Close Ad close
Breaking
Sun. Nov 17th, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ১৯ মার্চ | Today's Historical Events 19 Marchআজকের দিনে ইতিহাসের পাতায় ১৯ মার্চ | Today's Historical Events 19 March

আজকের দিনে ইতিহাসের পাতায় ১৯ মার্চ | Today’s Historical Events 19 March in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ১৯ মার্চ  : Today’s Historical Events 19 March in Bengali : আজকের বিখ্যাত দিনে ১৯ মার্চ ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ১৯ মার্চ  : Today’s Historical Events 19 March) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ১৯ মার্চ।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৯ মার্চ | Today’s Famous Day or Important Day in Bengali : 19 March

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৯ মার্চ – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 19 March. On this day Important Day in Bengali)

19 March : আজ ১৯ মার্চ – No record.

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ মার্চ | Today’s Famous Day in History (Bengali) : 19 March

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ মার্চ | Today’s famous day in the history of India (Bengali) : 19 March

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ মার্চ । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 19 March. Today’s Famous day on 19 March in India. On this day Historical Famous Events in India)

19 March 1907 : ১৯০৭ সালের আজকের দিনে ভারতীয় ক্রিকেটার এবং উইকেটরক্ষক দিলওয়ার হোসেন জন্মগ্রহণ করেন।। তিনি ১৯৩০ সালে ভারতের জাতীয় ক্রিকেট দলের হয়ে ৩টি টেস্ট খেলেন। ৩টি অর্ধশত রান সহ তিন টেস্টে মোট রান করেন ২৫৪। দেশ বিভক্তের পর তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য এবং নির্বাচক ছিলেন।

19 March 1938 : ১৯৩৮ সালের আজকের দিনে ‘পদ্মভূষণ’ সম্মানপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার চিত্রনাট্যকার সাঈ পরাঞ্জপে জন্মগ্রহণ করেন। তিনি ‘চশমে বাদদুর’, ‘স্পর্শ’ ও ‘দিশা’-এর মত ভারতীয় চলচ্চিত্রগুলি পরিচালনা করেন। চলচ্চিত্র ‘স্পর্শ’-এর চিত্রনাট্যের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন।

19 March 1978 : ১৯৭৮ সালের আজকের দিনে এম. আয়নগার পরলোক গমন করেন। তিনি লোকসভার প্রথমে ডেপুটি স্পিকার এবং পরে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। যখন মহাত্মা গান্ধী ভারতীয় যুবকদের স্বাধীনতার জন্য অহিংস আন্দোলনের যোগদানের আহ্বান জানান সেইসময় তিনি অহিংস আন্দোলনের যোগ দেন এবং দুইবার কারারুদ্ধ হন।

19 March 1998 : ১৯৯৮ সালের আজকের দিনে ইএমএস নাম্বুদিরিপাদ পরলোক গমন করেন। তিনি কেরালার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন, এমনকি দেশের প্রথম অকংগ্রেসী মুখ্যমন্ত্রী হিসেবেও তিনি স্মরণীয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ মার্চ | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 19 March

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ মার্চ : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

19 March 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলি জিন্নাহ ঢাকায় আসেন।

19 March 1971 : ১৯৭১ সালের আজকের দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে জয়দেবপুর তথা গাজীপুরের বীর জনতা সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।  ২০০১ সালের আজকের দিনে বাংলাদেশের প্রখ্যাত কবি আবু জাফর ওবায়দুল্লাহ পরলোক গমন করেন।১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ভাষা আন্দোলন উপলক্ষে “কোনো এক মা-কে” কবিতাটি রচনা করেন, এটাই ভাষা আন্দোলনের প্রথম থিম সংগীত যা প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় ভাষাশহীদ মিনারে আবৃতি করা হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ মার্চ | Today’s famous day in the history of the world (Bengali) : 19 March

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৯ মার্চ, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 19 March, Today’s Famous day on 19 March in the World. On this day Historical Famous Events in The World)

19 March 1279 : ১২৭৯ সালের আজকের দিনে নৌবাহিনীর অভিযানে মঙ্গোলিয়র বিজয়. ইয়ামানের যুদ্ধ চীনের গান বংশের সমাপ্তি ঘটে।

19 March 1644 : ১৬৪৪ সালের আজকের দিনে পিকিং সাম্রাজ্যের বিভিন্ন পরিবারের ২০০ জন সদস্য সম্রাটের প্রতি আনুগত্য দেখিয়ে আত্মহত্যা করেন।

19 March 1858 : ১৮৫৮ সালের আজকের দিনে ডিজেল ইঞ্জিনের জনক জার্মান প্রকৌশলী রুডলফ ডিজেল ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন।

19 March 1932 : ১৯৩২ সালের আজকের দিনে সিডনির হারবার সেতু জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

19 March 1950 : ১৯৫০ সালের আজকের দিনে মার্কিন সাহিত্যিক, টারজান সিরিজের জনক এডগার রাইস বারোজ পরলোক গমন করেন।

19 March 1952 : ১৯৫২ সালের আজকের দিনে মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক হার্ভি ওয়াইনস্টিন জন্মগ্রহণ করেন।

19 March 1955 : ১৯৫৫ সালের আজকের দিনে জার্মান বংশোদ্ভূত মার্কিন অভিনেতা, প্রযোজক ও সঙ্গীতশিল্পী ব্রুস উইলিস জন্মগ্রহণ করেন।

19 March 1973 : ১৯৭৩ সালের আজকের দিনে ইংরেজ ক্রিকেটার ও কোচ অ্যাশলে গিলস জন্মগ্রহণ করেন।

19 March 2003 : ২০০৩ সালের আজকের দিনে জাতিসংঘের সমর্থন ছাড়াই এবং বিশ্বের মতামতের বিরুদ্ধে গিয়ে আমেরিকা ও ব্রিটিশ নেতৃত্বাধীন জোট ইরাকের উপর আক্রমণ শুরু করে।

আজকের বিখ্যাত জন্মদিন : ১৯ মার্চ | Today Famous Birthdays : 19 March

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 19 March. On this day Famous Birthdays in Bengali)

19 March 1902 : ১৯০২ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী ভূপেন্দ্রকিশোর রক্ষিত রায় (Bhupendrakishor Rakshit-Roy)। তিনি ছিলেন একজন রাজনীতিবিদ ও লেখক। তিনি ফরোয়ার্ড ব্লকপন্থী রাজনৈতিক নেতা এবং পশ্চিমবঙ্গের রাজ্য সভার সদস্য ছিলেন।

19 March 1938 : ১৯৩৮ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন ‘পদ্মভূষণ’ সম্মানপ্রাপ্ত মহিলা চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার সাঈ পরাঞ্জপে (Sai Paranjpye)। তিনি ‘চশমে বাদদুর’, ‘স্পর্শ’ ও ‘দিশা’-এর মত ভারতীয় চলচ্চিত্রগুলি পরিচালনা করেন। চলচ্চিত্র ‘স্পর্শ’-এর চিত্রনাট্যের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন।

19 March 1983 : ১৯৮৩ সালে আজকের দিনে তামিলনাড়ুর মাদুরাইতে জন্ম গ্রহণ করেন দক্ষিণী সিনেমার পরিচালক কার্তিক সুব্বারাজ (Karthik Subbaraj)।

19 March 1984 : ১৯৮৪ সালে আজকের দিনে জামসেদপুরে জন্ম গ্রহণ করেন ভারতীয় মডেল ও অভিনেত্রী তনুশ্রী দত্ত (Tanushree Dutta)। তিনি ২০০৪ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স শিরোপা লাভ করেছিলেন।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১৯ মার্চ | Today Famous Deaths : 19 March

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 19 March. On this day Famous Deaths in Bengali)

19 March 1978 : ১৯৭৮ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন এম.এ. আয়নগার (Madabhushi Ananthasayanam Ayyangar)। তিনি লোকসভার প্রথমে ডেপুটি স্পিকার এবং পরে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। যখন মহাত্মা গান্ধী ভারতীয় যুবকদের স্বাধীনতার জন্য অহিংস আন্দোলনের যোগদানের আহ্বান জানান সেইসময় তিনি অহিংস আন্দোলনের যোগ দেন এবং দুইবার কারারুদ্ধ হন।

19 March 1997 : ১৯৯৭ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন হাওড়া জেলার বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, সাহিত্য গবেষক, কলকাতা গবেষক, চিত্র-পরিচালক ও প্রচ্ছদশিল্পী পূর্ণেন্দু পত্রী (Purnendu Patri)। তার ছদ্মনাম “সমুদ্রগুপ্ত”।

19 March 1998 : ১৯৯৮ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ইএমএস নাম্বুদিরিপাদ (Elamkulam Manakkal Sankaran Namboodiripad)। তিনি কেরালার প্রথম মুখ্যমন্ত্রী (CPIM) ছিলেন, এমনকি দেশের প্রথম অকংগ্রেসী মুখ্যমন্ত্রী হিসেবেও তিনি স্মরণীয়।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ১৯ মার্চ | Today’s History Question and Answer : 19 March | History QNA 

  1. ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী ভূপেন্দ্রকিশোর রক্ষিত রায় কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯০২ সালের ১৯ মার্চ (19 March 1902) ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী ভূপেন্দ্রকিশোর রক্ষিত রায় জন্মগ্রহণ করেন।

  1. পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত মহিলা চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার সাঈ পরাঞ্জপে কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৩৮ সালের ১৯ মার্চ (19 March 1938) পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত মহিলা চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার সাঈ পরাঞ্জপে জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় মডেল ও অভিনেত্রী তনুশ্রী দত্ত কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৮৪ সালের ১৯ মার্চ (19 March 1984) ভারতীয় মডেল ও অভিনেত্রী তনুশ্রী দত্ত জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত দিনে ১৯ মার্চ – The Famous Day 19 March in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ১৯ মার্চ | Today’s Historical Events : 19 March (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *