আজকের দিনে ইতিহাসের পাতায় ১৬ মার্চ | Today’s Historical Events 16 March in Bengali
আজকের দিনে ইতিহাসের পাতায় ১৬ মার্চ : Today’s Historical Events 16 March in Bengali : আজকের বিখ্যাত দিনে ১৬ মার্চ ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ১৬ মার্চ : Today’s Historical Events 16 March) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা ইতিহাসে ১৬ মার্চ।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৬ মার্চ | Today’s Famous Day or Important Day in Bengali : 16 March
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৬ মার্চ – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 16 March. On this day Important Day in Bengali)
16 March : আজ ১৬ মার্চ – জাতীয় টিকা দিবস (National Immunisation Day/NID) পোলিও রোগ নির্মূলে বিশেষ টিকাদান কর্মসূচির অংশবিশেষ। মুখ্যত পোলিও শিশুদের একটি মারাত্মক রোগ। এর জীবাণু এন্টারোভাইরাস (enterovirus)। ভাইরাসটির সংক্রমণে প্রধান স্নায়ুরজ্জুর (spinal cord) মোটর স্নায়ুকোষ (motor neurons) ক্ষতিগ্রস্ত হয়। ফলে শিথিল পক্ষাঘাতের (flaccid paralysis) সৃষ্টি হয়। যেহেতু ভাইরাস অন্ত্রে প্রবিষ্ট হয় তাই ধারণা করা হতো যে, রোগের বিরুদ্ধে অনাক্রম্যতা উদ্দীপনে মুখে খাওয়ানো টিকা (vaccine) কার্যকর হতে পারে। প্রথম মাত্রা টিকা খাওয়ানোর জন্য প্রথম জাতীয় টিকা দিবস পালিত হয় ১৯৯৫ সালের ১৬ মার্চ তাই এই দিনটিকে জাতীয় টিকা দিবস হিসেবে পালন করা হয়।
ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৬ মার্চ | Today’s Famous Day in History (Bengali) : 16 March
ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৬ মার্চ | Today’s famous day in the history of India (Bengali) : 16 March
আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৬ মার্চ । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 16 March. Today’s Famous day on 16 March in India. On this day Historical Famous Events in India)
16 March 1527 : ১৫২৭ সালের আজকের দিনে খানুয়া যুদ্ধে মুঘল সম্রাট বাবর রানা সঙ্গ-এর নেতৃত্বাধীন রাজপুত বাহিনীকে পরাজিত করেন।
16 March 1559 : ১৫৫৯ সালের আজকের দিনে মহারাণা ‘অমর সিং-১’ এর জন্ম হয়। তিনি ছিলেন মহারাণা প্রতাপের জ্যেষ্ঠ পুত্র। তিনি ১৪তম রানা ছিলেন এবং তাঁর পিতার মৃত্যুর পর ক্ষমতায় এসেছিলেন। তাঁর রাজধানী ছিল উদয়পুর শহরে। সাহস ও প্রজাপালনের কারণে তিনি তাঁর রাজ্যে খুব জনপ্রিয় ছিলেন। তিনি দীর্ঘকাল ধরে মুগলদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন।
16 March 1693 : ১৬৯৩ সালের আজকের দিনে মালহার রাও হোলকার-এর জন্ম হয়। হোলকার পরিবারের থেকে তিনিই প্রথম যুবরাজ, যিনি ইন্দর শাসনকর্তা হয়েছিলেন। মালহার রাও হোলকার উত্তর ভারতে মারাঠা সাম্রাজ্য বিস্তারের জন্য বিখ্যাত ছিলেন।
16 March 1877 : ১৮৭৭ সালের আজকের দিনে গুজরাটি কবি নানালাল দালপত্রমের জন্ম হয়।
16 March 1880 : ১৮৮০ সালের আজকের দিনে বাঙালি সাহিত্যিক, অনুবাদক, ও অভিধান প্রণেতা রাজশেখর বসুর জন্ম হয়। তাঁর ছদ্মনাম ছিল পরশুরাম। ১৯৫৫ খ্রিস্টাব্দে তিনি ‘আনন্দীবাঈ ইত্যাদি’ গল্পগ্রন্থের জন্য ‘সাহিত্য অকাদেমি’ পুরস্কার লাভ করেছিলেন।
16 March 1910 : ১৯১০ সালের আজকের দিনে পটৌদি রাজ্যের অষ্টম নবাব ইফতিখার আলি খান পটৌদির জন্ম হয়। ১৯৪৬ সালের ইংল্যান্ড সফরের সময় তিনি ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন।
16 March 1945 : ১৯৪৫ সালের আজকের দিনে স্বাধীনতা সংগ্রামী এবং ‘অভিনব ভারত সোসাইটি’র প্রতিষ্ঠাতা গণেশ দামোদর সাভারকারের মৃত্যু হয়।
16 March 1946 : ১৯৪৬ সালের আজকের দিনে ভারতীয় শাস্ত্রীয় গায়ক আলাদিয়া খানের মৃত্যু হয়। জয়পুর-আতরাউলি ঘরানা নির্মাণের জন্য বিশেষভাবে খ্যাত আলাদিয়া খান ‘গান সম্রাট’ উপাধিতেও পরিচিত ছিলেন।
16 March 1949 : ১৯৪৯ সালের আজকের দিনে বাঙালি গায়ক কবীর সুমনের জন্ম হয়।
16 March 2012 : ২০১২ সালের আজকের দিনে শততম শতরানটি পূর্ণ করেন সচিন তেন্ডুলকর। বাংলাদেশের বিরুদ্ধে ১১৪ রান করার সঙ্গে সঙ্গেই একদিনের ক্রিকেটে তাঁর ৪৯তম শতরান করে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১০০তম শতরান করেন তিনি।
বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৬ মার্চ | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 16 March
আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৬ মার্চ : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)
16 March 1971 : ১৯৭১ সালের আজকের দিনে বাঙালি মঞ্চাভিনেতা অমলকৃষ্ণ সোম ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রাক্কালে পশ্চিম পাকিস্তান সেনাবাহিনীর কর্তৃক নিহত হন। তিনি প্রায় একশত নাটকে অভিনয় করেছিলেন।
16 March 2007 : ২০০৭ সালের আজকের দিনে বাংলাদেশী ক্রিকেটার মানজারুল ইসলাম রানা’র এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়। মৃত্যুকালীন এই ক্রিকেটারের বয়স ছিল মাত্র ২২ বছর ৩১৬ দিন। মৃত্যুকালেও দুর্ভাগ্যবশত তিনি একটি বিশ্বরেকর্ড করেন। এর ফলে আর্চি জ্যাকসনের সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হিসেবে মৃত্যুর রেকর্ড ভেঙে যায়। তিনিই প্রথম বাংলাদেশী ক্রিকেটার যিনি তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ওভারেই উইকেট নিয়েছিলেন। মৃত্যুর আগে অবধি তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৬টি টেস্ট ও ২৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন।
16 March 2013 : ২০১৩ সালের আজকের দিনে বাংলাদেশি পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ জামাল নজরুল ইসলামের মৃত্যু হয়।
বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৬ মার্চ | Today’s famous day in the history of the world (Bengali) : 16 March
আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৬ মার্চ, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 16 March, Today’s Famous day on 16 March in the World. On this day Historical Famous Events in The World)
16 March 1751 : ১৭৫১ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ রাষ্ট্রপতি জেমস ম্যাডিসনের জন্ম হয়।
16 March 1789 : ১৭৮৯ সালের আজকের দিনে জার্মান পদার্থবিজ্ঞানী জর্জ সায়মনের জন্ম হয়।
16 March 1815 : ১৮১৫ সালের আজকের দিনে প্রিন্স উইলম নেদারল্যান্ডসে সাংবিধানিক রাজতন্ত্র ঘোষণা করেন। ‘উইলমম-১’ নেদারল্যান্ডসের এবং বেলজিয়ামের রাজা হিসেবে ঘোষিত হন।
16 March 1839 : ১৮৩৯ সালের আজকের দিনে ফরাসি সাহিত্যিক সুলি প্রুদোমের জন্ম হয়।
16 March 1941 : ১৯৪১ সালের আজকের দিনে ইতালীয় চলচ্চিত্র নির্মাতা বেরনার্দো বেরতোলুচ্চি-এর জন্ম হয়।
16 March 1953 : ১৯৫৩ সালের আজকের দিনে ফরাসি অভিনেত্রী ইজাবেল অ্যানি মেডেলিন হাপ্পার্ট-এর জন্ম হয়।
16 March 1989 : ১৯৮৯ সালের আজকের দিনে মিশরের গিজার মহা পিরামিড এর পাশে ৪,৪০০ বছর পুরোনো একটি মমি পাওয়া যায়।
16 March 2001 : ২০০১ সালের আজকের দিনে চীনের শিয়াজিয়াঝুয়াং শহরে পরস্পর বোমা বিস্ফোরণে ১০৮ জন নিহত এবং ৩৮ জন আহত হয়।
16 March 2005 : ২০০৫ সালের আজকের দিনে ইজরাইল আনুষ্ঠানিকভাবে জেরিকো নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের উপর ছেড়ে দেয়।
16 March 2016 : ২০১৬ সালের আজকের দিনে নাইজেরিয়ার মেডুদুরির একটি মসজিদে দুটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে ২২ জন নিহত এবং ১৮ জন আহত হয়।
আজকের বিখ্যাত জন্মদিন : ১৬ মার্চ | Today Famous Birthdays : 16 March
আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 16 March. On this day Famous Birthdays in Bengali)
16 March 1559 : ১৫৫৯ সালে আজকের দিনে রাজস্থানে জন্ম গ্রহণ করেন মহারাণা ‘অমর সিং-১’ (Maharana Amar Singh) I তিনি ছিলেন মহারাণা প্রতাপের জ্যেষ্ঠ পুত্র। তিনি ১৪তম রানা ছিলেন এবং তাঁর পিতার মৃত্যুর পর ক্ষমতায় এসেছিলেন। তাঁর রাজধানী ছিল উদয়পুর শহরে। সাহস ও প্রজাপালনের কারণে তিনি তাঁর রাজ্যে খুব জনপ্রিয় ছিলেন। তিনি দীর্ঘকাল ধরে মুগলদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন।
16 March 1693 : ১৬৯৩ সালে আজকের দিনে মহারাষ্ট্রে জন্ম গ্রহণ করেন মালহার রাও হােলকার (Malhar Rao Holkar)। হােলকার পরিবারের থেকে তিনিই প্রথম যুবরাজ, যিনি ইন্দর শাসনকর্তা হয়েছিলেন। মালহার রাও হােলকার উত্তর ভারতে মারাঠা সাম্রাজ্য বিস্তারের জন্য বিখ্যাত ছিলেন।
16 March 1877 : ১৮৭৭ সালে আজকের দিনে আমেদাবাদে জন্ম গ্রহণ করেন গুজরাটি কবি নানালাল দালপত্রম (Nanalal Dalpatram Kavi)। His name is sometimes spelled as Nhanalal .
16 March 1880 : ১৮৮০ সালে আজকের দিনে বামুনপাড়া গ্রামে(বর্ধমান)ঠ জন্ম গ্রহণ করেন বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা রাজশেখর বসু (Rajshekhar Basu)। তিনি পরশুরাম ছদ্মনামে তার ব্যঙ্গকৌতুক ও বিদ্রুপাত্মক কথাসাহিত্যের জন্য প্রসিদ্ধ। গল্পরচনা ছাড়াও স্বনামে প্রকাশিত কালিদাসের মেঘদূত, বাল্মীকি রামায়ণ (সারানুবাদ), কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকৃত মহাভারত (সারানুবাদ), শ্রীমদ্ভগবদ্গীতা ইত্যাদি ধ্রুপদি ভারতীয় সাহিত্যের অনুবাদগ্রন্থগুলিও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। চলন্তিকা অভিধান প্রণয়নের জন্য তিনি সর্বাধিক পরিচিতি।
16 March 1910 : ১৯১০ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন পটৌদি(হরিয়ানা) রাজ্যের অষ্টম নবাব ইফতিখার আলি খান পটৌদির (Iftikhar Ali Khan Pataudi)। ১৯৪৬ সালের ইংল্যান্ড সফরের সময় তিনি ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। তার পুত্র পতৌদি’র নবাব মনসুর আলি খান পতৌদি মনসুরও পরবর্তীকালে ভারত ক্রিকেট দলের নেতৃত্ব দেন যা ভারতের পিতা-পুত্রের অধিনায়ক হবার একমাত্র নজির।
16 March 1949 : ১৯৪৯ সালে আজকের দিনে উড়িষ্যার কটকে জন্ম গ্রহণ করেন বাঙালি গায়ক কবীর সুমন (Kabir Suman)। তার পূর্বনাম সুমন চট্টোপাধ্যায়। ২০০০ সালে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে তিনি তার পুরনো নাম পরিত্যাগ করেছেন।
16 March 1956 : ১৯৫৬ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন নৃত্যশিল্পী তনুশ্রীশঙ্কর (Tanusree Shankar)। She was a leading dancer of the Ananda Shankar Centre for Performing Arts in the 1970s and 1980s. She also acted in various films, like The Namesake .
16 March 1958 : ১৯৫৮ সালে আজকের দিনে উত্তরাখন্ডে জন্ম গ্রহণ করেন সাবেক সেনাপ্রধান (চীফ অব দ্যা আর্মি স্টাফ) বিপিন রাওয়াত (Bipin Rawat)।
16 March 1971 : ১৯৭১ সালে আজকের দিনে উত্তরপ্রদেশে জন্ম গ্রহণ করেন হিন্দি কমেডিয়ান রচপাল যাদব (Rajpal Yadav)।
16 March 1983 : ১৯৮৩ সালে আজকের দিনে পাঞ্জাবে জন্ম গ্রহণ করেন ভারতীয় টেলিভিশন উপস্থাপক এবং চলচ্চিত্র অভিনেতা রণবিজয় সিংয় (Rannvijay Singha)।
আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১৬ মার্চ | Today Famous Deaths : 16 March
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 16 March. On this day Famous Deaths in Bengali)
16 March 1945 : ১৯৪৫ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন মহারাষ্ট্রে , ভারতের স্বাধীনতা সংগ্রামী এবং ‘অভিনব ভারত সােসাইটি’র প্রতিষ্ঠাতা গণেশ দামােদর সাভারকার (Ganesh Damodar Savarkar)।
16 March 1946 : ১৯৪৬ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন রাজস্থানের ভারতীয় শাস্ত্রীয় গায়ক আলাদিয়া খান (Alladiya Khan)। জয়পুর-আতরাউলি ঘরানা নির্মাণের জন্য বিশেষভাবে খ্যাত আলাদিয়া খান ‘গান সম্রাট’ উপাধিতেও পরিচিত ছিলেন।
আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ১৬ মার্চ | Today’s History Question and Answer : 16 March | History QNA
- জাতীয় টিকা দিবস (National Immunisation Day/NID) কবে পালন করা হয়?
Ans. ১৬ মার্চ (16 March) জাতীয় টিকা দিবস (National Immunisation Day/NID) পালন করা হয়।
- মহারাণা ‘অমর সিং-১’ (Maharana Amar Singh) কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৫৫৯ সালের ১৬ মার্চ (16 March 1559) মহারাণা ‘অমর সিং-১’ (Maharana Amar Singh) জন্মগ্রহণ করেন।
- গুজরাটি কবি নানালাল দালপত্রম কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৮৭৭ সালের ১৬ মার্চ (16 March 1877) গুজরাটি কবি নানালাল দালপত্রম জন্মগ্রহণ করেন।
- ভারতীয় বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা রাজশেখর বসু কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৮৮০ সালের ১৬ মার্চ (16 March 1880) ভারতীয় বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা রাজশেখর বসু জন্মগ্রহণ করেন।
- পটৌদি(হরিয়ানা) রাজ্যের অষ্টম নবাব ইফতিখার আলি খান পটৌদির কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৯১০ সালের ১৬ মার্চ (16 March 1910) পটৌদি(হরিয়ানা) রাজ্যের অষ্টম নবাব ইফতিখার আলি খান পটৌদির জন্মগ্রহণ করেন।
- ভারতীয় টেলিভিশন উপস্থাপক এবং চলচ্চিত্র অভিনেতা রণবিজয় সিংয় কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৯৮৩ সালের ১৬ মার্চ (16 March 1983) ভারতীয় টেলিভিশন উপস্থাপক এবং চলচ্চিত্র অভিনেতা রণবিজয় সিংয় জন্মগ্রহণ করেন।
আজকের বিখ্যাত দিনে ১৬ মার্চ – The Famous Day 16 March in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ১৬ মার্চ | Today’s Historical Events : 16 March (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।