Close Ad close
Breaking
Sat. Jan 18th, 2025
আজকের দিনে ইতিহাসের পাতায় ১৭ এপ্রিল | Today’s Historical Events 17 Aprilআজকের দিনে ইতিহাসের পাতায় ১৭ এপ্রিল | Today’s Historical Events 17 April

আজকের দিনে ইতিহাসের পাতায় ১৭ এপ্রিল | Today’s Historical Events 17 April in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ১৭ এপ্রিল  : Today’s Historical Events 17 April in Bengali : আজকের বিখ্যাত দিনে ১৭ এপ্রিল ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ১৭ এপ্রিল  : Today’s Historical Events 17 April) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ১৭ এপ্রিল।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৭ এপ্রিল | Today’s Famous Day or Important Day in Bengali : 17 April

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৭ এপ্রিল – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 17 April. On this day Important Day in Bengali)

17 April : আজ ১৭ এপ্রিল – বিশ্ব হিমোফিলিয়া দিবস (World Hemophilia Day)। কেটে ছড়ে যাওয়ার কিছু ক্ষণের মধ্যে রক্তপাত বন্ধ হয়ে যাওয়াই তো স্বাভাবিক। কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় রক্তপাত বন্ধ হতেই চায় না। এই সমস্যা গুরুতর আকার নিতে পারে। অথচ হিমোফিলিয়া বা রক্ত বন্ধ না হওয়ার সমস্যা সম্পর্কে আমাদের সচেতনতা প্রায় নেই বললেই চলে। সারা বিশ্বে লক্ষ লক্ষ প্রাপ্তবয়স্ক মহিলা ও অল্পবয়সী মেয়ে এই সমস্যায় ভোগায় সচেতনতা গড়ে তুলতে ১৭ এপ্রিলকে বিশ্ব হিমোফিলিয়া দিবস ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সাধারণত দু’ধরনের হিমোফিলিয়া দেখা যায়। ‘হিমোফিলিয়া এ’ এবং ‘হিমোফিলিয়া বি’। তবে হিমোফিলিয়ার বি-এর তুলনায় হিমোফিলিয়া ‘এ’ অনেক বেশি প্রচলিত অস্বাভাবিকতা। দুই হিমোফিলিয়ার ক্ষেত্রেই লক্ষণগুলো একই থাকে। প্রকোপ যত গুরুতর হয়, লক্ষণও তত প্রকট হতে থাকে। রক্তপাতের সময়ও তত দীর্ঘ হয়। এই বছরের প্রতিপাদ্য বিষয় হলো “Adapting to Change”.

17 April : আজ ১৭ এপ্রিল – বাংলাদেশের মুজিবনগর দিবস।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৭ এপ্রিল | Today’s Famous Day in History (Bengali) : 17 April

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৭ এপ্রিল | Today’s famous day in the history of India (Bengali) : 17 April

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৭ এপ্রিল । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 17 April. Today’s Famous day on 17 April in India. On this day Historical Famous Events in India)

17 April 1492 : ১৪৯২ সালের আজকের দিনে ক্রিস্টোফার কলম্বাস স্পেনের সঙ্গে ভারতীয় দ্বীপপুঞ্জ অনুসন্ধানের চুক্তি করেন।

17 April 1981 : ১৭৮১ সালের আজকের দিনে ওয়ারেন হেস্টিংস কলকাতায় প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।

17 April 1838 : ১৮৩৮ সালের আজকের দিনে বাঙালি কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়।

17 April 1853 : ১৮৫৩ সালের আজকের দিনে বাঙালি অভিনেতা অমৃতলাল বসুর জন্ম হয়।

17 April 1897 : ১৮৯৭ সালের আজকের ভারতীয় ধর্মগুরু নিসর্গদত্ত মহারাজের জন্ম হয়।

17 April 1899 : ১৮৯৯ সালের আজকের দিনে কলকাতায় প্রথম বিদ্যুত সরবরাহের সূচনা হয়।

17 April 1975 : ১৯৭৫ সালের আজকের দিনে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের মৃত্যু হয়।

17 April 2012 : ২০১২ সালের আজকের দিনে ওড়িয়া রাজনীতিবিদ, কবি এবং সাংবাদিক নিত্যানন্দ মহাপাত্রের মৃত্যু হয়।

17 April 2013 : ২০১৩ সালের আজকের দিনে ভারতের প্রথম মহিলা চিফ ইলেকশান কমিশনার ভি এস রামাদেবীর মৃত্যু হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৭ এপ্রিল | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 17 April

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৭ এপ্রিল : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

17 April 1929 : ১৯২৯ সালের আজকের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের  অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা সৈয়দ নওয়াব আলী চৌধুরীর মৃত্যু হয়।

17 April 1971 : ১৯৭১ সালের আজকের দিনে কুষ্টিয়া জেলার মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৭ এপ্রিল | Today’s famous day in the history of the world (Bengali) : 17 April

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৭ এপ্রিল, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 17 April, Today’s Famous day on 17 April in the World. On this day Historical Famous Events in The World)

17 April 1492 : ১৪৯২ সালের আজকের দিনে ক্রিস্টোফার কলম্বাস স্পেনের সঙ্গে ভারতীয় দ্বীপপুঞ্জ অনুসন্ধানের চুক্তি করেন।

17 April 1918 : ১৯১৮ সালের আজকের দিনে হলিউড অভিনেতা উইলিয়াম হোল্ডেনের জন্ম হয়।

17 April 1920 : ১৯২০ সালের আজকের দিনে আমেরিকান প্রফেশনাল ফুটবল অ্যাসোসিয়েশন গঠন হয়।

17 April 1946 : ১৯৪৬ সালের আজকের দিনে সিরিয়া স্বাধীন দেশ হিসাবে স্বীকৃত হয়।

17 April 1946 : ১৯৪৬ সালের আজকের দিনে সিরিয়া ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

17 April 1953 : ১৯৫৩ সালের আজকের দিনে কম্বোডিয়া ফরাসীদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

17 April 1959 : ১৯৫৯ সালের আজকের দিনে ইংরেজ অভিনেতা শন বিনের জন্ম হয়।

17 April 1972 : ১৯৭২ সালের আজকের দিনে হলিউড অভিনেত্রী জেনিফার গার্নারের জন্ম হয়।

17 April 1972 : ১৯৭২ সালের আজকের দিনে শ্রীলঙ্কান ক্রিকেট খেলোয়াড় মুত্তিয়া মুরালিধরনের জন্ম হয়।

17 April 2014 : ২০১৪ সালের আজকের দিনে কলম্বিয়ার নোবেল বিজয়ী লেখক গাব্রিয়েল গার্সিয়ার মৃত্যু হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ১৭ এপ্রিল | Today Famous Birthdays : 17 April

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 17 April. On this day Famous Birthdays in Bengali)

17 April 1838 : ১৮৩৮ সালে আজকের দিনে হুগলী জেলায় জন্ম গ্রহণ করেন বাঙালি কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়(Hemchandra Bandyopadhay)। তিনি হিন্দু কলেজের ছাত্র এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। মধুসূদনের পরবর্তী কাব্য রচয়িতাদের মধ্যে ইনি সে সময় সবচেয়ে খ্যাতিমান ছিলেন। বাংলা মহাকাব্যের ধারায় হেমচন্দ্রের বিশেষ দান হচ্ছে স্বদেশ প্রেমের উত্তেজনা সঞ্চার।

 17 April 1853 : ১৮৫৩ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন বাঙালি অভিনেতা অমৃতলাল বসু(Amrita Lal Basu)। তিনি দীর্ঘ ২৫ বছর এর সঙ্গে যুক্ত থেকে বহু নাটকের অভিনয় ও পরিচালনায় অংশগ্রহণ করেন। নাটক, প্রহসন ও নকশা জাতীয় নিয়ে তাঁর গ্রন্থের সংখ্যা চল্লিশ। সেগুলির মধ্যে ‘তিলতর্পণ(১৮৮১)’, ‘বিবাহ বিভ্রাট(১৮৮৪)’, ‘তরুবালা(১৮৯১)’, ‘কালাপানি(১৮৯২)’, ‘বাবু(১৮৯৩)’, ‘বিমাতা(১৮৯৩)’, ‘আদর্শ বন্ধু(১৯০০)’, ‘অবতার(১৯০২)’ ইত্যাদি উল্লেখযোগ্য। 

17 April 1897 : ১৮৯৭ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন ভারতীয় ধর্মগুরু নিসর্গদত্ত মহারাজ(Nisargadatta Maharaj)। The publication in 1973 of I Am That, an English translation of his talks in Marathi by Maurice Frydman, brought him worldwide recognition and followers, especially from North America and Europe.

17 April 1916 : ১৯১৬ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন শ্রীলংকার প্রথম নারী প্রধান মন্ত্রী এবং একই সাথে বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরনায়েক(Sirimavo Bandaranaike)। ১৯৬০ সালের ২১ জুলাই সিনেটর থেকে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শ্রীমাভো বন্দরনায়েক। শ্রীমাভো বন্দরনায়েক তিন দফায় (১৯৬০-৬৫,১৯৭০-৭৭,১৯৯৪-২০০০) সিলন ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার পুরো নাম সিরিমা রাতওয়াত ডায়াস বন্দরনায়েক।

17 April 1954 : ১৯৫৪ সালে আজকের দিনে কাঁচড়াপাড়ায় (উত্তর ২৪ পরগণা) জন্ম গ্রহণ করেন রাজনীতিবিদ মুকুল রায় (Mukul Roy)।

17 April 1972 : ১৯৭২ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন শ্রীলঙ্কান বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় মুত্তিয়া মুরালিধরন(Deshabandu Muttiah Muralitharan)।

17 April 1977 : ১৯৭৭ সালে আজকের দিনে চন্ডীগড়ে জন্ম গ্রহণ করেন ক্রিকেটার দীনেশ মোঙ্গিয়া(Dinesh Mongia)।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১৭ এপ্রিল | Today Famous Deaths : 17 April

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 17 April. On this day Famous Deaths in Bengali)

17 April 1961 : ১৯৬১ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কলকাতার সংস্কৃত সাহিত্য দর্শনশাস্ত্রে ও ফরাসি ভাষার সুপণ্ডিত ও চিন্তাশীল লেখক বিমলচন্দ্র সিংহ(Bimal Chandra Singha)। দেশ স্বাধীন হওয়ার পর বিধানচন্দ্র রায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের প্রথম মন্ত্রীসভার ভূমিরাজস্ব মন্ত্রী ছিলেন। মতানৈক্যের জন্য পদত্যাগ করলেও পরে ১৯৫৬ – ৬১ খ্রিস্টাব্দে মন্ত্রীপদে অধিষ্ঠিত ছিলেন। তাঁর আমলেই জমিদারি প্রথার বিলোপ ও জমির উর্ধসীমা আইন তৈরি হয়। তাঁর রচিত ও প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল – ‘বিশ্বপথিক বাঙ্গালী’, ‘বাংলার চাষী’, ‘বঙ্কিম প্রতিভা’, ‘সমাজ ও সাহিত্য’, ‘কাশ্মীর ভ্রমণ’, ‘পশ্চিমবঙ্গের জনবিন্যাস’ ইত্যাদি।

17 April 1975 : ১৯৭৫ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ(Sarvepalli Radhakrishnan) , তিনি ছিলেন আদর্শ শিক্ষক দার্শনিক ও ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি। প্রতি বছর তার জন্মদিন ৫ই সেপ্টেম্বরকে উপলক্ষে ভারতে “শিক্ষক দিবস”রূপে পালিত হয়ে থাকে।

17 April 1983 : ১৯৮৩ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন প্রখ্যাত বাঙালি সাহিত্যিক সাংবাদিক ও পরিব্রাজক প্রবোধকুমার সান্যাল(Prabodh kumar Sanyal)। তাঁর প্রথম উপন্যাস যাযাবর প্রকাশিত হয় ১৯২৮ খ্রিস্টাব্দে। পরে তিনি প্রিয়বান্ধবী(১৯৩১), অগ্রগামী(১৯৩৬), অাঁকাবাঁকা(১৯৩৯), পুষ্পধনু(১৯৫৬) ইত্যাদি উপন্যাস ও গল্পগ্রন্থ রচনা করেন। তাঁর সাহিত্যিক ছদ্মনাম ‘কীর্তনীয়া’।

17 April 2012 : ২০১২ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ওড়িয়া রাজনীতিবিদ, কবি এবং সাংবাদিক নিত্যানন্দ মহাপাত্র(Nityananda Mahapatra)।

17 April 2013 : ২০১৩ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতের প্রথম মহিলা চিফ ইলেকশান কমিশনার ভি এস রামাদেবী(V. S. Ramadevi)।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ১৭ এপ্রিল | Today’s History Question and Answer : 17 April | History FAQ

  1. বিশ্ব হিমোফিলিয়া দিবস (World Hemophilia Day) কবে পালন করা হয়?

Ans. ১৭ এপ্রিল (17 April) বিশ্ব হিমোফিলিয়া দিবস (World Hemophilia Day) পালন করা হয়।

  1. ক্রিকেটার দীনেশ মোঙ্গিয়া(Dinesh Mongia) কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৭৭ সালের ১৭ এপ্রিল (17 April 1977) ক্রিকেটার দীনেশ মোঙ্গিয়া(Dinesh Mongia) জন্মগ্রহণ করেন।

  1. রাজনীতিবিদ মুকুল রায় (Mukul Roy) কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৫৪ সালের ১৭ এপ্রিল (17 April 1954) রাজনীতিবিদ মুকুল রায় (Mukul Roy) জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত দিনে ১৭ এপ্রিল – The Famous Day 17 April in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ১৭ এপ্রিল | Today’s Historical Events : 17 April (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *