Close Ad close
Breaking
Sun. Jan 19th, 2025
আজকের দিনে ইতিহাসের পাতায় ১৪ ফেব্রুয়ারি | Today's Historical Events 14 Februaryআজকের দিনে ইতিহাসের পাতায় ১৪ ফেব্রুয়ারি | Today's Historical Events 14 February

আজকের দিনে ইতিহাসের পাতায় ১৪ ফেব্রুয়ারি | Today’s Historical Events 14 February in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ১৪ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 14 February in Bengali : আজকের বিখ্যাত দিনে ১৪ ফেব্রুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ১৪ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 14 February) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ১৪ ফেব্রুয়ারি।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৪ ফেব্রুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 14 February

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৪ ফেব্রুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 14 February. On this day Important Day in Bengali)

14 February : আজ ১৪ ফেব্রুয়ারি – ভ্যালেন্টাইন দিবস।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৪ ফেব্রুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 14 February

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৪ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 14 February

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৪ ফেব্রুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 14 February. Today’s Famous day on 14 February in India. On this day Historical Famous Events in India)

14 February 1483 : ১৪৮৩  সালে এই দিনে বাবর প্রথম মুঘল সম্রাটের জন্ম হয়।

14 February 1933 : ১৯৩৩ সালে এই দিনে ভারতীয় অভিনেত্রী ও গায়িকা মধুবালার জন্ম হয়।

14 February 1952 : ১৯৫২ সালে এই দিনে সুষমা স্বরাজ, ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর জন্ম হয়।

14 February 1990 : ১৯৯০ সালে এই দিনে ভারতের ব্যাঙ্গলোরে ভারতীয় এয়ারলাইন্স ফ্লাইট ৬০৫ বিধ্বস্ত হয়ে ৯২ জন নিহত হয়।

14 February 2019 : ২০১৯ সালের আজকের দিনে কাশ্মীরে আধাসামরিক কনভয়ে বোমা হামলা, কমপক্ষে 40 জন নিহত করেছে। ইসলামিক গোষ্ঠী জাইশ-ই-মোহাম্মদ এর দায় স্বীকার করেছেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৪ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 14 February

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৪ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

14 February 1944 : ১৯৪৪  সালে এই দিনে সন্তু লারমা যিনি পার্বত্য চট্টগ্রামঅঞ্চলের আদিবাসীদের নেতা তাঁর জন্ম হয়।

14 February 1972 : ১৯৭২ সালে এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কানাডা (আমেরিকান দেশগুলোর মধ্যে প্রথম) ও ফ্রান্স।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৪ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 14 February

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৪ ফেব্রুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 14 February, Today’s Famous day on 14 February in the World. On this day Historical Famous Events in The World)

14 February 269 : ২৬৯ সালে এই দিনে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেইটাইন’স নামে একজন খৃষ্টান পাদ্রী ও চিকিৎসকে খ্রীষ্ট ধর্ম প্রচারের অভিযোগে রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাকে মৃত্যু দন্ড দেন।

14 February 1400 : ১৪০০ সালে এই দিনে দ্বিতীয় রিচার্ড ইংল্যান্ডের রাজার মৃত্যু হয়েছিল।

14 February 1502 : ১৫০২ সালে এই দিনে স্প্যানিশ ইনকুইজিশন ক্যাথলিক সম্রাটের জারিকৃত ফরমানে গ্রানাডার মুসলিমদেরকে ক্যাথলিক মত গ্রহণ বা স্পেন ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছিল।

14 February 1779 : ১৭৭৯ সালে এই দিনে আমেরিকান স্বাধীনতা যুদ্ধ হয়েছিল যেটি জর্জিয়ায় কেটল ক্রিকের যুদ্ধ নামে পরিচিত তা সংঘটিত হয়।

14 February 1855 : ১৮৫৫ সালে এই দিনে টেক্সাস বাকি যুক্তরাষ্ট্রের সাথে টেলিগ্রাফের মাধ্যমে যুক্ত হয়।

14 February 1859 : ১৮৫৯ সালে এই দিনে অরেগন যুক্তরাষ্ট্রের ৩৩তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়।

14 February 2005 : ২০০৫ সালে এই দিনে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব চালু হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ১৪ ফেব্রুয়ারি | Today Famous Birthdays : 14 February

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 14 February. On this day Famous Birthdays in Bengali)

14 February 1483 : ১৪৮৩ সালের আজকের দিনে জহির-উদ-দ্বীন মুহাম্মদ বাবুর , ভারতীয় উপমহাদেশের মুঘল রাজবংশের প্রতিষ্ঠাতা এবং প্রথম সম্রাট (1526-30), তৈমুরিড সাম্রাজ্যে (বর্তমান উজবেকিস্তান) জন্মগ্রহণ করেন (মৃত্যু: 1530)।

14 February 1885 : ১৮৮৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সৈয়দ জাফরুল হাসান, ভারত-পাকিস্তানের বিশিষ্ট মুসলিম দার্শনিক (মৃত্যু: 1944)।

14 February 1933 : ১৯৩৩ মধুবালা (মমতাজ জাহান বেগম দেহলভী), ভারতের অভিনেত্রী “ভারতের সিনেমার শুক্র” হিসাবে বিবেচিত, ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন (মৃত্যু: 1969)।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১৪ ফেব্রুয়ারি | Today Famous Deaths : 14 February

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 14 February. On this day Famous Deaths in Bengali)

14 February 1980 : ১৯৮০ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন লুইটকনওয়ার রুদ্র বড়ুয়া, অসমিয়া সুরকার ও অভিনেতা।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ১৪ ফেব্রুয়ারি | Today’s History Question and Answer : 14 February | History QNA 

  1. ভ্যালেন্টাইন দিবস পালন করা হয়?

Ans. ১৪ ফেব্রুয়ারি (14 February) ভ্যালেন্টাইন দিবস পালন করা হয়।

  1. জহির-উদ-দ্বীন মুহাম্মদ বাবুর কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৪৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি (14 February 1483) জহির-উদ-দ্বীন মুহাম্মদ বাবুর তৈমুরিড সাম্রাজ্যে (বর্তমান উজবেকিস্তান) করেছিলেন। তিনি ভারতীয় উপমহাদেশের মুঘল রাজবংশের প্রতিষ্ঠাতা এবং প্রথম সম্রাট (1526-30)।

  1. সৈয়দ জাফরুল হাসান কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৮৫ সালের ১৪ ফেব্রুয়ারি (14 February 1885) সৈয়দ জাফরুল হাসান জন্মগ্রহণ করেন। তিনি ভারত-পাকিস্তানের বিশিষ্ট মুসলিম দার্শনিক।

  1. অসমিয়া সুরকার ও অভিনেতা লুইটকনওয়ার রুদ্র বড়ুয়া কবে মারা যান?

Ans. ১৯৮০ সালের ১৪ ফেব্রুয়ারি (14 February 1980) অসমিয়া সুরকার ও অভিনেতা লুইটকনওয়ার রুদ্র বড়ুয়া মারা যান।

  1. ভারতীয় অভিনেত্রী ও গায়িকা মধুবালা কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৩৩ সালের ১৪ ফেব্রুয়ারি (14 February 1933) ভারতীয় অভিনেত্রী ও গায়িকা মধুবালা জন্মগ্রহণ করেন।

  1. সুষমা স্বরাজ কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৫২ সালের ১৪ ফেব্রুয়ারি (14 February 1952) সুষমা স্বরাজ জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।

  1. ভারতীয় এয়ারলাইন্স ফ্লাইট ৬০৫ কবে এবং কোথায় বিধ্বস্ত হয়?

Ans. ১৯৯০ সালের ১৪ ফেব্রুয়ারি (14 February 1990) ব্যাঙ্গলোরে ভারতীয় এয়ারলাইন্স ফ্লাইট ৬০৫ বিধ্বস্ত হয়ে ৯২ জন নিহত হয়।

  1. বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামঅঞ্চলের আদিবাসীদের নেতা সন্তু লারমা কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৪৪ সালের ১৪ ফেব্রুয়ারি (14 February 1944) বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামঅঞ্চলের আদিবাসীদের নেতা সন্তু লারমা জন্মগ্রহণ করেন।

  1. দ্বিতীয় রিচার্ড ইংল্যান্ডের রাজা কবে মারা যান?

Ans. ১৪০০ সালের ১৪ ফেব্রুয়ারি (14 February 1400) দ্বিতীয় রিচার্ড ইংল্যান্ডের রাজা মারা যান।

  1. ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব কবে চালু হয়?

Ans. ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি (14 February 2005) ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব চালু হয়।

আজকের বিখ্যাত দিনে ১৪ ফেব্রুয়ারি – The Famous Day 14 February in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ১৪ ফেব্রুয়ারি | Today’s Historical Events : 14 February (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *