Close Ad close
Breaking
Sun. Jan 19th, 2025
আজকের দিনে ইতিহাসের পাতায় ১৮ ফেব্রুয়ারি | Today's Historical Events 18 Februaryআজকের দিনে ইতিহাসের পাতায় ১৮ ফেব্রুয়ারি | Today's Historical Events 18 February

আজকের দিনে ইতিহাসের পাতায় ১৮ ফেব্রুয়ারি | Today’s Historical Events 18 February in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ১৮ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 18 February in Bengali : আজকের বিখ্যাত দিনে ১৮ ফেব্রুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ১৮ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 18 February) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ১৮ ফেব্রুয়ারি।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৮ ফেব্রুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 18 February

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৮ ফেব্রুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 18 February. On this day Important Day in Bengali)

18 February : আজ ১৮ ফেব্রুয়ারি – তাজ মহোৎসব (Taj Mahotsav)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৮ ফেব্রুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 18 February

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৮ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 18 February

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৮ ফেব্রুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 18 February. Today’s Famous day on 18 February in India. On this day Historical Famous Events in India)

18 February 1486 : ১৪৮৬ সালের আজকের দিনে শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেন।

18 February 1830 : ১৮৩০ সালের আজকের দিনে বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে স্মরণীয় ব্যক্তিত্ব ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড জন্মগ্রহণ করেন।

18 February 1836 : ১৮৩৬ সালের আজকের দিনে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যার আসল নাম গদাধর চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

18 February 1911 : ১৯১১ সালের আজকের দিনে প্রথম আনুষ্ঠানিক ভাবে বিমান আকাশে উড়েছিল ব্রিটিশ ভারতের এলাহাবাদে থেকে প্রায় 10 কিলোমিটার দূরে নৈনিকে 6,500 চিঠি বিতরণ করে 23 বছর বয়সের পাইলট হেনরি পেরকিট।

18 February 1996 : ১৯৯৬ সালের আজকের দিনে ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম কেনিয়া ক্রিকেট দলের প্রথম ওয়ানডে: শচীন টেন্ডুলকার 127 রান করেছেন ।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৮ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 18 February

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৮ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

18 February 1969 : ১৯৬৯ সালের আজকের দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুজ্জোহা পাকিস্তানি সেনাদের হাতে নিহত হন।

18 February 1976 : ১৯৭৬ সালের আজকের দিনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিকত্বে ভূষিত করা হয়।

18 February 1979 : ১৯৭৯ সালের আজকের দিনে বি.এন.পি বাংলাদেশের জাতীয় পরিষদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়।

18 February 1997 : ১৯৯৭ সালের আজকের দিনে বাংলাদেশ প্রথম বেসরকারি বিমান সংস্থার যাত্রী পরিবহন করে।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৮ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 18 February

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৮ ফেব্রুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 18 February, Today’s Famous day on 18 February in the World. On this day Historical Famous Events in The World)

18 February 1123 : ১১২৩ সালের আজকের দিনে সম্রাট ফ্রেডরিক জেরুজালেম দখল করেন।

18 February 1536 : ১৫৩৬ সালের আজকের দিনে ফ্রান্স এবং তুরষ্কের মধ্যে বানিজ্য চুক্তি হয়।

18 February 1564 : ১৫৬৪ সালের আজকের দিনে রেনেসাঁস ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থপতি ও কবি মাইকেল এঞ্জেলো মৃত্যুবরণ করেন।

18 February 1787 : ১৭৮৭ সালের আজকের দিনে অষ্ট্রিয়ার সম্রাট শিশুশ্রম নিষিদ্ধ করেন।

18 February 1861 : ১৮৬১ সালে প্রথম ইতালীয় পার্লামেন্টের অধিবেশন শুরু হয়।

18 February 1885 : ১৮৮৫ সালের এই দিনে মার্ক টোয়েনের বিখ্যাত বই অ্যাডভেঞ্চার অব হাকলবেরি ফিন প্রকাশিত হয়।

18 February 1915 : ১৯১৫ সালের আজকের দিনে ডুবোজাহাজের মাধ্যমে জার্মানি ব্রিটেন অবরোধ করে।

18 February 1921 : ১৯২১ সালের আজকের দিনে বৃটিশ সৈন্যদের কর্তৃক ডাবলিন অধিকৃত হয়।

18 February 1930 : ১৯৩০ সালের আজকের দিনে প্লুটো আবিষ্কৃত হয়।

18 February 1934 : ১৯৩৪ সালের আজকের দিনে আলজেরিয়ার বিখ্যাত যোদ্ধা আমির আব্দুল কাদেরের হাতে আগ্রাসী ফরাসী সেনারা শোচনীয়ভাবে পরাজিত হয়।

18 February 1951 : ১৯৫১ সালের আজকের দিনে নেপালের সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়।

18 February 1965 : ১৯৬৫ সালের আজকের দিনে জাম্বিয়া স্বাধীনতা লাভ করে।

18 February 1988 : ১৯৮৮ সালের আজকের দিনে রাশিয়ার ক্ষমতাসীন কমিউনিষ্ট পার্টি পলিটব্যুরো থেকে বরিস ইয়েলৎসিনকে বরখাস্ত করে।

18 February 1989 : ১৯৮৯ সালের আজকের দিনে আফগানিস্তানে জরুরি অবস্থা ঘোষণা হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ১৮ ফেব্রুয়ারি | Today Famous Birthdays : 18 February

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 18 February. On this day Famous Birthdays in Bengali)

18 February 1486 : ১৪৮৬ সালের আজকের দিনে ভারতের নবদ্বীপে জন্মগ্রহণ করেন চৈতন্য মহাপ্রভু, বাঙালি সাধু (মৃত্যু: 1534)।

18 February 1836 : ১৮৩৬ সালের আজকের দিনে রামকৃষ্ণ [গদাধর চ্যাটার্জী], ভারতীয় সন্যাসী ব্রিটিশ ভারতের কামারপুকুরে জন্মগ্রহণ করেছিলেন (মৃত্যু: 1886)।

18 February 1931 : ১৯৩১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন স্বরাজ পল, ভারতীয় / ব্রিটিশ শিল্প / বহু মিলিয়নেয়ার (কাকারো)।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১৮ ফেব্রুয়ারি | Today Famous Deaths : 18 February

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 18 February. On this day Famous Deaths in Bengali)

18 February 1974 : ১৯৭৪ সালের আজকের দিনে মুক্তিসংগ্রামী, চারণকবি ও সাংবাদিক বিজয়লাল চট্টোপাধ্যায় প্রয়াত হন (জন্ম: 1898)।

18 February 1977 : ১৯৭৭ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন বাংলা সিনেমার নেতৃস্থানীয় অভিনেত্রী কাবেরি বসু (জন্ম: 1938)।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ১৮ ফেব্রুয়ারি | Today’s History Question and Answer : 18 February | History QNA 

  1. তাজ মহোৎসব (Taj Mahotsav) কবে পালন করা হয়?

Ans. ১৮ ফেব্রুয়ারি (18 February) তাজ মহোৎসব (Taj Mahotsav) পালন করা হয়।

  1. চৈতন্য মহাপ্রভু কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৪৮৬ সালের ১৮ ফেব্রুয়ারি (18 February 1486) ভারতের নবদ্বীপে জন্মগ্রহণ করেন চৈতন্য মহাপ্রভু।

  1. রামকৃষ্ণ কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৩৬ সালের ১৮ ফেব্রুয়ারি (18 February 1836) রামকৃষ্ণ [গদাধর চ্যাটার্জী], ভারতীয় সন্যাসী ব্রিটিশ ভারতের কামারপুকুরে জন্মগ্রহণ করেছিলে।

  1. স্বরাজ পল কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৩১ সালের ১৮ ফেব্রুয়ারি (18 February 1931) স্বরাজ পল জন্মগ্রহণ করেন।

  1. মুক্তিসংগ্রামী, চারণকবি ও সাংবাদিক বিজয়লাল চট্টোপাধ্যায় কবে মারা যান?

Ans. ১৯৭৪ সালের ১৮ ফেব্রুয়ারি (18 February 1974) মুক্তিসংগ্রামী, চারণকবি ও সাংবাদিক বিজয়লাল চট্টোপাধ্যায় মারা যান।

  1. বাংলা সিনেমার নেতৃস্থানীয় অভিনেত্রী কাবেরি বসু কবে মারা যান?

Ans. ১৯৭৭ সালের ১৮ ফেব্রুয়ারি (18 February 1977) বাংলা সিনেমার নেতৃস্থানীয় অভিনেত্রী কাবেরি বসু মারা যান।

  1. বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে স্মরণীয় ব্যক্তিত্ব ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৩০ সালের ১৮ ফেব্রুয়ারি (18 February 1830) বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে স্মরণীয় ব্যক্তিত্ব ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড জন্মগ্রহণ করেন।

  1. বাংলাদেশ প্রথম কবে বেসরকারি বিমান সংস্থার যাত্রী পরিবহন করে?

Ans. ১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি (18 February 1997) বাংলাদেশ প্রথম বেসরকারি বিমান সংস্থার যাত্রী পরিবহন করে।

আজকের বিখ্যাত দিনে ১৮ ফেব্রুয়ারি – The Famous Day 18 February in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ১৮ ফেব্রুয়ারি | Today’s Historical Events : 18 February (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *