

13 March 1861 : ১৮৬১ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন বাঙালি ভ্রমণ কাহিনী, রম্যরচনা ও উপন্যাস লেখক জলধর সেন (Jaladhar Sen)। তার উল্লেখযোগ্য রচনাবলি – প্রবাসচিত্র, হিমালয়, নৈবেদ্য, কাঙ্গালের ঠাকুর, বড় মানুষ, দুঃখিনী, অভাগী, উৎস, হরিনাথ গ্রন্থাবলী, প্রমথনাথের কাব্য গ্রন্থাবলী ইত্যাদি।

13 March 1892 : ১৮৯২ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন বিশ্ববিখ্যাত ভারতীয় কুস্তিগীর ও পালোয়ান গোবর গোহ (যতীন্দ্রচরণ গুহ Jatindra Charan Guho)। ১৯২১ সালে তিনি প্রথম এশীয় ব্যক্তি যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতেন।

13 March 1915 : ১৯১৫ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটোগল্পকার ও প্রাবন্ধিক প্রতিভা বসু (Protiva Bose)। তিনি বুদ্ধদেব বসুর স্ত্রী। প্রতিভা বসুর উপন্যাস নিয়ে তৈরি হয় ‘আলো আমার আলো’, ‘পথে হল দেরী’ বা ‘অতল জলের আহ্বান’-এর মতো হিট ছবি।

13 March 1916 : ১৯১৬ সালে আজকের দিনে সাঁতরাগাছি, হাওড়াতে জন্ম গ্রহণ করেন পদার্থ বিজ্ঞান ও দর্শনের অধ্যাপক ও সৌন্দর্যতত্ত্ব বিশারদ প্রবাসজীবন চৌধুরী (Prabhasjibon Chowdhury)। ১৯৬৭ খ্রিস্টাব্দে তাঁর রবীন্দ্রচর্চা সম্বন্ধীয় ইংরাজীতে রচিত Tagore on Literature and Aesthetics(সাহিত্য ও নান্দনিকতায় ঠাকুর) গ্রন্থটির জন্য পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি , পশ্চিমবঙ্গ সরকার প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার প্রদান করে।

13 March 1961 : ১৯৬১ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন সাংসদ ডেরেক ওব্রায়েন (Derek O’Brien)। He is a Member of Parliament in the Rajya Sabha (Upper House of India’s Parliament) from West Bengal and member of the TMC .

13 March 1980 : ১৯৮০ সালে আজকের দিনে নিউ দিল্লীতে জন্ম গ্রহণ করেন ভারতীয় রাজনীতিক(BJP) এবং নেহরু-গান্ধী পরিবারের অন্যতম সদস্য বরুণ গান্ধী (Varun Gandhi)। ইনি প্রয়াত সঞ্জয় গান্ধী ও শ্রীমতি মেনকা গান্ধীর একমাত্র পুত্র এবং প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াতা ইন্দিরা গান্ধীর পৌত্র।

13 March 1984 : ১৯৮৪ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন মডেল-অভিনেত্রী গীতা বসরা (Geeta Basra)। She is a British actress who has appeared in Bollywood films. She is married to Indian cricketer Harbhajan Singh.

13 March 1994 : ১৯৯৪ সালে আজকের দিনে হায়দ্রাবাদে(তেলেঙ্গানা) জন্ম গ্রহণ করেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তিনি হায়দ্রাবাদ, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং ভারত জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেন।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১৩ মার্চ | Today Famous Deaths : 13 March

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 13 March. On this day Famous Deaths in Bengali)

১৯৩৬ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কলকাতার খ্যাতনামা স্ত্রীরোগবিশেষজ্ঞ ও চিকিৎসাশাস্ত্রের শিক্ষক স্যার কেদারনাথ দাস (Kedarnath Das)। ভারত ধর্মমহামণ্ডল তাকে ‘ধাত্রীবিদ্যার্ণব’ উপাধি প্ৰদান করেছিলেন। কারমাইকেল মেডিক্যাল কলেজে ‘স্যার কেদারনাথ দাস প্রসূতি হাসপাতাল’ নামে পরিচিত বিভাগটি তারই প্ৰচেষ্টায় নির্মিত হয়। ভারতীয়দের মধ্যে তিনিই প্ৰথম এফ.সি.ও.জি. উপাধিধারী।

13 March 1958 : ১৯৫৮ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন মালেয়ালাম কবি ভ্যালথােল নারায়ণ মেনন (Vallathol Narayana Menon)।

13 March 1985 : ১৯৮৫ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বাঙালি কবি দীনেশ দাশ (Dinesh Das)। ১৯৩৭ সালে প্রকাশিত হয় তাঁর সাড়াজাগানো ‘কাস্তে’ কবিতাটি আধুনিক বাংলা কবিতার এক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে যায় এবং তিনি প্রায় রাতারাতি মেহনতী মানুষের জীবনযন্ত্রণা প্রকাশের মুখপাত্র হয়ে ওঠেন। ‘কাস্তে’ কবিতায় শুক্ল পক্ষের পঞ্চমীর বাঁকা চাঁদটাকে তিনি শ্রমজীবী কৃষকের ফসল কাটার ক্ষুরধার অস্ত্র কাস্তের সঙ্গে তুলনা করেছিলেন।

13 March 1992 : ১৯৯২ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কন্নড় নাট্যকার ও লেখক ও ভারতীয় মুক্তিযােদ্ধা কুলকুন্ডা শিব রাও (Kulakunda Shiva Rao) , Popularly known as Niranjana .

13 March 2001 : ২০০১ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রাণাঘাট মহকুমার কিংবদন্তী ডাক্তার ডাঃ তারকনাথ ঘােষ (Dr. Taraknath Ghosh)।

13 March 2004 : ২০০৪ সালে আজকের দিনে মুম্বাইয়ে মৃত্যুবরণ করেন ভারতের বিখ্যাত বাঙালি সেতার বাদক উস্তাদ বিলায়েত খাঁ বা পুরো নাম বিলায়েত হুসেন খাঁ (Vilayat Khan)। এনায়তখানি কানাড়া, সাঁঝ সারাবলি, কলাবন্তী ও মান্দ ভৈরব রাগের উদ্ভাবক ছিলেন তিনি। পদ্মভূষণ, পদ্মশ্রী, পদ্মবিভূষণ ও সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। ‘আর্টিস্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’ পক্ষ থেকে তাঁকে ‘ভারত সেতার সম্রাট’ উপাধি দেওয়া হয়।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ১৩ মার্চ | Today’s History Question and Answer : 13 March | History QNA 

  1. ভারতীয় বংশোদ্ভূত কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি ব্যারিস্টার মনমোহন ঘোষ কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৪৪ সালের ১৩ মার্চ (13 March 1844) ভারতীয় বংশোদ্ভূত কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি ব্যারিস্টার মনমোহন ঘোষ জন্মগ্রহণ করেন।

  1. বিশ্ববিখ্যাত ভারতীয় কুস্তিগীর ও পালোয়ান গোবর গোহ কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৯২ সালের ১৩ মার্চ (13 March 1892) বিশ্ববিখ্যাত ভারতীয় কুস্তিগীর ও পালোয়ান গোবর গোহ জন্মগ্রহণ করেন।

  1. মডেল-অভিনেত্রী গীতা বসরা কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৮৪ সালের ১৩ মার্চ (13 March 1984) মডেল-অভিনেত্রী গীতা বসরা জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৯৪ সালের ১৩ মার্চ (13 March 1994) ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ কবে জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত দিনে ১৩ মার্চ – The Famous Day 13 March in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ১৩ মার্চ | Today’s Historical Events : 13 March (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *