Close Ad close
Breaking
Wed. Nov 20th, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ২ ফেব্রুয়ারি | Today's Historical Events 2 Februaryআজকের দিনে ইতিহাসের পাতায় ২ ফেব্রুয়ারি | Today's Historical Events 2 February

আজকের দিনে ইতিহাসের পাতায় ২ ফেব্রুয়ারি | Today’s Historical Events 2 February in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ২ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 2 February in Bengali : আজকের বিখ্যাত দিনে ২ ফেব্রুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ২ ফেব্রুয়ারি  : Today’s Historical Events 2 February) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ২ ফেব্রুয়ারি।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২ ফেব্রুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 2 February

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২ ফেব্রুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 2 February. On this day Important Day in Bengali)

2 February : আজ ২ ফেব্রুয়ারি – বিশ্ব জলাজমি দিবস।

2 February : আজ ২ ফেব্রুয়ারি – জাতীয় নিরাপদ খাদ্য দিবস (বাংলাদেশ)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ ফেব্রুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 2 February

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 2 February

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ ফেব্রুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 2 February. Today’s Famous day on 2 February in India. On this day Historical Famous Events in India)

2 February 1814 : ১৮১৪ সালের আজকের দিনে কলকাতায় ‘ভারতীয় সংগ্রহালয়’ প্রতিষ্ঠিত হয়।

2 February 1817 : ১৮১৭ সালের আজকের দিনে শিক্ষা ও খ্রিস্টধর্ম প্রচারের উদ্দেশ্যে কলকাতায় চার্চ মিশনারি সোসাইটির প্রথম শাখাটি স্থাপিত হয়।

2 February 1862 : ১৮৬২ সালের আজকের দিনে শম্ভুনাথ পণ্ডিত প্রথম বাঙালি হিসেবে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন।

2 February 1915 : ১৯১৫ সালের আজকের দিনে বিশিষ্ট ভারতীয় সাংবাদিক ও লেখক খুশবন্ত সিং-এর জন্ম হয়।

2 February 1936 : ১৯৩৬ সালের আজকের দিন বাঙালি সাহিত্যিক ও সমালোচক বিপিনবিহারী গুপ্তের মৃত্যু হয়।

2 February 1958 : ১৯৫৮ সালের আজকের দিনে আজাদ ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা ও ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের মৃত্যু হয়।

2 February 1959 : ১৯৫৯ সালের আজকের দিনে শিশিরকুমার ভাদুড়ী ভারত সরকার প্রদত্ত “পদ্মভূষণ” সম্মান প্রত্যাখ্যান করেন।

2 February 1986 : ১৯৮৬ সালের আজকের দিনে দালাই লামা ভারতে পোপ জন পল দ্বিতীয়ের সাথে দেখা করলেন।

2 February 1989 : ১৯৮৯ সালের আজকের দিনে সত্যজিৎ রায়কে ফ্রান্স তাদের সর্বোচ্চ সম্মান “লিজিয়ন ডি অনার” প্রদান করে।

2 February 2011 : ২০১১ সালের আজকের দিনে বিশিষ্ট প্রতিরক্ষা বিশ্লেষক কৃষ্ণস্বামী শুভ্রমানিয়ামের মৃত্যু হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 2 February

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

2 February 1936 : ১৯৩৬ সালের আজকের দিনে বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী দিনে সুমিতা দেবীর জন্ম হয়।

2 February 1939 : ১৯৩৯ সালের আজকের দিনে প্রখ্যাত গল্পকার ও কথাসাহিত্যিক হাসান আজিজুল হক জন্ম হয়।

2 February 1968 : ১৯৬৮ সালের আজকের দিনে বিশিষ্ট ক্রিকেট খেলোয়াড় আমিনুল ইসলাম বুলবুলের জন্ম হয়।

2 February 2006 : ২০০৬ সালের আজকের দিনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর মৃত্যু হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ ফেব্রুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 2 February

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ ফেব্রুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 2 February, Today’s Famous day on 2 February in the World. On this day Historical Famous Events in The World)

2 February 1901 : ১৯০১ সালের আজকের দিনে রাণী ভিক্টোরিয়ার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

2 February 1913 : ১৯১৩ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালটি চালু হয়।

2 February 1914 : ১৯১৪ সালের আজকের দিনে চলচ্চিত্রে চার্লি চ্যাপলিনের প্রথম আত্মপ্রকাশ ঘটে।

2 February 1915 : ১৯১৫ সালের আজকের দিনে দক্ষিণ আফ্রিকান-ইসরায়েলি রাজনীতিবিদ ও কূটনৈতিক এবং জাতিসংঘে ইসরায়েলের প্রথম রাষ্ট্রদূত জন্মগ্রহণ করেন।

2 February 1922 : ১৯২২ সালের আজকের দিনে জেমস জয়েসের ‘ইউলিসেস’ প্রকাশিত হয়।

2 February 1939 : ১৯৩৯ সালের আজকের দিনে মার্কিন অর্থনীতিবিদ ও অধিবিদ্যাবিদ এবং অর্থনীতিতে নোবেল পুরস্কারজয়ী ডেল টমাস মর্টেনসেন জন্মগ্রহণ করেন।

2 February 1970 : ১৯৭০ সালের আজকের দিনে ইংরেজ গণিতজ্ঞ, শিক্ষাবিদ, দার্শনিক, লেখক এবং নোবেলজয়ী সাহিত্যিক বারট্রান্ড রাসেলের মৃত্যু হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ২ ফেব্রুয়ারি | Today Famous Birthdays : 2 February

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 2 February. On this day Famous Birthdays in Bengali)

2 February 1979 : ১৯৭৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন শমিতা শেঠি, ভারতীয় অভিনেত্রী।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২ ফেব্রুয়ারি | Today Famous Deaths : 2 February

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 2 February. On this day Famous Deaths in Bengali)

2 February 2007 : ২০০৭ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন বিজয় অরোরা, ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা (জন্ম: 1944)।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ২ ফেব্রুয়ারি | Today’s History Question and Answer : 2 February | History QNA 

  1. বিশ্ব জলাজমি দিবস কবে পালন করা হয়?

Ans. ২ ফেব্রুয়ারি (2 February) বিশ্ব জলাজমি দিবস পালন করা হয়।

  1. জাতীয় নিরাপদ খাদ্য দিবস (বাংলাদেশ) কবে পালন করা হয়?

Ans. ২ ফেব্রুয়ারি (2 February) জাতীয় নিরাপদ খাদ্য দিবস (বাংলাদেশ) পালন করা হয়।

  1. ভারতীয় অভিনেত্রী শমিতা শেঠি কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৭৯ সালের ২ ফেব্রুয়ারি (2 February 1979) ভারতীয় অভিনেত্রী শমিতা শেঠি জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা বিজয় অরোরা কবে মারা যান?

Ans. ২০০৭ সালের ২ ফেব্রুয়ারি (2 February 2007) ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা বিজয় অরোরা মারা যান।

  1. কবে কলকাতায় ‘ভারতীয় সংগ্রহালয়’ প্রতিষ্ঠিত হয়?

Ans. ১৮১৪ সালের ২ ফেব্রুয়ারি (2 February 1814) কলকাতায় ‘ভারতীয় সংগ্রহালয়’ প্রতিষ্ঠিত হয়।

  1. কলকাতায় চার্চ মিশনারি সোসাইটির প্রথম কবে শাখাটি স্থাপিত হয়?

Ans. ১৮১৭ সালের ২ ফেব্রুয়ারি (2 February 1817) শিক্ষা ও খ্রিস্টধর্ম প্রচারের উদ্দেশ্যে কলকাতায় চার্চ মিশনারি সোসাইটির প্রথম শাখাটি স্থাপিত হয়। 

  1. প্রথম বাঙালি হিসেবে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি হিসেবে কবে এবং কে নিযুক্ত হন?

Ans. ১৮৬২ সালের ২ ফেব্রুয়ারি (2 February 1862) শম্ভুনাথ পণ্ডিত প্রথম বাঙালি হিসেবে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন। 

  1. ভারতীয় সাংবাদিক ও লেখক খুশবন্ত সিং কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯১৫ সালের ২ ফেব্রুয়ারি (2 February 1915) ভারতীয় সাংবাদিক ও লেখক খুশবন্ত সিং জন্মগ্রহণ করেন।

  1. আজাদ ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা ও ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৫৮ সালের ২ ফেব্রুয়ারি (2 February 1958) আজাদ ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা ও ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ জন্মগ্রহণ করেন।

  1. কে ভারত সরকার প্রদত্ত “পদ্মভূষণ” সম্মান প্রত্যাখ্যান করেন?

Ans. ১৯৫৯ সালের ২ ফেব্রুয়ারি (2 February 1959) শিশিরকুমার ভাদুড়ী ভারত সরকার প্রদত্ত “পদ্মভূষণ” সম্মান প্রত্যাখ্যান করেন।

  1. কাকে ফ্রান্স তাদের সর্বোচ্চ সম্মান “লিজিয়ন ডি অনার” প্রদান করে?

Ans. ১৯৮৯ সালের ২ ফেব্রুয়ারি (2 February 1989) সত্যজিৎ রায়কে ফ্রান্স তাদের সর্বোচ্চ সম্মান “লিজিয়ন ডি অনার” প্রদান করে।

  1. প্রতিরক্ষা বিশ্লেষক কৃষ্ণস্বামী শুভ্রমানিয়াম কবে মারা যান?

Ans. ২০১১ সালের ২ ফেব্রুয়ারি (2 February 2011) প্রতিরক্ষা বিশ্লেষক কৃষ্ণস্বামী শুভ্রমানিয়াম মারা যান।

আজকের বিখ্যাত দিনে ২ ফেব্রুয়ারি – The Famous Day 2 February in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ২ ফেব্রুয়ারি | Today’s Historical Events : 2 February (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *