Close Ad close
Breaking
Sun. Nov 17th, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ২ এপ্রিল | Today’s Historical Events 2 Aprilআজকের দিনে ইতিহাসের পাতায় ২ এপ্রিল | Today’s Historical Events 2 April

আজকের দিনে ইতিহাসের পাতায় ২ এপ্রিল | Today’s Historical Events 2 April in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ২ এপ্রিল  : Today’s Historical Events 2 April in Bengali : আজকের বিখ্যাত দিনে ২ এপ্রিল ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ২ এপ্রিল  : Today’s Historical Events 2 April) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ২ এপ্রিল।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২ এপ্রিল | Today’s Famous Day or Important Day in Bengali : 2 April

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২ এপ্রিল – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 2 April. On this day Important Day in Bengali)

2 April : আজ ২ এপ্রিল – বিশ্ব অটিজম সচেতনতা দিবস (World Autism Awareness Day)। অটিজম শিশুদের বিকাশগত একটি সমস্যা। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা সাধারণত অপরের সাথে ঠিকমতো যোগাযোগ করতে পারে না, তারা অতিরিক্ত জেদী হয়ে থাকে এবং নিজেকে বিচ্ছিন্ন ও গুটিয়ে রাখার মানসিকতাসম্পন্ন হয়ে থাকে। অটিজমের সুনির্দিষ্ট কোন কারণ নেই। তবে, গবেষকরা মনে করেন, জেনেটিক, নন-জেনেটিক ও পরিবেশগত প্রভাব সমন্বিতভাবে অটিজমের জন্য দায়ী। শিশুর বিকাশে প্রাথমিক পর্যায়ে এটি সৃষ্টি হয়। এ পর্যন্ত পরিচর্যাই এর একমাত্র বিকল্প। অটিজমে আক্রান্ত শিশু ও বয়স্কদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তার প্রয়োজনীয়তাকে তুলে ধরতে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৭ সালে ২ এপ্রিলকে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ হিসেবে পালনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের পর থেকে প্রতি বছর দিবসটি পালন করা হচ্ছে। The theme of ‘World Autism Awareness Day’ 2021 is “Inclusion in the Workplace: Challenges and opportunities in a Post-Pandemic World”.

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ এপ্রিল | Today’s Famous Day in History (Bengali) : 2 April

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ এপ্রিল | Today’s famous day in the history of India (Bengali) : 2 April

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ এপ্রিল । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 2 April. Today’s Famous day on 2 April in India. On this day Historical Famous Events in India)

2 April 1926 : ১৯২৬ সালের এই দিনে কলকাতায় ভয়াবহ হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়।

2 April 1965 : ১৯৬৫ সালের এই দিনে বিশিষ্ট বাঙালি সাহিত্যিক অতুলচন্দ্র দত্ত পরলোক গমন করেন।

2 April 1970 : ১৯৭০ সালের এই দিনে আসাম রাজ্যের মধ্যে থেকেও মেঘালয় একটি স্বয়ংশাসিত রাজ্যের স্বীকৃতি লাভ করে।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ এপ্রিল | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 2 April

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ এপ্রিল : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

2 April 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন মোহাম্মদ নাসিম, বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ এপ্রিল | Today’s famous day in the history of the world (Bengali) : 2 April

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ এপ্রিল, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 2 April, Today’s Famous day on 2 April in the World. On this day Historical Famous Events in The World)

2 April 999 : ৯৯৯ সালের এই দিনে গার্বার্ট অফ্ অরিল্যাক্ (Gerbert of Aurillac) প্রথম ফরাসি পোপ হিসেবে নির্বাচিত হন।

2 April 1453 : ১৪৫৩ সালের এই দিনে দ্বিতীয় মহম্মদ কনস্ট্যানন্টিনোপল (বর্তমান ইস্তান্বুল) অবরোধ করা শুরু করেন।

2 April 1805 : ১৮০৫ সালের এই দিনে বিশিষ্ট ডেনিশ লেখক এবং কবি হান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন জন্মগ্রহণ করেন।

2 April 1819 : ১৮১৯ সালের এই দিনে প্রথম সফল কৃষি সম্পর্কিত সাময়িক পত্র (journal) ‘আমেরিকান ফার্মার’-এর প্রথম সংখ্যাটি প্রকাশিত হয়।

2 April 1840 : ১৮৪০ সালের এই দিনে বিশিষ্ট ফরাসি ঔপন্যাসিক এমিল জোলা জন্মগ্রহণ করেন।

2 April 1912 : ১৯১২ সালের এই দিনে সান ইয়াৎ সেন চীনের ‘কুয়োমিংতাং দল’ গড়ে তোলেন।

2 April 1917 : ১৯১৭ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন মার্কিন কংগ্রেসকে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার নির্দেশে দেন।

2 April 1921 : ১৯২১ সালের এই দিনে অ্যালবার্ট আইনস্টাইন নিউইয়র্কে তাঁর নতুন ‘আপেক্ষিকতাবাদ তত্ত্ব’ (Theory of Relativity) -এর ওপর বক্তব্য রাখেন।

2 April 1941 : ১৯৪১ সালের এই দিনে বিখ্যাত ইংরেজ ফুটবল খেলোয়াড় ববি মুর জন্মগ্রহণ করেন।

2 April 1954 : ১৯৫৪ সালের এই দিনে ‘ডিজনিল্যান্ড’ গড়ে তোলার কথা প্রথম ঘোষণা করা হয়।

2 April 1966 : ১৯৬৬ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়নের ‘লুনা ১০’ প্রথম কোনও মহাকাশযান হিসেবে চাঁদের কক্ষপথে প্রবেশ করে।

2 April 1982 : ১৯৮২ সালের এই দিনে আর্জেন্টিনা ফক্‌ল্যান্ড দ্বীপপুঞ্জ আক্রমণ করে।

2 April 1992 : ১৯৯২ সালের এই দিনে শেকসপিয়ারের ‘হ্যামলেট’ নিউইয়র্কের ক্রাইটেরিয়ান থিয়েটারে পঁয়তাল্লিশটি প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা হয়।

2 April 2005 : ২০০৫ সালের এই দিনে জেমস্ স্টিওয়ার্ট জুনিয়র প্রথম কোনও আফ্রো-আমেরিকান হিসেবে একটি বৃহত্তর মোটর ক্রীড়া প্রতিযোগিতায় জয়লাভ করেন।

2 April 2013 : ২০১৩ সালের এই দিনে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা প্রথম কোনো অস্ত্রবাণিজ্যের সন্ধির প্রতি সমর্থন জানায়।

2 April 2013 : ২০১৩ সালের এই দিনে উরুগুয়ে সমকামী বিবাহকে সম্মতি প্রদানের জন্য আইন প্রণয়ন করে।

2 April 2015 : ২০১৫ সালের এই দিনে কেনিয়ার গ্যারিস্যা বিশ্ববিদ্যালয় কলেজে এক বন্দুকধারীর আক্রমনে  একশত চল্লিশ জনের মৃত্যু ঘটে।

আজকের বিখ্যাত জন্মদিন : ২ এপ্রিল | Today Famous Birthdays : 2 April

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 2 April. On this day Famous Birthdays in Bengali)

2 April 1898 : ১৮৯৮ সালে আজকের দিনে হায়দ্রাবাদে জন্ম গ্রহণ করেন কবি, নাট্যকার ও অভিনেতা হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায় (Harindranath Chattopadhyay)। মাত্র ১০ বছর বয়েসে ক্ষুদিরামের ফাঁসির প্রেক্ষিতে ইংরেজি কবিতা ‘ডাইং পেট্রিয়ট’ রচনা করেছিলেন। সত্যজিৎ রায়ের পরিচালনায় তিনি গুপী গাইন বাঘা বাইন, সীমাবদ্ধ, সোনার কেল্লায় অভিনয় করেছেন। হরীন্দ্রনাথ অভিনীত হিন্দি ছবিগুলি হলো সাহেব বিবি অউর গুলাম, রাত অউর দিন, তেরে ঘর কে সামনে ইত্যাদি। 

2 April 1903 : ১৯০৩ সালে আজকের দিনে ব্রিটিশ ভারতে(বর্তমানে বাংলাদেশ) জন্ম গ্রহণ করেন ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু (Mohammod Hossain Khosru)। তিনি কুমার শচীনদেব বর্মণ, হিমাংশু দত্ত, ওস্তাদ সমরেন্দ্র পাল, সন্ধ্যা মুখার্জি, ওস্তাদ আলী আহমদ খান, পান্নালাল ঘোষ প্রমুখ প্রতিথ যশা সঙ্গীত শিল্পীর সঙ্গীত শিক্ষক ছিলেন।

2 April 1956 : ১৯৫৬ সালে আজকের দিনে বহরমপুরে জন্ম গ্রহণ করেন ভারতীয় বাঙালি জনপ্রিয় রাজনীতিবিদ অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তিনি ১৭তম লোকসভাতে ভারতীয় জাতীয় কংগ্রেসের দলনেতা ছিলেন। তিনি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।

2 April 1962 : ১৯৬২ সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। He is an Indian politician and a Member of Parliament in the 17th Lok Sabha from Barrackpore Lok Sabha constituency in West Bengal. He contested the 2019 Indian general election as a BJP candidate and won.

2 April 1969 : ১৯৬৯ সালে আজকের দিনে নিউদিল্লীতে জন্ম গ্রহণ করেন হিন্দি চলচ্চিত্রের জগতের অন্যতম প্রভাবশালী ও সফল অভিনয়শিল্পী অজয় দেবগণ (Ajay Devgn/Vishal Veeru Devgan)। 

2 April 1974 : ১৯৭৪ সালে আজকের দিনে বেঙ্গালুড়ুতে(কর্ণাটক) জন্ম গ্রহণ করেন পরিচালক ও কোরিওগ্রাফার রেমাে ডি’সুজার (Remo D’Souza)।

2 April 1981 : ১৯৮১ সালে আজকের দিনে পাঞ্জাবের অমৃতসরে জন্ম গ্রহণ করেন অভিনেতা ও জনপ্রিয় সঞ্চালক কপিল শর্মা (Kapil Sharma)।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২ এপ্রিল | Today Famous Deaths : 2 April

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 2 April. On this day Famous Deaths in Bengali)

2 April 1933 : ১৯৩৩ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ক্রিকেটার রনজিৎ সিংজি (K. S. Ranjitsinhji)। He was the ruler of the Indian princely state of Nawanagar from 1907 to 1933, as Maharaja Jam Saheb and a noted Test cricketer who played for the English cricket team.

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ২ এপ্রিল | Today’s History Question and Answer : 2 April | History QNA 

  1. বিশ্ব অটিজম সচেতনতা দিবস কবে পালন করা হয়?

Ans. ২ এপ্রিল (2 April) বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়।

  1. কমিডি স্টার, অভিনেতা ও জনপ্রিয় সঞ্চালক কপিল শর্মা কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৮১ সালের ২ এপ্রিল (2 April 1981) কমিডি স্টার, অভিনেতা ও জনপ্রিয় সঞ্চালক কপিল শর্মা জন্মগ্রহণ করেন।

  1. পরিচালক ও কোরিওগ্রাফার রেমাে ডি’সুজার (Remo D’Souza) কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৭৪ সালের ২ এপ্রিল (2 April 1974) পরিচালক ও কোরিওগ্রাফার রেমাে ডি’সুজার (Remo D’Souza) জন্মগ্রহণ করেন।

  1. হিন্দি চলচ্চিত্রের জগতের অন্যতম প্রভাবশালী ও সফল অভিনয়শিল্পী অজয় দেবগণ কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৬৯ সালের ২ এপ্রিল (2 April 1969) হিন্দি চলচ্চিত্রের জগতের অন্যতম প্রভাবশালী ও সফল অভিনয়শিল্পী অজয় দেবগণ জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় বাঙালি জনপ্রিয় রাজনীতিবিদ অধীররঞ্জন চৌধুরী কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৫৬ সালের ২ এপ্রিল (2 April 1956) ভারতীয় বাঙালি জনপ্রিয় রাজনীতিবিদ অধীররঞ্জন চৌধুরী জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত দিনে ২ এপ্রিল – The Famous Day 2 April in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ২ এপ্রিল | Today’s Historical Events : 2 April (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *