Close Ad close
Breaking
Sun. Jan 12th, 2025
আজকের দিনে ইতিহাসের পাতায় ১৮ মার্চ | Today's Historical Events 18 Marchআজকের দিনে ইতিহাসের পাতায় ১৮ মার্চ | Today's Historical Events 18 March

আজকের দিনে ইতিহাসের পাতায় ১৮ মার্চ | Today’s Historical Events 18 March in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ১৮ মার্চ  : Today’s Historical Events 18 March in Bengali : আজকের বিখ্যাত দিনে ১৮ মার্চ ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ১৮ মার্চ  : Today’s Historical Events 18 March) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ১৮ মার্চ।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৮ মার্চ | Today’s Famous Day or Important Day in Bengali : 18 March

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৮ মার্চ – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 18 March. On this day Important Day in Bengali)

18 March : আজ ১৮ মার্চ – No record.

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৮ মার্চ | Today’s Famous Day in History (Bengali) : 18 March

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৮ মার্চ | Today’s famous day in the history of India (Bengali) : 18 March

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৮ মার্চ । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 18 March. Today’s Famous day on 18 March in India. On this day Historical Famous Events in India)

18 March 1786 : ১৭৮৬ – কলকাতায় ব্যবসায়ীদের উদ্যোগে জেনারেল ব্যাংক অব ইন্ডিয়া স্থাপিত হয়।

18 March 1800 : ১৮০০ – শ্রীরামপুর মিশনে বাংলা ভাষায় প্রথম বই ‘সমাচার’ প্রকাশিত হয়।

18 March 1896 : ১৮৯৬ সালের আজকের দিনে ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী এবং রাজনীতিবিদ, মধ্যপ্রদেশ আইন পরিষদের স্পিকার কুনজিলাল দুবের জন্ম হয়। তিনি পদ্মাভূষণ সম্মান পেয়েছিলেন।

18 March 1901 : ১৯০১ সালের আজকের দিনে ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের জন্ম হয়।

18 March 1912 : ১৯১২ সালের আজকের দিনে লেখক, ঔপন্যাসিক বিমল মিত্রের জন্ম হয়।

18 March 1919 : ১৯১৯ সালের আজকের দিনে কুখ্যাত রাওলাট আইন পাস করা হয়। এই আইন ব্রিটিশ সরকারের কাছে অনির্দিষ্ট ক্ষমতা দেয় যেখানে তারা কোনও বিচার ছাড়াই দুই বছরের জন্য কাউকে আটক করতে পারে। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অংশগ্রহণকারী বিপ্লবীদের মোকাবেলা করতে ব্রিটিশ সরকারের দ্বারা এই আইন প্রণয়ন করা হয়েছিল। এই আইনের আওতায় সংবাদপত্রের স্বাধীনতা হ্রাস এবং দীর্ঘ সময়ের জন্য জরুরী ব্যবস্থা বাড়ানোর আহ্বান জানানো হয়।

18 March 1922 : ১৯২২ সালের আজকের দিনে মহাত্মা গান্ধীকে আইন অমান্যতার জন্য ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। ১০ই মার্চ তিনি গ্রেফতার হয়েছিলেন।

18 March 1938 : ১৯৩৮ সালের আজকের দিনে ভারতীয় অভিনেতা ও প্রযোজক শশী কাপুরের জন্ম হয়। তিনি ১৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন যার মধ্যে ইংরেজি ভাষার বেশ কয়েকটি চলচ্চিত্র রয়েছে। তিনি ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার এবং পদ্মাভূষণ সহ বিভিন্ন সম্মান পান।

18 March 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে ভারতীয় ক্রিকেটার একনাথ সোলকারের জন্ম হয়। একনাথ সোলকার ছিলেন একজন ভারতীয় অলরাউন্ডার যিনি ২৭টি টেস্ট ম্যাচে নিজের দেশকে প্রতিনিধিত্ব করেছিলেন। উইকেটের কাছাকাছি ক্লোজ ফিল্ডিং-এ তাঁর ক্ষিপ্ততার জন্য তিনি সুপরিচিত ছিলেন।

18 March 1974 : ১৯৭৪ সালের আজকের দিনে কবি ও সাহিত্যিক বুদ্ধদেব বসুর মৃত্যু হয়। বিংশ শতকে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের পর দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তিত্ব হিসাবে বিবেচিত হন। বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার (১৯৬৭) এবং পদ্মভূষণ (১৯৭০) সম্মান এবং রবীন্দ্র পুরস্কার (১৯৭৪) লাভ করেন।

18 March 2019 : ২০১৯ সালের আজকের দিনে বাংলা চলচ্চিত্র জগতের বিখ্যাত অভিনেতা চিন্ময় রায়ের মৃত্যু হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৮ মার্চ | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 18 March

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৮ মার্চ : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

18 March 2020 : ২০২০ – করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম রোগীর মৃত্যু ঘটে।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৮ মার্চ | Today’s famous day in the history of the world (Bengali) : 18 March

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৮ মার্চ, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 18 March, Today’s Famous day on 18 March in the World. On this day Historical Famous Events in The World)

18 March 1837 : ১৮৩৭ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ২২তম এবং ২৪তম রাষ্ট্রপতি গ্রোভার ক্লিভ্‌ল্যান্ডের জন্ম হয়।

18 March 1937 : ১৯৩৭ সালের আজকের দিনে টেক্সাসের নিউ লন্ডনে নিউ লন্ডন স্কুল বিস্ফোরণে ৩০০ জন নিহত হয় যার মধ্যে বেশিরভাগ শিশু ছিল।

18 March 1937 : ১৯৩৭ সালের আজকের দিনে স্পেনীয় গৃহযুদ্ধে ইটালির ম্যাক্সিকো অঞ্চলের গুয়াদালাজারা শহরে রিপাবলিকান বাহিনী ইটালীয়দের আক্রমণের প্রতিরোধে সফলভাবে তাদের পাল্টা আক্রমণ চালায়। ২৩ মার্চ ইটালীয় বাহিনী পরাজিত হয়।

18 March 1940 : ১৯৪০ সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ: অ্যাডলফ হিটলার এবং বেনিটো মুসোলিনি আলপ্‌-এর ব্রেনার উপত্যাকায় মিলিত হন এবং উভয়ে মিলে ফ্রান্স ও ইউনাইটেড কিংডম-এর বিরুদ্ধে একটি জোট গঠনের জন্য সম্মত হন।

18 March 1939 : ১৯৩৯ সালের আজকের দিনে ইংরেজ ফুটবল খেলোয়াড় রন অ্যাটকিনসনের  জন্ম হয়।

18 March 1944 : ১৯৪৪ সালের আজকের দিনে ইটালির আগ্নেয়গিরি মাউন্ট ভিসুভিয়াসের শেষবার অগ্ন্যুৎপাত ঘটে। সেই দিন ২৬ জন নিহত হয় এবং হাজার হাজার লোক নিজেদের বাড়ি থেকে পালিয়ে যায়। ১৭ই মার্চ মাউন্ট ভিসুভিয়াসের অগ্নুৎপাত শুরু হয়।

18 March 1953 : ১৯৫৩ সালের আজকের দিনে একটি প্রবল ভূমিকম্প পশ্চিম তুরস্ককে আঘাত করলে ২৫৫ জন নিহত হয়।

18 March 1965 : ১৯৬৫ সালের আজকের দিনে মানুষ কতৃক প্রথম মহাকাশে পদচারণা হয়। মহাকাশচারী অ্যালেক্সি লিওনোভ মহাকাশযান ‘ভাস্কোড ২’ থেকে ১২ মিনিটের জন্য প্রথম মহাকাশে পদচারণা করেন।

18 March 1990 : ১৯৯০ সালের আজকের দিনে আমেরিকার ইতিহাসে সর্ববৃহৎ শিল্প চুরির ঘটনাটি ঘটে। প্রায় ৫০০ মিলিয়ন ডলার মূল্যের ১২টি পেইন্টিং বোস্টনের ইসাবেলা স্টুয়ার্ট গার্ডনার যাদুঘর থেকে চুরি হয়ে যায়।

18 March 1996 : ১৯৯৬ সালের আজকের দিনে বিখ্যাত আমেরিকান অভিনেত্রী ম্যাডেলিন ক্যারলের জন্ম হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ১৮ মার্চ | Today Famous Birthdays : 18 March

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 18 March. On this day Famous Birthdays in Bengali)

18 March 1896 : ১৮৯৬ সালে আজকের দিনে মধ্যপ্রদেশে জন্ম গ্রহণ করেন ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী এবং রাজনীতিবিদ, মধ্যপ্রদেশ আইন পরিষদের স্পিকার কুনজিলাল দুবে (Kunji Lal Dubey)। তিনি পদ্মাভূষণ সম্মান পেয়েছিলেন।

18 March 1901 : ১৯০১ সালে আজকের দিনে বর্ধমানের অন্ডালে জন্ম গ্রহণ করেন ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক শৈলজানন্দ মুখোপাধ্যায় (Sailajananda Mukherjee)। তার প্রথম ছবি ছিল পাতালপুরী। নিজের কাহিনী চিত্রনাট্য ও পরিচালনায় শৈলজানন্দের বিখ্যাত ছবি নন্দিনী, বন্দী, শহর থেকে দূরে, অভিনয় নয়, কথা কও, আমি বড় হব, রং বেরং প্রভৃতি। 

18 March 1910 : ১৯১০ সালে আজকের দিনে বেলিয়াতোড়ে(বাঁকুড়া) জন্ম গ্রহণ করেন খ্যাতনামা বাঙালি শিশুসাহিত্যিক বিমল ঘোষ (Bimal Ghosh)। তিনি ছাত্রাবস্থাতেই লেখালেখি করতেন। আর্ট কলেজে শিক্ষালাভের পর কর্মজীবন শুরু করেন ‘অ্যাডভান্স’ পত্রিকার বিজ্ঞাপন বিভাগে। পরে যোগ দেন আনন্দবাজার পত্রিকায়। তাঁর উদ্যোগে ও ব্যবস্থাপনায় ১৯৪০ খ্রিস্টাব্দে আনন্দবাজার পত্রিকার ছোটদের আসর ‘আনন্দমেলা’ প্রতিষ্ঠা হয় ও প্রসার ঘটে। এই সময় তিনি “মৌমাছি” ছদ্মনামে বিখ্যাত হয়ে ওঠেন। তাঁর রচিত শিশু সাহিত্যের সংখ্যা একশো চল্লিশ। ‘মায়াময়ূর’ তাঁর জনপ্রিয় নাটক। ‘চেঙাবেঙা’ বইটির জন্য তিনি রাষ্ট্রীয় পুরস্কার লাভ করেন। বিমল ঘোষ আকাশবাণীর সঙ্গে দীর্ঘ দিন যুক্ত ছিলেন।

18 March 1912 : ১৯১২ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন বাংলা ও হিন্দি উভয় ভাষায় সাহিত্য রচনাকারী বিমল মিত্র (Bimal Mitra)। পাঁচের দশকের ‘সাহেব বিবি গোলাম’ উপন্যাস লিখে বিখ্যাত হয়ে ওঠেন। তাঁর অন্যান্য বিখ্যাত উপন্যাস ‘কড়ি দিয়ে কিনলাম’, ‘একক দশক শতক’, ‘চলো কলকাতা’, ‘পতি পরম গুরু’, ‘আসামী হাজির’ ইত্যাদি।

18 March 1926 : ১৯২৬ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন বিশিষ্ট রস সাহিত্যিক, সাংবাদিক ও ব্যঙ্গচিত্রী হিমানীশ গোস্বামী (Himanish Goswami)। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল- ভাজা মাছ, আমার রামায়ণ, বুনো হাঁসের সন্ধানে, কলকাতার শয়তান, অপদার্থ, জীব্রামের গল্প(লাল মাটি)।

18 March 1938 : ১৯৩৮ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন ভারতীয় অভিনেতা ও প্রযোজক বলবীর রাজ কাপুর যিনি শশী কাপুর (Shashi Kapoor) নামেই বেশি পরিচিত ছিলেন। তিনি ১১৬টি হিন্দি চলচ্চিত্রে অংশ নিয়েছেন। তন্মধ্যে, ৬১টিতে একক নায়ক, ৫৫টিতে বহুনায়কের অংশগ্রহণ এবং ২১টিতে পার্শ্ব অভিনেতা ও ৭টি চলচ্চিত্রে বিশেয দৃশ্যে হাজির হন।

18 March 1946 : ১৯৪৬ সালে আজকের দিনে (Lahore, Punjab, British India)তে জন্ম গ্রহণ করেন হিন্দি অভিনেতা নবীন নিশ্চল (Navin Nischol)।

18 March 1948 : ১৯৪৮ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন ভারতীয় ক্রিকেটার একনাথ সোলকার (Eknath Dhondu Ekky Solkar)। ১৯৬৯ থেকে ১৯৭৭ সময়কালে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন। তিনি ২৭টি টেস্ট ম্যাচে নিজের দেশকে প্রতিনিধিত্ব করেছিলেন। উইকেটের কাছাকাছি ক্লোজ ফিল্ডিং-এ তাঁর ক্ষিপ্ততার জন্য তিনি সুপরিচিত ছিলেন।

18 March 1956 : ১৯৫৬ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন অবসরপ্রাপ্ত ভারতীয় ব্যাংকার এবং ভারতীয় স্টেট ব্যাংকের প্রাক্তন চেয়ার পার্সন অরুন্ধতী ভট্টাচার্য (Arundhati Bhattacharya)। তিনি ভারতীয় স্টেট ব্যাংক গ্রুপের প্রথম মহিলা চেয়ার পার্সন ছিলেন। ২০১৬ খ্রিষ্টাব্দে ফোর্বস সংস্থার সমীক্ষায় তিনি বিশ্বের ২৫তম অতি শক্তিশালী মহিলা হিসেবে বিবেচিত হয়েছিলেন।

18 March 1963 : ১৯৬৩ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন অভিনেত্রী রত্না পাঠক (Ratna Pathak Shah)। ১৯৮০ খ্রিষ্টাব্দের দশকে ইধার উধার নামে জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে আত্মপ্রকাশের মধ্যে দিয়ে তার উত্থান ঘটে।

18 March 1965 : ১৯৬৫ সালে আজকের দিনে আহমেদাবাদে(গুজরাট) জন্ম গ্রহণ করেন “ভারতীয় পপ সঙ্গীতের রাণী” আলিশা চিনয় (Alisha Chinai)। ১৯৯৫ সালে ‘মেড ইন ইন্ডিয়া’ অ্যালবামটি তার সবচেয়ে সফল ও জনপ্রিয় অ্যালবাম ছিলো।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১৮ মার্চ | Today Famous Deaths : 18 March

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 18 March. On this day Famous Deaths in Bengali)

18 March 1871 : ১৮৭১ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতে জন্মগ্রহণকারী ব্রিটিশ গণিতবিদ ও যুক্তিবিজ্ঞানী অগাস্টাস ডি মর্গান (Augustus De Morgan)। তিনি “ডি মরগানের বিধিসমূহ(De Morgan’s laws)” আবিষ্কার করেন এবং গাণিতিক আরোহ পদ্ধতির(Mathematical Induction) ধারণা সুসংবদ্ধ (Rigorous) করেন। চাঁদের ডি মর্গান জ্বালামুখটি তার নামে নামকরণ করা হয়েছে।

18 March 1974 : ১৯৭৪ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বিশ শতকের বাঙালি কবি বুদ্ধদেব বসু (Buddhadeva Bose)। তার উল্লেখযোগ্য রচনাবলিগুলো হলো :- মর্মবাণী; সাড়া; অভিনয়, অভিনয় নয়; হঠাৎ-আলোর ঝলকানি; মায়া-মালঞ্চ; কালিদাসের মেঘদূত; সব-পেয়েছির দেশে; আমার ছেলেবেলা ইত্যাদি।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ১৮ মার্চ | Today’s History Question and Answer : 18 March | History QNA 

  1. ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী এবং রাজনীতিবিদ, মধ্যপ্রদেশ আইন পরিষদের স্পিকার কুনজিলাল দুবে কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৯৬ সালের ১৮ মার্চ (18 March 1896) ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী এবং রাজনীতিবিদ, মধ্যপ্রদেশ আইন পরিষদের স্পিকার কুনজিলাল দুবে জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক শৈলজানন্দ মুখোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯০১ সালের ১৮ মার্চ (18 March 1901) ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক শৈলজানন্দ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

  1. শিশুসাহিত্যিক বিমল ঘোষ কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯১০ সালের ১৮ মার্চ (18 March 1910) শিশুসাহিত্যিক বিমল ঘোষ জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত দিনে ১৮ মার্চ – The Famous Day 18 March in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ১৮ মার্চ | Today’s Historical Events : 18 March (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *