Close Ad close
Breaking
Sat. Jan 18th, 2025
আজকের দিনে ইতিহাসের পাতায় ২ জানুয়ারি | Today's Historical Events 2 Januaryআজকের দিনে ইতিহাসের পাতায় ২ জানুয়ারি | Today's Historical Events 2 January

আজকের দিনে ইতিহাসের পাতায় ২ জানুয়ারি | Today’s Historical Events 2 January in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ২ জানুয়ারি  : Today’s Historical Events 2 January in Bengali : আজকের বিখ্যাত দিনে ২ জানুয়ারি ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ২ জানুয়ারি  : Today’s Historical Events 2 January) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ২ জানুয়ারি।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২ জানুয়ারি | Today’s Famous Day or Important Day in Bengali : 2 January

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২ জানুয়ারি – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 2 January. On this day Important Day in Bengali)

2 January : আজ ২ জানুয়ারি – জাতীয় সমাজসেবা দিবস (বাংলাদেশ)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ জানুয়ারি | Today’s Famous Day in History (Bengali) : 2 January

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ জানুয়ারি | Today’s famous day in the history of India (Bengali) : 2 January

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ জানুয়ারি । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 2 January. Today’s Famous day on 2 January in India. On this day Historical Famous Events in India)

2 January 1757 : ১৭৫৭ সালের আজকের দিনে ব্রিটিশ সেনারা কলকাতা ভারত দখল করেন।

2 January 1896 : ১৮৯৬ সালের আজকের দিনে বিখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক তথা প্রথম জীবনে বিপ্লবী রাজনৈতিক কর্মী খগেন্দ্রনাথ মিত্রের জন্ম হয়।

2 January 1905 : ১৯০৫ সালের আজকের দিনে কোডিয়াগঞ্জে ভারতীয় লেখক জৈনেন্দ্র কুমার আগ্রার জন্ম হয়। ‘মুক্তিবোধ’ উপন্যাসের জন্য তিনি সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার লাভ করেন।

2 January 1913 : ১৯১৩ সালের আজকের দিনে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার ট্রান্সওয়ালে টলস্টয় ফার্ম ছাড়েন।

2 January 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে মহাত্মা গান্ধী পূর্ববাংলায় শান্তির জন্য পদযাত্রা শুরু করেছিলেন।

2 January 1954 : ১৯৫৪ সালের আজকের দিনে ভারতের সবচেয়ে বড়ো সম্মান ভারতরত্ন ও পদ্মবিভূষণ সূচিত হয়।

2 January 1960 : ১৯৬০ সালের আজকের দিনে ভারতীয় ক্রিকেটার রমন লাম্বার উত্তরপ্রদেশে জন্ম হয়। ঢাকা প্রিমিয়ার লিগ ছাড়াও তিনি আন্তর্জাতিক স্তরে ৪টি টেস্ট ম্যাচ ও ৩২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।

2 January 1976 : ১৯৭৬ সালের আজকের দিনে  ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়।

2 January 1989 : ১৯৮৯ সালের আজকের দিনে ভারতীয় নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা সফদার হাসমি গাজিয়াবাদে তাঁর পথনাটক ‘হাল্লা বোল’ চলাকালীন কংগ্রেস পার্টির একদল দুষ্কৃতী দ্বারা নিহত হন। এই ঘটনার ১৪ বছর পর গাজিয়াবাদ কোর্ট কংগ্রেস পার্টির সদস্য মুকেশ শর্মা সহ ১০ জনকে অপরাধী সাব্যস্ত করে।

2 January 1975 : ১৯৭৫ সালের আজকের দিনে বিহারের সমস্তিপুরে একটি বোমা বিস্ফোরণে তৎকালীন রেলওয়ে মন্ত্রী ললিত নারায়ণ মিশ্র জখম হন।

2 January 2014 : ২০১৪ সালের আজকের দিনে ভারতের মালশেজ ঘাটে একটি বাস 400 ফুট নিচে পড়ে 30 জন নিহত হয়েছেন।

2 January 2019 : ২০১৯ সালের আজকের দিনে আইন পরিবর্তনের পরে প্রতিবাদ জানাতে দুই মহিলা প্রথমবারের মতো কেরালা রাজ্যে ভারতের সাবরিমালা মাজারে প্রবেশ করেন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ জানুয়ারি | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 2 January

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ জানুয়ারি : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

2 January 1975 : ১৯৭৫ সালের আজকের দিনে পুলিশ কাস্টডিতে বিপ্লবী কমিউনিস্ট নেতা সিরাজ সিকদারের  মৃত্যু হয়। অনেকের মতে এটি হত্যা কিন্তু ঠিক কখন কোথায় কীভাবে তাকে হত্যা করা হয় সে সম্পর্কে অস্পষ্টতা রয়েছে।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ জানুয়ারি | Today’s famous day in the history of the world (Bengali) : 2 January

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২ জানুয়ারি, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 2 January, Today’s Famous day on 2 January in the World. On this day Historical Famous Events in The World)

2 January 366 : ৩৬৬ সালের আজকের দিনে দিনে তুষারশীতল লাইন নদী অতিক্রম করে রোমান সাম্রাজ্যে আক্রমণ হানে আলেমানি গোষ্ঠীর বিপুল সংখ্যক সেনা। আলেমানি কথাটির আক্ষরিক অর্থ সকল পুরুষ।

2 January 1777 : ১৭৭৭ সালের আজকের দিনে নিউ জার্সির ট্রেন্টনে ব্রিটিশ আক্রমণের প্রতিরোধে যুদ্ধ বাধে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে আমেরিকার সেনার সঙ্গে ইংরেজ সেনার। এই যূদ্ধ ‘আসুনপ্রিঙ্ক ক্রিক-এর যুদ্ধ’ নামে পরিচিত।

2 January 1860 : ১৮৬০ সালের আজকের দিনে প্যারিসে ফ্রেঞ্চ অ্যাকাডেমি অব সায়েন্সেস -এর একটি আলোচনায় ভলকান জ্যোতিষ্কের আবিষ্কারের কথা ঘোষণা করা হয়।

2 January 1942 : ১৯৪২ সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ফিলিপিন্সের ম্যানিলা জাপানের সৈন্যবাহিনী দ্বারা আক্রান্ত হয়।

2 January 1949 : ১৯৪৯ সালের আজকের দিনে লুইস মুনোজ ম্যারিন পুর্তো রিকোর প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত গভর্নর হন।

2 January 1955 : ১৯৫৫ সালের আজকের দিনে পানামার প্রেসিডেন্ট জোস অ্যান্টোনিও রেমন সাবমেশিনগান দ্বারা অতর্কিতে গুলিবিদ্ধ হন, ২ ঘণ্টা পর তিনি চিকিৎসাকেন্দ্রে মারা যান। তদন্ত চলাকালীন রুবেন-ও-মিরো স্বীকার করেন যে তিনি রামন গুইজাডোর নির্দেশে প্রেসিডেন্টকে গুলিবিদ্ধ করেন। রামন গুইজাডো ছিলেন তৎকালীন ভাইস-প্রেসিডেন্ট, হত্যাকাণ্ডের পর প্রেসিডেন্ট হন এবং তারপর গ্রেফতার হন।

2 January 1959 : ১৯৫৯ সালের আজকের দিনে সোভিয়েত ইউনিয়ন মহাকাশযান লুনা-১. প্রেরন করে।

2 January 1978 : ১৯৭৮ সালের আজকের দিনে মহম্মদ জিয়াউল হকের নির্দেশে প্যারামিলিটারি ফোর্স পাকিস্তানের মুলতানে শান্তিপূর্ণভাবে প্রতিরোধকারী কাপড় মিলের শ্রমিকদের উপর গুলি চালিয়ে পাশবিক হত্যা করে। মহম্মদ জিয়াউল হক ছিলেন পাকিস্তানের ষষ্ঠ প্রেসিডেন্ট।

2 January 1981 : ১৯৮১ সালের আজকের দিনে ‘ইয়র্কশায়ার রিপার’ নামে কুখ্যাত সিরিয়াল কিলার পিটার সাটক্লিফ ব্রিটিশ পুলিশ দ্বারা গ্রেফতার হন। পাঁচ বছর ধরে বহু মহিলাকে হত্যা করেছেন তিনি, যাদের মধ্যে অধিকাংশই ছিলেন পতিতা।

2 January 2006 : ২০০৬ সালের আজকের দিনে ওয়েস্ট ভার্জিনিয়ায় একটি কয়লাখনির বিস্ফোরণে ১২ জন শ্রমিকের মৃত্যু হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ২ জানুয়ারি | Today Famous Birthdays : 2 January

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 2 January. On this day Famous Birthdays in Bengali)

2 January 1910 : ১৯১০ সালের আজকের দিনে শ্রীরাঙ্গম শ্রীনীবাসারও [শ্রী শ্রী], তেলেগু কবি, ভারতের বিশাখাপত্তনমে জন্মগ্রহণ করেন (মৃত্যু : 1983)।

2 January 1932 : ১৯৩২ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন হরচাঁদ সিং লঙ্গোভাই [সন্ত জী], ১৯৮০-এর দশকের পাঞ্জাব বিদ্রোহের সময় ভারতীয় শিখ নেতা এবং আকালি দলের সভাপতি, ব্রিটিশ ভারত (মৃত্যু : 1985)।

2 January 1940 : ১৯৪০ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন এসআরএস বারাধন, ভারতীয় আমেরিকান গণিতবিদ।

2 January 1973 : ১৯৭৩ সালের আজকের দিনে ক্রিস উডরফ, আমেরিকান টেনিস খেলোয়াড় এবং কোচ (ইন্ডিয়ান ওয়েলস ১৯৯৯ সেমিফাইনাল; টেনেসির কোচ বিশ্ববিদ্যালয়), টেনেসির নক্সভিলে জন্মগ্রহণ করেছেন।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২ জানুয়ারি | Today Famous Deaths : 2 January

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 2 January. On this day Famous Deaths in Bengali)

2 January 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে ভারতীয় (বাঙালি) কবি যতীন্দ্রমোহন বাগচি 69 বছর বয়সে মারা যান।

Sources : Link1, Link2, Link3

আজকের বিখ্যাত দিনে ২ জানুয়ারি : The Famous Day 2 January in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ২ জানুয়ারি | Today’s Historical Events : 2 January (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *