আজকের দিনে ইতিহাসের পাতায় ১৭ মার্চ | Today’s Historical Events 17 March in Bengali
আজকের দিনে ইতিহাসের পাতায় ১৭ মার্চ : Today’s Historical Events 17 March in Bengali : আজকের বিখ্যাত দিনে ১৭ মার্চ ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ১৭ মার্চ : Today’s Historical Events 17 March) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা ইতিহাসে ১৭ মার্চ।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৭ মার্চ | Today’s Famous Day or Important Day in Bengali : 17 March
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৭ মার্চ – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 17 March. On this day Important Day in Bengali)
17 March : আজ ১৭ মার্চ – No record.
ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৭ মার্চ | Today’s Famous Day in History (Bengali) : 17 March
ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৭ মার্চ | Today’s famous day in the history of India (Bengali) : 17 March
আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৭ মার্চ । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 17 March. Today’s Famous day on 17 March in India. On this day Historical Famous Events in India)
17 March 1864 : ১৮৬৪ সালের আজকের দিনে ভারতীয় রাজনৈতিক চরিত্র জোসেফ ব্যাপটিস্টা জন্মগ্রহণ করেন। তিনি ‘স্বদেশ নীতি’ (ইংরাজিতে ‘হোম রুল মুভমেন্ট’) আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তিনিই বলেছিলেন, “স্বরাজ আমার জন্মাধিকার এবং আমি এটির উত্তরাধিকারী’। ১৯২৫ সালে তিনি মুম্বাইয়ের মেয়র নির্বাচিত হন।
17 March 1909 : ১৯০৯ সালের আজকের দিনে ভারত বিশেষজ্ঞ এবং বৈদিক পণ্ডিত রামচন্দ্র নারায়ণ দণ্ডেকার জন্মগ্রহণ করেন। তিনি পদ্মভূষণ সম্মান এবং সাহিত্য আকাদেমির ফেলোশিপ পেয়েছিলেন।
17 March 1975 : ১৯৭৫ সালের আজকের দিনে কন্নড় অভিনেতা এবং প্রযোজক পুনইথ রাজকুমারের জন্ম হয়।
17 March 1982 : ১৯৮২ সালের আজকের দিনে মারাঠি লেখক বিষ্ণুশ্রেষ্ঠ চিপলঙ্কারের মৃত্যু হয়। তাঁকে আধুনিক মরাঠি গদ্যের জনক হিসেবে বিবেচনা করা হয়।
17 March 1985 : ১৯৮৫ সালের আজকের দিনে ভারতীয় ক্রিকেটার দাত্তু ফাদকারের মৃত্যু হয়।
17 March 1990 : ১৯৯০ সালের আজকের দিনে ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের জন্ম হয়।
বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৭ মার্চ | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 17 March
আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৭ মার্চ : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)
17 March 1920 : ১৯২০ সালের আজকের দিনে শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। তিনি তৎকালীন পুর্ব পাকিস্তানে মুক্তি বাহিনী গঠন করেন এবং তাঁর নেতৃত্বেই পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। স্বাধীন বাংলাদেশের তিনি প্রথমে বাংলাদেশের সর্বপ্রথম ও পঞ্চম দফার রাষ্ট্রপতি এবং পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
17 March 2007 : ২০০৭ সালের আজকের দিনে ত্রিনিদাদ এবং টোবাগোর কুইন্স পার্ক ওভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ পর্বের খেলায় বাংলাদেশ ভারতকে ৫ উইকেটে পরাজিত করে।
বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৭ মার্চ | Today’s famous day in the history of the world (Bengali) : 17 March
আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৭ মার্চ, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 17 March, Today’s Famous day on 17 March in the World. On this day Historical Famous Events in The World)
17 March 1846 : ১৮৪৬ সালের আজকের দিনে জার্মান জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ ফ্রেডরিখ উইললহেল্ম বেসেলের মৃত্যু হয়।
17 March 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে মার্কিন সাবমেরিন ‘এলভিন’ ভূমধ্যসাগরে একটি হারিয়ে যাওয়া হাইড্রোজেন বোমা খুঁজে পায়।
17 March 1992 : ১৯৯২ সালের আজকের দিনে ইজরায়েলী দূতাবাসে গাড়ি বোমা হামলায় ২৯ জন নিহত এবং ২৪২ জন আহত হয়।
17 March 1996 : ১৯৯৬ সালের আজকের দিনে পাকিস্তানের লাহোরে ষষ্ঠ বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়াকে পরাজিত করে বিশ্বকাপ ত্রিকেট প্রথমবার জয় করে।
17 March 2015 : ২০১৫ সালের আজকের দিনে ইংরেজ ক্রিকেটার বব এপলইয়ার্ডের মৃত্যু হয়।
আজকের বিখ্যাত জন্মদিন : ১৭ মার্চ | Today Famous Birthdays : 17 March
আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 17 March. On this day Famous Birthdays in Bengali)
17 March 1864 : ১৮৬৪ সালে আজকের দিনে বর্তমানে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন ভারতীয় রাজনৈতিক চরিত্র জোসেফ ব্যাপটিস্টা (Joseph Baptista)। তিনি ‘স্বদেশ নীতি’ (ইংরাজিতে ‘হােম রুল মুভমেন্ট’) আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তিনিই বলেছিলেন, “স্বরাজ আমার জন্মাধিকার এবং আমি এটির উত্তরাধিকারী’। ১৯২৫ সালে তিনি মুম্বাইয়ের মেয়র নির্বাচিত হন। তাকে ‘কাকা’ বলে অনেকেই সম্বোধন করতেন।
17 March 1909 : ১৯০৯ সালে আজকের দিনে মহারাষ্ট্রের সাঁতারাতে জন্ম গ্রহণ করেন ভারত বিশেষজ্ঞ এবং বৈদিক পণ্ডিত রামচন্দ্র নারায়ণ দণ্ডেকার (Ramchandra Narayan Dandekar)। তিনি পদ্মভূষণ সম্মান এবং সাহিত্য আকাদেমির ফেলােশিপ পেয়েছিলেন।
17 March 1912 : ১৯১২ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ভারতের প্রথম মিস্টার বডিবিল্ডার ইউনিভার্স মনোহর আইচ (Manohar Aich)। ১৯৫২ সালে আয়োজিত মিস্টার ইউনিভার্স-গ্রুপ ৩ বিভাগে তিনি বিজয়ী হয়েছিলেন। বডি বিল্ডিং এর ক্ষেত্রে এশিয়ান গেমসে তিনবার স্বর্ণ পদক তার দখলে। মাত্র ৪ ফুট ১১ইঞ্চি (প্রায় ১.৫০ মিটার) উচ্চতা হওয়ার কারণে তাকে ‘পকেট হারকিউলিস’ ও ‘ভারতীয় শরীরচর্চার জনক’ নামে অভিহিত করা হত।
17 March 1920 : ১৯২০ সালে আজকের দিনে বর্তমান ঢাকায় জন্ম গ্রহণ করেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ মুজিবুর রহমান (Sheikh Mujibur Rahman)। তাকে বাংলাদেশের “জাতির জনক” বা “জাতির পিতা” হিসেবে গণ্য করা হয়। জনসাধারণের কাছে তিনি “শেখ মুজিব” বা “শেখ সাহেব” নামে এবং তার উপাধি “বঙ্গবন্ধু” হিসেবেই অধিক পরিচিত। তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী।
17 March 1962 : ১৯৬২ সালে আজকের দিনে হরিয়ানার কর্নেলে জন্ম গ্রহণ করেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা আমেরিকান প্রকৌশলী ও মহাকাশচারী কল্পনা চাওলা (Kalpana Chawla)। ১৯৮৮ খ্রিষ্টাব্দে কল্পনা নাসাতে তার কর্মজীবন শুরু করেন। তার প্রথম মহাকাশ যাত্রা শুরু হয় ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১৯ নভেম্বর। তিনিই প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন। ২০০৩ খ্রিষ্টাব্দের ১ ফেব্রুয়ারি মহাকাশ থেকে প্রত্যাবর্তনের সময় কলম্বিয়া স্পেস সাটলটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় এক দুর্ঘটনার ফলে সাত জন ক্রুসহ বিধ্বস্ত হয় এবং কল্পনা সহ সকলে মারা যান।
17 March 1975 : ১৯৭৫ সালে আজকের দিনে তামিলনাড়ুর চেন্নাইতে জন্ম গ্রহণ করেন বিখ্যাত কন্নড় অভিনেতা এবং প্রযােজক পুনীত রাজকুমার (Puneeth Rajkumar)।
17 March 1990 : ১৯৯০ সালে আজকের দিনে হরিয়ানা রাজ্যে হিসারে জন্ম গ্রহণ করেন রাজীব গান্ধী খেলরত্নধারী ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল (Saina Nehwal)।
আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১৭ মার্চ | Today Famous Deaths : 17 March
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 17 March. On this day Famous Deaths in Bengali)
17 March 1882 : ১৮৮২ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন মারাঠি লেখক বিষ্ণুশাস্তী চিপলঙ্কার (Vishnushastri Krushnashastri Chiplunkar)। তাঁকে আধুনিক মরাঠি গদ্যের জনক হিসেবে বিবেচনা করা হয়।
17 March 1985 : ১৯৮৫ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় ক্রিকেটার দাত্তু ফাদকার (Dattatraya Gajanan “Dattu” Phadkar)।
17 March 1996 : ১৯৯৬ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কলকাতার বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা অনিল চট্টোপাধ্যায় (Anil Chatterjee)। তিনি সত্যজিৎ রায়, তপন সিংহ এবং ঋত্বিক ঘটকের মতো খ্যাতনামা বাঙালি পরিচালকদের সাথে কাজ করেছেন।
17 March 2007 : ২০০৭ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন মার্কিন কম্পিউটার বিজ্ঞানী জন বাকাস (John Warner Backus)। তিনি বিখ্যাত হয়ে আছেন সর্বপ্রথম উচ্চ-পর্যায় প্রোগ্রামিং ভাষা ফোরট্রান, বাকাস-নর আকার(বিএনএফ, যা সিনট্যাক্স এর সংজ্ঞায় প্রায় সার্বজনীনভাবে ব্যবহৃত চিহ্ন-পদ্ধতি) এবং ফাংশান-পর্যায় প্রোগ্রামিং ধারণা উদ্ভাবণ করবার জন্য।
17 March 2019 : ২০১৯ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বাঙালি চলচ্চিত্র অভিনেতা চিন্ময় রায় (Chinmay Roy)। মূলত কৌতুক চরিত্রে তার অভিনয়ের জন্য বৃহৎ পরিচিতি লাভ করেন তিনি। তপন সিংহের “গল্প হলেও সত্যি” দিয়ে শুরু করে সবার নজর কাড়েন চিন্ময় রায়।
আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ১৭ মার্চ | Today’s History Question and Answer : 17 March | History QNA
- ভারতীয় রাজনৈতিক চরিত্র জোসেফ ব্যাপটিস্টা কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৮৬৪ সালের ১৭ মার্চ (17 March 1864) ভারতীয় রাজনৈতিক চরিত্র জোসেফ ব্যাপটিস্টা জন্মগ্রহণ করেন।
- ভারত বিশেষজ্ঞ এবং বৈদিক পণ্ডিত রামচন্দ্র নারায়ণ দণ্ডেকার কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৯০৯ সালের ১৭ মার্চ (17 March 1909) ভারত বিশেষজ্ঞ এবং বৈদিক পণ্ডিত রামচন্দ্র নারায়ণ দণ্ডেকার জন্মগ্রহণ করেন।
- ভারতের প্রথম মিস্টার বডিবিল্ডার ইউনিভার্স মনোহর আইচ কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৯১২ সালের ১৭ মার্চ (17 March 1912) ভারতের প্রথম মিস্টার বডিবিল্ডার ইউনিভার্স মনোহর আইচ জন্মগ্রহণ করেন।
- বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ মুজিবুর রহমান কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৯২০ সালের ১৭ মার্চ (17 March 1920) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন।
- প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা আমেরিকান প্রকৌশলী ও মহাকাশচারী কল্পনা চাওলা কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৯৬২ সালের ১৭ মার্চ (17 March 1962) প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা আমেরিকান প্রকৌশলী ও মহাকাশচারী কল্পনা চাওলা জন্মগ্রহণ করেন।
- অভিনেতা এবং প্রযােজক পুনীত রাজকুমার কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৯৭৫ সালের ১৭ মার্চ (17 March 1975) অভিনেতা এবং প্রযােজক পুনীত রাজকুমার কবে জন্মগ্রহণ করেন।
- ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল কবে জন্মগ্রহণ করেন?
Ans. ১৯৯০ সালের ১৭ মার্চ (17 March 1990) ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল কবে জন্মগ্রহণ করেন।
- ভারতীয় ক্রিকেটার দাত্তু ফাদকার কবে মারা যান?
Ans. ১৯৮৫ সালের ১৭ মার্চ (17 March 1985) ভারতীয় ক্রিকেটার দাত্তু ফাদকার মারা যান।
আজকের বিখ্যাত দিনে ১৭ মার্চ – The Famous Day 17 March in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ১৭ মার্চ | Today’s Historical Events : 17 March (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।