Close Ad close
Breaking
Sun. Jan 12th, 2025
আজকের দিনে ইতিহাসের পাতায় ১৫ এপ্রিল | Today’s Historical Events 15 Aprilআজকের দিনে ইতিহাসের পাতায় ১৫ এপ্রিল | Today’s Historical Events 15 April

আজকের দিনে ইতিহাসের পাতায় ১৫ এপ্রিল | Today’s Historical Events 15 April in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ১৫ এপ্রিল  : Today’s Historical Events 15 April in Bengali : আজকের বিখ্যাত দিনে ১৫ এপ্রিল ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ১৫ এপ্রিল  : Today’s Historical Events 15 April) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ১৫ এপ্রিল।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৫ এপ্রিল | Today’s Famous Day or Important Day in Bengali : 15 April

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৫ এপ্রিল – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 15 April. On this day Important Day in Bengali)

15 April : আজ ১৫ এপ্রিল – পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ হিসেবে পশ্চিমবঙ্গে সরকারি ছুটি পালিত হয়।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৫ এপ্রিল | Today’s Famous Day in History (Bengali) : 15 April

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৫ এপ্রিল | Today’s famous day in the history of India (Bengali) : 15 April

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৫ এপ্রিল । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 15 April. Today’s Famous day on 15 April in India. On this day Historical Famous Events in India)

15 April 1877 : ১৮৭৭ সালের আজকের দিনে বাঙালি সাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের জন্ম হয়। তাঁর সৃষ্টিগুলোর মধ্যে অন্যতম হলঠাকুরমার ঝুলি।

15 April 1895 : ১৮৯৫ সালের আজকের দিনে রায়গড়ে শিবাজী মহোৎসব শুরু করেন বাল গঙ্গাধর তিলক।

15 April 1901 : ১৯০১ সালের আজকের দিনে ভারতীয়  স্বাধীনতা সংগ্রামী এবং পশ্চিমবঙ্গের চতুর্থ ও ষষ্ঠ মুখ্যমন্ত্রী অজয়কুমার মুখোপাধ্যায়ের জন্ম হয়।

15 April 1914 : ১৯১৪ সালের আজকের দিনে বাঙালি শিক্ষাবিদ এবং লেখক অজিতকুমার গুহের জন্ম হয়।

15 April 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে হিমাচল প্রদেশ চিফ কমিশনার শাসিত প্রদেশের মর্যাদা পায়। দিনটি হিমাচল দিবস নামে খ্যাত।

15 April 1957 : ১৯৫৭ সালের আজকের দিনে কবি ও ঔপন্যাসিক জগদীশ গুপ্তের মৃত্যু হয়।

15 April 1977 : ১৯৭৭ সালের আজকের ওড়িশার বিখ্যাত স্যান্ড আর্টিস্ট সুদর্শন পট্টনায়েকের জন্ম হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৫ এপ্রিল | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 15 April

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৫ এপ্রিল : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

15 April 1928 : ১৯২৮ সালের আজকের দিনে বাংলাদেশী লেখক আনোয়ার পাশার জন্ম হয়।

15 April 1939 : ১৯৩৯ সালের আজকের দিনে বাংলাদেশী রাজনীতিবিদ এল. কে. সিদ্দিকীর জন্ম হয়।

15 April 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে বাঙালি রাজনীতিবিদ, লেখক হবীবুল্লাহ বাহার চৌধুরীর মৃত্যু হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৫ এপ্রিল | Today’s famous day in the history of the world (Bengali) : 15 April

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৫ এপ্রিল, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 15 April, Today’s Famous day on 15 April in the World. On this day Historical Famous Events in The World)

15 April 1452 : ১৪৫২ সালের আজকের দিনে ইতালীয় রেনেসাঁসের চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির জন্ম হয়।

15 April 1641 : ১৬৪১ সালের আজকের দিনে ইতালীয় বারোক চিত্রশিল্পী দমেনিকো জাম্পিয়েরির মৃত্যু হয়।

15 April 1707 : ১৭০৭ সালের আজকের দিনে গণিতজ্ঞ লিওনার্ট অয়লারের জন্ম হয়।

15 April 1865 : ১৮৬৫ সালের আজকের দিনে মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিংকন আততায়ীর গুলিতে নিহত হন।

15 April 1890 : ১৮৯০ সালের আজকের দিনে একজন রুশ ভাষাবিজ্ঞানী নিকোলাই ত্রুবেৎস্‌কোয়-এর জন্ম হয়।

15 April 1896 : ১৮৯৬ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ নিকোলাই সেময়োনোভের জন্ম হয়।

15 April 1898 : ১৮৯৮ সালের আজকের দিনে পাকিস্তানের ৬ষ্ঠ প্রধানমন্ত্রী ইবরাহিম ইসমাইলের জন্ম হয়।

15 April 1931 : ১৯৩১ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ মনোবৈজ্ঞানিক, কবি ও অনুবাদক টমাস ট্রান্সট্রোমারের জন্ম হয়।

15 April 1938 : ১৯৩৮ সালের আজকের দিনে পেরুর কবি, লেখক, নাট্যকার এবং সাংবাদিক সেসার ভাইয়েহোর মৃত্যু হয়।

15 April 1972 : ১৯৭২ সালের আজকের দিনে উত্তর ভিয়েতনামে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক বোমা হামলা চালায়।

15 April 1980 : ১৯৮০ সালের আজকের দিনে ফরাসি অস্তিত্ববাদী দার্শনিক, নাট্যকার, সাহিত্যিক এবং সমালোচক জঁ-পল সার্ত্র্‌-এর মৃত্যু হয়।

15 April 1986 : ১৯৮৬ সালের আজকের দিনে ফরাসি সাহিত্যিক ও রাজনৈতিক অধিকার আন্দোলনকর্মী জ্যঁ জ্যেঁনে-এর মৃত্যু হয়।

15 April 1989 : ১৯৮৯ সালের আজকের দিনে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব হু ইয়াওবাং পরলোক গমন করেন।

15 April 1990 : ১৯৯০ সালের আজকের দিনে বিখ্যাত ব্রিটিশ অভিনেত্রী ও মডেল এমা ওয়াটসনের জন্ম হয়।

15 April 2015 : ২০১৫ সালের আজকের দিনে নেপালের রাজনীতিবিদ ও ভূতপূর্ব প্রধানমন্ত্রী সূর্য বাহাদুর থাপার মৃত্যু হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ১৫ এপ্রিল | Today Famous Birthdays : 15 April

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 15 April. On this day Famous Birthdays in Bengali)

15 April 1452 : ১৪৫২ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি (Leonardo di ser Piero da Vinci)। তার বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে “মোনা লিসা”, “দ্য লাস্ট সাপার(লিওনার্দো দা ভিঞ্চি)”, “ভিত্রুভিয়ানো মানব”, “লেডি উইথ অ্যান এরমাইন” অন্যতম। অনেক ঐতিহাসিক ও পণ্ডিত লিওনার্দোকে “ইউনিভার্সাল প্রতিভা” বা “রেনেসাঁ মানব” আখ্যা দিয়েছেন।

15 April 1877 : ১৮৭৭ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন বাংলা ভাষার রূপকথার প্রখ্যাত রচয়িতা এবং সাংগ্রহক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার (Dakshinaranjan Mitra Majumdar)। তার সংগৃহীত জনপ্রিয় রূপকথার সংকলনটি চারটি খণ্ডে প্রকাশিত। খণ্ডগুলো নাম ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, ঠানদিদির থলে এবং দাদামাশয়ের থলে।

15 April 1901 : ১৯০১ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং পশ্চিমবঙ্গের চতুর্থ ও ষষ্ঠ মুখ্যমন্ত্রী অজয়কুমার মুখোপাধ্যায় (Ajoy Kumar Mukherjee)।

15 April 1905 : ১৯০৫ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ভারতের স্বাধীনতা আন্দোলনকারী ও চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের অন্যতম কর্মী তারকেশ্বর সেনগুপ্ত (Tarakeshwar Sengupta)। তিনি সূর্য সেন এর বিপ্লবী দলের সদস্য ছিলেন।

15 April 1963 : ১৯৬৩ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনােজ প্রভাকর (Manoj Prabhakar)। সমগ্র খেলোয়াড়ী জীবনে ৯৬ টেস্ট উইকেট ও ১৫৭টি ওডিআই উইকেটসহ দিল্লির পক্ষে ৩৮৫টি প্রথম-শ্রেণীর উইকেট পান।

15 April 1975 : ১৯৭৫ সালে আজকের দিনে অন্ধ্রপ্রদেশে জন্ম গ্রহণ করেন রিয়েলিটি শােয়ের সঞ্চালক রঘু রাম (Raghu Ram Ambadapudi)।

15 April 1977 : ১৯৭৭ সালে আজকের দিনে পুরীতে জন্ম গ্রহণ করেন ওড়িশার বিখ্যাত স্যান্ড আর্টিস্ট সুদর্শন পট্টনায়ক (Sudarsan Pattnaik)। In 2014, Government of India honoured him with the Padma Shri, India’s fourth-highest civilian award, for his amazing and wonderful sea shore sand arts.

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১৫ এপ্রিল | Today Famous Deaths : 15 April

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 15 April. On this day Famous Deaths in Bengali)

15 April 1957 : ১৯৫৭ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারত উপমহাদেশের অন্যতম বাঙালি ঔপন্যাসিক এবং ছোটগল্পকার জগদীশ গুপ্ত (Jagadish Gupta)। তার উল্লেখযোগ্য রচনাবলিগুলো হলো অসাধু সিদ্ধার্থ, বিনোদিনী, উদয়লেখা, মেঘাবৃত অশনি, দুলালের দোলা, নিষেধের পটভূমিকায়, লঘুগুরু ইত্যাদি।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ১৫ এপ্রিল | Today’s History Question and Answer : 15 April | History FAQ

  1. পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ কবে পালন করা হয়?

Ans. ১৫ এপ্রিল (15 April) পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ পালন করা হয়।

  1. রিয়েলিটি শােয়ের সঞ্চালক রঘু রাম কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৭৫ সালের ১৫ এপ্রিল (15 April 1975) রিয়েলিটি শােয়ের সঞ্চালক রঘু রাম জন্মগ্রহণ করেন।

  1. প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনােজ প্রভাকর (Manoj Prabhakar) কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৬৩ সালের ১৫ এপ্রিল (15 April 1963) প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনােজ প্রভাকর (Manoj Prabhakar) জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত দিনে ১৫ এপ্রিল – The Famous Day 15 April in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ১৫ এপ্রিল | Today’s Historical Events : 15 April (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *