Close Ad close
Breaking
Mon. Nov 18th, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ১৪ মার্চ | Today's Historical Events 14 Marchআজকের দিনে ইতিহাসের পাতায় ১৪ মার্চ | Today's Historical Events 14 March

আজকের দিনে ইতিহাসের পাতায় ১৪ মার্চ | Today’s Historical Events 14 March in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ১৪ মার্চ  : Today’s Historical Events 14 March in Bengali : আজকের বিখ্যাত দিনে ১৪ মার্চ ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ১৪ মার্চ  : Today’s Historical Events 14 March) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ১৪ মার্চ।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৪ মার্চ | Today’s Famous Day or Important Day in Bengali : 14 March

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৪ মার্চ – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 14 March. On this day Important Day in Bengali)

14 March : আজ ১৪ মার্চ – বিশ্ব পাই(π) দিবস(Pi Day)। গাণিতিক ধ্রুবক পাই(π)- এর মান প্রায় ৩.১৪ বলে প্রতি বছর ১৪ই মার্চকে সারা বিশ্বের গণিতবিদগণ পাই দিবস হিসাবে পালন করে থাকেন। ১৯৮৮ সালে পদার্থবিদ ল্যারি শ’ পাই (π) দিবসের ধারণার প্রবর্তন করেন। সান ফ্রান্সিকোর বিজ্ঞান জাদুঘরের কর্মকর্তা ল্যারি শ’ এ দিবস পালনের উদ্যোক্তা বলে তাকে ‘পাই-এর রাজপুত্র’ বলা হয়। ২০০৯ সালের ১২ই মার্চ যুক্তরাষ্ট্র সরকার ১৪ই মার্চকে জাতীয় পাই(π) দিবস হিসেবে পালনের অনুমোদন দেয়।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৪ মার্চ | Today’s Famous Day in History (Bengali) : 14 March

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৪ মার্চ | Today’s famous day in the history of India (Bengali) : 14 March

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৪ মার্চ । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 14 March. Today’s Famous day on 14 March in India. On this day Historical Famous Events in India)

14 March 1885 : ১৮৮৫ সালের আজকের দিনে রাজস্থানের প্রথম রাজ্যপাল এবং দিল্লির দ্বিতীয় মুখ্যমন্ত্রী  গুরুমুখ নিহল সিং-এর জন্ম হয়।

14 March 1931 : ১৯৩১ সালের আজকের দিনে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র ‘আলম আরা’ এইদিন মুক্তি পায়।

14 March 1939 : ১৯৩৯ সালের আজকের দিনে কলকাতায় ‘নাট্যনিকেতন’ রঙ্গমঞ্চের উদ্বোধন হয়।

14 March 1963 : ১৯৬৩ সালের আজকের দিনে ভারতীয় রাজনীতিক জয় নারায়ণ ভ্যাসের মৃত্যু হয়। তিনি রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন।

14 March 1965 : ১৯৬৫ সালের আজকের দিনে ভারতীয় হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আমির খানের জন্ম হয়।

14 March 1972 : ১৯৭২ সালের আজকের দিনে মণিপুর রাজ্যের সমাজকর্মী ইমন চানু শর্মিলার জন্ম হয়।

14 March 2007 : ২০০৭ সালের আজকের দিনে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে পুলিশের গুলিচালনায় ১৪ জন গ্রামবাসী নিহত হন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৪ মার্চ | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 14 March

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৪ মার্চ : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

14 March 1975 : ১৯৭৫ সালের আজকের দিনে রাষ্ট্রীয় সফরে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ দাউদ ঢাকায় আগমন করেন।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৪ মার্চ | Today’s famous day in the history of the world (Bengali) : 14 March

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৪ মার্চ, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 14 March, Today’s Famous day on 14 March in the World. On this day Historical Famous Events in The World)

14 March 1489 : ১৪৮৯ সালের আজকের দিনে সাইপ্রাসের শেষ রানি, ‘ক্যাথরিন কর্নোয়ার’ ভেনিস পরিত্যাগ করতে বাধ্য হন।

14 March 1559 : ১৫৫৯ সালের আজকের দিনে নেদারল্যান্ডস-এর গরিনচেম, ডর্ড্রেট ও ওড্রিকহেম অঞ্চলে বিধ্বংসী ঝড় ও বন্যা হয়।

14 March 1689 : ১৬৮৯ সালের আজকের দিনে স্কটল্যান্ড দেশ ‘উইলিয়াম-৩’ এবং ‘মেরি স্টুয়ার্ট’-কে রাজা ও রানি হিসাবে বরখাস্ত করে।

14 March 1879 : ১৮৭৯ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের জন্ম হয়।

14 March 1883 : ১৮৮৩ সালের আজকের দিনে প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্ক্সবাদের প্রবক্তা কার্ল মার্ক্সের মৃত্যু হয়।

14 March 1978 : ১৯৭৮ সালের আজকের দিনে ইসরাইল মহড়ার অজুহাতে সৈন্য বাহিনীকে জড়ো করে এবং লেবাননের উপর আগ্রাসন চালায়।

14 March 1981 : ১৯৮১ সালের আজকের দিনে বিখ্যাত ইংরেজ ক্রিকেটার কেন ব্যারিংটনের মৃত্যু হয়।

14 March 1986 : ১৯৮৬ সালের আজকের দিনে ইংরেজ অভিনেতা ও নৃত্যশিল্পী জেমি বেলের জন্ম হয়।

14 March 1992 : ১৯৯২ সালের আজকের দিনে সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত ‘প্রাভদা’ পত্রিকার প্রকাশ বন্ধ হয়ে যায়।

আজকের বিখ্যাত জন্মদিন : ১৪ মার্চ | Today Famous Birthdays : 14 March

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 14 March. On this day Famous Birthdays in Bengali)

14 March 1879 : ১৮৭৯ সালে আজকের দিনে জার্মানিতে জন্ম গ্রহণ করেন ১৯২১ সালে নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন (Albert Einstein)। তিনি মূলত আপেক্ষিকতার তত্ত্ব (আধুনিক পদার্থবিজ্ঞানের দুটি স্তম্ভের একটি) এবং ভর-শক্তি সমতুল্যতার সূত্র, E = mc^2 ( যা “বিশ্বের সবচেয়ে বিখ্যাত সমীকরণ” হিসেবে খেতাব দেওয়া হয়েছে ) আবিষ্কারের জন্য বিখ্যাত। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে তার বিশেষ অবদান এবং আলোক-তড়িৎ ক্রিয়া সম্পর্কিত গবেষণার জন্য তিনি এই পুরস্কার লাভ করেন।

14 March 1885 : ১৮৮৫ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন রাজস্থানের জাতীয় কংগ্রেসের প্রথম রাজ্যপাল (01.11.1956 – 16.04.1962) এবং দিল্লির দ্বিতীয় মুখ্যমন্ত্রী(13.12.1955 – 31.10.1956) গুরুমুখ নিহল সিং (Gurmukh Nihal Singh)।

14 March 1949 : ১৯৪৯ সালে আজকের দিনে নিউ দিল্লীতে জন্ম গ্রহণ করেন বিখ্যাত ভারতীয় অভিনেত্রী ফরিদা জালাল (Farida Jalal)। তিনি ১৯৬০ দশক থেকে শুরু করে অদ্যাবধি অসংখ্য চলচ্চিত্র এবং টেলিভিশনে অভিনয় করে আসছেন।

14 March 1965 : ১৯৬৫ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেতা আমির খান/মোহাম্মদ আমির হোসেন খান (Aamir Khan)।

14 March 1972 : ১৯৭২ সালে আজকের দিনে মণিপুর রাজ্যের ইম্ফলে জন্ম গ্রহণ করেন সমাজকর্মী ইমন চানু শর্মিলা (Irom Chanu Sharmila)। She also known as the “Iron Lady of Manipur” or “Mengoubi”(The fair one)।

14 March 1974 : ১৯৭৪ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন ভারতীয় পরিচালক, প্রযোজক এবং উপস্থাপক রোহিত শেঠী (Rohit Shetty)। চলচ্চিত্র নির্মাতা হিসেবে তিনি গোলমাল চলচ্চিত্র সিরিজ, সিংহাম চলচ্চিত্র সিরিজ, বোল বাচ্চন, চেন্নাই এক্সপ্রেস এবং দিলওয়ালে কৃতিত্ব অর্জন করেন।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১৪ মার্চ | Today Famous Deaths : 14 March

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 14 March. On this day Famous Deaths in Bengali)

14 March 1883 : ১৮৮৩ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্ক্সবাদের প্রবক্তা কার্ল মার্ক্স/কার্ল হাইনরিশ মার্ক্স (Karl Heinrich Marx)। সমগ্র মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন মার্ক্স। মার্ক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনাগুলোর মাঝে রয়েছে তিন খণ্ডে রচিত পুঁজি এবং ফ্রিডরিখ এঙ্গেলসের সাথে যৌথভাবে রচিত কমিউনিস্ট ইশতেহার(১৮৪৮)।

14 March 1963 : ১৯৬৩ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় রাজনীতিক(Indian National Congress) এবং রাজস্থানের প্রাক্তন তৃতীয় মুখ্যমন্ত্রী(01.11.1952 – 12.11.1954) জয় নারায়ণ ভ্যাস (Jai Narayan Vyas)।

14 March 1975 : ১৯৭৫ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন পল্লীবাংলার কবি যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্য (Jatindraprasad Bhattacharyay)। তাঁর রচিত কাব্য গ্রন্থ গুলি হল- ‘মর্মগাথা(১৯১৪)’ , ‘হাসির হল্লা (১৯২৪)’ ‘ছায়াপথ (১৯২৬)’ ‘রামধনু (১৯২৭)’ ‘নভোরেণু (১৯২৮)’।

14 March 1997 : ১৯৯৭ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন অবিভক্ত বাংলায় মার্কসীয় দর্শনে বিশ্বাসী বাঙালি কবি ও লেখক সামসুল হক (Samsul Haq)। তিনি ‘সুগত চৌধুরী’ ছদ্মনাম ব্যবহার করতেন। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্যগ্রন্থগুলি হল- প্রোটোপ্লাজম (১৯৮২), চলচ্চিত্র (১৯৭২), সোনার ত্রিশূল (১৯৭৯), পাপপূণ্য (১৯৮০), খোকা ভাত খাবি আয় (১৯৮২), কবির ভুবন (১৯৮৫), তিনি বীরেন্দ্র চট্টোপাধ্যায় (১৯৮৫), ইডেনের তৃণমূল (১৯৮৬), চুড়ুই পাখির বিচার (১৯৮৯), এস রেণু (১৯৯০)।

14 March 2012 : ২০১২ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বিশিষ্ট রসসাহিত্যিক, সাংবাদিক ও ব্যঙ্গচিত্রী হিমানীশ গোস্বামী (Himanish Goswami)। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল- ভাজা মাছ, আমার রামায়ণ, বুনো হাঁসের সন্ধানে, কলকাতার শয়তান, অপদার্থ, জীব্রামের গল্প(লাল মাটি)।

14 March 2018 : ২০১৮ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ইংল্যাণ্ডের তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ স্টিভেন হকিং (Stephen William Hawking)। তার কাজের বেশির ভাগ অংশ জুড়েই ছিল আপেক্ষিকতাবাদ, কোয়ান্টাম তত্ত্ব এবং মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা অজস্র ক্ষুদ্র কণা ও তাদের চরিত্র এবং অবশ্যই ‘ব্ল্যাক হোল’। ১৯৭৪ সালে ‘ব্ল্যাক হোলে’র উপর তাঁর বিখ্যাত থিওরি ছিল ‘হকিং রেডিয়েশন’ এবং সেই বছরই মাত্র ৩২ বছরে বয়সে রয়্যাল সোসাইটির ফেলো হন তিনি।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ১৪ মার্চ | Today’s History Question and Answer : 14 March | History QNA 

  1. পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৭৯ সালের ১৪ মার্চ (14 March 1879) পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন।

  1. রাজস্থানের জাতীয় কংগ্রেসের প্রথম রাজ্যপাল কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৮৫ সালের ১৪ মার্চ (14 March 1885) রাজস্থানের জাতীয় কংগ্রেসের প্রথম রাজ্যপাল জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় অভিনেত্রী ফরিদা জালাল কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৪৯ সালের ১৪ মার্চ (14 March 1949) ভারতীয় অভিনেত্রী ফরিদা জালাল জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা আমির খান কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৬৫ সালের ১৪ মার্চ (14 March 1965) ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা আমির খান জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় পরিচালক, প্রযোজক এবং উপস্থাপক রোহিত শেঠী কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৭৪ সালের ১৪ মার্চ (14 March 1974) ভারতীয় পরিচালক, প্রযোজক এবং উপস্থাপক রোহিত শেঠী জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত দিনে ১৪ মার্চ – The Famous Day 14 March in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ১৪ মার্চ | Today’s Historical Events : 14 March (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *