Close Ad close
Breaking
Tue. Jan 14th, 2025
আজকের দিনে ইতিহাসের পাতায় ১৭ ফেব্রুয়ারি | Today's Historical Events 17 Februaryআজকের দিনে ইতিহাসের পাতায় ১৭ ফেব্রুয়ারি | Today's Historical Events 17 February

আজকের দিনে ইতিহাসের পাতায় ১৭ ফেব্রুয়ারি | Today’s Historical Events 17 February in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ১৭ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 17 February in Bengali : আজকের বিখ্যাত দিনে ১৭ ফেব্রুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ১৭ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 17 February) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ১৭ ফেব্রুয়ারি।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৭ ফেব্রুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 17 February

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৭ ফেব্রুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 17 February. On this day Important Day in Bengali)

17 February : আজ ১৭ ফেব্রুয়ারি – No record.

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৭ ফেব্রুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 17 February

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৭ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 17 February

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৭ ফেব্রুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 17 February. Today’s Famous day on 17 February in India. On this day Historical Famous Events in India)

17 February 1405 : ১৪০৫ সালের আজকের দিনে মঙ্গল সর্দার তৈমুরলঙের মৃত্যু হয়।

17 February 1618 : ১৬১৮ সালের আজকের দিনে জাহাঙ্গীরের আমলে ব্রিটিশ রাষ্ট্রদূত টমাস রো ভারত ত্যাগ করেন।

17 February 1775 : ১৭৭৫ সালের আজকের দিনে বাংলায় ইংরাজি শিক্ষার উল্লেখযোগ্য পথিকৃৎ ডেভিড হেয়ার জন্মগ্রহণ করেন।

17 February 1859 : ১৮৫৯ সালের আজকের দিনে কবি বিহারীলাল চক্রবর্তীর মাসিক পত্রিকা পূর্ণিমা প্রথম প্রকাশিত হয়।

17 February 1899 : ১৮৯৯ সালের আজকের দিনে বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ কবি জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেন।

17 February 1961 : ১৯৬১ সালের আজকের দিনে শিক্ষাবিদ ও আইনজ্ঞ অতুলচন্দ্র গুপ্ত পরলোক গমন করেন।

17 February 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে বিচারপতি রামপ্রসাদ মুখ্যোপাধ্যায় পরলোক গমন করেন।

17 February 1987 : ১৯৮৭ সালের আজকের দিনে ভারতীয় কার্টুনিস্ট অসীম ত্রিবেদি জন্মগ্রহণ করেন।

17 February 2020 : ২০২০ সালের আজকের দিনে ভারতের সুপ্রিম কোর্ট সশস্ত্র বাহিনীর মহিলাদেরকে সমান অধিকার প্রদান করে।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৭ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 17 February

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৭ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

17 February 1936 : ১৯৩৬ সালের আজকের দিনে বাংলাদেশের বিখ্যাত গীতিকার মাসুদ করিম জন্মগ্রহণ করেন।

17 February 2011 : ২০১১ সালের আজকের দিনে ঢাকা শহরে বঙ্গবন্ধু ন্যশান্যাল স্টেডিয়ামে ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান (Opening ceremony) অনুষ্ঠিত হয়েছিল।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৭ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 17 February

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৭ ফেব্রুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 17 February, Today’s Famous day on 17 February in the World. On this day Historical Famous Events in The World)

17 February 1600 : ১৬০০ সালের আজকের দিনে দার্শনিক ব্রুনোকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।

17 February 1856 : ১৮৫৬ সালের আজকের দিনে ছবি মুদ্রণের হাফটোন প্রক্রিয়ার আবিষ্কারক ফেডারিক ইউজেন আইভস জন্মগ্রহণ করেন।

17 February 1865 : ১৮৬৫ সালে আমেরিকার গৃহযুদ্ধ সংগঠিত হয়। ইউনিয়ন বাহিনী অগ্রসর হলে তাদের কাছ থেকে কনফেডারেটরা পলায়ন করে। ফলস্বরূপ কলম্বিয়া আগুনে পুড়ে যায়।

17 February 1888 : ১৮৮৮ সালের আজকের দিনে নোবেল পুরষ্কার বিজয়ী পদার্থ বিজ্ঞানী অটো ষ্টের্ন জন্মগ্রহণ করেন।

17 February 1890 : ১৮৯০ সালের আজকের দিনে টাইপরাইটারের উদ্ভাবক ক্রিষ্টোফার ল্যাথাম শোলস পরলোক গমন করেন।

17 February 1917 : ১৯১৭ সালের আজকের দিনে মিশরের বিখ্যাত দার্শনিক ও কবি আবদেল রহমান বাদাউয়ি জন্মগ্রহণ করেন।

17 February 1944 : ১৯৪৪ সালের আজকের দিনে ব্রিটিশ সরকার জাতীয় স্বাস্থ্যসেবা সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশ করে।

17 February 1970 : ১৯৭০ সালের আজকের দিনে নোবেলজয়ী হিব্রু কথাশিল্পী শামুয়েল আফগান পরলোক গমন করেন।

17 February 1979 : ১৯৭৯ সালের আজকের দিনে চিন-ভিয়েতনামের যুদ্ধ শুরু হয়েছিল।

17 February 1990 : ১৯৯০ সালের আজকের দিনে পূর্ব জার্মানি বার্লিনের ছ’শ ফুট প্রাচীর ভেঙে দেওয়ার ঘোষণা করে।

17 February 2008 : ২০০৮ সালেত আজকের দিনে কসভো স্বাধীনতা ঘোষণা করে।কসভো নামের প্রজাতন্ত্র দেশটির সৃষ্টি হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ১৭ ফেব্রুয়ারি | Today Famous Birthdays : 17 February

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 17 February. On this day Famous Birthdays in Bengali)

17 February 1987 : ১৯৮৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন অসীম ত্রিবেদী, ভারতীয় কার্টুন নির্মাতা।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১৭ ফেব্রুয়ারি | Today Famous Deaths : 17 February

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 17 February. On this day Famous Deaths in Bengali)

17 February 1883 : ১৮৮৩ সালের আজকের দিনে ভারতীয় স্বাধীনতা কর্মী ও বিপ্লবী বাসুদেব বলবন্ত ফাদকে 37 বছর বয়সে মারা যান।

17 February 1986 : ১৯৮৬ সালের আজকের দিনে জিদু কৃষ্ণমূর্তি, ভারতীয় দার্শনিক (কিংডম হ্যাপিনেস), 90 বছর বয়সে মারা যান।

17 February 1988 : ১৯৮৮ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন কারপুরি ঠাকুর, ভারতীয় রাজনীতিবিদ, বিহারের ১১তম মুখ্যমন্ত্রী (জন্ম: 1924)।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ১৭ ফেব্রুয়ারি | Today’s History Question and Answer : 17 February | History QNA 

  1. ভারতীয় কার্টুন নির্মাতা অসীম ত্রিবেদী কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৮৭ সালের ১৭ ফেব্রুয়ারি (17 February 1987) ভারতীয় কার্টুন নির্মাতা অসীম ত্রিবেদী জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় স্বাধীনতা কর্মী ও বিপ্লবী বাসুদেব বলবন্ত ফাদকে কবে মারা যান?

Ans. ১৮৮৩ সালের ১৭ ফেব্রুয়ারি (17 February 1883) ভারতীয় স্বাধীনতা কর্মী ও বিপ্লবী বাসুদেব বলবন্ত ফাদকে মারা যান। 

  1. ভারতীয় দার্শনিক জিদু কৃষ্ণমূর্তি কবে মারা যান?

Ans. ১৯৮৬ সালের ১৭ ফেব্রুয়ারি (17 February 1986) ভারতীয় দার্শনিক জিদু কৃষ্ণমূর্তি মারা যান।

  1. ভারতীয় রাজনীতিবিদ, বিহারের ১১তম মুখ্যমন্ত্রী কারপুরি ঠাকুর কবে মারা যান?

Ans. ১৯৮৮ সালের ১৭ ফেব্রুয়ারি (17 February 1988) ভারতীয় রাজনীতিবিদ, বিহারের ১১তম মুখ্যমন্ত্রী কারপুরি ঠাকুর মারা যান।

  1. মঙ্গল সর্দার তৈমুরলঙের কবে মারা যান?

Ans. ১৪০৫ সালের ১৭ ফেব্রুয়ারি (17 February 1405) মঙ্গল সর্দার তৈমুরলঙের মারা যান।

  1. কবে ব্রিটিশ রাষ্ট্রদূত টমাস রো ভারত ত্যাগ করেন?

Ans. ১৬১৮ সালের ১৭ ফেব্রুয়ারি (17 February 1618) জাহাঙ্গীরের আমলে ব্রিটিশ রাষ্ট্রদূত টমাস রো ভারত ত্যাগ করেন।

  1. বাংলায় ইংরাজি শিক্ষার উল্লেখযোগ্য পথিকৃৎ ডেভিড হেয়ার কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৭৭৫ সালের ১৭ ফেব্রুয়ারি (17 February 1775) বাংলায় ইংরাজি শিক্ষার উল্লেখযোগ্য পথিকৃৎ ডেভিড হেয়ার জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত দিনে ১৭ ফেব্রুয়ারি – The Famous Day 17 February in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ১৭ ফেব্রুয়ারি | Today’s Historical Events : 17 February (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *