Close Ad close
Breaking
Sun. Jan 12th, 2025
আজকের দিনে ইতিহাসের পাতায় ১৫ মার্চ | Today's Historical Events 15 Marchআজকের দিনে ইতিহাসের পাতায় ১৫ মার্চ | Today's Historical Events 15 March

আজকের দিনে ইতিহাসের পাতায় ১৫ মার্চ | Today’s Historical Events 15 March in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ১৫ মার্চ  : Today’s Historical Events 15 March in Bengali : আজকের বিখ্যাত দিনে ১৫ মার্চ ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ১৫ মার্চ  : Today’s Historical Events 15 March) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ১৫ মার্চ।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৫ মার্চ | Today’s Famous Day or Important Day in Bengali : 15 March

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৫ মার্চ – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 15 March. On this day Important Day in Bengali)

15 March : আজ ১৫ মার্চ – বিশ্ব ভোক্তা অধিকার দিবস (World Consumer Rights Day)। বিশিষ্ট পরিবেশবাদী ও ভোক্তাদের অধিকার বিষয়ে আন্দোলনে সোচ্চার কর্মী মালয়েশিয়ার ‘আনোয়ার ফজল’ কর্তৃক এ দিবস পালনের রূপকার হিসেবে পরিচিতি হয়েছেন। ১৫ মার্চ, ১৯৮৩ তারিখে তিনি ভোক্তা সংগঠনগুলোর মাধ্যমে ভোক্তাদের মৌলিক অধিকার সম্বন্ধে সচেতনতার উদ্দেশ্য বৈশ্বিকভাবে উদযাপনের আহ্বান জানান। ২০২১ এই বছরের থিম হলো “Tackle Plastic Pollution”.

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৫ মার্চ | Today’s Famous Day in History (Bengali) : 15 March

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৫ মার্চ | Today’s famous day in the history of India (Bengali) : 15 March

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৫ মার্চ । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 15 March. Today’s Famous day on 15 March in India. On this day Historical Famous Events in India)

15 March 1872 : ১৮৭২ সালের আজকের দিনে ভারতীয় সাক্ষ্য আইন প্রবর্তন হয়।

15 March 1901 : ১৯০১ সালের আজকের দিনে কুস্তি কোচ গুরু হুনুমান জন্মগ্রহণ করেন।। গুরু হানুমানের আসল নাম বিজয় পাল। তিনি ভারতের কুস্তি খেলার কিংবদন্তী প্রশিক্ষকদের মধ্যে অন্যতম ছিলেন। দারা সিং, গুরু সতপাল, সুশীল কুমার এবং ভিরেন্ডার সিংহ-সহ ভারতের সেরা পরিচিত কুস্তিগীরদের প্রশিক্ষণ দেওয়ার জন্য গুরু হানমান প্রশিক্ষক হিসেবে প্রসিদ্ধ ছিলেন।

15 March 1904 : ১৯০৪ সালের আজকের দিনে বিখ্যাত বাঙালি কবি, ছড়াকার ও লেখক অন্নদাশঙ্কর রায় জন্মগ্রহণ করেন।

15 March 1927 : ১৯২৭ সালের আজকের দিনে বাঙালি নজরুলগীতি ও উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী বেদারউদ্দিন আহমদ জন্মগ্রহণ করেন।

15 March 1934 : ১৯৩৪ সালের আজকের দিনে ভারতীয় সমাজ সংস্কারক, সমাজকর্মী ও রাজনীতিবিদ কান্সি রাম জন্মগ্রহণ করেন।

15 March 1939 : ১৯৩৯ সালের আজকের দিনে বাঙালি ভ্রমণ কাহিনি, রম্যরচনা ও উপন্যাস লেখক জলধর সেন পরলোক গমন করেন।

15 March 1965 : ১৯৬৫ সালের আজকের দিনে ঔপন্যাসিক এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক সুনেত্রা গুপ্ত জন্মগ্রহণ করেন।

15 March 1985 : ১৯৮৫ সালের আজকের দিনে ঐতিহাসিক ও লেখক রাধাকৃষ্ণ চৌধুরী পরলোক গমন করেন। তিনি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গবেষণার পাশাপাশি মৈথিলি সাহিত্যেও অবদান রেখেছিলেন।

15 March 1992 : ১৯৯২ সালের আজকের দিনে উর্দু কবি এবং হিন্দি চলচ্চিত্রের গীতিকার রাহি মাসুম রাজা পরলোক গমন করেন।

15 March 1993 : ১৯৯৩ সালের আজকের দিনে ভারতীয় চলচ্চিত্রের অভিনেত্রী আলিয়া ভাট জন্মগ্রহণ করেন।

15 March 2012 : ২০১২ সালের আজকের দিনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। ৩৮ বছরের অখিলেশ হলেন দেশের সবর্কনিষ্ঠ মুখ্যমন্ত্রী।

15 March 2015 : ২০১৫ সালের আজকের দিনে সাহিত্য আকাডেমি পুরস্কার (১৯৯৩) এবং বাজাজ পুরস্কারপ্রাপ্ত (১৯৯৯) গান্ধীবাদী ব্যক্তিত্ব ও লেখক নারায়ণ দেসাই পরলোক গমন করেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৫ মার্চ | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 15 March

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৫ মার্চ : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

15 March 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে পূর্ব পাকিস্তানের গুরুত্বপূর্ণ শাসনকর্তা খাজা নাজিমুদ্দিন ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’-এর সাথে ৮ দফা চুক্তিতে স্বাক্ষর করেন।

15 March 2008 : ২০০৮ সালের আজকের দিনে রংপুর অঞ্চলের একজন বাম ধারার রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক ছয়ের উদ্দিন আহমেদ পরলোক গমন করেন।

15 March 2016 : ২০১৬ সালের আজকের দিনে বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচারের ঘটনার কারণে ব্যাংকের গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেন।

15 March 2017 : ২০১৭ সালের আজকের দিনে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কার পি. সারা ওভাল মাঠে নিজেদের শততম টেস্ট খেলতে নামে।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৫ মার্চ | Today’s famous day in the history of the world (Bengali) : 15 March

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৫ মার্চ, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 15 March, Today’s Famous day on 15 March in the World. On this day Historical Famous Events in The World)

15 March 270 : ২৭০ সালের আজকের দিনে বিখ্যাত গ্রিক বিশপ সেন্ট নিকোলাস জন্মগ্রহণ করেন।

15 March 1767 : ১৭৬৭ সালের আজকের দিনে ব্রিটিশ-আমেরিকান জেনারেল, বিচারক, রাজনীতিবিদ অ্যান্ড্রু জ্যাকসন জন্মগ্রহণ করেন।

15 March 1854 : ১৮৫৪ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীব বিজ্ঞানী এমিল ভন বেহরিং জন্মগ্রহণ করেন।

15 March 1892 : ১৮৯২ সালের আজকের দিনে লিভারপুল ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়।

15 March 1902 : ১৯০২ সালের আজকের দিনে জাপানী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্য লেখক কাজিরো ইয়ামামোতো জন্মগ্রহণ করেন।

15 March 1937 : ১৯৩৭ সালের আজকের দিনে শিকাগোতে পৃথিবীর প্রথম হাসপাতাল ব্লাডব্যাংক চালু হয়।

15 March 1943 : ১৯৪৩ সালের আজকের দিনে কানাডীয় চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা ডেভিড ক্রোনেনবার্গ জন্মগ্রহণ করেন।

15 March 1985 : ১৯৮৫ সালের আজকের দিনে প্রথম ইন্টারনেট ডোমেন-এর নাম (symbolics.com) নিবন্ধিত হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ১৫ মার্চ | Today Famous Birthdays : 15 March

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 15 March. On this day Famous Birthdays in Bengali)

15 March 1783 : ১৭৮৩ সালে আজকের দিনে উত্তর চব্বিশ পরগনা জেলায় জন্ম গ্রহণ করেন ট্যাঁকশালের ও ব্যাঙ্ক অব বেঙ্গলের আজীবন দেওয়ান এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সচিব ও অভিধান প্রণেতা রামকমল সেন (Ramkamal Sen)। ডা. ওয়ালিচ নামে জনৈক দিনেমার উদ্ভিদতত্ত্ববিদ রামকমলের সহায়তায় কলকাতা জাদুঘরের সূচনা করেছিলেন।

15 March 1841 : ১৮৪১ সালে আজকের দিনে পূর্ব বর্ধমানে জন্ম গ্রহণ করেন – রামায়ণ, শ্রীমদ্ভগবতগীতা প্রভৃতি পুরাণ গ্রন্থের বঙ্গানুবাদক ও মহাভারতের ইংরাজী অনুবাদক প্রতাপচন্দ্র রায় (Pratapchandra Roy)। তিনি মহাভারতের মূলানুযায়ী  ইংরাজী অনুবাদ করাই তাঁর জীবনের প্রধানতম কীর্তি।

15 March 1901 : ১৯০১ সালে আজকের দিনে রাজস্থানে জন্ম গ্রহণ করেন কুস্তি কোচ গুরু হুনুমান (Guru Hanuman)। গুরু হানুমানের আসল নাম বিজয় পাল। তিনি ভারতের কুস্তি খেলার কিংবদন্তী প্রশিক্ষকদের মধ্যে অন্যতম ছিলেন। দারা সিং, গুরু সতপাল, সুশীল কুমার এবং ভিরেন্ডার সিংহ-সহ ভারতের সেরা পরিচিত কুস্তিগীরদের প্রশিক্ষণ দেওয়ার জন্য গুরু হানমান প্রশিক্ষক হিসেবে প্রসিদ্ধ ছিলেন।

15 March 1904 : ১৯০৪ সালে আজকের দিনে ব্রিটিশ ভারতে (বর্তমান উড়িষ্যার ঢেঙ্কানলে) জন্ম গ্রহণ করেন স্বনামধন্য বাঙালি কবি ও কথাসাহিত্যিক অন্নদাশঙ্কর রায় (Annada Shankar Ray)। ১৯৩০ খ্রিস্টাব্দে মার্কিন কন্যা অ্যালিস ভার্জিনিয়া অনফোর্ডকে বিবাহ করে তিনি তাঁর নাম দেন লীলা রায়। লীলা রায় বহু বই বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন। অন্নদাশঙ্করের অনেক লেখা ‘লীলাময় রায়’ ছদ্মনামে প্রকাশিত হয়েছিল।

15 March 1931 : ১৯৩১ সালে আজকের দিনে নদীয়া জেলার নবদ্বীপে জন্ম গ্রহণ করেন খ্যাতনামা বাঙালি কার্টুনিস্ট ও লেখক চন্ডী লাহিড়ী (Chandi Lahiri)। কার্টুন এবং কার্টুনিস্টদের নিয়ে একাধিক বই লিখেছেন চণ্ডীবাবু। ছোটদের ‘মিচকে’, ‘নেংটি’র পাশাপাশি বড়দের জন্য তাঁর লেখা ‘বিদেশিদের চোখে বাংলা’, ‘চণ্ডীর চণ্ডীপাঠ’, ‘বাংলা কার্টুনের ইতিহাস’ বাঙালির কাছে সমাদৃত হয়েছে।

15 March 1934 : ১৯৩৪ সালে আজকের দিনে পাঞ্জাবে জন্ম গ্রহণ করেন ভারতীয় সমাজ সংস্কারক, সমাজকর্মী ও রাজনীতিবিদ কান্সি রাম (Kanshi Ram – He also known as Bahujan Nayak or Manyavar or Saheb)।

15 March 1965 : ১৯৬৫ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন ঔপন্যাসিক এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক সুনেত্রা গুপ্ত (Sunetra Gupta)। উনি ম্যালেরিয়া, এইচআইভি, ইনফ্লুয়েঞ্জা এবং মেনিনজাইটিসের জন্য দায়ী সংক্রামক রোগের এজেন্ট নিয়ে কাজ করছেন।

15 March 1976 : ১৯৭৬ সালে আজকের দিনে মুম্বাইয়ের জন্ম গ্রহণ করেন হিন্দি চলচ্চিত্র জগতের অভিনেতা অভয় দেওল (Abhay Singh Deol)।

15 March 1977 : ১৯৭৭ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন জনপ্রিয় বাংলা চলচ্চিত্র অভিনেতা যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। যদিও, তার আসল নাম বিশ্বরূপ সেনগুপ্ত, তার ডাক নাম যীশু নামেই অধিক পরিচিত।

15 March 1983 : ১৯৮৩ সালে আজকের দিনে পাঞ্জাবের হোশিয়ারপুরে জন্ম গ্রহণ করেন ভারতীয় সঙ্গীত পরিচালক, গীতিকার, ভারতীয় পপ গায়ক, সঙ্গীত প্রযোজক এবং চলচ্চিত্র অভিনেতা ইয়ো ইয়ো হানি সিং/হিরদেশ সিং (Hirdesh Singh – Yo Yo Honey Singh/Honey Singh)।

15 March 1993 : ১৯৯৩ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট এবং অভিনেত্রী সোনি রাজদানের(মহেশ ভাটের দ্বিতীয় স্ত্রী) কন্যা।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১৫ মার্চ | Today Famous Deaths : 15 March

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 15 March. On this day Famous Deaths in Bengali)

15 March 0044 : ০০৪৪ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ইতালির রোম সাম্রাজ্যের সুদক্ষ সেনাপতি এবং একনায়ক জুলিয়াস সিজার (Gaius Julius Caesar)। তাঁকে ইতিহাসে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন বলে বিবেচনা করা হয়। জুলিয়াস সিজারের বিখ্যাত বানী হলো “এলাম দেখলাম জয় করলাম”।

15 March 1939 : ১৯৩৯ সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন বাঙালি ভ্রমণ কাহিনী, রম্যরচনা ও উপন্যাস লেখক ও সম্পাদক জলধর সেন (Jaladhar Sen)। তার উল্লেখযোগ্য রচনাবলি হলো- প্রবাসচিত্র, হিমালয়, নৈবেদ্য, কাঙ্গালের ঠাকুর, বড় মানুষ, দুঃখিনী, অভাগী, উৎস, হরিনাথ গ্রন্থাবলী, প্রমথনাথের কাব্য গ্রন্থাবলী।

15 March 1985 : ১৯৮৫ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বিহারের ঐতিহাসিক ও লেখক রাধাকৃষ্ণ চৌধুরী (Radha Krishna Choudhary)। তিনি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গবেষণার পাশাপাশি মৈথিলি সাহিত্যেও অবদান রেখেছিলেন।

15 March 1992 : ১৯৯২ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন উত্তর প্রদেশের উর্দু কবি এবং হিন্দি চলচ্চিত্রের গীতিকার রাহি মাসুম রাজা (Rahi Masoom Raza)। He won the Filmfare Best Dialogue Award for the hit film ‘Main Tulsi Tere Aangan Ki in 1979’ , followed by ‘Mili’ and ‘Lamhe’ , which he won posthumously.

15 March 1998 : ১৯৯৮ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কলকাতার বিশিষ্ট সর্বোদয় নেত্রী ও সমাজসেবী মালতী চৌধুরী (Malati Devi Choudhury)। তিনি ছিলেন মহাত্মা গান্ধী ও রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ সহযোগী। মহাত্মা গান্ধীর প্রভাবে তিনি ১৯৩০-এ অসহযোগ আন্দোলনে যোগ দেন এবং গ্রেপ্তার হয়ে ভাগলপুর সেন্ট্রাল জেলে প্রেরিত হন। ১৯৩২ খৃষ্টাব্দে হাজারিবাগ জেলে ছিলেন। ৪২ এর ভারত ছাড়ো আন্দোলনেও অংশ নিয়ে কারাবাস করেছেন।

15 March 2000 : ২০০০ সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন রবীন্দ্র অনুরাগী ভারতের শিল্প ও সাহিত্যজগতের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব লেডি রাণু মুখোপাধ্যায় বা রাণু মুখার্জি (Lady Ranu Mukhopadhyay)। তিনি ভারতের চারুকলা প্রতিষ্ঠান অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, কলকাতার প্রতিষ্ঠাতা। ফরাসি সরকারের লিজিয়ঁ দ’নরে সম্মানিতা বাঙালি মহিলা। 

15 March 2015 : ২০১৫ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন গুজরাটের সাহিত্য আকাডেমি পুরস্কার(১৯৯৩) এবং বাজাজ পুরস্কারপ্রাপ্ত(১৯৯৯) গান্ধীবাদী ব্যক্তিত্ব ও লেখক নারায়ণ দেসাই (Narayan Desai)।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ১৫ মার্চ | Today’s History Question and Answer : 15 March | History QNA 

  1. বিশ্ব ভোক্তা অধিকার দিবস (World Consumer Rights Day) কবে পালন করা হয়?

Ans. ১৫ মার্চ (15 March) বিশ্ব ভোক্তা অধিকার দিবস (World Consumer Rights Day) পালন করা হয়।

  1. প্রথম ভারতীয় সচিব ও অভিধান প্রণেতা রামকমল সেন কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৭৮৩ সালের ১৫ মার্চ (15 March 1783) প্রথম ভারতীয় সচিব ও অভিধান প্রণেতা রামকমল সেন জন্মগ্রহণ করেন।

  1. রামায়ণ, শ্রীমদ্ভগবতগীতা প্রভৃতি পুরাণ গ্রন্থের বঙ্গানুবাদক ও মহাভারতের ইংরাজী অনুবাদক প্রতাপচন্দ্র রায় কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৪১ সালের ১৫ মার্চ (15 March 1841) রামায়ণ, শ্রীমদ্ভগবতগীতা প্রভৃতি পুরাণ গ্রন্থের বঙ্গানুবাদক ও মহাভারতের ইংরাজী অনুবাদক প্রতাপচন্দ্র রায় জন্মগ্রহণ করেন।

  1. কুস্তি কোচ গুরু হুনুমান কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯০১ সালের ১৫ মার্চ (15 March 1901) কুস্তি কোচ গুরু হুনুমান জন্মগ্রহণ করেন।

  1. হিন্দি চলচ্চিত্র জগতের অভিনেতা অভয় দেওল কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৭৬ সালের ১৫ মার্চ (15 March 1976) হিন্দি চলচ্চিত্র জগতের অভিনেতা অভয় দেওল জন্মগ্রহণ করেন।

  1. বাংলা চলচ্চিত্র অভিনেতা যিশু সেনগুপ্ত কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৭৭ সালের ১৫ মার্চ (15 March 1977) বাংলা চলচ্চিত্র অভিনেতা যিশু সেনগুপ্ত জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় সঙ্গীত পরিচালক, গীতিকার, ভারতীয় পপ গায়ক, সঙ্গীত প্রযোজক এবং চলচ্চিত্র অভিনেতা ইয়ো ইয়ো হানি সিং/হিরদেশ সিং কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৮৩ সালের ১৫ মার্চ (15 March 1983) ভারতীয় সঙ্গীত পরিচালক, গীতিকার, ভারতীয় পপ গায়ক, সঙ্গীত প্রযোজক এবং চলচ্চিত্র অভিনেতা ইয়ো ইয়ো হানি সিং/হিরদেশ সিং জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাট কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৯৩ সালের ১৫ মার্চ (15 March 1993) ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাট জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত দিনে ১৫ মার্চ – The Famous Day 15 March in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ১৫ মার্চ | Today’s Historical Events : 15 March (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *